বাংলা ১ম পত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাংলা ১ম পত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

ঐকতান কবিতা


ঐকতান কবিতা
----রবীন্দ্রনাথঠাকুর
বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি।
দেশে দেশে কত-না নগর রাজধানী-
মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু,
কত-না অজানা জীব, কত-না অপরিচিত তরু
রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন;
মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারি এক কোণ।
সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণবৃত্তান্ত আছে যাহে
অক্ষয় উৎসাহে-
যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী
কুড়াই আনি।
জ্ঞানের দীনতা এই আপনার মনে
পূরণ করিয়া লই যত পানি ভিক্ষালব্ধ ধনে।
আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি
আমার বাঁশির সুরে সাড়া তার জাগিবে তখনি,
এই স্বরসাধণায় পৌঁছিল না বহুতর ডাক-
রয়ে গেছে ফাঁক।
প্রকৃতির ঐকতানস্রোতে
নানা কবি ঢালে গান নানা দিক হতে;
তাদের সবার সাথে আছে মোর এইমাত্র যোগ-
সঙ্গ পাই সবাকার, লাভ করি আনন্দের ভোগ,
পাই নে সর্বত্র তার প্রবেশের দ্বার,
বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার।
চাষি খেতে চালাইছে হাল,
তাঁতি বসে তাঁত বোনে, জেলে ফেলে জাল-
বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার
তারি পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার।

অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে
সমাজের উচ্চ মঞ্জে বসেছি সংকীর্ণ বাতায়নে।
মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে,
ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে।
জীবনে জীবন যোগ করা
না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা।
তাই আমি মেনে নিই সে নিন্দার কথা
আমার সুরের অপূর্ণতা।
আমার কবিতা, জানি আমি,
গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী।
কৃষাণের জীবনের শরিক যে জন,
কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন,
যে আছে মাটির কাছাকাছি,
সে কবির-বাণী-লাগি কান পেতে আছি।
এসো কবি অখ্যাতজনের
নির্বাক মনের।
মর্মের বেদনা যত করিয়া উদ্ধার-
প্রাণীহন এ দেশেতে গানহীন যেথা চারি ধান,
অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরু ভূমি
রসে পূর্ণ করি দাও তুমি।
অন্তরে যে উৎস তার আছে আপনারি
সাহিত্যের ঐকতানসংগীতসভায়
একতারা যাহাদের তারাও সম্মান যেন পায়-
মূক যারা দুঃখে সুখে,
নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে,
ওগো গুণী,
কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি।

১.উদ্দীপকে ঐকতান কবিতার যে দিকটি ফুটে উঠেছে ?
i. শ্রমজীবীদের উপেক্ষা
ii. সাহিত্যের সভায় ব্রাত্যজনদের অবজ্ঞা
iii. শ্রমিক শ্রেণি সম্মানবঞ্চিত
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও : রসুলপুর গ্রামের ভেন্না (ভেরেণ্ডা) পাতার ছাউনিতে বাস করা হতদরিদ্র আসমানি ছিল কবি জসীমউদ্দীনের কবিতার প্রধান চরিত্র ও বিষয়।
২.উদ্দীপকের কবি জসীমউদ্দীনের মধ্যে ‘ঐকতান’ কবিতার কবির আহ্বানকৃত যে বৈশিষ্ট্য রূপায়িত— ?
i.অখ্যাতজনের কবি
ii. নির্বাক মনের কবি
iii. মাটির কাছাকাছি কবি
কোনটি সঠিক
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর ঘ. i, ii ও iii
৩.উদ্দীপকের আসমানি ‘ঐকতান’ কবিতার কোন শ্রেণিকে নির্দেশ করে?
ক.প্রন্তিক শ্রেণি খ.মধ্যবিত্ত শ্রেণি
গ.উচ্চবিত্ত শ্রেণি ঘ.ধনিক শ্রেণি
উত্তর ক প্রান্তিক শ্রেণি
৪.রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাল কোনটি?
ক.১৮৪১ খ.১৮৫১
গ. ১৮৬১ ঘ. ১৮৭১
উত্তর গ. ১৮৬১
৫.রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কী?
ক.কুসুমকুমারী খ.অনিলা দেবী
গ.সারদা দেবী ঘ.স্বপ্না দেবী
উত্তর গ.সারদা দেবী
৬.কবি রবীন্দ্রনাথ ঠাকুর জ্ঞানের দীনতা দূরীকরণে কী ধরনের গ্রন্থ পড়েন?
ক. উপন্যাস খ.গল্প
গ.ভ্রমন বৃত্তান্ত ঘ.কাব্য
উত্তর গ.ভ্রমন বৃত্তান্ত
৭ .কবি রবীন্দ্রনাথ ঠাকুর সবার সঙ্গে সঙ্গ পেলে কী লাভ করেন?
ক. সম্মান খ.অর্থবিত্ত
গ.সাহায্য ঘ.আনন্দ
উত্তর ঘ.আনন্দ
নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও : তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজমন্ত্রটি শোনো নাই ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’
৮.উক্ত কবিতার ভাববস্তু তোমার পঠিত কোন কবিতায় প্রতিফলিত?
ক. ঐকতান খ. সেই অস্ত্র
গ. ফেব্রুয়ারি ১৯৬৯ ঘ. লোক-লোকান্তর
উত্তর ক. ঐকতান
৯। উদ্দীপকের ভাবনা কবি ভাবনায় যে বৈশিষ্ট্য তুলে ধরে—
i. প্রান্তিক শ্রেণিকে সাহিত্যে স্থান দান
ii. অন্ত্যজ শ্রেণির সুখ-দুঃখ সাহিত্যে প্রতিফলন
iii. সাহিত্যে শ্রমিক শ্রেণিকে মর্যাদা দান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর ঘ. i, ii ও iii
১০.বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার—পঙিতটিতে এদের বলতে বোঝানো হয়েছে—
ক. শ্রমজীবী খ. ধনিক শ্রেণি
গ. দরিদ্র শ্রেণি ঘ. পুঁজিবাদী শ্রেণি
উত্তর ক. শ্রমজীবী
১১. কে প্রকৃতির ঐকতান-স্রোতে প্রবেশদ্বার খুঁজে পায় না?
ক. কবি খ. জেলে
গ. চাষি ঘ. কৃষক
উত্তর ঘ. কৃষক
১২। সাধারণ মানুষের পায়ে ভর দিয়ে কী চলে?
ক. পৃথিবী খ. সমাজ
গ. সংসার ঘ. জগৎ
উত্তর গ. সংসার
১৩। ‘জ্ঞানের দীনতা’ কোথায়?
ক. নয়নে খ. কবিতায়
গ. মনে ঘ. জীবনে
উত্তর গ. মনে
১৪।‘বিপুলা’ শব্দের অর্থ কী?
ক. বিশাল প্রশস্ত খ. বিশ্বস্ত
গ. প্রশস্ত ঘ. দীর্ঘকায়
উত্তর ক.বিশাল প্রশস্ত
১৫। ‘ঐকতান’ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জন্মদিন’ কাব্যগ্রন্থের কতসংখ্যক কবিতা?
ক. অষ্টম খ. নবম
গ. দশম ঘ. ১১তম
উত্তর গ. দশম
১৬। ‘জন্মদিনে’ কাব্যগ্রন্থটি কত বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৩৪৮ খ. ১৩৫২
গ. ১৩৩৯ ঘ. ১৩৫৪
উত্তর ক. ১৩৪৮
১৭। ‘ঐকতান’ কবিতার কবি কী মেনে নেন?
ক. অপূর্ণতা খ. নিন্দার কথা
গ. পূর্ণতা ঘ. সর্বত্রগামিতা
উত্তর খ. নিন্দার কথা
১৮। ‘ঐকতান’ কবিতায় কবি কী মেনে নেন?
ক. সাধনা খ. ভবিষ্যতের কথ
গ. কবিতা ঘ. জীবন
উত্তর গ. কবিতা
১৯। কবি রবীন্দ্রনাথ ঠাকুর আনন্দ লাভের জন্য কী খুঁজে পান না?
ক. পথ খ. উপায়
গ. সাহায্য ঘ. প্রবেশদ্বার
উত্তর খ. উপায়
২০। সবার সঙ্গে কার যোগ আছে?
ক. প্রকৃতির খ. জীবনের
গ. কবির ঘ. সমুদ্রের
উত্তর গ. কবির
২১। ‘ঐকতান’ কবিতার কবির জীবনযাত্রায় কী বাধা হয়ে আছে?
ক. নিস্তব্ধক্ষণ খ. স্বর সাধনা
গ. বেড়াগুলো ঘ. কর্মভার
উত্তর গ. বেড়াগুলো
২২। কবি রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চ মঞ্চে কিভাবে বসে আছেন?
ক. সুখে খ. উল্লাসে
গ. সংকীর্ণ বাতায়নে ঘ. গৌরবে
উত্তর গ. সংকীর্ণ বাতায়নে
২৩। নানা কবি ঢালে গান—এখানে গান বলতে বোঝানো হয়েছে—
ক. সংগীত খ. কবিতা
গ. সৃষ্টি ঘ. সুর
উত্তর খ. কবিতা
২৪। নিন্দার কথা বলতে বোঝানো হয়েছে—
ক. সংকীর্ণতা খ. বিচিত্র কর্মভার
গ. স্বর সাধনা ঘ. বর্ণনার বাণী
উত্তর ক. সংকীর্ণতা
২৫। ‘ঐকতান’ বলতে বোঝায়—
ক. অমিলিত সুর খ. একের সুর
গ. সম্মিলিত সুর ঘ. জীবনের সুর
উত্তর গ. সম্মিলিত সুর

মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮

বহুনির্বাচনী লেখার নিয়ম

“বিসমিল্লাহির রাহমানির রাহীম”


বহুনির্বাচনী
১. হাসুনরি মা বাড়িতে যেতে চায় না কেন?
    ক) স্বামীর ভয়ে
    খ) বাবার ভয়ে
    গ) মায়ের ভয়ে
    ঘ) ভাইদের ভয়ে
উত্তর খ) বাবার ভয়ে
২.রক্তে আমার অনাদি অস্থি কবিতায় কবি রক্তে কিসের অস্থিত্ব অনুভব করেন ?
    ক) স্বদেশের
    খ) সময়ের
    গ) ঐতিহ্যের
    ঘ) সংস্কৃতির
উত্তর গ) ঐতিহ্যের
৩.গণ মানুষের কবি হিসেবে পরিচিত কে ?
    ক) সৈয়দ শামছুল হক
    খ) আবু জাফর ওবায়দুল্লাহ
    গ) আল মাহমুদ
    ঘ) দিলওয়ার
    উত্তর ঘ) দিলওয়ার
৪.পদ্মা তোমার য়ৌবন চাই পংতি দ্বারা বোঝায় ?
    i. সংগ্রাম
    ii. সোনার ফসর
    iii. বলিষ্ঠ চেতনা
    নিচের কোনটি সঠিক?
    ক. i ও ii
    খ. i ও iii
    গ. ii ও iii
    ঘ. i ii ও iii
উত্তর ঘ. i ii ও iii
৫. ‘‘নামহীন জনবহুল এ অঞ্চল’’- কোন অঞ্চল?
    ক) চট্টগ্রাম খ) রংপুর
    গ) নোয়াখালি ঘ) ফেনী
    সঠিক উত্তর: (গ)
৬. জমিলা ও মজিদের মধ্যে যে বৈসাদৃশ্য বিদ্যমান-
    i. মনোভাব
    ii. ধর্মবোধ
    iii. বয়স
    নিচের কোনটি সঠিক?
    ক) I খ) ii
    গ) iii ঘ) i, ii ও iii
    সঠিক উত্তর: (ঘ)
৭. কেমন জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া দরকার?
    ক) মানবজীবন খ) বিকশিত জীবন
    গ) উন্নত জীবন ঘ) শিক্ষিত জীবন
    সঠিক উত্তর: (খ)
৮. প্রবন্ধানুসারে সত্যকে কীসের মধ্য দিয়ে পাওয়া যায়?
    ক) ভুলের খ) মিথ্যার
    গ) চেষ্টায় ঘ) পরিশ্রমের
    সঠিক উত্তর: (ক)
৯. নোয়াখালি অঞ্চলের মানুষেরা কোন বয়সে হাফেজ হয়?
    ক) শিশু বয়সে খ) কিশোর বয়সে
    গ) গোঁফ না উঠতেই ঘ) চুল পাকার আগেই
    সঠিক উত্তর: (গ)
১০.রক্তে আমার অনাদি অস্থি এই চরণটিতে প্রকাশ পেয়েছে
    ক. সংগ্রামী চেতনার তীব্রতা
    খ.জাতিসত্তার ঐতিহ্যকে ধারনের অনূভুতি
    গ.অতীাতকে আকঁড়ে থাকার প্রবনতা
    ঘ.গনমানুয়ের শিল্পী হিসাবে আত্নপ্রকাশের আকুলতাা
    উত্তর: ক. সংগ্রামী চেতনার তীব্রতা
১১. মজিদ ও খালেক ব্যাপারীর মধ্যে কোন বিষয়টিতে বৈসাদৃশ্য রয়েছে?
    ক) ধর্মবিশ্বাস খ) ধর্মবোধে
    গ) কার্যে ঘ) মনের দিক থেকে
    সঠিক উত্তর: (খ)
১২. ‘আমলে দেওয়া’ বলতে বোঝায়-
    ক) পাত্তা দেওয়া খ) মান্য করা
    গ) অনুসরণ করা ঘ) দাম দেওয়া
    সঠিক উত্তর: (ক)
১৩. ‘আমেনা’ চরিত্রের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
    ক) সুখী খ) বন্ধ্যা
    গ) দরিদ্র ঘ) কুৎসিত
    সঠিক উত্তর: (খ)
১৪. ‘রেইনকোট’ গল্পে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর কে?
    ক) কর্নেল
    খ) মুক্তিবাহিনী
    গ) প্রেসিডেন্ট
    ঘ) মিলিটারি
    সঠিক উত্তর: (গ)
১৫. ‘আমার পথ’ প্রবন্থে যে বিষয়টির ওপর আলোকপাত করা হয়েছে-
    i. দাসত্বের শৃঙ্খল
    ii. ব্যক্তির অন্তরের সত্য
    iii. মিথ্যার পরাজয়
    নিচের কোনটি সঠিক?
    ক) i
    খ) ii
    গ) iii
    ঘ) i ও iii
    সঠিক উত্তর: (খ)
১৬. ‘ধড়মড়’ কোন ধরনের শব্দ?
    ক) যৌগিক শব্দ
    খ) দ্বিরুক্তি শব্দ
    গ) বাগধারা জাতীয় শব্দ
    ঘ) বিশেষণবাচক শব্দ
    সঠিক উত্তর: (খ)
১৭. ‘গোপাল’ সম্বোধনের প্রেক্ষিতে লেখক বুড়িকে কাদের সাথে তুলনা করেন?
    ক) মা-মাসিমা
    খ) মাসি-পিসিমা
    গ) ঠাকুরমা-দিমিা
    ঘ) মা-পিসিমা
    সঠিক উত্তর: (ঘ)
১৮. ‘অপরাজিতা’ উপন্যাসের লেখক কে?
    ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    গ) মানিক বন্দ্যোপাধ্যায়
    ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    সঠিক উত্তর: (ক)
১৯. মাসি এবং পিসি উভয়ই-
    ক) সধবা নারী
    খ) কুলীন নারী
    গ) প্রিয়ংবদা নারী
    ঘ) বিধবা নারী
    সঠিক উত্তর: (ঘ)
২০. পৈতৃক শব্দটি দ্বারা যা বুঝায়-
    i. পিতা বা পিতামহ
    ii. পিতা বা পিতৃপুরুষ সম্বন্ধীয়
    iii. পিতা বা পিতৃপুরুষ বিষয়ক
    নিচের কোনটি সঠিক?
    ক) i
    খ) ii
    গ) ii ও iii
    ঘ) iii
    সঠিক উত্তর: (গ)
২১. মাসি-পিসি সালতি নিয়ে কখন বাড়িগ ফিরছিল?
    ক) দুপুর বেলায়
    খ) বিকেল বেলায়
    গ) শেষ বেলায়
    ঘ) সন্ধ্যা বেলায়
    সঠিক উত্তর: (গ)
২২. ঢেঙা বুড়োর বিচারে মজিদ কোন সুরা পাঠ করেছিল?
    ক) আল ইমরান
    খ) আল বাকারা
    গ) আল ফাতেহা
    ঘ) আন-নূর*
    সঠিক উত্তর: (ঘ)
২৩. পাথর এবার হঠাৎ নড়ে। এখানে পাথর বলতে কাকে বোঝানো হয়েছে?
    ক) মজিদ
    খ) জমিলা
    গ) রহিমা
    ঘ) আমেনা
    সঠিক উত্তর: (ক)
২৪. ‘ব্যঞ্জন’ শব্দের অর্থ-
    ক) ক থেকে হ পর্যন্ত বর্ণ
    খ) রান্না করা তরকারি
    গ) একত্রিত হওয়া
    ঘ) জাউ ভাত
    সঠিক উত্তর: (খ)
২৫. রহিমার কাছে নিজের মৃত্যু কামনা করে কে?
    ক) হাসুনির মা
    খ) আমেনা
    গ) তাহেরের বাপ
    ঘ) জমিলা
    সঠিক উত্তর: (ক)
২৬. বুড়ির পারিবারিক অবস্থা হলো-
    i. স্বামী বেঁচে নেই
    ii. একমাত্র মেয়ে মারা গেছে
    iii. এক নাতনি আছে
    নিচের কোনটি সঠিক?
    ক) i
    খ) ii
    গ) iii
    ঘ) i, ii ও iii
    সঠিক উত্তর: (ঘ)
২৭. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে ‘তাম্রকূট’ অর্থ কী?
    ক) জর্দা
    খ) তামাক
    গ) বিড়ি
    ঘ) সিগারেট
    সঠিক উত্তর: (খ)
২৮. নবাব সিরাজউদ্দৌলার পত্নীর নাম কী?
    ক) লুৎফুন্নেসা
    খ) লায়লা
    গ) বানু বেগম
    ঘ) রওশনা
    সঠিক উত্তর: (ক)
২৯. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় অভাগা মানুষ কী আশায় বুক বাঁধে?
    ক) নূরলদীনের আগমনের জন্য
    খ) যুদ্ধের জন্য
    গ) ভাষণ শোনার জন্য
    ঘ) কোনোটিই নয়
    সঠিক উত্তর: (ক)
৩০. ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতাটির রচয়িতা কে?
    ক) জসীমউদ্দীন
    খ) জীবনানন্দ দাশ
    গ) রবীন্দ্রনাথ ঠাকুর
    ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ
    সঠিক উত্তর: (খ)
৩১. কে কবিকে বসন্তকে বরণ করে নিতে বলেছেন?
    ক) কবির স্বামী
    খ) কবির বন্ধুবান্ধব
    গ) কবির আত্মীয়স্বজন
    ঘ) কবিভক্ত
    সঠিক উত্তর: (ঘ)
৩২. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নায়ক চরিত্র কোনটি?
    ক) মিরজাফর
    খ) কর্নেল ক্লাইভ
    গ) নবাব সিরাজ
    ঘ) মিরন
    সঠিক উত্তর: (গ)
৩৩. চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেয়া হয়ে উঠে না কেন?
    ক. আঘাত সয়ে যাওয়ার
    ক. মৃত্যু নিশ্চিত জানায়
    গ. মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়
    ঘ. শরীর অবশ হওয়ায়
    উত্তরঃ গ.মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়।

