শনিবার, ১৩ জুলাই, ২০১৯

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র M C Q



HTML5 Icon
ইসলামের ইতিহাস ওসংস্কৃতি দ্বিতীয় পত্র

বহুনির্বাচনী প্রশ্ন:(দিল্লির সালতানাত যুগ দ্বিতীয় অধ্যায়)


১.‘আইবেক’শব্দের অর্থ কী ?
ক.সূর্য দেবতা খ.চন্দ্র দেবতা
গ.দেবতা ঘ.দেবী
উত্তর খ.চন্দ্র দেবতা
২.কে কুতুবউদ্দিনকে গজনি থেকে ক্রয় করেন? ?
ক.মোহাম্মদ ঘুরী খ.আব্দুল আজিজ
গ.আরাম শাহ্‌ ঘ.ফিরোজ শাহ্‌
উত্তর ক মোহাম্মদ ঘুরী
৩.সর্বপ্রথম কত খ্রিষ্টাব্দে মুহম্মদ ঘুরী তরাইন প্রান্তরে পৃথ্বীরাজের মুখোমুখী হন ?
ক.১১৯০ খৃষ্টাব্দে খ.১১৯১ খৃষ্টাব্দে
গ.১১৯২ খৃষ্টাব্দে ঘ.১১১৩ খৃষ্টাব্দে
উত্তর গ.১১৯২ খৃষ্টাব্দে
৪.‘লাখ বখস্‌’ কোন সুলতানের উপাধি ছিল ?
ক. কুতুব উদ্দিন আইবেক খ. ইলতুৎমিশ
গ.গিয়াস উদ্দীন বলবন ঘ. মুহম্মদ বিন তুঘলক
উত্তর ক. কুতুব উদ্দিন আইবেক
৫. কুতুব মিনার কোথায় অবস্থিত ?
ক.গৌড় খ. আজমীর
গ.দিল্লি ঘ. গুজরাট
উত্তর গ.দিল্লি
৬. কুতুবউদ্দীনের প্রতিষ্ঠিত বংশকে দাসবংশ বলার কারণ ?
ক. তিনি দাসদের দ্বারা শাসন চালাতেন খ. তার পূর্বপুরুষ দাস ছিলৈন
গ.তিনি প্রথম জীবনে দাস ছিলেন ঘ. অধিকাংশ শাসক দাস ছিলৈন
উত্তর গ.তিনি প্রথম জীবনে দাস ছিলেন
৭.কত সালের মধ্যে কতুবউদ্দিন উত্তর বরতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন ?
ক.১২০৬ সালের খ. ১২০৭ সালের গ.১২০৮ সালের ঘ.১২০৯ সালের
উত্তর ক.১২০৬ সালের
৮. কীভাবে মুহম্মদ ঘুরী মৃত্যুবরণ করেন ?
ক.আততায়ীর হাতে খ.আগুনে পুড়ে
গ.বার্ধক্যজনিত কারণে ঘ .অসুস্থ হয়ে
উত্তর ক.আততায়ীর হাতে
৯.কুতুবউদ্দিন কার কাছে তার কন্যাকে বিবাহ দেন ?
ক. নাসির উদ্দিন কুবাচা খ. ফিরোজ শাহ্‌
গ. ইলতিুৎমিশ ঘ. তাজউদ্দিন
উত্তর গ. ইলতিুৎমিশ
১০.কুতুব মিনার এর উ্চ্চতা কত ?
ক.২৩৮ ফুট খ.২৩৫ ফুট
গ. ২৪০ ফুট ঘ. ২৪৫ ফুট
উ্ত্তর ক.২৩৮ ফুট
১১. ইলতুৎমিশ শব্দের অর্থ কী ?
ক.বাদীকে সাহায্যকারী খ.বিচারককে সাহায্যকারী
গ.ফরিয়াদিকে সাহায্যকারী ঘ. সাহায্যকারী
উ্ত্তর গ.ফরিয়াদিকে সাহায্যকারী
১২. ইলতুৎমিশকে কারা দাস ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয় ?
ক.তার মামা খ.তাঁর চাচা
গ. তাঁর বৈমাত্রেয় ভাই ঘ.তাঁর চাচাত ভাইয়েরা
উ্ত্তর গ. তাঁর বৈমাত্রেয় ভাই
১৩. সুলতান-ই-আজম কার উপাধি ছিল ?
ক. কুতুবউদ্দিন আইবেক খ. সুলতান ইলতুৎমিশ
গ. আরাম শাহ্‌ ঘ. গিয়াস উদ্দিন বলবন
উ্ত্তর খ. সুলতান ইলতুৎমিশ
