1
2
3
বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮
ফটোগ্যালারী ১০
Images Side by Side
How to create side-by-side images with the CSS float property:
« Previous Next »
মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮
বাংলা ২য় পত্র
এইচএসসি বাংলা ২য় পত্র
[ এইচএসসি পরীক্ষার জন্য কতিপয় প্রশ্ন ব্যাকরণ অংশ-৩০ ]
ব্যাকরণ, ভাষা, ধ্বনি, সন্ধি, নত্ত্ব ষত্ব বিধান, শব্দ, প্রকৃকি ও প্রত্যয়, সমাস, উপসর্গ, পদ প্রকরণ,বাক্য-প্রকরণ,বাংলা বানানের নিয়ম,উচ্চারনের নিয়ম, বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ,
১. বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখ।
২. বাংলা বানানের ই-কার ব্যবহারের ৫টি নিয়ম লিখ।
৩. ণ-ত্ব বিধান কী ? ণত্ব-বিধানের নিয়ম বা সূত্রগুলো আলোচনা কর।
৪. ষ-ত্ব বিধান বলতে কি বোঝ ? ষ-ত্ব বিধানের ছয়টি নিয়ম আলোচনা কর।
৫. শব্দগঠন বলতে কি বোঝ ? কী কী উপায়ে সার্থক বাংলা ভাষার শব্দগঠিত হয় ?
৬. অর্থের পার্থক্য বিচারে বা অর্থগতভাবে বাংলা ভাষায় শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায় ।
৭. শব্দ কাকে বলে ? উৎস অনুসারে বা উৎপত্তিগত দিক থেকে বাংলা ভাষার শব্দ সমূহ কয়প্রকার ও কী কী উদাহরণসহ লেখ ।
৮. উপসর্গ কাকে বলে ? বাংলা শব্দঠেনে উপসর্গের ভূমিকা কী ?
৯. “উপসর্গের অর্থবাচকতা নেই। অর্থদ্যোতকতা আছে।” ব্যাখ্যা কর বা উদাহরণসহ আলোচনা কর।
১০. সন্ধিও সমাসের মধ্যে প্রধান ছয়টি পার্থক্য উদাহরণসহ লেখ।
১১. বাক্য বা গঠন অনুসারে বাক্য কতপ্রকার ও কী কী ? আলোচনা কর ।
১২. বাক্য কাকে বলে ? একটি সার্থক বাক্য গঠনে কী কী গুন বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন ? উদাহরণ সহ লেখ।
১৩. বাংলা একাপেডমি প্রণিত বাংলা বানানের নিয়মানুসারে অ-তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম লেখ।
১৪. বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ আলোচনা কর।
১৫. বাক্য কাকে বলে একটি সার্থক বাক্যের কয়টি অংশ থাকে ? সেগুলো কি কি উদাহরণ সহ আলোচনা কর।
১৬. অর্থানুসারে বাংলা বাক্যসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে ?উদাহরণ সহ আলোচনা কর।
১৭. উদাহরণসহ সর্বনাম পদের শেণিবিভাগ আলোচনা কর।
১৩. শব্দের বানান শুদ্ধ করে লেখ ।
১৪. ব্যাসবাক্য সহ সমাসের নান লেখ । (বিভিন্ন বোর্ড প্রশ্ন)
১৫. বিপরীত শব্দ। (বিভিন্ন বোর্ড প্রশ্ন)
১৬. বানান বিশুদ্ধকরন (বিভিন্ন বোর্ড প্রশ্ন)
র্নিমিতি অংশ-৭০নম্বর বিষয়গুলো হলো ।
পারিভাষিক শব্দ/অনুবাদ,
অভিজ্ঞতা বর্ননা, দিনলিপি/ভাষণ রচনা, প্রতিবেদন রচনা
ভাবসম্প্রসারণ / সারাংশ, সারর্মম ও সারসংক্ষেপ
বৈদ্যুতিক চিঠি,ক্ষুদে বার্তা/ পত্র লিখন, আবেদন পত্র
সংলাপ/ক্ষুদেগল্প,
প্রবন্ধ লেখা
১. পারিভাষিক শব্দ লিখ পাঠ্যবই বেশি বেশি চর্চা করতে হবে
২. অনুবাদ পাঠ্যবই হতে চর্চা করতে হবে
৩. অভিজ্ঞতা বর্ননা কর । (যে কোনটা আসতে পারে )
৪. দিনলিপি লেখা । যে কোনটা আসতে পারে
৫. ভাষণ লেখা
* জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষার মানোন্নয়ন শীর্ষকসেমিনারের জন্য একটি ভাষণ রচনা কর । ঢা;-২০০২
* বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একজন বক্তা হিসেবে তোমার নিজের জন্য একটি ভাষণ রচনা কর
* শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও তার প্রতিকার শীর্ক সেমিনারে উপস্থাপন করার জন্যে একটি ভাষণ তৈরি কর।
* মাদকাসক্তির কুফল সম্পর্কে একটি ভাষণ তৈরি কর।
* নারী শিক্ষার গুরুত্ব ও প্রওিয়াজন শীর্ষক এ আলোচন অনুষ্ঠানে উপস্থাপনের জন্যে প্রধান অতিথির একটি ভাষণ রচনা কর।
* তোমার কলেজের নবীনবরণ অনুষ্ঠােনের নবাগত ছাত্র-ছাত্রীর উদ্দেশ্যে ভাষণ রচনা কর।
* তোমার কলেজে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধান অতিথির একটি ভাষণ রচনা কর।
৬. ভাব-সম্প্রসারণ দ্বিতীয় পাচাঁটি পাঠ্যবইয়ের।
৭. পত্র লিখন পাঠ্যবই হতে কমপক্ষে পাঁচটি নমুনা
৮. সংলাপ লেখা বিষয়ের উপর চর্চা করতে হবে “
৯. প্রতিবেদন লেখা বইয়ের দ্বিতীয় পাচঁটি ।
১০. প্রবন্ধ রচনা কর
ক) নিয়মানুবর্তিতা খ) মাদকাসক্তি ও তার প্রতিকার
গ) বাংলাদেশের বেকার সমনস্যা ও তার সমাধান ঘ) কুটির শিল্প
ঙ) বাংলাদেশের পোশাক শিল্প চ) বিজয় দিবস
ছ) রূপসী বাংলাদেশ । * মুক্তি যুদ্ধের চেতনা ও আমাদের দেশ প্রেম
* বৈদেশিক উন্নয়নে বাংলাদেশ * আধুনিক তথ্য প্রযু্ক্তি ও বাংলাদেশ
* জাতি গঠনে ছাত্রসমাজের ভূমিকা * একটি শীতের সকাল
It provides correct margins, padding, alignments, and more, to most HTML elements.
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)