    ** নিচের উদ্দীপকটির পড় এবং ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাওঃ- জাতীয় দলের খেলোয়াড় মুন্না তিন বছরের শিশুপুত্রকে হারিয়ে শোকে মোহ্যমান। না ফেরার দেশে চলে যাওয়া পুত্রের শোক সামলাতে না পেরে সে খেলাধুলা ছেড়ে দিয়েছে। তাইতো সে দেশের মাটিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ফুটবল খেলায় অংশতো নেয়ই নি, এমনকি খেলা দেখতেও যায় নি।

    ৩৪. উদ্দীপকের মুন্না ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন চরিত্রের কথা মনে করিয়ে দেয়?
    ক. কবি
    খ. কবিভক্ত
    গ. কবির স্বামী
    ঘ. কবির পুত্র
    উত্তরঃ ক. কবি

    ৩৫. উদ্দীপকে ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় যুগপৎভাবে ফুটে উঠেছে-
    i. নির্লিপ্ততা
    ii. স্মৃতিকাতরতা
    iii. প্রিয়জন হারানোর বেদনা
    নিচের কোনটি সঠিক?
    ক. i ও ii
    খ. i ও iii
    গ. ii ও iii
    ঘ. i, ii ও iii
    উত্তরঃ ঘ. i, ii ও iii
৩৬. “কেন এ পন্ডুশ্রম, মগজে হানিছ শূল।” –কবি কেন এমন উক্তি করেছেন?
    ক. বিবিধ ধর্মগ্রন্থ সংগ্রহ করায়
    খ. ধর্মগ্রন্থ হৃদয়ঙ্গম করতে ব্যর্থ হওয়ায়
    গ. বিভিন্ন ধর্মগ্রন্থ মুখস্থ করায়
    ঘ. ধর্মের বাণী প্রচার করায়
    উত্তরঃ খ. ধর্মগ্রন্থ হৃদয়ঙ্গম করতে ব্যর্থ হওয়ায়
৩৭. সিরাজউদ্দেীলা প্রজাসাধারণের কাছে নিজেকে অপরাধী মনে করার অন্তর্নিহিত কারণ, তিনি-
    ক. প্রজাদের সুখ-স্বাচ্ছন্দ্যের বিধান করতে পারেন নি
    খ. ইংরেজদের বাণিজ্য করার অনুমতি দিয়েছেন
    গ. ঘসেটি বেগমকে অন্তঃপুরে এনে রেখেছেন
    ঘ. মিরজাফরকে যোগ্য শাস্তি দেন নি
    উত্তরঃ ক. প্রজাদের সুখ-স্বাচ্ছন্দ্যের বিধান করতে পারেন নি
৩৮. পলাশিতে যুদ্ধে নবাবের পরাজয়ের কারণ সম্পর্কে তিনি নিজে কি বলেছেন?
    ক.পলাশিতে যুদ্ধ হয়নি , হয়েছে যুদ্ধের অভিনয়
    খ.মিরজাফর প্রাণপনে সৈন্য পরিচালনা করেছে ।
    গ.ইংবেজরা অতর্কিত আক্রমন করে জয়ী হয়েছে ।
    ঘ. শঠতা করে নবাব সৈন্যকে বিপথে চালিত করা হয়েছে
    উত্তর: ক.পলাশিতে যুদ্ধ হয়নি , হয়েছে যুদ্ধের অভিনয়
৩৯.সিরাজউদৌলার শ্বশুর কে?
    ক.মোহাম্মদ ইরিচ খাঁ
    খ.মির কাসিম
    গ.মির্জা মাহাদি
    ঘ.হোসেন কুলি খাঁ
    উত্তর :ক.মোহাম্মদ ইরিচ খাঁ
৪০. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে ‘তাম্রকূট’ অর্থ কী?
    ক) জর্দা
    খ) তামাক
    গ) বিড়ি
    ঘ) সিগারেট
    সঠিক উত্তর: খ) তামাক
৪১. নবাব সিরাজউদ্দৌলার পত্নীরনাম কী?
    ক) লুৎফুন্নেসা
    খ) লায়লা
    গ) বানু বেগম
    ঘ) রওশনা
    সঠিক উত্তর: ক) লুৎফুন্নেসা
৪২. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নায়ক চরিত্র কোনটি?
    ক) মিরজাফর
    খ) কর্নেল ক্লাইভ
    গ) নবাব সিরাজ
    ঘ) মিরন
    সঠিক উত্তর: খ) কর্নেল ক্লাইভ

৪৩.ওয়ালি খান ইংরেজদের হয়ে যুদ্ধ করছে কেন?
    ক.নিজে নবাাব হওয়ার জন্যে
    খ.ব্রিটিশদের মর্যাদা রক্ষার জন্যে
    গ.কোম্পানির টাকার জন্যে
    ঘ.বাঙ্গালী বীরত্ব প্রমাণের জন্যে ।
    উত্তর :গ.কোম্পানির টাকার জন্যে

৪৪.পলাশির যুদ্ধে ইংরেজদের পক্ষে কতজন সৈন্য ছিল ?
    ক.দুই হাজার
    খ.তিন হাজার
    গ.চার হাজার
    ঘ.পাঁচ হাজার
    উ্ত্তর:খ.তিন হাজার
৪৫. পালাশির যুদ্ধে সিরাজউদৌলার কতটি কামান ছিল ?
    ক.৩০ টির মত
    খ.৪০টির মত
    গ.৪৫ টির মত
    ঘ.৫৩ টির মত
    উ্ত্তর:ঘ.৫৩ টির মত
৪৬.পলাশির যুদ্ধে নবাব সিরাজউদৌলার পক্ষে কতজন সৈন্য অংশ নিয়েছিল ?
    ক. ৪৫ হাজার
    খ. ৫০ হাজার
    গ. ৫৫ হাজার
    ঘ. ৬০ হাজার
    উ্ত্তর:খ.৫০ হাজার
৪৭. সিরাউদৌলার মুর্শিদাবাদে পালিয়ে আসার কারণ কি ?
    ক.প্রানের ভয়ে
    খ.গুপ্তচরের পরামর্শে
    গ.যুদ্ধের কৌশল আটঁতে
    ঘ.রাজ্যের স্বাধীনতা রক্ষায়
    উ্ত্তর:গ.যুদ্ধের কৌশল আটঁতে
৪৮. সিরাজউদৌালা কোথায বন্দী হয়েছেন ?
    ক. আলিগড়ে
    খ.কলকাতায়
    গ.পলাশিতে
    ঘ.ভগবানগোলায়
    উ্ত্তর:ঘ.ভগবানগোলায়
৪৯.সিরাজউদৌালা এখন কয়েদী ,ওয়ার ক্রিমিনাল উক্তিটি কার ?
    ক. মিরজাফরের
    খ. লর্ড ক্লাইভের
    গ. মিরানের
    ঘ. ওয়াটসের
    উ্ত্তর:খ. লর্ড ক্লাইভের
৫০.নবাবের মুখের শেষ বাক্যটি কী ?
    ক. বাংলার মানুষ তোমাদের ক্ষমা করবে না
    খ. এটা তোমরা অনেক বড় ভূল করলে
    গ. লা ইলাহা ইল্লাল্লাহু
    ঘ. লুৎফুন্নেছা তুমি ভালো থেকো
    উ্ত্তর:গ. লা ইলাহা ইল্লাল্লাহু
৫১.সিরাজকে হত্যা করায় মোহাম্মদীবেগ কোন চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠে ?
    ক.আনুগত্য
    খ. দূরদর্শিতা
    গ.কৃতঘ্নতা
    ঘ.কৃতজ্ঞতা
    উ্ত্তর: গ.কৃতঘ্নতা

রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

বাংলা ১ম বহুনির্বাচনী-MCQ HSC


transparent
1. ‘আমলে দেওয়া’ বলতে বোঝায়-
ক.পাত্তা দেওয়া
খ. মান্য করা
গ.অনুসরণ করা
ঘ. দাম দেওয়া

ক.পাত্তা দেওয়া

২. ‘আমেনা’ চরিত্রের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
ক.সূখী
খ.বন্ধ্যা
গ.দরিদ্র
ঘ. কুৎসিত

খ. বন্ধ্যা

৩. ‘পথ্য’ বলতে কী বোঝ?
ক) রোগীর জন্য চিকিৎসাসেবা
খ) রোগীর জন্য উপযুক্ত আহার্য
গ) পথের উপযোগী খাদ্য-পানীয়
ঘ) ফল-মূল ইত্যাদি দামি খাবার

খ) রোগীর জন্য উপযুক্ত আহার্য

৪ . ‘রেইনকোট’ গল্পে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর কে?
ক) কর্নেল
খ) মুক্তিবাহিনী
গ) প্রেসিডেন্ট
ঘ) মিলিটারি

গ) প্রেসিডেন্ট

৫ . ‘আমার পথ’ প্রবন্থে যে বিষয়টির ওপর আলোকপাত করা হয়েছে-
i. দাসত্বের শৃঙ্খল
ii. ব্যক্তির অন্তরের সত্য
iii. মিথ্যার পরাজয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
খ) ii
৬.আগে থেকেই খাবার জমিয়ে রাখে কারা?
ক) মানুষ
খ) বানর
গ) মৌমাছি
ঘ) পিঁপড়া
ঘ) পিঁপড়া
৭. মজিদের প্রথমা স্ত্রীর নাম কী?
ক) রহিমা
খ) জমিলা
গ) আমেনা
ঘ) মতিবিবি
ক রহিমা
৮. ‘ধড়মড়’ কোন ধরনের শব্দ?
ক) যৌগিক শব্দ
খ) দ্বিরুক্তি শব্দ
গ) বাগধারা জাতীয় শব্দ
ঘ) বিশেষণবাচক শব্দ
খ) দ্বিরুক্তি শব্দ
৯. ‘গোপাল’ সম্বোধনের প্রেক্ষিতে লেখক বুড়িকে কাদের সাথে তুলনা করেন?
ক) মা-মাসিমা
খ) মাসি-পিসিমা
গ) ঠাকুরমা-দিমিা
ঘ) মা-পিসিমা
ঘ. মা-পিসিমা
১০‘অপরাজিতা’ উপন্যাসের লেখক কে?
ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ক.বিভূতিভূষণ
১১. মাসি এবং পিসি উভয়ই-
ক) সধবা নারী
খ) কুলীন নারী
গ) প্রিয়ংবদা নারী
ঘ) বিধবা নারী
ঘ) বিধবা নারী
১২. মাসি-পিসি সালতি নিয়ে কখনবাড়িগ ফিরছিল?
ক) দুপুর বেলায়
খ) বিকেল বেলায়
গ) শেষ বেলায়
ঘ) সন্ধ্যা বেলায়
গ) শেষ বেলায়
১৩ . ঢেঙা বুড়োর বিচারে মজিদ কোনসুরা পাঠ করেছিল?
ক) আল ইমরান
খ) আল বাকারা
গ) আল ফাতেহা
ঘ) আন-নূর
ঘ) আন-নূর
১৪ পাথর এবার হঠাৎ নড়ে। এখানে পাথর বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) মজিদ
খ) জমিলা
গ) রহিমা
ঘ) আমেনা
ক) মজিদ
১৫ .‘ব্যঞ্জন’ শব্দের অর্থ- ক) ক থেকে হ পর্যন্ত বর্ণ
খ) রান্না করা তরকারি
গ) একত্রিত হওয়া
ঘ) জাউ ভাত
খ) রান্না করা তরকারি
১৬ . অনুপম কার হাতে মানুষ?
ক) মা’র
খ) বাবার
গ) মামার
ঘ) ধাত্রীর

ক) মামা’র
১৭ .রহিমার কাছে নিজের মৃত্যু কামনা করে কে?
ক) হাসুনির মা
খ) আমেনা
গ) তাহেরের বাপ
ঘ) জমিলা

ক) হাসুনির মা
১৮. বুড়ির পারিবারিক অবস্থা হলো-
i. স্বামী বেঁচে নেই
ii. একমাত্র মেয়ে মারা গেছে
iii. এক নাতনি আছে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii

ঘ) i, ii ও iii
১৯. দেশের যারা শত্রু, দেশের যা-কিছু মিথ্যা ভন্ডামি, মেকি তা সব দূর করতে কে আগুনের সম্মার্জনা হবে?
ক) শনি
খ) বৃহস্পতি
গ) পৃথিবী
ঘ) প্রাবন্ধিক

ঘ) প্রাবন্ধিক
২০. লেখক কাদের দূর করতে আগুনের সম্মার্জনা হবে?
ক) দেশের শত্রুদের
খ) দেশদ্রোহীদের
গ) কপটচারীদের
ঘ) দুষ্ট লোকদের

