রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

বাংলা ১ম বহুনির্বাচনী-MCQ HSC


transparent
1. ‘আমলে দেওয়া’ বলতে বোঝায়-
ক.পাত্তা দেওয়া
খ. মান্য করা
গ.অনুসরণ করা
ঘ. দাম দেওয়া

ক.পাত্তা দেওয়া

২. ‘আমেনা’ চরিত্রের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
ক.সূখী
খ.বন্ধ্যা
গ.দরিদ্র
ঘ. কুৎসিত

খ. বন্ধ্যা

৩. ‘পথ্য’ বলতে কী বোঝ?
ক) রোগীর জন্য চিকিৎসাসেবা
খ) রোগীর জন্য উপযুক্ত আহার্য
গ) পথের উপযোগী খাদ্য-পানীয়
ঘ) ফল-মূল ইত্যাদি দামি খাবার

খ) রোগীর জন্য উপযুক্ত আহার্য

৪ . ‘রেইনকোট’ গল্পে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর কে?
ক) কর্নেল
খ) মুক্তিবাহিনী
গ) প্রেসিডেন্ট
ঘ) মিলিটারি

গ) প্রেসিডেন্ট

৫ . ‘আমার পথ’ প্রবন্থে যে বিষয়টির ওপর আলোকপাত করা হয়েছে-
i. দাসত্বের শৃঙ্খল
ii. ব্যক্তির অন্তরের সত্য
iii. মিথ্যার পরাজয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
খ) ii
৬.আগে থেকেই খাবার জমিয়ে রাখে কারা?
ক) মানুষ
খ) বানর
গ) মৌমাছি
ঘ) পিঁপড়া
ঘ) পিঁপড়া
৭. মজিদের প্রথমা স্ত্রীর নাম কী?
ক) রহিমা
খ) জমিলা
গ) আমেনা
ঘ) মতিবিবি
ক রহিমা
৮. ‘ধড়মড়’ কোন ধরনের শব্দ?
ক) যৌগিক শব্দ
খ) দ্বিরুক্তি শব্দ
গ) বাগধারা জাতীয় শব্দ
ঘ) বিশেষণবাচক শব্দ
খ) দ্বিরুক্তি শব্দ
৯. ‘গোপাল’ সম্বোধনের প্রেক্ষিতে লেখক বুড়িকে কাদের সাথে তুলনা করেন?
ক) মা-মাসিমা
খ) মাসি-পিসিমা
গ) ঠাকুরমা-দিমিা
ঘ) মা-পিসিমা
ঘ. মা-পিসিমা
১০‘অপরাজিতা’ উপন্যাসের লেখক কে?
ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ক.বিভূতিভূষণ
১১. মাসি এবং পিসি উভয়ই-
ক) সধবা নারী
খ) কুলীন নারী
গ) প্রিয়ংবদা নারী
ঘ) বিধবা নারী
ঘ) বিধবা নারী
১২. মাসি-পিসি সালতি নিয়ে কখনবাড়িগ ফিরছিল?
ক) দুপুর বেলায়
খ) বিকেল বেলায়
গ) শেষ বেলায়
ঘ) সন্ধ্যা বেলায়
গ) শেষ বেলায়
১৩ . ঢেঙা বুড়োর বিচারে মজিদ কোনসুরা পাঠ করেছিল?
ক) আল ইমরান
খ) আল বাকারা
গ) আল ফাতেহা
ঘ) আন-নূর
ঘ) আন-নূর
১৪ পাথর এবার হঠাৎ নড়ে। এখানে পাথর বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) মজিদ
খ) জমিলা
গ) রহিমা
ঘ) আমেনা
ক) মজিদ
১৫ .‘ব্যঞ্জন’ শব্দের অর্থ- ক) ক থেকে হ পর্যন্ত বর্ণ
খ) রান্না করা তরকারি
গ) একত্রিত হওয়া
ঘ) জাউ ভাত
খ) রান্না করা তরকারি
১৬ . অনুপম কার হাতে মানুষ?
ক) মা’র
খ) বাবার
গ) মামার
ঘ) ধাত্রীর

