বাংলা ভাষার অপপ্রয়োগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাংলা ভাষার অপপ্রয়োগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৪ মে, ২০১৯

বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ


নিচের বানানগুলো শুদ্ধ করে লেক

সকল বোর্ডের ২০০০ সাল হতে ২০১৭ সালের বাক্যশুদ্ধকর এর সমাধান

অসুদ্ধ বাক্য শুদ্ধবাক্য
পূর্বদিকে সূর্য উদয় হয় পূর্বদিকে সূর্য উদিত হয়
গীতাঞ্জলী পড়েছ কি ? গীতাঞ্জলি পড়েছ কি ?
নদীর জল হ্রাস হয়েছে নদীর জল হ্রাস পেয়েছে
এ কথা প্রমাণ হয়েছে এ কথা প্রমাণিত হয়েছে।
আমার এ পুস্তকের কোনো আবশ্যক নেই আমার এ পুস্তকের কোনো আবশ্যকতা নেই
তোমার কথা গ্রাহ্যযোগ্য নয়। তোমার তথ্য গ্রহণযোগ্য নয়।
অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন। অল্প দিনের মধ্যে তিনি আরাগ্য লাব করলেন।
তিনি স্বস্ত্রীক বেড়াতে গেছেন তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন।
ইহার আবশ্যক নাই ইহার আবশ্যকতা নাই ।
অনাবশ্যকীয় ব্যাপারে কৌতুহল ভাল নয । অনাব্যশক ব্যাপারে কৌতুহল ভালো নয় ।
সে সভায উপস্থিত ছিললন

The w3-container class is one of the most important W3.CSS classes.

It provides correct margins, padding, alignments, and more, to most HTML elements.