ক) দেশের শত্রুদের
২১ .নাটক শব্দের আভিধানিক অর্থ কি ?
ক.অভিনয় করা খ.নড়াচরা করা
গ.নৃত্যগীত করা ঘ. সংলাপ করা
খ.নড়াচরা করা
২২ .সিরাজকে হত্যা করার জন্য মোহাম্মদিবেগকে কত টাকা অগ্রিম দিতে হয় ?
ক.দুই হাজার খ. পাচঁ হাজার
গ.দশ হাজার ঘ. পনেরো হাজার
খ. পাচঁ হাজার
২৩. মানিক বন্দ্যোপাধ্যায়ের ডাক নাম কী?
ক. নয়ন খ. খোকা
গ. মানিক ঘ. প্রফুল
-----
২৪.সিকান্দার আবু জাফর কোথায় জন্মগ্রহন করেন?
ক.রংপুর জেলার মিঠাপুকুর
খ.সাতক্ষীরার জেলার তালা উপজেলায়
গ.রাজবাড়ী জেলার পাংশা
ঘ.বরিশাল জেলার নলছিটি উপজেলায়
খ.সাতক্ষীরার জেলার তালা উপজেলায়
২৫. কী খেতে খেতে মাদাম লোইসেল প্রণয়লীলার কাহিনি শোনার কল্পনা করেন?
ক) মুরগির পাখনা খ) হাঁসের মাংস
গ) সুস্বাদু কেক ঘ) হরিণের মাংস
ক) মুরগির পাখনা
২৬. ট্রামওয়ে বলতে কী বোঝানো হয়েছে ?
ক.বিমান চলাচলের রাস্তা খ.বাস চলাচলের রাস্তা
গ.ট্রাম চলাচলের রাস্তা ঘ.নৌকা চলাচলের রাস্তা
খ.বাস চলাচলের রাস্তা
২৭. চাষার দুক্ষু প্রবন্ধে কোন যুদ্ধের কথা উল্লেখ আছে ?
ক.ইউরোপের মহাযুদ্ধ খ.ক্রিমিয়ার যুদ্ধ
গ.মুক্তিযুদ্ধ ঘ.ব্রিটিশ যুদ্ধ
ক.ইউরোপের মহাযুদ্ধ
২৮. এন্ডি রেশমের উৎপত্তির স্থল-
ক.রংপুর-আসাম খ.রাজশাহী-দিনাজপুর
গ.রংপুর-গোহাটি ঘ.রাজশাহী-বগুড়া
ক.রংপুর-আসাম
২৯. গোলাভরা ধান, পুকুরভরা মাছ আর গোয়ালভরা গরু কথাটি টেকে না কোন লেখায় ?
ক.আমার পথ
খ.চাষার দুক্ষু
গ.বায়ান্নর দিনগুলো
ঘ.রেইনকোট
খ.চাষার দুক্ষু
৩০. বাঙালি মুসলিম নারী জাগরনের অগ্রদূত কে?
ক.সিদ্দিকা কবীর
খ.সুফিয়া কামাল
গ.সেলিনা হোসেন
ঘ.রোকেয়া সাখাওয়াত হোসন
ঘ.রোকেয়া সাখাওয়াত হোসন

বুধবার, ৮ আগস্ট, ২০১৮

বাংলা ১ম গদ্য


সব গদ্য একসাথে



গদ্য – বিড়াল

লেখক:-- বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়

১. বিড়াল একটি কাল্পনিক কথোপকথনমূলক গল্প
২. এ গল্পে ১ম অংশ নিখাদ হাস্যরসাত্মক, পরের অংশ গূঢ়ার্থে সন্নিহিত।
৩. বিড়ালের কথাগুলো-সোশিয়ালিস্টিক।
৪. বিড়াল প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের ভাষা ছিলো – শ্লেষাত্মক
৫. “বিড়াল ” গল্প অনুসারে বিড়ালদের রং – কালো
৬. কমলাকান্ত হুঁকা হাতে ঝিমাচ্ছিল – শয়নগৃহে, চারপায়ীর উপর বসে
৭. মিট মিট করে কেমন আলো জ্বলছিল – ক্ষুদ্র আলো
৮. “বিশেষ অপরিমিত লোভ ভাল নহে ” উক্তি টি- কমলাকান্তের।
৯. ‘দুধ মঙ্গলার, দুহিয়াছে প্রসন্ন ‘ উক্তিটি – কমলাকান্তের
১০. কমলাকান্তের জন্য রাখা নির্জল দুধ খেয়েছিল – একটি ক্ষুদ্র মার্জার
১১. বিড়াল মনে মনে হেসে কী বলল – “কেউ মরে বিল ছেচেঁ কেই খায় কই ”
১২. বিড়ালের উক্তি অনুযায়ী, বিল ছেঁচার সাথে সস্পর্কযুক্ত- কমলাকান্ত কই খাওয়ার সাথে সম্পর্কযুক্ত – বিড়াল
১৩. বিড়াল দুধ খেলেও কমলাকান্ত মার্জারের উপর রাগ করতে পারে নি – অধিকারের কারণে
১৪. বিড়াল দুধ খেলে বিড়ালকে তাড়িয়ে মারতে যাওয়া হল – চিরাগত প্রথা
১৫. চিরাগত প্রথা ভঙ্গ করলে কমলাকান্ত –মনুষ্যকূলে পরিচিত হবে – কুলাঙ্গার হিসেবে
১৬. অতত্রব, পুরুষের ন্যায় আচরণ করাই ভালো – উক্তিটি কমলাকান্তের
১৭. অনুসন্ধানে আবিষ্কৃত যষ্টিটি ছিল – ভগ্ন
১৮. কমলাকান্ত মার্জারের কথা বুঝতে পারল – দিব্যকর্ণ প্রাপ্তির ফলে
১৯. মারপিট কেন? – উক্তিটি বিড়ালের
২০. “পরোপকারই পরম ধর্ম ” উক্তিটি- বিড়ালের
২১. কে ধর্মসঞ্চয়ের মূলীভূত কারণ? – মার্জার
২২. মার্জারের মতে সমাজের ধনবৃদ্ধি মানে – ধনীদের ধন বৃদ্ধি
২৩. চোরের দণ্ড আছে কিন্তু দণ্ড নাই – নির্দয়তার
২৪. “না হইলে ত আমার কী ” উক্তিটি- বিড়ালের
২৫. কত দিবস উপবাস করলে কমলাকান্ত নসীরাম বাবুর ভাণ্ডার ঘরে ধরা পড়বে – তিন (৩) দিবস
২৬. কমলাকান্ত মার্জারকে কার বই পড়ার কথা বলেছিলো – নিউমান ও পার্কারের বই
২৭. বিড়াল শব্দটি আছে – ৮ বার
২৮. মার্জারী – ৪ বার
২৯. মার্জার আছে – ১১ বার
৩০. ” মেও ” আছে – ১৩ বার
৩১. যুদ্ধ – ওয়াটার লু
৩২. মাদকদ্রব্য – আফিং
৩৩. যষ্টি – লাঠি
৩৪.কমলাকান্ত চারপায়ীর উপড় বসে- ঘুমাচ্ছিল
৩৫.কমলাকান্ত র্নিনীমিতলোচনে ভাবছিল –ওয়াটারলুর য়ুদ্ধের কথা
৩৬.কমলাকান্ত ওয়েলিংটন ভেবেছে –একটি ক্ষুদ্র বিড়ালকে
৩৭.কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল –প্রসন্ন
৩৮.কমলাকন্তের জন্য রাখা দুধ খেয়ে নিঃশেষ করেছে—বিড়াল
৩৯.বিড়ালের মতে পরোপকারই পরম ধর্
৪০.বিড়ালের মতে সমাজের ধনবৃদ্ধির অর্থ --ধনীর ধনবৃদ্ধি
৪১ .বিড়ালের কথাগুলু --ভারী সোশিয়ালিষ্টিক।
৪২.নেপোলিয়ান বেনাপার্ট ছিলেন—ফরাসী সম্রাট ।
৪৩.ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ানকে পরাজিত করেছিল –ওয়েলিংটন।
৪৪.বিড়াল রচনাটি সংকলিত হয়েছে –কমলাকান্তের দপ্তর থেকে।
৪৫.কমলাকান্তের দপ্তর কোন ধরনের রচনা- হাস্য,রসাত্নক ।
৪৬.বিড়াল রচনায় দুটি চরিত্র –বিড়াল ও কমলাকান্ত ।



অপরিচিতা

--রবীন্দ্রনাথ ঠাকুর
১. অনুপমের বয়স -২৭
২. “এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে ” উক্তিটি- অনুপমের
৩. “তবু ইহার একটি বিশেষ মূল্য আছে ” উক্তিটি- অনুপমের
৪. পণ্ডিত মশাই অনুপমকে তুলনা করেছেন – শিমুল ফল ও মাকাল ফলের সাথে।
৫. অনুপমের বাবা কী করে প্রচুর টাকা রোজগার করত? – ওকালতি
৬. মামা অনুপমদের সংসার টাকে কিসের মতো নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন – ফাল্গুর বালির মত
৭. মামার অস্থিমজ্জায়য় কী জড়িত? – টাকার প্রতি আসক্তি
৮. কে কানপুরে কাজ করে – হরিশ
৯. হরিশ ছুটিতে কোথায় এসেছিল – কলকাতা
১০. কিছুদিন পূর্বেই অনুপম কী পাস করেছে- এম.এ. (M A)
১১. একে তো বরের হাট মহার্ঘ তাহার পরে? – ধনুক ভাঙ্গা পণ
১২. বাপ কেবলই সবুর করিতেছেন কিন্তু সবুর করিতেছে না – মেয়ের বয়স
১৩. হরিশের কেমন গুণ আছে? – সরস রচনার
১৪. কলিকাতার বাইরের পৃথিবীটাকে মামা কীসের অন্তর্গত জানেন? – আণ্ডামান দ্বীপ
১৫. বিনু দাদা কে? – অনুপমের পিসততো ভাই
১৬. মেয়ের পিতার নাম – শম্ভুনাথ সেন/বাবু
১৭.কার মুখ অনর্গল ছুটছিল- মামার
১৮. জীবনে একবার বিশেষ কাজে কোন পর্যন্ত গিয়েছিলেন – কোন্নগর
১৯. কার রুচি এবং দক্ষতার উপর কথক/অনুপম ষোল – আনা নির্ভর করতে পারে- বিনুদাদার
২০. “মন্দ নয় হে! খাঁটি সোনা বটে ” উক্তিটি- বিনুদাদার
২১. শম্ভুনাথ বাবু কখন অনুপমকে প্রথম দেখেন- বিবাহের তিন(৩) দিন আগে
২২. কার বয়ম ৪০ এর কিছু ওপারে বা এপারে- শম্ভুনাথ বাবুর
২৩. কার চুল কাঁচা, গোঁফে পাক ধরা আরম্ভ হয়েছে মাত্র – শম্ভুনাথ বাবুর
২৪. মামা কাকে সুদ্ধ এনেছিল – স্যাকরাকে
২৫. মামা কোথায় গহনাগুলোর ফর্দ টুকিয়া লইলেন – নোট বইয়ে
২৬. “ঠাট্রার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই” উক্তিটি- শম্ভুনাথ বাবুর
২৭. “কারণ, প্রমাণ হইয়া গেছে, আমি কেউই নই ” উক্তিটি – অনুপমের
২৮. “তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে ” উক্তিটি- হিতৈষীদের
২৯. সমস্ত মন কার পানে ছুটিয়া গিয়াছিল – অপরিচিতার
৩০. কিন্তু কথা এমন করিয়া ফুরাইল না উক্তিটি – অনুপমের
৩১. কতক্ষণ পরে গাড়ি আসিল – দুই তিন মিনিট পর
৩২. স্টেশনে দেখা মেয়েটির বয়স কত? – ১৬ বা ১৭
৩৩. মেয়েটির সাথে কয়টি ছোটো ছোটো মেয়ে ছিল – দুটি তিনটি
৩৪. খাবারওয়ালাকে ডেকে সে খুব খানিকটা কী কিনল? – চানা মুঠ
৩৫.দেখতে সুন্দর অথচ খাওয়ার জন্য অনুপয়োগী—মাকাল ।
৩৬.অন্নপূর্ণা হলেন –দেবী দূর্গা
৩৭.যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে –স্বয়ংবড়া ।
৩৮.স্বদেশী আন্দোলনের যুগে রাজবন্দিদের কোথায় নির্বাসনে পাঠানো হত –আন্দামান দ্বীপে ।
৩৯.গানের যে অংশ দোহাররা বারবার পরিবেশন করে –ধূয়া।
৪০.যে পাথরে ঘসে সোনার খাটিঁত্ব যাচাই করা হয় –কষ্টি পাথর ।
৪১. কল্যাণীর পিতার নাম-শম্ভুনাথ সেন।(কনের পিতা)
৪২.অপরিচিতা গল্পের কথকের নাম –অনুপম ।




গদ্য – চাষার দুক্ষু

১. কখন ভারতবাসী অসভ্য বর্বর ছিলো- ১৫০ বছর পূর্বে।
২. কাকে সমাজের মেরুদণ্ড বলা হয়েছে – চাষাকে
৩. জুট মিলের কর্মচারীর মাসিক বেতন কত টাকা – ৫০০ থেকে ৭০০ টাকা।
৪. ‘নবাবি হালে থাকে, নবাবি চাল চালে ‘ কারা – জুট মিলের কর্মচারীরা।
৫. আমাদের বঙ্গভূমি কেমন- সুজলা, সুফলা, শস্য – শ্যামল।
৬. “ধান্য তার বসুন্ধরা যার ” উক্তিটি – রবীন্দ্রনাথ ঠাকুরের।
৭. কোন মহাযুদ্ধ সমস্ত পৃথিবীটাকে সর্বস্বান্ত করেছে – ইউরোপের যুদ্ধ।
৮. বাল্যকালে লেখিকা কী শুনিতেন? – টাকায় ৮ সের সরিষা।
৯. কার মাথায় বেশ ঘন ও লম্বা চুল ছিলো- কৃষক কন্যা জমিরনের।
১০. জমিরনের মাথায় কতটুকু তেল লাগত? – আধ পোয়াটাক।
১১. কত পয়সায় এক সের তৈল পাওয়া যেত? – দুই গণ্ডা পয়সায়।
১২. কোন মাছ পরম উপাদেয় ব্যঞ্জন বলে পরিগণিত হত? – শুঁটকি মাছ।
১৩. কীসের বিনিময়ে কৃষক পত্নী কন্যা বিত্রূয় করত? – দুই সের খেসারির।
১৪. আসাম ও রংপুর জেলার রেশমকে স্থানীয় ভাবে কি বলে- ত্রন্ডি
১৫. কি নামক আর একটা ভূত তাহাদের স্কন্ধে চাপিয়া আছে? – অনুকরণপ্রিয়তা
১৬. কারা পাল্কি নিয়ে ট্রামে যাতায়াত করলে সভ্যতার চুড়ান্ত হবে? – শিবিকাবাহকগণ (পালকিবাহকগণ)
১৭. কীসের সঙ্গে সঙ্গে দেশি শিল্পসমূহ ত্রূমশ বিলুপ্ত হইয়াছে? – সভ্যতা বিস্তারের
১৮. পল্লিগ্রামের দুর্গতির প্রতি কাদের দৃষ্টি পড়িয়াছে? – দেশবন্ধু নেতৃবৃন্দেরর




গদ্য – আহ্বান

--বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গুরুত্বপূর্ণ

১. লেখকের বাবার পুরাতন বন্ধুর নাম? – চক্কোত্তি মশায়
২.”বাড়িঘর করবে না? ” উক্তিটি – চক্কোত্তি মশায়
৩. বড় আম বাগানের মধ্য দিয়ে বাজারে যাচ্ছে – লেখক
৪. বুড়ির স্বামীরর নাম? – জমির করাতি
৫. বুড়ির স্বামী কাজ করতেন- করাতের
৬. বুড়ির আছে এক – নাত জামাই
৭. লেখক থাকে – এক ঙ্গাতি খুড়োর বাড়ি
৮. বুড়ি আপন মনে খুব খানিকটা বকে গেল- কাঠাঁলতলায় বসে
৯. পরদিন লেখক চলে গেল- কলকাতা
১০. লেখক তার নতুন তৈরি খড়ের ঘরখানাতে ত্রসে উঠল- জ্যৈষ্ঠ মাসে,গরমের ছুটিতে
১১. লেখকের মা-পিসি মারা গেছে- বাল্যকালে
১২. লেখক খায় – খুড়ো মশায়ের বাড়ি
১৩. লেখককে দুধ দেয়- ঘুঁটি গোয়ালিনী
১৪. বুড়ি লেখককে সম্বোধন করল – গোপাল বলে
১৫. সে কি! দুধ পেলে কোথায় ত্রতো সকালে – উক্তিটি লেখকের
১৬. বুড়িকে মা বলে ডাকে- হাজরা ব্যাটার বউ
১৭. “স্নেহের দান-ত্রমন করা ঠিক হয়নি “উক্তিটি – লেখকের
১৮. লেখক পুনরায় গ্রামে আসল- পাঁচ ছয় মাস পর, আশ্বিস মাসের শেষে
১৯. বুড়ি শুয়ে আছে- মাদুরের উপর
২০. বুড়ির মাথার বালিশ টা ছিলো-মলিন
২১. লেখক শরতের ছুটিতে গ্রামে ঢুকতেই দেখা হল- পরশু সর্দারের বউ/ দিগম্বরীর সাথে
২২. “ত্তমা আজই তুমি ত্রলে? ” উত্তিটি- দিগম্বরীর
২৩. বুড়ি কোন ঝতুতে মারা,যায় -শরত
২৪. লেখক যাদের পাশে গিয়ে বসল তারা হল- আবদুল,শুকুর মিয়াঁ, নসর
২৫. আবেদালির ছেলের নাম- গণি
২৬. কবর খুঁড়ছে- দুই জন জোয়ান ছেলে
২৭. “দ্যাত্ত বাবা,তুমি দ্যাত্ত “উক্তিটা- শুকুর মিয়াঁর




