বুধবার, ১ আগস্ট, ২০১৮

লালসালু


উপন্যাসের পটভূমি : ‍এই সমাজ থেকেই সৈয়দ ওয়ালীউল্লাহ, বেছে নিলেন তাঁর উপন্যাসের পটভূমি, বিষয় এবং চরিত্র। তাঁর উপন্যাসের পটভূমি গ্রামীণ সমাজ; বিষয় সামাজিক রীতি-নীতি, ও প্রচলিত ধারণা বিশ্বাস, চরিত্রসমূহ একদিকে কুসংস্কারাচ্ছন্ন ধর্মভীরু, শোষিত, দরিদ্র গ্রামবাসী, অন্যদিকে শঠ, প্রতারক, ধর্মব্যবসায়ী এবং শোষক-ভূস্বামী।

লারসালুর চরিত্র

মজিদ: এ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ ।শীর্ণদেহের এই মানুষটি মানুষের ধর্মবিশ্বাস, ঐশী শক্তির প্রতি ভক্তি ও আনুগত্য, ভয় ও শ্রদ্ধা, ইচ্ছা ও বাসনা-সবই নিয়ন্ত্রণ করতে চায়।মজিদ একটি প্রতীকী চরিত্র-কুসংস্কার, শটতা, প্রতারক, ধর্মব্যবসায়ী এবং শোষক-ভূস্বামী এবং অন্ধবিশ্বাসের প্রতীক সে।

রহিমা= মজিদের প্রথম স্ত্রী রহিমা ‘লালসালু’ উপন্যাসের অন্যতম প্রধান মেয়ে চরিত্র। সরল প্রকৃতির বিধবা নি:সন্তান লম্বা চওড়া শারীরিক শক্তিসম্পন্না এই নারী পুরো উপন্যাস জুড়ে স্বামীর ব্যক্তিত্বের কাছে অসহায় হয়ে থাকলেও তার চরিত্রের একটি স্বতন্ত্র মাধুর্য আছে। স্বামীর প্রতি অন্ধ আনুগত্য ও ভক্তি। ধর্মভীরু মানুষেরা ঈশ্বরের প্রতি আনুগত্যের কারণে যে কোমল স্বভাবসম্পন্ন হয় রহিমা তারই একটি উৎকৃষ্ট উদাহরণ।


জমিলা :মজিদের দ্বিতীয় স্ত্রী তরুণী বধূ জমিলাকে সে নিয়ন্ত্রনে রাখার চিন্তায দিশেহারা হয়ে যায় তার জমিলার চরিত্রে বিদ্রোহের ভাব এব্ং জমিলার চরিত্রে কৈশোরক চপলতাই প্রধান।

আক্কাস= মহব্বতনগর গ্রামের শিক্ষিত যুবক মোদাব্বের মিঞার ছেলে আক্কাসকে নিয়ন্ত্রণ করার, যে নাকি গ্রামে একটি ইস্কুল দেবার জন্য উঠে পড়ে লেগেছে, আক্কাস নামের এক নবীন যুবকের স্কুল প্রতিষ্ঠার স্বপ্নকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়।

খালেক ব্যাপারীর = খালেক ব্যাপারী ‘লালসালু’ উপন্যাসের অন্যতম প্রতিনিধিত্বশীল চরিত্র। ভূ-স্বামী ও প্রভাব প্রতিপত্তির অধিকারী হওয়ায় তাঁর কাঁধেই >রয়েছে মহব্বতনগরের সামাজিক নেতৃত্ব। উৎসব-ব্রত, ধর্মকর্ম, বিচার-সালিশসহ এমন কোনো কর্মকাণ্ড নেই যেখানে তার নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত নয়। নিরাক-পড়া এক মধ্যাহ্নে গ্রামে আগত ভণ্ড মজিদ তার বাড়িতেই আশ্রয় গ্রহণ করে। একসময় যখন সমাজে মজিদের প্রভাব প্রতিষ্ঠিত হয় তখন খালেক ব্যাপারী ও মজিদ পরস্পর বজায় রেখেছে তাদের অলিখিত যোগসাজশ। সমন্ত উপন্যাসে আত্মমর্যাদাশীল ও ব্যক্তিত্বসম্পন্ন হয়ে উঠতে পারেনি।


আমেনা= এমনকি মজিদের প্রভাব প্রতিপত্তিও মেনে নিয়েছে অবনত মস্তকে; যার উজ্জ্বল দৃষ্টান্ত নিজের একান্ত প্রিয় প্রথম স্ত্রী আমেনা বিবিকে তালাক দেয়া।আমেনা বিবি তালাকপ্রাপ্তা হয়ে এই ঘটনার তিনদিনের মাথায় বাপের বাড়ি রওয়ানা হয়।


তাহের-কাদের ও হাসুনির মায়ের পরিবার=এই পরিবারের সদস্য হল তাহের , কাদের , ছোট ভাই রতন, বিাধরা বোন হাসুনির মা ও তার মেয়ে হাসুনি, ঢেঙ্গামিয়া এবং তার স্ত্রী


