নিচের বানানগুলো শুদ্ধ করে লেক
সকল বোর্ডের ২০০০ সাল হতে ২০১৭ সালের বাক্যশুদ্ধকর এর সমাধান
| অসুদ্ধ বাক্য | শুদ্ধবাক্য |
|---|---|
| পূর্বদিকে সূর্য উদয় হয় | পূর্বদিকে সূর্য উদিত হয় |
| গীতাঞ্জলী পড়েছ কি ? | গীতাঞ্জলি পড়েছ কি ? |
| নদীর জল হ্রাস হয়েছে | নদীর জল হ্রাস পেয়েছে |
| এ কথা প্রমাণ হয়েছে | এ কথা প্রমাণিত হয়েছে। |
| আমার এ পুস্তকের কোনো আবশ্যক নেই | আমার এ পুস্তকের কোনো আবশ্যকতা নেই |
| তোমার কথা গ্রাহ্যযোগ্য নয়। | তোমার তথ্য গ্রহণযোগ্য নয়। |
| অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন। | অল্প দিনের মধ্যে তিনি আরাগ্য লাব করলেন। |
| তিনি স্বস্ত্রীক বেড়াতে গেছেন | তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন। |
| ইহার আবশ্যক নাই | ইহার আবশ্যকতা নাই । |
| অনাবশ্যকীয় ব্যাপারে কৌতুহল ভাল নয । | অনাব্যশক ব্যাপারে কৌতুহল ভালো নয় । |
| সে সভায উপস্থিত ছিললন | |