আমার পথ

--কাজী নজরুল ইসলাম
১. কুর্নিশ – অভিবাদন
২. মেকি – মিথ্যা
৩. লেখকের পথ দেখাবে – লেখকেরর সত্য
৪. মানুষের মনএ আপনা আপনি বড় একটা জোর আসে কখন- নিজেকে চিনলে
৫. নিজেকে চিনলে মানুষ আপন সত্য ছাড়া আর কাইকে- কুর্নিশ করে না
৬. অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে অস্বীকার করা হয়- নিজের সত্যকে
৭. “ত্ত রকম বিনয়ের চেয়ে অহংকারেরর পৌরুষ অনেক-অনেক ভালো ” উক্তিটি – লেখকের
৮. স্পষ্ট কথা বলায় কী থাকে – অবিনয়
৯. কী আমাদের নিষ্ত্রিয় করে ফেলল- পরাবলম্বন
১০. সবচেয়ে বড় দাসত্ব হল – পরাবলম্বন
১১. আত্মনির্ভরতা আসে কখন?- আত্মাকে চিনলে।
১২. শিখাকে নিভাতে পারবে- মিথ্যার জল।
১৩. সবচেয়ে বড় ধর্ম- মানুষ ধর্ম
১৪. অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না- যার নিজের ধর্মে বিশ্বাস আছে।
১৫. লেখক পথে বের হলেন- আগুনের ঝান্ডা ঝুলিয়ে।
১৬. সত্য প্রকাশে লেখক- নির্ভীক অসংকোচ।
১৭. কবির প্রাণ প্রাচুর্যের উংস বিন্দু – সত্যের উপলব্ধি।
১৮. ঐক্যের মূল শক্তি হলো- সম্প্রীতি।
১৯. লেখকে বাল্য নাম- দুখু মিয়া(ব্যাঙাচি)
২০. তার ছদ্মনাম- ধূমকেতু।




গদ্য – জীবন ও বৃক্ষ

--মোহাহের হোসেন চৌধুরী

১. স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি, জবরদস্তিপ্রিয় মানুষের দেবতা – অহংকার
২. জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয় – বৃক্ষের দিকে তাকালে
৩. রবীন্দ্রনাথেরর মনে মমনুষ্যত্বেরর বেদনা উপলব্ধি হয়- নদীর গতিতে
৪. তপোবন প্রেমিক কে- রবীন্দ্রনাথ ঠাকুর
৫. গোপন ও নিরব সাধনা অভিব্যক্ত হয় – বৃক্ষে
৬. দোরের কাছে দাঁড়িয়ে থেকে অনবরত নতি, শান্তি ও সেবার বাণী প্রচার করে কে – বৃক্ষ
৭. “ত্রই তো সাধনার সার্থকতা ” উক্তিটি – মোতাহের হোসেন চৌধুরীর
৮. সাধনার ব্যাপারে কি বড় জিনিস – প্রাপ্তি
৯. রবীন্দ্রনাথ অন্তরের সৃষ্টিকর্ম উপলব্ধি করেছেন – বৃক্ষের পানে তাকিয়ে
১০. বৃক্ষ আমাদের স্বার্থকতার গান শোনায় – নীরব ভাষায়
১১. প্রকৃতির ধর্ম কীসের মত- মানুষের ধর্মের মত
১২. তরুলতা ও জীব জন্তুর বৃদ্ধির উপর কাদের হাত নেই – মানুষের
১৩. মানুষের বৃদ্ধির উপর হাত রয়েছে – প্রকৃতির
১৪. মানুষের বৃদ্ধি কেমন- দৈহিক ও আত্মিক
১৫. মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু – সাধনা
১৬. শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না – বস্তু জিঙ্গাসা তথা বিঙ্গান
১৭. জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয় – সাহিত্য শিল্পকলার দ্বারা
১৮. বৃদ্ধির ইশারা ও প্রশান্তির ইঙ্গিত কোথায় – বৃক্ষে
১৯. বৃক্ষ জীবনের গুরুভার বহন করে – অতি শান্ত ও সহিষ্ণুতায়





– মাসি পিসি

--মানিক বন্দোপাধ্যায়
১. শেষবেলায় খালে থাকে – পুরো ভাটা
২. খালের ধারে লাগানো সালতিটি কোথায় ছিলো – কংক্রিটেরর পুলের উপর
৩. সালতি থেকে পাড়ে তোলা হচ্ছে – খড়
৪. মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে- আহ্লাদি
৫. অল্প বয়সী বৌটির গায়ে ছিলো – নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি
৬. আঁট সাঁট থমথমে গড়ন,গোলগাল মুখ- আহ্লাদির
৭. মাসি-পিসি ফিরছে কৈলেশ উক্তিটি- বুড়ো লোকটির(রহমানের)
৮. “বেলা আর নেই কৈলেশ ” উক্তিটি – মাসি বলে বিরক্তির সঙ্গে
৯. “অনেকটা পথ যেতে হবে কৈলেশ ” উক্তিটি – পিসির
১০. “বেলা বেশি নেই কৈলেশ ” উক্তিটি – পিসির
১১. কৈলেশের সাথে দেখা হয়েছিল – জগুর
১২. জগু হল- আহ্লাদির স্বামী
১৩. উড়ে ত্রসে জুড়ে বসেছে – মাসি
১৪. পিসির অহংকার আর খোঁচাই সবচেয়ে অসহ্য লাগত- মাসির
১৫. আহ্লাদিকে বাঁচাতে হবে- শ্বশুরঘরের কবল থেকে
১৬. আহ্লাদিকে সামলে রাখতে হবে – গাঁয়ের বজ্জাতদের নজর থেকে
১৭. জগুর বৌ নেবার আগ্রহ- খুবই স্পষ্ট
১৮. “ডারসনি আহ্লাদি ” উক্তিটি – মাসির
১৯. “ডরাসনি,ডর কিসের “? উক্তিটি- পিসির
২০. “কাছারি বাড়ি যেতে হবে ত্রকবার ” উক্তিটি- কানাইয়ের
২১. গাঁয়ের গুণ্ডা হলো- সাধু বৈদ্য ওসমানেরা
২২. ফেটি-বাধা বাবরি চুল কার- বৈদ্যের
২৩. কাঁঠাল গাছের ছায়ায় কত জন ঘুপটি মেরে ছিলো- তিন – চারজন।



বায়ান্নর দিনগুলো

লিখেছেন --শেখ মুজিবুর রহমান
#গুরুত্বপূর্ণ….

১. জেলের ভিতর অনশন ধর্মঘট করার জন্য প্রস্তুত হচ্ছিল – শেখ মুজিব ও মহিউদ্দিন
২. জেল কর্তৃপক্ষ বিশেষ করে সুপারিন্টেনডেন্ট ছিলো – আমীর হোসেন সাহেব।
৩. রাজবন্দিদের ডেপুটি জেলার ছিল- মোখলেসুর রহমান সাহেব।
৪. শেখ মুজিবুর রহমানকে জেলগেটে নিয়ে যাওয়া হলো- ১৫ ফেব্রুয়ারি সকালবেলা
৫. লেখকের মালপত্র, কাপড়চোপড় ও বিছানা নিয়ে হাজির হল- জমাদার সাহেব
৬. নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে – ১১ টায়
৭. লেখকদেরর জন্য আনা হয়েছে – বন্ধ ঘোড়ার গাড়ি
৮. বন্ধ ঘোড়ার গাড়ির মধ্যে লেখকদের সাথে বসল – দুইজন
৯. ট্যাক্সি রিজার্ভ করে দাঁড়িয়ে ছিলো – একজন আর্মড পুলিশ
১০. শেখ মুজিবুর রহমানকে প্রথমে নেয়া হয় – নারায়ণগঞ্জ থানায়
১১. পরবর্তীতে নেয়া হয় – ফরিদপুর জেলে
১২. লেখকরা স্টেশনে আসল – রাত ১১ টায়
১৩. জাহাজ ছাড়ল – রাত ১ টায়
১৪. জাহাজ গোয়ালন্দ ঘাটে পৌছল – রাতে
১৫. তারা পেট পরিষ্কার করার জন্য – ঔষধ খেল
১৬. মুহিউদ্দিন ভুগছে – প্লুরিসিস রোগে
১৭. লেখকদের নাক দিয়ে জোর করে খাওয়াতে লাগল- ৪ দিন পর
১৮. লেখকের একটা ব্যারাম ছিলো – নাকে
১৯. লেখকের নাকে ঘা হয়ে গেছে – দু-তিন দিন পর
২০. বার বার অনশন করতে নিষেধ করছিলেন – সিভিল সার্জন সাহেব
২১.সবর্কালের শ্রেষ্ট বাঙ্গালী-শেখ মুজিববুর রহমান ।
২২.শেখ মুজিবুর রহমানের জন্ম -১৯২০ খৃষ্টাব্দে ১৭ই মার্চ ।
২৩.ছয়দফা আন্দোল দাবি ইহ্থাপন করেন-শেখ মুজিবুর রহমান।
২৪.জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাঙ্গালী হিসাবে ভাষণ দেন –শেখ মুজিবুর রহমান।
২৫.বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন -১৯৭৫ সলের ১৫ই আগষ্ট ।


গদ্য – বায়ান্নর দিনগুলো
গুরুত্বপূর্ণ
২৬. শেখ মুজিবুর রহমান ছোট ছোট চিঠি লিখল – ৪ টা
২৭. শোভাযাত্রা করে জেলগেটে ত্রসেছিল – ২২ তারিখে
২৮. অপরিণামদর্শিতার কাজ করল – মুসলিম লীগ সরকার
২৯. দুনিয়ার কোথাও গুলি করে হত্যা করা হয় নাই – মাতৃভাষা আন্দোলনের জন্য
৩০. মানুষের যখন পতন আসে তখন ভুল হতে থাকে – পদে পদে
৩১. খানসাহেব ওসমান আলীর বাড়ি – নারায়ণগঞ্জ
৩২. ত্রক ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে – ঢাকা ও নারায়ণগঞ্জে
৩৩. “তোমার অর্ডার এসেছে ” উক্তিটি – মহিউদ্দিনের
৩৪. ডাবের পানি আনিয়েছেন – ডাক্তার সাহেব
৩৫. মহিউদ্দিন লেখকের অনশন ভাঙ্গিয়ে দিলেন- দুই চামচ ডাবের পানি দিয়ে।
৩৬. ফরিদপুর জেল থেকে লেখক বাড়ি পৌঁছলেন – ৫ দিন পর
৩৭. লেখকদের বড় নৌকায় মিল্লা ছিল – ৩ জন
৩৮. কথার বাঁধ ভেঙ্গে গেছে- রেণুর
৩৯. আমরা আজ স্বাধীন হয়েছি – ২০০ বছর পর
৪০. প্লুরিসিস – বক্ষব্যাধি
৪১. প্রকোষ্ঠ – ঘর বা কুঠরি



#গদ্য – জাদুঘরে কেন যাব

--আনিসুজ্জামান
#গুরুত্বপূর্ণ….

১. পৃথিবীর ১ম জাদুঘর স্থাপিত হয় কোথায়? – আলেক জান্দ্রিয়ায়
২. পৃথিবীর প্রথম জাদুঘর ছিলো – নিদর্শন, সংগ্রহ-শালা, গ্রন্থাগার, উদ্ভিদ উদ্যান, উন্মুক্ত চিড়িয়াখানা
৩. পৃথিবীর প্রথম জাদুঘর ছিল মুখ্যত – দর্শন চর্চার কেন্দ্র
৪. কোনটি ফরাসি বিপ্লবের পরে প্রজাতন্ত্র সৃষ্টি করে – ল্যুভ
৫. ফরাসি বিপ্লবের পরে কী উন্মোচিত হয় – ভের্সাই প্রাসাদের দ্বার
৬. রুশ বিপ্লবের পরে লেনিনগ্রাদের রাজপ্রাসাদে গড়ে ওঠে – হার্মিতিয়ে
৭. কোনটি ঐতিহাসিক প্রাসাদ – টাওয়ার অফ লন্ডন
৮. ব্রিটেনে জাদুঘরের সংখ্যা দ্বিগুণ হয়েছে – গত ত্রিশ বছরে
৯. ব্রিটেনের সবচেয়ে বড় জাদুঘর কোনটি – ব্রিটিশ মিউজিয়াম
১০. এখন জাদুঘর বলে বিবেচিত – ম্যস্যাধার ও নক্ষত্রশালাও
১১. কোনটি ত্রখন খুবই প্রচলিত – উন্মুক্ত জাদুঘর
১২. বাংলাদেশের জাতিতাত্ত্বিক জাদুঘর কোথায় – চট্রগ্রামে
১৩. রচনায় উল্লিখিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কণিষ্ঠ শিক্ষক কে – লেখক।
১৪. কে জাদুঘর শব্দের জায়গায় সর্বত্র মিউজিয়াম পড়ছেন – শিক্ষামন্ত্রী
১৫. শিক্ষকপ্রতিম অর্থমন্ত্রী ড. এম. এন. হুদা লেখককে কখন ডাকলেন – চা খাওয়ার সময়।
১৬. মিউজিয়ামকে আপনারা জাদুঘর বলেন কেন? উক্তিটি – গর্ভনরের
১৭. “স্যার জাদুঘরই মিউজিয়ামের বাংলা প্রতিশব্দ ” উক্তিটি – লেখক হকচকিয়ে বলল
১৮. জাদুঘরকে আজবখানা বলা হয় – উর্দুতে
১৯. জাদুঘরকে অজায়ের-ঘর বলা হয় – হিন্দিতে
২০. কে দ্বিজাতিতত্ত্বে বিশ্বাসী ছিলেন – আব্দুল মোনায়েম খান
২১. লেখক ব্রিটিশ ভারতীয় মুদ্রার সযত্ন স্থান দেখেছে কোথায়? – কুয়েত
২২. টাওয়ার অফ লন্ডনে সকলে ভিড় করে কেন? – কোহিনুর দেখতে
২৩. একটা শক্তিশালী সামাজিক সংগঠন কোনটি – জাদুঘর
২৫. কী আমাদের আনন্দ দেয় – জাদুঘর