দুদু মিয়া= সাতছেলের বাপ .যাকে কিনা মজিদ কুটকৌশলের মাধ্যমে বাপবেটারে এক সাথে খৎনা করিয়ে দেয় ।
রতন= তাহের কাদের এর কনিষ্ঠ ভাই

ঢেঙ্গা মিয়া=তাহের কাদের এর বাপ যে কিনা একমাত্র ব্যাক্তি মজিদের বিপক্ষে বলে , কিন্ত সামাজিক অবস্থার কারণে তার কথা আমলে আসে না ।

হাসুনির মা = হাসুরি মা (তাহের,কাদের,রতন)এর বিধরা বোন, বাপের অবস্থা ভাল না এক মুঠোর মতো যে-জমি, সে-জমিতে ওদের পেট ভরে না। তাই টানাটানি, আধ-পেটা খেয়ে দিন গুজরান। বসে বসে অন্ন ধবংস করতে লজ্জা লাগে হাসুনির মায়ের। সে তো একা নয়, তার হাসুনিও আছে। তাই বাড়িতে-বাড়িতে ধান ভানে। কিন্তু একটা মুখ ফুটে চাইতে আবার লজ্জায় মরে যায়।



সরকারী মুসলিম শিকারীর নাম :দৌলত খানা ।

বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১। 'কিন্তু দেশটা কেমন মরার দেশ'- এখানে 'মরার দেশ' বলতে বোঝানো হয়েছে-
ক) লোকশূন্যতাকে খ) শিক্ষাহীনতাকে
গ) শস্যশূন্যতাকে✔️ ঘ) চাষযোগ্য জমি স্বল্পতাকে

২। 'লালসালু' উপন্যাসে পীরের মাজারকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক) লালসালু খ) মাছের পিঠ✔️
গ) ঝালরওয়ালা ঘ) ছবি

৩।'কী মিয়া? তোমার দিলে কি ময়লা আছে?'- এখানে ময়লা শব্দটি কী অর্থে প্রয়োগ ঘটেছে?
ক) সন্দেহ খ) অন্ধকার✔️ গ) বিশ্বাস ঘ) কুমতলব

৪।'লালসালু' উপন্যাসে কোন বাস্তবচিত্র উপস্থাপিত হয়েছে?
ক) ধর্মের নামে ব্যবসা ✔️ খ) মজিদের ভাগ্যান্বেষণ
গ) বহুবিবাহ প্রথা ঘ) অন্ধবিশ্বাস

৫।জমিলা মজিদের মুখে থুথু দেওয়ায় যে দিকটি স্পষ্ট হয়ে উঠেছে তা হলো-
র. জমিলার প্রতিবাদী চেতনা
রর. জমিলা মজিদের প্রথা ভাঙতে চায়
ররর. জমিলার শিশুসুলভ আচরণ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর✔️
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

৬। আজ সেখানে নির্ভেজাল নিষ্ঠুর হিংস্রতা। 'লালসালু' উপন্যাসের এ উক্তিটির মৌল উপজীব্য বিষয় হলো-
i. ক্ষোভে জ্বলে ওঠা মজিদের হৃদয়হীনতা
ii. মজিদের রাগান্বিত চোখের নির্দয় মানসিকতা
iii. মজিদের সমবেদনার সদিচ্ছার বাহ্যিকতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii✔️ খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
যমুনা নদীর চরাঞ্চলে কোনো বিদ্যুৎ নেই। ফলে তারা অনেক বিষয়ে পিছিয়ে আছে। এ দুরবস্থা দেখে শহরে বসবাসরত সোহেল এ অঞ্চলে সৌরবিদ্যুতের ব্যবস্থা করে দেন।

৭।উদ্দীপকের সোহেলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কার সাদৃশ্য রয়েছে?
ক) আক্কাস✔️ খ) মজিদ
গ) মতলব খাঁ ঘ) খালেক ব্যাপারী

৮।উক্ত চরিত্র ও সোহেলের মধ্যে কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক) কুসংস্কার খ) আধুনিক মনস্কতা✔️
গ) রোমান্টিকতা ঘ) প্রতিবাদী
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
মমেনা প্রচণ্ড মাথাব্যথায় শুধু পীরের পড়াপানি খেতে চান। তার বিশ্বাস, পীরসাহেবের অলৌকিক শক্তিতে তার মাথাব্যথা ভালো হবে।

৯। উদ্দীপকের মমেনার ধারণার সঙ্গে 'লালসালু' উপন্যাসের কার ধারণার সাদৃশ্য রয়েছে?
ক) জমিলা খ) রহিমা
গ) আমেনা ✔️ ঘ) হাসুনির মা

১০।উদ্দীপকের ভাবধারায় 'লালসালু' উপন্যাসের যে দিকটি ফুটে উঠেছে-
i. অন্ধবিশ্বাস ii. ধর্মীয় গোঁড়ামি iii. ধর্মীয় বিজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii✔️ খ) iও iii
গ) ii ও iii ঘ) ii, iii ও ররর

১. গ ২. খ ৩. ক ৪. ক ৫. খ ৬. ক ৭. ক৮. খ ৯. গ ১০. ক