বাংলা প্রশ্নের নমুনা


-- স্কুল এন্ড কলেজ
বিষয়:বাংলা ২য় পত্র
প্রাকনির্বাচনী পরীক্ষা-২০১৯ ইং

সময়:৩ঘন্টা

নম্বর-১০০

(দ্রস্টব্য: ডান পাশের সংখ্যা পূর্ণমান জ্ঞাপক।একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষার মিশ্রণ দুষণীয় )

ক- বিভাগ

১।(ক)অ -ধ্বনি উচ্চারণের পাচঁটি নিয়ম লেখ। ৫

অথবা,

(খ)শব্দের শেষে কোন কোন ক্ষেত্রে ‘অ লোপ পায় না।উদাহরণ সহ পাচঁটি নিয়ম লেখ ?
২।(ক)উদাহরণ সহ ব-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ? ৫

অথবা,

(খ)ম-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ?
৩।(ক)বাংলা বানানের ক্ষেত্রে কোন কোন বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়। ৫

অথবা,

(খ)বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখ ?
৪।(ক)বাংলা বানান শুদ্ধ করে লিখ:-যে কোন পাচঁটি- অত্যান্ত, অঞ্জলী, উজ্জল, উপস্থাপণ, কঙ্কন, কনিষ্ট, কর্মচারি, গগণ, গরিষ্ট, ৫

অথবা,

(খ)ব্যাকরণের শব্দ শ্রেণী বলতে কী বুঝ কত প্রকার কী কী উদাহরণ সহ লিখ।
৫।(ক)ক্রিয়া বলতে কী বুঝ বাংলা ক্রিয়া পদের শ্রেণী বিভাগ লিখ। ৫

অথবা,

(খ) উপসর্গ কাকে বলে ? উপসর্গ কত প্রকার উদাহরণ সহ লিখ।
৬।(ক)ষত্ব-বিধান বলতে কী বুঝ ? ষত্ব বিধানের ৫টি নিয়ম লিখ। ৫

অথবা,

(খ)সমাস কাকে বলে ? বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা আলোচনা কার।

খ-বিভাগ

৭।যে কোন ১০টি পারিভাষিক শব্দ লেখ: Agenda, Dynamic, X-ray, Adjust, Freemarket, Registration, Theory, Undertaking, Octave, Mineral, Oath, Surplus, Note, Millennium -১০ অথবা
Home is the first school where the child learns his first leasson. The first leassons are very important for the development of his mind. He sees,hears and begins to learn at home.it is home that builds his characcter. in a good home honest and healthymen are made.

৮।ক)কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ। ১০
অথবা (খ)তোমার কলেজ ছাত্রাবাসের বর্তমান অবস্থা বর্ণনা করে একটি প্রতিবেদন তৈরী কর।

৯।(ক)মনে কর তুমি প্রভা। শিখা তোমার বন্ধু । আজ তার জন্মদিন । জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নূন্যতম পাচঁটি বাংলা বাক্যের একটি ক্ষুদে বার্তা বা এসএমএস তৈরী কর। ১০
অথবা,
(খ)তোমার কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের জন্য একটি ভাষণ রচনা কর।

১০।(ক)আজকের দুনিয়াটা আচার্যভাবে অর্থের বা বিত্তের ওপর নির্ভরশীল । লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচন্ডবেগে শুধু আত্নবিনাশের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এই মূঢ়তাকে জয় না করতে পারে তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুয়ের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌছেছে যেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই এবার উঠবার সিড়িঁটা না খুজঁলেই নয়। উঠবার সিড়িঁটা না খুজেঁ পেলে আমাদের আত্নবিনাশ যে অনিবার্য তাতে কার কোনো সন্দেহ থাকে না। ১০
অথবা,
(খ)ভাবসম্প্রসারণ কর।
কীর্তিমানের মৃত্যু নেই।

১১।নারী শিক্ষার গুরুত্ব বিষয়ে বাবা মেয়ের মধ্যে সংলাপ রচনা কর ।১০
অথবা,
প্রদত্ত শিরোনাম অবলম্বনে গল্প লেখ। ‘স্বপ্নের চাবি ’

১২।যে কোন একটি বিষয় প্রবন্ধ লেখ। ২০
ক) নিয়মানুবর্তিতা খ) মাদকাসক্তি ও তার প্রতিকার
গ) বাংলাদেশের পোশাক শিল্প ঘ) রূপসী বাংলাদেশ
ঙ) বিজয় দিবস