১.মুসলিম মানস ও বাংলা সাহিত্য কার লেখা ?
উত্তর: আনিসুজ্জামান
২. অ্যাশমল কে ছিলেন ?
উত্তর: বিখ্যাত পুরাকীর্তি সংগ্রাহক
৩. টাওয়ার অব লন্ডন কর্তমানে কী হিসেবে ব্যবহৃত হচ্ছে ?
উত্তর অস্ত্রশালা
৪. রুশ বিপ্লবের পর হামিতিয়ে কোথায় গড়ে ওঠে ?
উত্তর: লেনিনগ্রাদে
৫. পৃথিবীর প্রথম জাদুঘর কোথায় স্থাপিত হয়েছিল বলে ধারনা করা হয় ?
উত্তর: আলেকজান্দ্রিয়ায়
৬. জাদুঘরে কীভাবে অভিন্ন মানবসত্তার সন্ধান পাওয়া যায় ?
উত্তর: সংগৃহীত নিদর্শন দেখে
৭. জাদুঘরে কেন যাব প্রবন্ধে টাওয়ার অফ লন্ডন মিউজিয়ামে কি দেখতে ভিড় করে ?
উত্তর: কোহিনূর
৮. জাদুঘর কেমন সংগঠন ?
উত্তর: সামাজিক
৯. সদ্য স্বাধীন হওয়া দেশগুলো নতুন নতুন জাদুঘর প্রতিষ্ঠায় প্রবৃত্ত হয় কেন ?
উত্তর: আত্মপরিচয় দানের প্রেরণায়
১০. মুক্তি, সাম্য, ভ্রাতৃত্ব ও সম্পত্তির পবিত্র অধিকার কোনটির মূল বাণী ?
উত্তর: ফরাসি বিপ্লবের
১১. জাদুঘরে কেন যাব, রচনাটিতে এত দেশে এত কালে মানুষ যা কিছু করেছে, তার সবকিছুর মধ্যে আমি আছি।- উক্তিটি লেখকের কোন মনোভাবের পরিচয় মেলে ?
উত্তর: অভিন্ন মানবসত্তার
১২. অধ্যাপক আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করা ছাড়াও উচ্চতর ডিগ্রি লাভ করেছেন কোন বিশ্ববিদ্যালয় থেকে ?
উত্তর: শিকাগো ও লন্ডন বিশ্ববিদ্যালয়
১৩ বাংলাদেশের প্রাচীনতম জাদুঘর কোনটি ?
উত্তর: বরেন্দ্র জাদুঘর
১৪ বাস্তিল দুর্গ কোন বিপ্লবের সাথে সংযুক্ত ?
উত্তর: ফরাসি বিপ্লব
১৫ কোন শাসকের কামানের গায়ে বাংলা লেখা দেখে প্রাবন্ধিক মুগ্ধ হয়েছিলেন ?
উত্তর: ঈসা খাঁ
১৬ ঢাকা নগর জাদুঘর প্রতিষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে ?
উত্তর: ১৯৮৭
১৭ জাদুঘরে ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ করে রাখা হয় কেন ?
উত্তর: প্রদর্শনের জন্য
১৮ জাদুঘর কী ধরনের যে তথ্যটি সঠিক নয়-
উত্তর: কোনোটি নয়
১৯. টাওয়ার অব লন্ডন কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর: টেমস
২০ কোন দেশে প্রথম পাবলিক জাদুঘর গড়ে ওঠে ?
উত্তর: ব্রিটেনে
২১. উর্দুতে জাদুঘরকে কী বলা হয় ?
উত্তর: আজবখানা
২২. অ্যাশমল কত সালে মৃত্যুবরণ করেন ?
উত্তর: ১৬৯২
২৩. বাংলাদেশের জাদুঘর ১৯১৩ সালে যে নামে যাত্রা শুরু করে-
উত্তর: ঢাকা জাদুঘর
২৪. বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠিত হয় কত সালে ?
উত্তর: ১৯১০
২৫. জাদুঘরে যাওয়ার অন্যতম কারণ কী ?
উত্তর: আত্মপরিচয় লাভ
২৬. রুশ বিপ্লব কত সালে সংঘটিত হয় ?
উত্তর: ১৯১৭ সালে
২৭. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অঙ্গ প্রতিষ্ঠান কোন মিউজিয়াম ?
উত্তর: অ্যাশমোলিয়ান মিউজিয়াম
২৮ চোর পালালে বুদ্ধি বাড়ে প্রবাদটির উল্লেখ রয়েছে-
Right Answer : জাদু ঘরে কেন যাব-তে
২৯. কায়রো মিউজিয়াম কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৮৩৫
৩০. ইমেরিটাস অধ্যাপক বলতে নিচের কাকে বোঝানো হয়েছে ?
উত্তর: আনিসুজ্জামান
৩১. বাংলায় এক সময় অধিকার আদায়ে সাঁওতাল বিদ্রোহ হয়। এখানে সাঁওতাল বিদ্রোহ জাদুঘরে কেন যাব রচনায় কোন আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ ?
উত্তর: নীল আন্দোলন
৩২. ঐতিহ্যায়ন পুস্তিকাটির সম্পাদক কে ?
উত্তর: শামসুল হোসাইন
৩৩. হার্মিটেজ অর্থ-
উত্তর: সন্ন্যাসীর নির্জন আশ্রম
৩৪. বলধা গার্ডেনের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী
৩৫ ব্রিটিশ মিউজিয়ামের প্রতিষ্ঠাকাল কোনটি ?
উত্তর: ১৭৫৩
৩৬ ল্যুভর মিউজিয়াম কত সালে প্রতিষ্ঠিত ?
উত্তর: ১৫৪৬
৩৭ বিজ্ঞান জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৯৬৫ সালে
৩৮ ব্রিটিশ ভারতীয় মুদ্রার সযত্ন স্থান কোথায় হয়েছে ?
উত্তর: কুয়েত জাদুঘরে
৩৯ বুদ্ধিজীবী, গবেষক ও প্রাবন্ধিক হিসেবে মূল্যায়ন করা হয় কোন লেখককে ?
Right Answer : আনিসুজ্জামানকে
৪০. আধুনিক অ্যাশমোলিয়ান মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় কত সালে ?
উত্তর: ১৮৯৭ সালে
৪১. পাশ্চাত্যদেশে একটি স্বতন্ত্র বিদ্যায়তনিক হিসেবে বিকশিত কোনটি ?
উত্তর: মিউজিওলজি
৪২. যুক্তরাজ্যের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম কী ?
উত্তর: অক্সফোর্ড
৪৩. কোন শতকে জাদুঘরের সংখ্যা বৃদ্ধি পায় ?
উত্তর: উনিশ
৪৪. কোন বিপ্লবের মাধ্যমে রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: রূপ বিপ্লব
৪৫. নিচের কোন প্রাবন্ধিককে ভারত সরকার পদ্মভূষণ সম্মাননা প্রদান করেন ?
উত্তর: আনিসুজ্জামান
৪৬. জাদুঘরে কেন যাব মনস্বী অধ্যাপক আনিসুজ্জামানের কোন ধরনের রচনা ?
উত্তর: প্রবন্ধ
৪৭ রাজরাজড়া বা সামন্তপ্রভুদের গড়ে তোলা সংগ্রহশালায় কী থাকত ?
উত্তর: ঐসব মহাশয়ের সম্পদ ও গৌরবের ঘোষণা
৪৮ কোন বিশ্ববিদ্যালয় আনিসুজ্জামানকে ডিলিট ডিগ্রি প্রদান করেন-
উত্তর: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
৪৯ জাদুঘর সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনের কারণ ঘটায় কীভাবে ?
উত্তর: আত্মপরিচয়দানের মাধ্যমে
৫০. কল্লোল রাবেয়াকে ১০৭৮ খ্রি. নির্মিত টেমস নদীর তীরবর্তী একটি রাজকীয় দুর্গের কথা বলছিল। জাদুঘরে কেন যাব প্রবন্ধে বর্ণিত উক্ত দুর্গটির নাম কি ?
উত্তর: টাওয়ার অফ লন্ডন
৫১. জাদুঘরের জাদু শব্দটির আগমন কোন ভাষা থেকে ?
উত্তর: ফারসি
৫২ লেখক কোথায় কোহিনুর দেখতে পেলেন ?
উত্তর: টাওয়ার অফ লন্ডনে
৫৩ জাতিতাত্ত্বিক জাদুঘর বাংলাদেশের কোন শহরে অবস্থিত ?
উত্তর: চট্টগ্রাম
৫৪ বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত ?
উত্তর: রাজশাহী
৫৫ জাদুঘর একটা শক্তিশালী-- সংগঠন।
উত্তর: সামাজিক
৫৬ জাদুঘরে কেন যাব
উত্তর: নিজস্ব ইতিহাস-ঐতিহ্য জানা
৫৭ বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত ?
উত্তর: ধানমন্ডিতে
৫৮ বলধা গার্ডেন কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯০৯ সালে
৫৯ মুক্তি সাম্য ভ্রাতৃত্ব ও সম্পত্তির পবিত্র অধিকার- এই মূল বাণীটি কার?
উত্তর: ফরাসি বিপ্লবের
৬০ আবিদিত শব্দের অর্থ কী?
উত্তর: জানা নেই এমন
৬১ তাতে হয়ত তিনি কিছুটা স্বস্তি পেতেন- তিনি কে?
উত্তর: আবদুল মোনায়েম খান
৬২ ফরাসি বিপ্লবের পর প্রজাতন্ত্র কী সৃষ্টি করে?
উত্তর: ল্যুভ মিউজিয়াম
৬৩ রিপন ধীমান সাধন তিন বন্ধু মিলে একটি পাঠাগার গড়ে তোললো। পাঠাগর গড়ে তোলার সঙ্গে জাদুঘরে কন যাবো প্রবন্ধের কোন জাদুঘর গড়ে তোলার মিল আছে?
উত্তর: অ্যাশমোলয়ান মিউজয়ম
৬৪ কল্লোল রাবেয়াকে ১০৭৮ খ্রিস্টাব্দে নির্মিত টেমস নদীর তীরবর্তি একটি রাজকীয় দূর্গের কথা বলেছিল। জাদুগরে কেন যাব প্রবন্ধে বির্নিত উক্ত দূর্গটির বর্তমান নাম কী?
উত্তর: টাওয়ার অব লন্ডন
৬৫ জাতিতাত্বিক জাদুঘরে দেশের কয়টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিদর্শন রয়েছে?
উত্তর: ২৫ টি
৬৬ চোর পালালে বুদ্ধি বাড়ে। উক্তিটি কোন রচনায় উল্লেখ আছে?
উত্তর: জাদুঘরে কেন যাব
৬৭ পুরোনো বাংলার গদ্য গ্রন্থটি কার রচনা?
উত্তর: আনিসুজ্জামান
৬৮ আলেকজান্দ্রিয়া জাদুঘর স্থাপিত হওয়ার সম্ভাব্য সময় কোনটি?
উত্তর: খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী
৬৯ ফরাসি বিপ্লব সংগঠত হয় কত খ্রিস্টাব্দে?





বহু নির্বাচনী প্রশ্ন
জাদুঘরে কেন যাব
আনিসুজ্জামান

১। আনিসুজ্জামান কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯২৭ খ. ১৯৩৭
গ. ১৯৩৮ ঘ. ১৯৪৭

২। কোন শতকে ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম গড়ে ওঠে?
ক. তৃতীয় শতকে খ. পঞ্চদশ শতকে
গ. সতের শতকে ঘ. আঠারো শতকে

৩। স্বতন্ত্র বিদ্যায়তনিক বিষয় বা শৃঙ্খলা হিসেবে নিচের কোনটিকে বোঝানো হয়েছে?
ক. মিউজিয়াম স্টাডিজখ. ব্রিটিশ মিউজিয়াম
গ. আলেকজান্দ্রিয়া ঘ. প্রাসাদোপম অট্টালিকা

৪। জাদুঘরের সংরক্ষিত মুসলিম ঐতিহ্যমূলক নিদর্শন আবদুল মোনায়েম খানকে আকর্ষণ করেছিল কেন?
ক. তিনি দ্বিজাতিতত্বে বিশ্বাসী
খ. তিনি গণতন্ত্রে বিশ্বাসী
গ. তিনি একনায়কতন্ত্রে বিশ্বাসী
ঘ. তিনি মুসলিম বলে

৫। জাদুঘরে যাওয়ার অন্যতম কারণ কী?
ক. অর্থনৈতিক সমৃদ্ধি খ. আত্মপরিচয় লাভ
গ. আনন্দ লাভ ঘ. জ্ঞান অর্জন করা

৬। টাওয়ার অব লন্ডনে সবাই ভিড় করে কেন?
ক. পান্না দেখতে খ. হিরা দেখতে
গ. কোহিনূর দেখতে ঘ. মতি দেখতে

৭। ল্যুভ বলতে বোঝানো হয়েছে-
ক. পানশালা খ. মিউজিয়াম
গ. আকর্ষণ ঘ. জাদুবিদ্যা

৮। জাদুঘরে ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ করে রাখা হয় কেন?
ক. প্রদর্শনের জন্য
খ. পরীক্ষার জন্য
গ. অর্থ উপার্জনের জন্য
ঘ. অস্তিত্ব রক্ষার জন্য

৯। উর্দুতে জাদুঘরকে কী বলে?
ক. মিউজিয়াম
খ. আজবখানা
গ. অজায়েব-ঘর
ঘ. জাদুঘর

১০। জাতীয় জাদুঘর কিসের পরিচয় বহন করে?
ক. আত্মপরিচয়
খ. প্রাচীন নিদর্শন
গ. জাতিসত্তা
ঘ. জাতির ঐতিহ্য

১১। রুশ বিপ্লবে নেতৃত্ব দেন কে?
ক. অ্যাশমোল খ. ট্রাডেসান্ট
গ. লেনিন ঘ. স্যার রবার্ট কটন

১২। মিউজিওগ্রাফি বিষয়টি কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত?
ক. জাদুঘরতত্ব খ. জাদুঘর
গ. মিউজিয়াম ঘ. ভাস্কর্য

১৩। কী জাদু বাংলা গানে-এ বাক্যে ‘জাদু’ শব্দটি যে অর্থে প্রযুক্ত-
ক. মনোহর খ. কুহক
গ. ইন্দ্রজাল ঘ. ভেলকি

১৪। ‘অপরাজেয় বাংলা’ মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে। এ বাক্যে ‘অপরাজেয় বাংলা’র সঙ্গে নিচের কোনটির মিল রয়েছে?
ক. ভাস্কর্য খ. স্থাপত্য
গ. প্রত্নতত্ব ঘ. নিদর্শন

১৫। ‘জাদুঘরে কেন যাব’ রচনার মূল উপজীব্য কী?
ক. জাদুঘরের ইতিহাস বর্ণনা
খ. জাদুঘর পরিচিতি
গ. জাদুঘর প্রতিষ্ঠার গুরুত্ব
ঘ. জাদুঘরের প্রয়োজনীয়তা

১৬। ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধে কী ফুটে উঠেছে?
ক. জাদুঘরের সংখ্যা বৃদ্ধি
খ. জাদুঘর সম্পর্কিত ধারণা
গ. জাদুঘরের ভ‚মিকা
ঘ. জাদুঘরের ইতিহাস

১৭। ইউরোপীয় রেনেসাঁসের তাৎপর্য-
i. শিল্প-সাহিত্যের ক্ষেত্রে নবজাগরণ
ii. চিন্তা-চেতনা ও জ্ঞানচর্চার ক্ষেত্রে নবজাগরণ
iii. মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

১৮। অতীত স্থাপত্যের নিদর্শন বলতে বোঝাত-
i. কাঠের স্তম্ভ
ii . অজস্র উপকরণে নির্মিত
iii. পাথরের স্তম্ভ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসের একটি ভয়াবহ ও মর্মান্তিক অধ্যায়। এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে দুর্বৃত্তরা। তাঁর সেই বাসভবনটি তাঁর নামে স্মৃতি জাদুঘর হিসেবে রাখা হয়।
১৯। উদ্দীপকের বঙ্গবন্ধু জাদুঘর নামোলে­খে ‘জাদুঘরে কেন যাব’ রচনায় যে জাদুঘরের নাম সমর্থনযোগ্য-
ক. বরেন্দ্র জাদুঘর
খ. মুক্তিযুদ্ধ জাদুঘর
গ. অ্যাশমোলিয়ান মিউজিয়াম
ঘ. ব্রিটিশ মিউজিয়াম

২০। উদ্দীপকের ভাববস্তু ‘জাদুঘরে কেন যাব’ রচনার যে দিকটিকে করে-
i. ইতিহাসচেতনা
ii. ঐতিহ্যের ধারক
iii. স্মৃতি সংরক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

২১। পৃথিবীর প্রথম জাদুঘরে মূলত কী ছিল?
ক. দর্শনচর্চার কেন্দ্র খ. নিদর্শন সংগ্রহশালা
গ. ইতিহাস চিত্র ঘ. ঐতিহ্য

২২। কোন জাদুঘর এখন খুবই প্রচলিত?
ক. ব্রিটিশ মিউজিয়াম খ. ল্যুভ মিউজিয়াম
গ. হার্মিটেজ মিউজিয়াম ঘ. উন্মুক্ত মিউজিয়াম

২৩। ফরাসি বিপ্লবের পর প্রজাতন্ত্র কী সৃষ্টি করে?
ক. কায়রো মিউজিয়াম খ. ব্রিটিশ মিউজিয়াম
গ. ল্যুভ ঘ. হার্মিটেজ মিউজিয়াম

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মুক্তিযুদ্ধ জাদুঘর বাঙালির জাতিসত্তার পরিচয় বহন করে। বাঙালি বীরের জাতি তা মুক্তিযুদ্ধ জাদুঘরে গেলে পরিস্ফুট হয়ে ওঠে। ২৪। উদ্দীপকের মুক্তিযুদ্ধের ভ‚মিকা ‘জাদুঘরে কেন যাব’ রচনার কিসের সঙ্গে তুল্য?
ক. জাদুঘর খ. ধাতবপাত্র
গ. অ্যাশমোল ঘ. প্রত্নতত্ব

২৫। উদ্দীপক ও ‘জাদুঘরে কেন যাব’ রচনার উভয়ের মধ্যে তুলনীয় দিকটি হলো-
ক. ইতিহাসচেতনা খ. জাতিসত্তার পরিচয় জ্ঞাপন
গ. ঐতিহ্যচেতনা ঘ. আত্মপরিচয়ের ধারক

২৬। পৃথিবীর প্রথম জাদুঘর কোথায় স্থাপিত হয়েছিল?
ক. জার্মানি খ. লন্ডনে
গ. আলেকজান্দ্রিয়ায় ঘ. ইংল্যান্ডে

২৭। মিউজিওলোজি বলতে কী বোঝায়?
ক. জাদুঘর সম্পর্কিত বিদ্যা খ. জ্ঞান কোষ্য
গ. বিদ্যায়তনিক ভাষা ঘ. সুপ্রাচীন নগর

২৮। ভাস্কর্য বলতে কোনটি বোঝায়?
ক. স্থাপত্য খ. প্রাসাদ
গ. মূর্তি নির্মাণ করা ঘ. চিত্র

২৯। ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
ক. ১৭৫৭ খ. ১৭৭৯
গ. ১৭৮৯ ঘ. ১৮৫৭

৩০। ফরাসি বিপ্লব সম্পর্কে নিচের যে তথ্যটি প্রযোজ্য- ক. সামন্তবাদ উৎপাটন খ. লেনিনের নেতৃত্ব
গ. জারতন্ত্রের উদ্ভব ঘ. রেনেসাঁর প্রভাব