ক) মামা’র
১৭ .রহিমার কাছে নিজের মৃত্যু কামনা করে কে?
ক) হাসুনির মা
খ) আমেনা
গ) তাহেরের বাপ
ঘ) জমিলা

ক) হাসুনির মা
১৮. বুড়ির পারিবারিক অবস্থা হলো-
i. স্বামী বেঁচে নেই
ii. একমাত্র মেয়ে মারা গেছে
iii. এক নাতনি আছে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii

ঘ) i, ii ও iii
১৯. দেশের যারা শত্রু, দেশের যা-কিছু মিথ্যা ভন্ডামি, মেকি তা সব দূর করতে কে আগুনের সম্মার্জনা হবে?
ক) শনি
খ) বৃহস্পতি
গ) পৃথিবী
ঘ) প্রাবন্ধিক

ঘ) প্রাবন্ধিক
২০. লেখক কাদের দূর করতে আগুনের সম্মার্জনা হবে?
ক) দেশের শত্রুদের
খ) দেশদ্রোহীদের
গ) কপটচারীদের
ঘ) দুষ্ট লোকদের

ক) দেশের শত্রুদের
২১ .নাটক শব্দের আভিধানিক অর্থ কি ?
ক.অভিনয় করা খ.নড়াচরা করা
গ.নৃত্যগীত করা ঘ. সংলাপ করা
খ.নড়াচরা করা
২২ .সিরাজকে হত্যা করার জন্য মোহাম্মদিবেগকে কত টাকা অগ্রিম দিতে হয় ?
ক.দুই হাজার খ. পাচঁ হাজার
গ.দশ হাজার ঘ. পনেরো হাজার
খ. পাচঁ হাজার
২৩. মানিক বন্দ্যোপাধ্যায়ের ডাক নাম কী?
ক. নয়ন খ. খোকা
গ. মানিক ঘ. প্রফুল
-----
২৪.সিকান্দার আবু জাফর কোথায় জন্মগ্রহন করেন?
ক.রংপুর জেলার মিঠাপুকুর
খ.সাতক্ষীরার জেলার তালা উপজেলায়
গ.রাজবাড়ী জেলার পাংশা
ঘ.বরিশাল জেলার নলছিটি উপজেলায়
খ.সাতক্ষীরার জেলার তালা উপজেলায়
২৫. কী খেতে খেতে মাদাম লোইসেল প্রণয়লীলার কাহিনি শোনার কল্পনা করেন?
ক) মুরগির পাখনা খ) হাঁসের মাংস
গ) সুস্বাদু কেক ঘ) হরিণের মাংস
ক) মুরগির পাখনা
২৬. ট্রামওয়ে বলতে কী বোঝানো হয়েছে ?
ক.বিমান চলাচলের রাস্তা খ.বাস চলাচলের রাস্তা
গ.ট্রাম চলাচলের রাস্তা ঘ.নৌকা চলাচলের রাস্তা
খ.বাস চলাচলের রাস্তা
২৭. চাষার দুক্ষু প্রবন্ধে কোন যুদ্ধের কথা উল্লেখ আছে ?
ক.ইউরোপের মহাযুদ্ধ খ.ক্রিমিয়ার যুদ্ধ
গ.মুক্তিযুদ্ধ ঘ.ব্রিটিশ যুদ্ধ
ক.ইউরোপের মহাযুদ্ধ
২৮. এন্ডি রেশমের উৎপত্তির স্থল-
ক.রংপুর-আসাম খ.রাজশাহী-দিনাজপুর
গ.রংপুর-গোহাটি ঘ.রাজশাহী-বগুড়া
ক.রংপুর-আসাম
২৯. গোলাভরা ধান, পুকুরভরা মাছ আর গোয়ালভরা গরু কথাটি টেকে না কোন লেখায় ?
ক.আমার পথ
খ.চাষার দুক্ষু
গ.বায়ান্নর দিনগুলো
ঘ.রেইনকোট
খ.চাষার দুক্ষু
৩০. বাঙালি মুসলিম নারী জাগরনের অগ্রদূত কে?
ক.সিদ্দিকা কবীর
খ.সুফিয়া কামাল
গ.সেলিনা হোসেন
ঘ.রোকেয়া সাখাওয়াত হোসন
ঘ.রোকেয়া সাখাওয়াত হোসন