MCQ প্রশ্ন ইসলামের ইতিহাস ২য়পত্র (প্রখম অধ্যায় )
transparent
১. ভারত বর্ষের প্রচীনতম অধিবাসী কারা ?
ক.আর্য
খ. শক্
গ.হুন
ঘ. দ্রাবিড়
ঘ. দ্রাবিড়
২.সুলতান মাহমুদ কোন রাজ্যের সুলতান ছিলেন ?
ক.পাঞ্জাব
খ.ফারগানা
গ.গজনি
ঘ. ঘুর
গ.গজনি
৩. ইয়ামিন -উদ-দৌলা ও আমির-উল মিল্লাত কার উপাধি ?
ক) মুহাম্মদ বিন কাসিমের
খ) সুলতান মাহমুদের
গ) মুহাম্মদ ঘুরীর
ঘ) কুতুবউদ্দীন আইবেক
৪ . সুলতান মাহমুদের বার বার ভারত অভিযানের উদ্দেশ্য কী ছিল ?
ক)ধর্মীয় ও সংস্কৃতিক
খ) ধর্মীয় ও সামাজিক
গ) রাজনৈতিকও অর্থনৈতিক
ঘ) অর্থনৈতিক ও সামাজিক
৫. তরাইনের প্রথম যুদ্ধে কে বিজয়ী হন?
ক. মুহাম্মদ ঘুরী
খ.কুতুবউদ্দীন আইবেক
গ. পৃথ্বিরাজ
ঘ. জয়চাঁদ
গ. পৃথ্বিরাজ
৬. সিন্ধুর শাসানকর্তা কে ছিলেন ?
ক.মুহাম্মদ বিন কাসিম
খ.রাজা দাহির
গ.হাজ্জাজ বিন ইউসূফ
ঘ.সুলতান মাহমুদ
গ.হাজ্জাজ বিন ইউসূফ
৭. ভারতের কোন প্রদেশ বস্ত্র উৎপাদনের জন্য বিখ্যাত ছিলেন?
ক.বিহার
খ.মধ্যপ্রদেশ
গ.পাঞ্জাব
ঘ.বাংলা
ঘ.বাংলা
৮. নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় ছিল?
ক.বিহার
খ.বানারসীতে
গ.উদন্তপুর
ঘ.আজমীরে
ক.বিহার
৯. খলিফা ওয়ালিদের সম্রাজ্যবাদী গভর্নর কে ছিলেন?
ক.কুতাইবা
খ.হাজ্জাজ বিন ইউসূফ
গ.তারিক বিন জিয়াদ
ঘ.মুসা বিন নুসাইর
খ.হাজ্জাজ বিন ইউসূফ
১০. কত সালে হযরত মুহাম্মদ (সা:) নবুয়ত লাভ করেণ?
ক. ৬১০ সালে
খ. ৬১২ সালে
গ. ৬১১ সালে
ঘ. ৬১০ সালে
ক. ৬১০ সালে
১১. প্রাচীনকালে ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক ছিল ?
ক. আমেরিকার
খ. আরবের
গ. ব্রিটেনের
ঘ. আফ্রিকার
খ. আরবের
১২. কাদের স্থায়ী কোন পেশা ছিল না?
ক. যাযাবরদের
খ. হিন্দুদের
গ. তামিলদের
ঘ. বাঙালির
ক. যাযাবরদের
১৩. মেরকানের বর্তমান নাম কি ?
ক. বেলুচিস্তান
খ. সিন্ধু
গ. পাঞ্জাব
ঘ. দিল্লি
ক. বেলুচিস্তান
১৪. কার নেতৃত্বে মুসলমানরা মেকরান দখল করেন ?
ক. হাজ্জাজ বিন ইউসূফ
খ. মুহাম্মদ বিন কাসিম
গ. ইবন আল হারবি আল বাহিত্ত
ঘ. মুয়াবিয়া
খ. মুহাম্মদ বিন কাসিম
১৫. কারা আরবদের সিন্ধু আক্রমণে উৎসাহিত করে?
ক.পাঠানরা
খ.জাঠরা
গ.বালুচরা
ঘ. পাঞ্জাবীরা
খ.জাঠরা
১৬.কোন খলিফার শাসনামল ছিল মুসলিমদের সম্প্রসারণের যুগ ?
ক. খলিফা ওয়ালিদের
খ. হযরত মুায়াবিয়া
গ. হয়রত ওসমান (রা:)
ঘ. হযরত আলী (রা:)
ক. খলিফা ওয়ালিদের
১৭. কখন মুসলমানগণ বুখারা , সমরকন্দ ও হিরাত দখল করেন ?