৩১। পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। উদ্দীপকে বইয়ের সঙ্গে ‘জাদুঘরে কেন যাব’ রচনার সাদৃশ্য রয়েছে-
ক. জাদুঘর খ. স্থাপত্য
গ. ভাস্কর্য ঘ. নৃতত্ব

৩২। ‘যঃ পলায়েতে স জীবতি’ উক্তিটির তাৎপর্য কী?
ক. যে পালায় সে জীবিত
খ. যে পালায় সে বাঁচে
গ. যে পাশ কাটিয়ে যায় সে রক্ষা পায়
ঘ. উপস্থিত সমস্যায় সঠিক সিদ্ধান্ত

৩৩। পাশ্চাত্য দেশে জাদুঘরতত্বে স্বতন্ত্র বিদ্যায়তনিক বিষয় হিসেবে যেটি গ্রহণযোগ্য-
i. মিউজিওলজি
ii. মিউজিওগ্রাফি
iii. মিউজিয়াম স্টাডিজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৩৪। জাদু ও আজব শব্দে কত রকম দ্যোতনা আছে?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ঐতিহাসিক নিদর্শন পাহাড়পুরের কাছে একটি ছোট পরিসরে জাদুঘর আছে। এখানে সংরক্ষিত বহু প্রাচীন প্রতœতাত্বিক নিদর্শন দেখে দর্শনার্থীরা চমৎকৃত হয়।

৩৫। উদ্দীপকের প্রতœতাত্বিক শব্দটি ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধে যে অর্থে প্রযুক্ত-
ক. স্থাপত্য খ. পুরাতাত্বিক
গ. ধাতবতত্ব ঘ. ভাস্কর্য

৩৬। উদ্দীপকে নিদর্শন দেখে দর্শনার্থী চমৎকৃত হওয়ায় ওই রচনার যে দিকটি ফুটে উঠেছে-
i. জাদুঘর কৌত‚হলোদ্দীপক
ii. জাদুঘর আনন্দ দান করে
iii. জাদুঘর চেতনা জাগায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

৩৭। ‘হার্মিটেজ’ শব্দের অর্থ কী?
ক. মসজিদ খ. মন্দির
গ. মঠ ঘ. গির্জা

৩৮। ‘জাদুঘরে কেন যাব’ রচনা থেকে আমরা কী শিক্ষা লাভ করি?
ক. প্রতœতত্ব খ. নৃতত্ব
গ. জাদুঘরের গুরুত্ব ঘ. জাদুঘরের ইতিহাস
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
তরুণ যশোর এম এম কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যটি দেখে মুগ্ধ হয়। এখন সে যেকোনো ভাস্কর্য দেখতে যেতে অনেক বেশি আগ্রহী।

৩৯। উদ্দীপকে ‘ভাস্কর্য’ শব্দটি ‘জাদুঘরে কেন যাব’ রচনার আলোকে যে অর্থে প্রযুক্ত-
i. মূর্তি নির্মাণ কলা
ii. ধাতুর খোদাইয়ের শিল্প
iii. পাথর খোদাইয়ের শিল্প
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

৪০। উদ্দীপকের বিষয় অনুসারে ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধের মর্মার্থ ফুটে উঠেছে-
ক. জাদুঘরের সৌন্দর্য খ. জাদুঘরের বিস্ময়
গ. জাদুঘরের বৈশিষ্ট্য ঘ. জাদুঘর চেতনা
উত্তরগুলো মিলিয়ে নাও
১. খ ২. গ ৩. ক ৪. ক ৫. খ ৬. গ ৭. খ ৮. ঘ ৯. খ ১০. গ ১১. গ ১২. ক ১৩. ক ১৪. ক ১৫. ঘ ১৬. গ ১৭. ঘ ১৮. গ ১৯. গ ২০. ঘ ২১. ঘ ২২. ঘ

২৩. গ ২৪. ক ২৫. খ ২৬. গ ২৭. ক ২৮. গ ২৯. গ ৩০. ক ৩১. ক ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. ক ৩৫. খ ৩৬. ঘ ৩৭. গ ৩৮. গ ৩৯. ঘ ৪০. গ হ




গদ্য – রেইনকোট

--আখতারুজ্জামান ইলিয়াস
গুরুত্বপূর্ণ…

১. রেইনকোট গল্পের কথক কে? – নুরুল হুদা
২. রেইনকোট গল্পে উল্লিখিত জেনারেল স্টেটমেন্টটি হলো – “শনিতে সাত মঙ্গলে তিন, আর সব দিন দিন ”
৩. ফুটফাট বন্ধ কয়দিন – অন্তত ৩ দিন
৪. বাদলায় কোনটির জিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে – বন্দুক বারুদ
৫. মিলিটারির ভয়ে গল্পের নুরুল হুদা কি মুখস্থ করেছে – সূরা
৬. রাস্তায় বেরুলে নুরুল হুদা ঠোঁটের ওপর কি রাখে – পাঁচ কালেমা
৭. মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে – প্রিন্সিপ্যালের বাড়ি
৮. প্রিন্সিপ্যালেরর কোয়ার্টারের সঙ্গে কোনটির অবস্থান – মিলিটারি ক্যাম্প
৯. কোনটিকে মিলিটারি ক্যাম্প করা হয়েছে – কলেজের জিমনেশিয়ামে
১০. রাস্তায় ঘড়ঘড় করছিলো – বেবি ট্যাকসি
১১. কে নাশতার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছে – ইসহাক
১২. মিন্টু যেখানে গেছে তার খবর জানে কারা – নুরুল হুদা ও তার বউ
১৩. কে রোজ,টাইমলি কলেজে যায় – নুরুল হুদা
১৪. নুরুল হুদা রাস্তায় এসে দেখল কি নেই – রিক্সা
১৫. নুরুল হুদা কিসের পরোয়ানা করে না – রিক্সার
১৬. কোন বৃষ্টিতে বেশ শীত শীত ভাব – শেষ হেমন্তের বৃষ্টিতে
১৭. বাসস্ট্যান্ডে পৌঁছে নুরুল হুদাকে কোন দিকে তাকাতে হয় – উত্তরে
১৮. কীসের ল্যাজটা দেখা যাচ্ছে না – মিলিটারি লরির
১৯. কে ত্রকটু বাচাল টাইপের – দোকানদার ছেলেটা
২০. স্টেট বাসের রং কেমন ছিলো – লাল
২১. বাসে কত গুলো সিট খালি ছিলো – অর্ধকের বেশি
২২. নুরুল হুদার চাউনি কেমন ছিল – ভোঁতা কিন্তু গরম
২৩. নুরুল হুদা বাস থেকে নেমে নামল কোথায় – নিউ মার্কেট
২৪. আলমারি কিসের – লোহার
২৫. মোট আলমারি কতটি – ১০ টি
২৬. আলমারিগুলো আনা হয়েছে – ঠেলাগাড়ি দিয়ে
২৭. নুরুল হুদার ছেলের বয়স – ৫ বছর
২৮. নুরুল হুদার,মেয়ের বয়স – আড়াই (২.৫) বছর*
২৯.জেনারেল স্টেটমেন্ট অর্থ কি -সাধারণ বিবৃতি।
৩০.ইলিকট্রিক ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে –মিসক্রিয়ান্টরা
৩১. মিসক্রিয়ান্ট অর্থ-দুস্কৃতিকারী।
৩২.দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বাহিনী র্পযূদস্ত হয় –শীতের কারণে।
৩৩.১৯৭১ সালের ২৫শে র্মাচ কালো রাত্রিকে বলা হয় –ক্রাক ডাউন রাত।
৩৪.মুক্তিযুদ্ধের তৎপরতাকে পাকিস্তানিরা বলে –সাবভার্সিভ অ্যাকটিভিটিজ ।
৩৫.চিলেকোঠার সেপাই উপন্যাসের রচয়িতি- আকতার উজ্জামান ইলিয়াস ।
৩৬.আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম –গাইবান্ধা জেলার গুটিয়া গ্রমে ।



– মহাজাগতিক কিউরেটর
--মুহাম্মদ জাফর ইকবাল

১. কোন গ্রহটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মহাজাগতিক কিউরেটররা বেশ সন্তুষ্ট – তৃতীয় গ্রহ (পৃথিবী)
২. কাকে প্রাণহীন বলা যায় – ভাইরাস
৩. ভাইরাসের মাঝে কখন জীবনের লক্ষণ দেখা যায়- অন্য প্রাণির সংস্পর্শে ত্রলে
৪. কোন ধরনের প্রাণিদের বেঁচে থাকার পদ্ধতি ভিন্ন – পানিতে থাকা প্রাণিদের
৫. কোন ধরনের প্রাণিদের একটির ভিতরে আবার অত্যন্ত নিম্নশ্রেণীর বুদ্ধিরর বিকাশ হয়েছে – গরম রক্তের স্তন্যপায়ী প্রাণিদের
৬. কোথায় কোনো মৌলিক পার্থক্য নেই – ভিন্ন ভিন্ন প্রজাতির মাঝে
৭. সব প্রাণির মূল গঠনটি কী দিয়ে হয়েছে – DNA
৮. সব প্রাণির DNA – একই রকম
৯. সবচেয়ে সহজ ও সবচেয়ে কঠিন প্রাণিটির গঠন কেমন – একই রকম
১০. সব প্রাণি কী দিয়ে তৈরি – একই বেস পেয়ার দিয়ে
১১. DNA দিয়ে তৈরি আছে – প্রাণিটির বিকাশের নকশা
১২. আকারে ছোট, গঠন সহজ, মাঝে কোনো বৈচিত্র নেই – ভাইরাস কিংবা ব্যাকটেরিয়ার
১৩. আকারে বড় এবং সংরক্ষণ কঠিন – হাতি বা নীল তিমি
১৪. সাপ – সরীসৃপ
১৫. বাঘ – স্তন্যপায়ী
১৬. একসাথে থাকে ও দল বেঁধে ঘুরে বেড়ায় – কুকুর
১৭. নিজের স্বকীয়তা হারিয়েছে – কুকুর
১৮. স্বকীয়তা লোপ পাচ্ছে – গৃহপালিত প্রাণিদের
১৯. দীর্ঘ সময় খেতে হয় ও ঘাস লতা পাতা খেয়ে কাটায় – হনিণ
২০. সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে – মানুষ
২১. মানুষ ত্রকে অন্যের উপর কোন বোমা ফেলছে – নিউক্লিয়ার
২২. পৃথিবী ত্রক সময় নিয়ন্ত্রণ করবে কারা – পিঁপড়া



গদ্য – নেকলেস
--গীঁ দ্যা মোপাসা

গুরুত্বপূর্ণ

১. গল্পের নায়কের নাম – মসিঁয়ে/মসিঁয়ে লোইসেল
২. গল্পের নায়িকার নাম – মাতিলদা লোইসেল / মাদাম লোইসেল
৩. মাদাম লোইসেলের বান্ধবীর নাম – মাদাম ফোরস্টিয়ার
৪. নিয়তির ভুলেই যেন মাদাম লোইসেলের জন্ম হয়েছে – কেরানির ঘরে
৫. মাদাম লোইসেলের বিয়ে হয় কার সাথে – শিক্ষা পরিষদ আপিসের এক কেরানির সাথে
৬. কীসের অক্ষমতার জন্য সে সাধারণভাবে থাকত – নিজেকে সজ্জিত করার
৭. তার শ্রেণির অন্যতম হিসাবে মাদাম লোইসেল কেমন ছিল – অসুখী
৮. কাদের কোনো জাতিবর্ণ নেই – সাধারণ পরিবারের মেয়েদের
৯. রহিত মাছের রং কি? – গোলাপি
১০. কী খেতে সিংহ মানবী প্রলয়লীলার কথা শুনবেন – মুরগির পাখনা
১১. সিংহ মানবী কে? – মাদাম লোইসেল
১২. মাদাম লোইসেলের প্রিয় – ফ্রক বা জরোয়া গহনা
১৩. মাদাম লোইসেলের ধনী বান্ধবীটি কে ছিলো – “কনভেন্ট ” ত্রর সহকারী
১৪. ত্রক সন্ধ্যায় মসিঁয়ে লোইসেল কি নিয়ে ঘরে ফিরল – ত্রকটি বড় খাম
১৫. “ত্রই যে তোমার জন্য এক জিনিস ত্রনেছি ” উক্তিটি – মসিঁয়ে লোইসেলের
১৬. পোশাকের জন্য কত ফ্রাঁ লাগবে – চারশত ফ্রাঁ
১৭. মসিঁয়ের বন্ধুরা গত রবিবারে “ভরতপাখি ” শিকারে কোথায় গিয়রছিলো – নানতিয়ারের সমভূমিতে
১৮. মসিঁয়ের বন্ধুদের সাথে যোগ দেওয়ার ইচ্ছা – আগামী গ্রীষ্মে
১৯. মসিঁয়ে চারশত ফ্রাঁ সঞ্চয় করে রেখেছিল – “বন্দুক ” কেনার জন্য
২০. লোইসেল দম্পতি বাড়ি ফিরল – ভোর ৪ টায়
২১. কারা খুব বেশি ফুর্তিতে মও ছিলো – অন্য তিন জন ভদ্রলোকের স্ত্রী।
২২. মসিঁয়ে বিশ্রাম কক্ষে আধঘুম বসেছিল – মধ্যরাত্রি পর্যন্ত
২৩. হতাশ হয়ে কাপঁতে কাপঁতে তারা হাঁটতে থাকল – সিন নদীর দিকে
২৪. প্যারীতে সন্ধ্যার পর লোকের চোখে পড়ে – নিশাচর দুই যাত্রীর গাড়ি
২৫. হীরার হারটির মূল্য – ৪০,০০০ ফ্রাঁ
২৬. হারটি কত ফ্রাঁ দিয়ে আনতে পারবে – ৩৬,০০০ ফ্রাঁ।
২৭. ফেব্রুয়ারি মাসের ভিতর হারটি ফেরত দিলে তারা কত ফ্রাঁ ফেরত দিবে – ৩৪,০০০ ফ্রাঁ
২৮. লোইসেলের কাছে ছিলো – ১৮,০০০ ফ্রাঁ
২৯. মাদাম লোইসেলের নখের রং – গোলাপি
৩০. ফোরস্টিয়ারের হারটির দাম ছিলো – ৫০০ ফ্রাঁ




HSC-2016 বাংলা প্রথম পত্র (ঢাকা বোর্ড) MCQ Question-এর সমাধান

সেট ক

১. ‘বিড়াল রচনায় “তেলা মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির-
উত্তর: (ক) রোগ।
২. বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত সেখানে কেবলই-
উত্তর: (ঘ) বৃদ্ধির ইতিহাস।
৩. “স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে; পড়ি কি ভূতলে শশী খান গড়াগড়ি ধূলায়?”-বাক্যটি প্রকাশ পেয়েছে-
উত্তর: (ঘ) আত্মমর্যাদা।
৬. চার্বাক কে?
উত্তর: (খ) বস্তুবাদী দার্শনিক ও মুনি।
৭. “আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।”-উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর-
উত্তর: (ঘ) আত্মমর্যাদাবোধ।
৮. উদ্দীপকের ‘বর্ষবরণ’ তাহারেই পড়ে মনে’ কবিতার কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ?
উত্তর: (ঘ) বসন্ত বন্দনা ।
৯. আহ্লাদিকে তার স্বামী যেভাবে নিয়ে যাবে বলে কৈলাশকে জানায়-
উত্তর: (গ) মামলা করে।
১০. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় “চতুর্দিকে মানবিক বাগান, কমলবন হচ্ছে-।”
উত্তর: (ক) তছনছ।
১১. এন্ডি কাপড় তৈরি বন্ধ হওয়ার কারণ কী?
উত্তর: (ঘ) সভ্যতার আগ্রাসন।
১২. উদ্দীপকের জসীমউদ্দীন ‘ঐকতান’ কবিতার আলোকে কোন ধরনের কবি?
উত্তর: (ক) নির্বাক মনের।
১৩. জাদুঘরের ‘জাদু’ শব্দটির আগমন কোন ভাষা থেকে?
উত্তর: (ঘ) ফারসি।
১৪. “স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি,”-‘আঠারো বছর বয়স’ কবিতার চরণটিতে প্রকাশ পেয়েছে তরুণদের-
উত্তর: (ঘ) আত্মনির্ভরতা।
১৫, উদ্দীপকের শিক্ষক ‘আমার পথ’ প্রবন্ধের কার সাথে সাদৃশ্যপূর্ণ?
উত্তর: (ক) গান্ধীজী।
১৬. “আওয়ামী লীগের কোনো কর্মীস্থ বোধ হয় আর বাইরে নাই।”-উক্তিটিতে প্রকাশ পেয়েছে আওয়ামী লীগ কর্মীদের-
উত্তর: (ক) বন্ধীদশা।
১৭. ‘লোক-লোকান্তর’ কবিতায় কবির চেতনার পাখির রঙ কী?
উত্তর: (খ) শাদা।
১৮. “-কী মিঞা? তোমার দিলে কি ময়লা আছে?” উক্তিটি কার?
উত্তর: (ক) মজিদের।
১৯. নবাব সিরাজউদ্দৌলা কাকে আলিনগরের দেওয়ান নিযুক্ত করেছিলেন?
উত্তর: (ক) মানিক চাঁদকে।
২০. “রক্তে আমার অনাদি অস্থি”-চরণটিতে প্রকাশ পেয়েছে-
উত্তর: (খ) জাতিসত্তার ঐতিহ্যকে ধারণের অনুভূতি।
২১, উদ্দীপকে মির্জা সাহেবের চেয়ারম্যান হবার আকাঙ্ক্ষা ‘সেই অস্ত্র’ কবিতার কোন অনুষঙ্গের সাথে তুলনীয়?
উত্তর: (ঘ) আধিপত্যের লোভ।
২২. ‘মহাজাগতিক কিউরেটর’ প্রবন্ধে বর্ণিত কাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত নয়?
উত্তর: (খ) সরীসৃপের।
২৩. “তার বাসকক্ষের দারিদ্র্য, হতশ্রী দেওয়াল, জীর্ণ চেয়ার, এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যাথিত হতো।”- ‘নেকলেস’ পল্পে মাতিলদার এ অনুভূতির কারণ তার-
উত্তর: (খ) উচ্চাকাঙ্ক্ষা।
২৪. উদ্দীপকের স্বপন ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রকে স্মরণ করায়?
উত্তর: (গ) আক্কাস।
২৫. উদ্দীপকে প্রকাশিত হয়েছে লালসালু উপন্যাসের-
উত্তর: (গ) স্বার্থান্ধতা।
২৬. “ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি, কেমন?”-উক্তিটি কার?
উত্তর: (ঘ) সিরাজের।
২৭. ‘এই পৃথিবীতে এক স্থান আছে” কবিতায় সন্ধ্যার বাতাসে কে উড়ে যায়?
উত্তর: (গ) সুদর্শন।
২৮. “তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল”-‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার চরণটিতে বোঝানো হয়েছে পূর্বপুরুষদের-
উত্তর: (ঘ) মৃত্তিকা সংলগ্নতা।
২৯. “আজ নবাবকে ডোবাচ্ছেন, কাল আমাদের পথে বসাবেন না তা কি বিশ্বাস করা যায়?”-ক্লাইভের এ উক্তিতে প্রকাশ পেয়েছে মীরজাফর ও তার সঙ্গীদের প্রতি-
উত্তর: (খ) সন্দেহ।
৩০. উদ্দীপকের ভৃত্য করিম ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের অনুরূপ?
উত্তর: (গ) মোহনলাল।
৩১. নূরলদীন একদিন ডাক দিয়েছিল কত সনে?
উত্তর: (ক) ১১৮৯।
৩২. “রহিমাও কেঁদে ওঠে, কী একটা মহাভয় তার রক্ত শীতল করে দেয়।”- ‘লালসালু’ উপন্যাসের উদ্ধৃতিতে রহিমার ভয়ের কারণ-
উত্তর: (ঘ) মাজারের ঐশী শক্তির কল্পনা।
৩৩. উদ্দীপক ও ‘রেইনকোট’ গল্পে যুগপৎ প্রকাশিত হয়েছে-
উত্তর: (ক) বিদেশী ভাষার আগ্রাসন।
৩৪. ‘লালসালু’ উপন্যাসে অশীতিপর বৃদ্ধ কে?
উত্তর: ( গ) সলেমনের বাপ।



এইচএসসি‬ বাংলা ১ম পত্র গল্পের মূল বিষয়বস্তু:

১.বিড়াল-ক্ষুধার্ত ও সমাজেএ অবহেলিতদের প্রতি সহমর্মিতা ৷
২. অপরিচিতা*-যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধ ৷
৩.চাষার দুক্ষু- সভ্যতার মাত্রাধিক্য, বিলাসিতা, অনুকরণ প্রিয়তাই দারিদ্রের কারণ ৷
৪.আহবান- উদার মানবিক সম্পর্ক
৫. আমার পথ -আমি’কে জানা ,নিজেকে জানা সত্য উপলব্ধি করা
৬.জীবন ও বৃক্ষ* - পরার্থে আত্মনিবেদন
৭.মাসি-পিসি-পুরুষশাসিত সমাজে স্বামী পরিত্যাক্তা আহ্লাদীকে নিয়ে মাসি-পিষির বুদ্ধিদীপ্ত ও সাহসী পদক্ষেপ ৷
৮.বায়ান্নর দিনগুলো- ভাষা আন্দোলনের সময় বংগবন্ধুর আত্মজীবনী ৷
৯.জাদুঘরে কেন যাব? --পুরাতাত্ত্বিক নিদর্শনসমূহের সংগ্রহ সংরক্ষিত থাকে। জাদুঘরে বৈজ্ঞানিক, শৈল্পিক ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন।
১০.রেইনকোট Must- রেইনকোট পরে নুরুল হুদার মদ্ধ্যে উষনতা, সাহস ও দেশপ্রেম সঞ্চার ৷
১১.মহাজগতিক কিউরেটর- সমাজ, পরিবেশ ও পৃথিবিকে সম্পর্কে মানুষের উদাসীনতা ৷
১২.নেকলেস - শ্রেষ্ঠত্ব, আভিজাত্য, কল্পনাবিলাসী আচ্ছন্ন নারীর পরিণাম ও দারিদ্রতার দু:খ কষ্ট ও পরিশ্রমের গল্প ৷
১৩.বিভীষণ-দেশপ্রেম (মেঘনাথ) ও দেশ বৈরিতা (বিভীষন)
১৪.ঐকতান*-অপ্রাপ্তি ও অপুর্নতার স্বত:স্ফুর্ত স্বীকারক্তি ৷
১৫.সাম্যবাদী ( ) অসাম্প্রদায়িকতা ৷
১৬. এই পৃথিবীতে -বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বর্ননা!
১৭.তাহারই মনে পড়ে *- সৃজনশীল-প্রকৃতিত গতিময়তা ও বিচ্ছেদবেদনা ৷
১৮.সেই অস্ত্র- - ভালবাসার প্রয়োজনীয়তা ৷
১৯.আঠারো বছর বয়স - বয়সন্ধিকালের অপ্রতিরুদ্ধতা৷
২০.ফেব্রুয়ারি ১৯৬৯****- সংগ্রামী চেতনা ৷
২১.আমি কিংবদন্তীর কথা বলছি-- পুর্বপুরুষ এর সংস্কৃতির শেকড় সন্ধান ৷
২২.নুরলদীন -সামন্তবাদ ও সম্রাজ্যবাদ বিরোধী কৃষনেতা নুরুলদীনের সংগ্রামের ইতিহাস ৷
২৩.লোক-লোকান্তর-প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে কবির কাবচেতনার প্রকাশ ৷
২৪. রক্তে আমার অনাদি অস্থি - নদীমাতৃক বাংলাদেশের বর্ননা ৷

শুক্রবার, ২ মার্চ, ২০১৮

লোক-লোকান্তর --আল মাহমুদ

Girl in a jacket
✿লোক-লোকান্তর

✿লেখক-আল মাহমুদ

[সূত্র:নিঅ/ক/তুআ.ব্ল ডিফট্রেক্স ০১৮]
আমার চেতনা যেন একটি সাদা ‍সত্যিকার পাখি,
বসে আছে সবুজ অরণ্যে িএক চন্দনের ডালে,
মাথার উপরে নিচে বনচারী বাতাসের তালে
দোলে বন্য পানলতা, সুগন্ধ পরাগে মাখামাখি
হয়ে আছে ঠোঁট তার । আর দুটি চোখের কোটরে
কাটা সুপারির রঙ, পা সবুজ ,নখ তীব্র লাল
যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল
চোখ যেন রাখতে নারি আত বন্য ঝোপের ওপরে ।
তাকাতে পারি না আমি রুপে তার যেন এত ভয়
যখনি উজ্জ্বল হয় আমার এ চেতনার মণি,
মনে হয় কেটে যাবে ,ছিঁড়ে যাবে সমস্ত বাঁধুনি
সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়।
লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি
আহত কবির গান ।কবিতার অাসন্ন বিজয়।

কবি পরিচিতি:-আল মাহমুদ ১৯৩৬ সালে ১১ই জুলাই ব্রাহ্মনণবাড়ীয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।তাঁর প্রকৃত নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ।কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সাধনা হাই স্কুল এবং পরে চট্রগ্রামের সীতাকুন্ড হাই স্কুলের পড়াশুনা করেন ।মূলত এই সময় থেকেই তার লেখালেখি শুরু । আল মাহমুদ বেড়ে উঠেছেন ব্রাহ্মণবাড়িয়ায় ্ আজীবন আত্নপ্রত্যয়ী কবি ঢাকায় আসার পর কাব্য সাধনা করে একের পর এক সাফল্য লাভ করেন।

পেশা ------- : কবি,সম্পাদক ,সাংবাদিক
জাতীয়তা -- :বাংলাদেশী
জাতি ------ :বাঙালি
নাগরিকত্ব : বাংলাদেশ সহ বৃট্রিশ.পাকিস্তান
কবি সময়কাল : বিংশ শতাব্দী
ধরণ : কবিতা ,গল্প, উপন্যাস
উল্লেখযোগ্য রচনা:, লোক-লোকান্তর, কালের কলস, সোনালি কাবিন, কাবিলের বোন

পুরস্কার :বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, জয়বাংলা পুরস্কার, হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার, ফররুখ স্মৃতি পুরস্কার, অলক্ত সাহিত্য পুরস্কার, জীবনানন্দ দাশ স্মৃতি পুরস্কার, সুফী মোতাহের হোসেন সাহিত্য স্বর্ণপদক, ফিলিপস সাহিত্য পুরস্কার, নাসিরউদ্দীন স্বর্ণপদক, সমান্তরাল (ভারত) ভানুসিংহ সম্মাননা পদক, লেখিকা সঙ্ঘ পুরস্কার, হরফ সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, নতুন গতি পুরস্কার ইত্যাদি।

দাম্পত্য সঙ্গী : সৈয়দা নাদিরা বেগম

মূলভাব-

‘লোক-লোকান্তর’ কবির আত্মপরিচিতিমূলক কবিতা। বাস্তব জগতের বিরুদ্ধে পরিবেশের চরে কবি আহত হয়েছেন। তাই তাঁর চেতনার শান্তিকামী পাখিটি লোকালয় থেকে দূরে প্রকৃতির নিবিড় জগতে উড়ে চলে যায়। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য তাকে কবিতাসৃষ্টির প্রেরণায় উদ্বুদ্ধ করে। তাছাড়া তাঁর চোখে, চেতনায়, সর্বাঙ্গে বাংলার গ্রাম ও স্বাধীনতার ভাব মিশে আছে। বাস্তবতার চরে আহত পাখিটি সেখানে গান-কবিতার সুনিশ্চিত বিজয় লক্ষ্য করে, লোক থেকে লোকান্তরে গান গেয়ে যেতে চায়। ওইপ্রকৃতির জগৎটি প্রকৃতপক্ষে কবির অনিষ্ট সাহিত্যের জগৎ।

পাঠ পরিচিতি---------

এই কবিতাটি আলমাহমুদের লোক লোকান্তর কাব্যের নাম-কবিতা ।এটি কবির আত্নপরিচয়মুলক কবিতা ।কবির চেতনা যেন সত্যিকারের সপ্রাণ এক অস্তিত্ব-পাখিতুল্য সেই কবিসত্তা সুন্দরেরও রহস্যময়তার স্বপ্নসৌধে বিরাজমান । প্রাণের মধ্যে,প্রকৃতির মধ্যে সুষ্টির মধ্যে তার বসবাস ।কবি চিত্রকল্পের মালা গেঁথে তাঁর কাব্য চেতনাকে মূর্ত করে তুলতে চান,এ কবিতায় এক সুগভীর বিচ্ছিন্নতাবোধের যন্ত্রনা কবিকে কাতর করে , আহত করে । তবু কবি সৃষ্টির আনন্দকে উপভোগ করতে আগ্রহী। তাঁর সুষ্টির বিজয় অবশ্যম্ভাবী এই প্রত্যয় তাঁর বিচ্ছিন্নতাবোধের বেদনাকে প্রশমিত করে।

সৃজনশীল প্রশ্ন:- ১.
আমার মন চৈত্রে পলাতক
পলাশে আর আমের ডালে ডালে
সবুজ মাঠে মাঝবয়সী লালে
দন্ড দুই মুক্তি-সুখে জিরায়:
মাটির কাছে সব মানুস খাতক।

একটি গানে গহন স্বক্ষরে।
জানো কি সেই গানের আমি চাতক?

ক.লোক-লোকান্তর কোন জাতীয় কবিতা?
খ.আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি -বলতে কী বোঝানো হয়েছে?
গ.উদ্দীপক ও লোক-লোকান্তর কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর ।
ঘ. উক্ত দিক কবিসত্তার প্রকাশ --বিচার কর ।

১ প্রশ্নের উত্তর :-
ক.➤লোক লোকান্তর একটি আত্নপরিচয়মূলক কবিতা ।

খ.➤প্রশ্নোক্ত চরণটির মধ্যে দিয়ে কবির কাব্যবোধ ও কাব্যচেতনার স্বরুপ প্রকাশিত হয়েছে। প্রকৃতির মহা সমারোহে কবি তাঁর কাব্যচেতনাকে আবিস্কার করেছেন একটি সত্যিকার সাদা পাখির অবয়বে। সবুজ অরণ্যে চন্দন -সুগন্ধের স্নিগ্ধতা নিযে তার আর্বিভাব; যা মূলত কবির কাব্যবোধেরই স্মারক। সে কারণে চরণটির রুপকে কবি মূলত তাাঁর কাব্যসত্তার মধুরতম অংশটিকে প্রজ্জ্বল করেছেন।

উপবোক্ত চরণটির মধ্যে কবির কাব্য চেতনার স্বরুপ প্রকাশিত হয়েছে।

গ.➤ লোক লোকান্তর কবিতায় কবিতায় অস্ফুট প্রকৃতির অনিন্দ্য উদ্ভাসনের অংশটিই উদ্দীপকে প্রকট হয়েছে; সেদিক থেকে কবিতা দুটি সাদৃশ্যপূর্ণ লোক লোকান্তর কবিতায় কবি প্রকৃতির সন্নিধানে তারঁ কাব্যবোধকে তুলে ধরেছেন শব্দসৌকর্যের বহুমাত্রিকতায়। সেখানে কবিচেতনা কোনো জড়াশ্রিত অবয়বকে ঘিরে অঙ্কুরিত হয়নি বরং তা আত্নপ্রকাশ করেছে একটি পাখির অবয়বে যা প্রাণপ্রচুর্যেরও প্রতীক।অর্থাৎ কবি প্রকৃতি ও প্রাণকে আশ্রয় করেই নিজেকে মেলে ধরেছেন।যেখানেই তাঁর অবস্থান হোক না কেন , প্রকৃতিই শেষাবধি তাঁর কবিসত্তাকে বাঁচিয়ে তুলেছে। উদ্দীপকের কাব্যাংশে কবির মধ্যে আমরা প্রকৃতির প্রতি টান অনুভব করতে দেখি । তিনি অবচেতন মনেও প্রকৃতির চিরায়ত আহ্বানকে উপেক্ষা করতে পারেননি। কবি হৃদয় এখানে তাঁর পাশের সকল অবয়বকে ভেঙে প্রকৃতির মাঝে আশ্রয় খুঁজেছে। আমরা লোক লোকান্তরের কবির মধ্যেও অনুরুপ বৈশিষ্ট্য লক্ষ করেছি।