ক. সপ্তম শতাব্দীতে
খ. অষ্টম শতাব্দীতে
গ. নবম শতাব্দীতে
ঘ. দশম শতাব্দীতে
খ.অষ্টম শতাব্দীতে
১৮. হাজ্জজ বিন ইউসূফ কোথাকার গর্ভনর ছিলেন ?
ক. ইরানের
খ. আরবের
গ. সিরিয়ার
ঘ. ইরাকের
ঘ.ইরাকের
১৯. সিংহলের বর্তমান নাম কি ?
ক. শ্রীলঙ্কা
খ. সিলোন
গ. তামিল নাড়ু
ঘ. গুজরাট
ক. শ্রীলঙ্কা
২০. কোন বন্দরে মুসলিম জাহাজগুলো জলদস্যু কর্তৃক লুন্ঠিত হয় ?
ক. করাচিবন্দর
খ. দেবল বন্দর
গ. মাদ্রাজ বন্দর
ঘ. চট্রগ্রাম বন্দর
খ.দেবল বন্দর
২১. সিংহলরাজ কোন ধর্ম গ্রহণ করেন? ?
ক. বৌদ্ধ ধর্ম
খ. খ্রীষ্ট্রান ধর্ম
গ. ইসলাম ধর্ম
ঘ. জৈন ধর্ম
গ.ইসলাম ধর্ম
২২.হাজ্জাজ বিন ইউসূফ কার নিকট লুন্ঠিত জাহাজগুলোর ক্ষতিপুরণ দাবি করেন ?
ক. দহিরের নিকট
খ. সিংহলরাজের নিকট
গ. উমাইয়া খলিফার নিকট
ঘ. ওবায়দুল্লার নিকট
ক.দাহিরের নিকট
২৩. দেবল বন্দর বর্তমানে কি নামে পরিচিত ? ?
ক. করাচি
খ. বানবোর
গ. মেরকান
ঘ. লাহোর
২৪. মুহাম্মদ বিন কাসিম কে ছিলেন ? ?
ক. হজ্জাজ বিন ইউসুফের ভ্রাতুষ্পুত্র
খ. হজ্জাজ বিন ইউসুফের ছেলে
গ. হজ্জাজ বিন ইউসুফের ভাই
ঘ. হজ্জাজ বিন ইউসুফের ভাগ্নে
২৫. জয়সিংহ কে ছিলেন ? ?
ক. রাজা দাহিরের ভাই
খ. রাজা দাহিরের ভ্রাতুষ্পুত্র
গ. রাজা দাহিরের পুত্র
ঘ. রাজা দাহিরের মামা
২৬.আরবরা কত বছর সিন্ধু শাসন করেন? ?
ক. ১০০বছর
খ. ১২০ বছর
গ. ১৩০ বছর
ঘ. ১৫০ বছর
২৭. মুহম্মদ বিন কাসিম সিন্ধুতে কোন শাসন ব্যবস্থা চালু করেন? ?
ক. সামরিক শাসন
খ. গনতন্ত্র
গ. ইসলামি
ঘ. একনায়কতন্ত্র
২৮. গজনি কোথায় অবস্থিত ? ?
ক. কান্দাহারে
খ. পেশোয়ারে
গ. আফগানিস্থানে
ঘ. তুর্কিমেনিস্তানে
২৯. কখন থেকে গজনি বংশের শাসনকাল শুরু হয় ? ?
ক. ৯৭৫ খ্রিষ্ট্রাব্দে
খ. ৯৭৬খ্রিষ্ট্রাব্দে
গ. ৯৭৭ খ্রিষ্ট্রাব্দে
ঘ. ৯৮০ খ্রিষ্ট্রাব্দে
৩০. সুলতান মাহমুদ সোমনাথ অভিযান করেন কত খ্রিষ্ট্রাব্দে ? ?
ক.১০২৩ খ্রিষ্ট্রাব্দে
খ. ১০২৪ খ্রিষ্ট্রাব্দে
গ. ১০২৬ খ্রিষ্ট্রাব্দে
ঘ. ১০৩০ খ্রিষ্ট্রাব্দে
৩১. মহাকবি ফেরদৌসীর কালোত্তীর্ণ গ্রন্থ কোনটি ?
ক. শাহনামা
খ. বাবুরনামা
গ. শাহরিস্তান
ঘ. ফেরদৌসনামা
৩২. মধ্য এশিয়ার সবচেয়ে সুন্দর নগরী ছিল কোনটি ?
ক. কাবুল
খ. সমরখন্দ
গ. বোখারা
ঘ. গজনি