ঘ➤উদ্দীপকে উক্ত দিকটি কবি সত্ত্বার প্রকাশ বলে আমি মনে করি।

কবি আল মাহমুদ লোক লোকান্তর কবিতায় তাঁর আত্নচেতনাকে সত্যিকারের সপ্রাণ একটি পাখির মধ্যে খুঁজে পেয়েছেন। প্রাণের মধ্যে প্রকৃতির মধ্যে জীবনের সৃষ্টির মধ্যে তাঁর কাব্যচেতনার বসবাস। কবি এই পাখির অবয়বে তাঁর কাব্যচেতনাকে মূর্ত করে তুলতে চান।তাঁর এই নান্দনিকবোধই তাঁকে কাব্যচেতনায় উদ্ধুদ্ধ করেছে । উদ্দীপকের কবিতাংশেও আমরা লোক লোকান্তর কবিতার প্রতিচ্ছায়া লক্ষ করি। সেখানেও কবি আত্নসত্তাকে প্রকৃতির পরতে পরতে খুঁজে পেয়েছেন । তাই নিজেকে তিনি মুক্ত করতে চেয়েছেন চৈত্ররুপ খরতা থেকে :পেতে চেয়েছেন বসন্তের স্নিগ্ধতা। কবির এই শাশ্বত কাব্যবোধ তাঁর সৃষ্টির নান্দনিক সূত্রকেই আমাদের সামনে উপস্থাপন করে।
উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেয়া যায় যে , সপ্রাণ পাখির অস্তিত্বে দুই কবিই নিজের কাব্যের তথা সৃষ্টির নান্দনিকতাবোধকে প্রকাশ করেছেন্ তাই চারপাশের আবদ্ধতা তাঁদের সৃষ্টিকর্মে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সেই অবয়বকে ভেঙে তাঁরা আত্নসৌন্দর্যে জারিত হয়ে নান্দনিক কাব্যভাষা র্নিমান করেছেন। এক্ষেত্রে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন: কবিতার বিজয় উচ্চারিত হয়েছে কোন কবিতায়
উ: লোক লোকান্তর
প্রশ্ন:যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল -এখানে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে।
উ: কবিতার ইন্দ্রজাল
প্রশ্ন: পানের বনের চঞ্চলতায় কে চঞ্চল হয়ে ওঠে ?
উঃ শঙ্খচিল
শব্দার্থ ও টীকা
– আমরা চেতনা চন্দনের ডালে-কবি তাঁর কাব্যবোধ ও কাব্যচেতনাকে সাদা এক সত্যিকার পাখির প্রতিমায় উপস্থাপন করেছেন। কবির এই চেতনা-পাখি বসে আছে সবুজ অরণ্যের কোনো এক চন্দনের ডালে। এই চন্দন সগন্ধি কাঠের গাছ। আর এর ফুল ঝাল-মিষ্টি লবঙ্গ। কবির কাব্যসত্তার মধুরতার সঙ্গে চন্দনের সম্পর্ক নিহিত। – মাথার ওপরে নিচে... হয়ে আছে ঠোঁট তার-চন্দনের ডালে বসে থাকা কবির চেতনা-পাখির ওপরে-নিচে বনচারী বাতাসের সঙ্গে দোল খায় পানলতা। প্রকৃতির এই রহস্যময়-সৌন্দর্যের মধ্যে সুগন্ধি পরাগে মাখামাখি হয়ে ওঠে কবির ঠোঁট, অস্তিত্বের স্বরূপ, কাব্যভাষা। – আরো দুটি চোখের কোটরে ... ঝোপের ওপরে -কবির অস্তিত্ব জুড়ে চিরায়ত গ্রামবাংলা-দৃষ্টিতে কাটা সুপারির রং। এ যেন চিরায়ত বাংলার রূপ। যতদূর চোখ যায়, কেবল চোখে পড়ে বাংলার অফুরন্ত রং। তার পা সবুজ, নখ তীব্র লাল-এ যেন মাটি আর আকাশে মেলে ধরা কবির নিসর্গ-উপলব্ধির অনিন্দ্যপ্রকাশ। আর সেই সমবেত সৌন্দর্যের তন্ত্রে-মন্ত্রে, রহস্যময়তায় ভরে উঠেছে কবির দৃষ্টি ।
– তাকাতে পারি না আমি...কবিতার আসন্ন বিজয়-সৃষ্টির প্রেরণায় কবি চিরকালই উদ্বুদ্ধ হন, উজ্জ্বল হয় তাঁর চেতনার মণি। পৃথিবীর কোনো বিধিবিধান, কোনো নিয়মকানুন, কোনো ধর্ম, কোনো সমাজ-সংস্কার বা লোকালয়ের অধীন তিনি আর তখন থাকেন না। তখন সবকিছু তুচ্ছ হয়ে যায়। একমাত্র সত্য হয়ে ওঠে চেতনার জগৎ, শব্দসৌধ। তাঁর সেই সৃষ্টির কুসুমাস্তীর্ণ নয়। বিচিত্র টানাপোড়েন ও জীবন-সংগ্রামের ভেতর দিয়ে তাকে উত্তীর্ণ হতে হয় কবিতার সার্বভৌমত্বে এবং জয় হয় কবিতার ।
পাঠ-পরিচিতি
এ কবিতাটি আল মাহমুদের ‘লোক-লোকান্তর‘ কাব্যের নাম-কবিতা। এটি কবির আত্মপরিচয়মূলক কবিতা। কবির চেতনা যেন সত্যিকারের সপ্রাণ এক অস্তিত্ব-পাখিতুল্য সেই কবিসত্তা সুন্দরের ও রহস্যময়তার স্বপ্নসৌধে বিরাজমান। প্রাণের মধ্যে, প্রকৃতির মধ্যে সৃষ্টির মধ্যে তার বসবাস। কবি চিত্রকল্পের মালা গেঁথে তাঁর কাব্য চেতনাকে মূর্ত করে তুলতে চান। এ কবিতায় এক সুগভীর বিচ্ছিন্নতাবোধের যন্ত্রণা কবিকে কাতর করে, আহত করে। তবু কবি সৃষ্টির আনন্দকে উপভোগ করতে আগ্রহী। তাঁর সৃষ্টির বিজয় অবশ্যম্ভাবী-এই প্রত্যয় তাঁর বিচ্ছিন্নতাবোধের বেদনাকে প্রশমিত করে।

বহুর্নিবাচনী প্রশ্ন লোক-লোকান্তর
১। আল মাহমুদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৯৩৩ খ. ১৯৩৬*
গ. ১৯৬৩ ঘ. ১৯৬৬
২ কবির চেতনা কিসের মতো?
ক. পাখির খ. নদীর
গ. পাহাড়ের ঘ. মাঠের
৩। কবির চেতনা পাখির পায়ের রঙ কী ধরণের?
ক. তীব্র লাল খ. সবুজ*
গ. মেটে ঘ. সুপারি রং
৪। কবি কোথায় চোখ রাখতে পারেন না?
ক. চন্দনের ডালে খ. চেতনার মণিতে
গ. বন্য ঝোপের ওপর ঘ. বন্য পানলতায়
৫। কবি লোকান্তরে স্তব্ধ হয়ে কী শুনতে চান?
ক. পাখির গান খ. বিজয়ের গান
গ. আহত কবির গান ঘ. চেতনার গান
৬। চন্দনের ফুল কী রকম?
ক. তিক্ত খ. বিষাক্ত
গ. ঝাল-মিষ্টি ঘ. মিষ্টি
৭। চন্দনের ডালে কোন পাখি বসে থাকে?
ক. কোকিল খ. টিয়া
গ. স্বপ্নের পাখি ঘ. চেতনার পাখি*
৮। অরণ্য কেমন?
ক. নীল খ. সবুজ*
গ. হলুদ ঘ. কালো
৯। কবি কিসের মালা গাঁথতে চান?
ক. বকুল ফুলের খ. হিজল ফুলের
গ. পুঁথির ঘ. চিত্রকল্পের*
১০। কিসের ভেতর দিয়ে কবিকে উত্তীর্ণ হতে হয়?
ক. যুদ্ধের
খ. দৈন্যের
গ. কষ্টের
ঘ. জীবন সংগ্রামের*
১১।কবির মাথার চেতনা পাখির ওপরে কী দোলে?
ক. ফল
খ. ডাল
গ. পানলতা**
ঘ. লতাপাতা
১২। কবির চেতনা পাখির নখ কী রঙের?
ক. সুপারি রং
খ. সবুজ রং
গ. খয়েরি রং
ঘ. লাল রং*
১৩। কবি প্রকৃতির দিকে তাকাতে ভয় করেন কেন?
ক. ঝোপের কারণে
খ. অন্ধকারের কারণে
গ. বিপদাশঙ্কার কারণে
ঘ. রূপের আতিশয্যের কারণে*
১৪। আহত কবির গান বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. সাদা পাখিকে
খ. বনের ঘুঘুকে
গ. চেতনাপ্রাপ্ত কবিকে**
ঘ. আঘাত পাওয়া কবিকে
১৫। কবি সত্যিকার পাখির মতো চন্দনের ডালে বসতে চান কেন?
ক. শখের কারণে
খ. চেতনার কারণে*
গ. প্রকৃতিপ্রেমিক
ঘ. স্বপ্নপিপাসু
১৬। ‘লোক-লোকান্তর’ কবিতায় ‘পরাগ’ বলতে বোঝায়—
ক. ফুলের রেণু
খ. সুগন্ধি বস্তু
গ. কাব্যভাষা*
ঘ. ফুলের গন্ধ
১৭। আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং ‘চোখের কোটরে’ বলতে বোঝানো হয়েছে—
ক. চোখের গর্তে
খ. চোখের মণিতে
গ. দৃষ্টিতে*
ঘ. চোখের ভেতরে
১৮। কবির অস্তিত্ব জুড়ে রয়েছে—
ক. চিরায়ত গ্রামবাংলা*
খ. সুপারির রং
গ. আধুনিক বাংলা
ঘ. বাংলার অফুরন্ত রং
১৯। ‘নিসর্গ’ বলতে বোঝায়—
ক. অরণ্য
খ. নির্জন
গ. প্রকৃতি*
ঘ. স্বর্গীয় স্থান
২০। কবির কাছে সব কিছু তুচ্ছ হয়ে যায়—
ক. অবহেলায়
খ. অহংকারে
গ. চেতনালাভে*
ঘ. পৃথিবীর বিধিবিধান

ফক্স

বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

টিকাওশব্দার্থঃ

বিভীষণের প্রতি মেঘনাদ
কবিতার টিকা ও শব্দার্থঃ--
[সূত্র; নিঅ/ক/তুআ.ব্ল ডিফট্রেক্স্  ১.৩.২০১৮]✓

অরিন্দম    --শত্রুকে দমন করে যে
বিষাদে      --[টিকা ;-মনের দুঃখে মেঘনাদ অগ্নিপূজার সময়ে লক্ষন তাকে যুদ্ধে আহব্ন জানিয়ে যুদ্ধের নিয়ম ভঙ্গ করেছে]
রক্ষপুরে    --রাক্ষসদের পুরি
রক্ষ:শ্রেষ্ঠ   --রাক্ষসকূলের শ্রেষ্ঠ/রাক্ষস
তাত         --পিতৃব্য/ চাচা/পিতার ভাই 
নিকষা       --রাবণের মাতার নাম
কুম্ভকর্ণ       --রাবণের মধ্যম ভাই
বাসববিজয়ী  --দেবরাজ ইন্দ্র বা বাসবকে জয় করেছে মেঘনাদ
তস্করে         --চোরকে
শমন-ভবনে --যমালয়ে/ মৃত্যুপুরীতে
চন্ডালে       --নিন্মশ্রেণীর হিন্দু সম্প্রদায় /
গঞ্জি           --তিরস্কার করি
ভঞ্জিব        --মোচন করব
আহবে       --যুদ্ধ দ্বারা
মৃগেন্দ্র        --রাজ সিংহ
শৈবালদলের ধাম --শেওলাভরা বদ্ধ জলাশয়
অবিদিত        --অজানা
স্থপিলা বিধুরে বিধি স্থাণুর  ললাটে --চাঁদকে বিধাতা আকাশের কপালে স্থাপন করেছে
পঙ্কজ-কাননে  --পদ্মফুলের বাগান
পঙ্কিল-সলিলে  --কর্দমাক্ত পুকুরে
ক্ষুদ্রমতি নর   --ক্ষুদ্রমনা মানুষ
শূর               -- শক্তিমান
হে বিধাত:,নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য --[হে বিধানকর্তা স্বগীয় উদ্যানে ্ এক দুরাচার দৈত্য ভ্রমন করছে]
বিভীষণ   --রাবণের  ছোট ভাই
বসুধা       --পৃথিবী
অম্বরে      --আকাশে
মন্দ্রে         --শব্দে
জীমূতেন্দ্র  --মেঘের ডাক
কোপি       --গর্জে ওঠে
রাক্ষসরাজানুজ--রাক্ষস রাজার অনুজ বা
জ্ঞাতিত্ব     --মানবসম্পর্ক
জরাঞ্জরি    --বির্সজন  দেয়া
লক্ষি,রাবণ-আত্নজ  --রাবণের পূত্রক লক্ষ্য করে

গতি যার নীচ সহ, নীচ সে দুর্মতি; [নীচ প্রকৃতির মানুষের সঙ্গে যার বসবাস ,তার মন তো নীচ হবেই ]
বাসববিজয়ী  -- দেবরাজ িইন্দ্র বা বাসবকে জয় করেছে মেঘনাদ✓
কিন্তু বৃথা গঞ্জি তোমা !হেন সহবাসে
হে পিতৃব্য ,বর্বরতা কেন না শিখিবে ? --[ কিন্তু অহেতুক তোমাকে তিরস্কার করছি । যাদের সঙ্গে তুমি বন্ধুত্ব  করে বসবাস করছ তাদের কাছে বর্ব রতা তুমি কেনই বা শিখবে না্ ?]



সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮

বাংলা পদ্য


ঐকতান
--রবীন্দ্রনাথ ঠাকুর
বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি।
দেশে দেশে কত-না নগর রাজধানী--
মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু,
কত-না অজানা জীব, কত-না অপরিচিত তরু
রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন;
মন মোর জুড়ে থাকে অতিক্ষুদ্র তারি এক কোণ।
সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণবৃত্তান্ত আছে যাহে
অক্ষয় উৎসাহে--
যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী
কুড়াইয়া আনি।
জ্ঞানের দীনতা এই আপনার মনে
পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে -
আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি
আমার বাঁশির সুরে সাড়া তার জাগিবে তখনি --
এই স্বরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক,
রয়ে গেছে ফাঁক।
কল্পনায় অনুমানে ধরিত্রীর মহা একতান
কত-না নিস্তব্ধ ক্ষণে পূর্ণ করিয়াছে মোর প্রাণ।
দুর্গম তুষারগিরি অসীম নিঃশব্দ নীলিমায়
অশ্রুত যে গান গায়,
আমার অন্তরে বার বার
পাঠায়েছে নিমন্ত্রণ তার।
দক্ষিণ মেরুর ঊর্ধ্বে যে অজ্ঞাত তারা
মহাজনশূন্যতায় দীর্ঘ রাত্রি করিতেছে সারা,
সে আমার অর্ধরাত্রে অনিমেষ চোখে
অনিদ্রা করেছে স্পর্শ অপূর্ব আলোকে।
সুদূরের মহাপ্লাবী প্রচন্ড নির্ঝর
মনের গহনে মোর পঠায়েছে স্বর।
প্রকৃতির ঐকতান স্রোতে
নানা কবি ঢালে গান নানা দিক হতে -
তাদের সবার সাথে আছে মোর এইমাত্র যোগ
সঙ্গ পাই সবাকার, লাভ করি আনন্দের ভোগ;
গীতভারতীর আমি পাই তো প্রসাদ --
নিখিলের সংগীতের স্বাদ
সব চেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে,
তার পূর্ণ পরিমাপ নাই বাহিরের দেশে কালে।
সে অন্তরময়,
অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয়।
পাই নে সর্বত্র তার প্রবেশের দ্বার;
বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার।
চাষি ক্ষেতে চালাইছে হাল,
তাঁতি ব’সে তাঁত বোনে, জেলে ফেলে জাল--
বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার
তারি ’পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার।
অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে
সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে।
মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে;
ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে।
জীবনে জীবন যোগ করা
না হলে, কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা।
তাই আমি মেনে নিই সে নিন্দার কথা --
আমার সুরের অপূর্ণতা।
আমার কবিতা, জানি আমি,
গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী -
কৃষাণের জীবনের শরিক যে জন,
কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন,
যে আছে মাটির কাছাকাছি,
সে কবির বাণী লাগি কান পেতে আছি।
সাহিত্যের আনন্দের ভোজে
নিজে যা পারি না দিতে, নিত্য আমি থাকি তারি খোঁজে।
সেটা সত্য হোক;
শুধু ভঙ্গি দিয়ে যেন না ভোলায় চোখ।
সত্য মূল্য না দিয়েই সাহিত্যের খ্যাতি করা চুরি
ভালো নয়, ভালো নয় নকল সে শৌখিন মজ্‌দুরি।
এসো কবি, অখ্যাতজনের
নির্বাক্‌ মনের।
মর্মের বেদনা যত করিও উদ্ধার;
প্রাণহীন এ দেশেতে গানহীন যেথা চারি ধার
অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি
রসে পূর্ণ করি দাও তুমি।
অন্তরে যে উৎস তার আছে আপনারই
তাই তুমি দাও তো উদ্‌বারি।
সাহিত্যের ঐকতানসংগীতসভায়
একতারা যাহাদের তারাও সম্মান যেন পায়--
মূক যারা দুঃখে সুখে,
নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে,
ওগো গুণী,
কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি।
তুমি থাকো তাহাদের জ্ঞাতি,
তোমার খ্যাতিতে তারা পায় যেন আপনারই খ্যাতি--
আমি বারংবার
তোমারে করিব নমস্কার -