১৪. কাকে ভারতের তোতা পাখি বলা হয় ?
ক. আমির খসরু খ. মিনহাজ উদ্দিন সিরাজ
গ. আমির হোসেন দেহলাব ঘ.জিয়াউদ্দীন বারানী
উ্ত্তর ক. আমির খসরু
১৫. বন্দেগান-ই-চেহেলগান হলো ?
ক.একেটি সামরিক প্রতিষ্ঠান খ. একটি প্রশাসনিক পদ
গ. একটি সাহিত্য সমিতি ঘ. দাসদের একটি সংঘ
উ্ত্তর ঘ. দাসদের একটি সংঘ
১৬. ইলতুৎমিশ বাগদাদের খলিফার কাছ থেকে কোন উপাধি লাভ করেছিলেন ?
ক. সুলতান-ই-আজম খ. দিওয়ান-ই-ইনশা
গ. আমীর-উল-মুমেনীন ঘ.লাখবকস্‌
উ্ত্তর ক. সুলতান-ই-আজম
১৭. ইলতুৎমিশকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলার কারণ তিনি- ?
ক.মোঙ্গলদের আক্রমন প্রতিহত করেন খ. বিভিন্ন বিাদ্রোহ দমন করেন
গ. খলিফার কাছ থেকে খেতাব প্রাপ্ত হন ঘ. দিল্লিতে মুসলিম শাসন সুপ্রতিষ্ঠিত করেন ।
উ্ত্তর খ. বিভিন্ন বিাদ্রোহ দমন করেন
১৮. কত খ্রিষ্ট্রাব্দে ইলতুৎমিশ আরাম শাহকে পরাজিত করেন ?
ক.১২০৯ খৃ: খ. ১২১০ খৃ:
গ. ১২১১ খৃ: ঘ. ১২১৫খৃ:
উ্ত্তর গ. ১২১১ খৃ:
১৯. নাসির উদ্দিন মাহমুদ কে ছিলেন ?
ক. ইলতুৎমিশের জামাতা খ. ইলতুৎমিশের ভাই
গ. ইলতুৎমিশের ছেলে ঘ. ইলতুৎমিশের ভাতিজা
উ্ত্তর গ.ইলতুৎমিশের ছেলে
২০.রাজিয়ার উত্তরাধিকারীকে অগ্রাহ্য করে কারা রুকনউদ্দিন ফিরোজকে সিংহাসনে বসান ?
ক. তুর্কি আমিরেরা খ.রাজপুতরা
গ. দিল্লির অভিাজাত শ্রেণী ঘ. পারস্যের আমিরেরা
উ্ত্তর ক. তুর্কি আমিরেরা
২১. কে সুলতানা রাজিয়ার বিরোদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ?
ক. বাহরাম শাহ্‌ খ. আলতুনিয়া
গ. আলোত্তগীন ঘ. নাসির উদ্দিন
উ্ত্তর খ. আলতুনিয়া
২২. বাহরাম শাহ্‌ কে ছিলেন ?
ক. ইলতুৎমিশের পুত্র খ. ইলতুৎমিশের ভাই
গ. আলতেগীনের পুত্র ঘ. ইওয়াজ খলজির পুত্র
উ্ত্তর ক. ইলতুৎমিশের পুত্র
২৩. বলবন কাকে ফাসিঁ দিয়ে মৃত্যুদন্ড দেন ?
ক. অযোধ্যার গভর্নর আমিন খানকে খ. বদায়ূনের গভর্নর মালিক বারবাককে
গ. বাংলার গভর্নর তুঘ্রিলকে ঘ. আজমীরের গভর্নর জালাল খানকে
উ্ত্তর ক.অযোধ্যার গভর্নর আমিন খানকে
২৪. বলবনের অভ্যন্তরীন ও পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করেছিল ?
ক.মোঙ্গল নীতি খ. রাজপুত নীতি
গ. পারস্য নীতি ঘ. আফগান নীতি
উ্ত্তর ক.মোঙ্গল নীতি
২৫. প্রাচীনকালে বিদেশিরা কোন দিক দিয়ে ভারত আক্রমণ করেছে ?
ক. তেলিয়াগড়ের মধ্যদিয়ে খ. উত্তর পশ্চিম সীমান্ত পথ দিয়ে
গ. খাইবার গিরি পথ দিয়ে ঘ. ঝাড়খন্ড দিয়ে
উ্ত্তর খ. উত্তর পশ্চিম সীমান্ত পথ দিয়ে
২৬.বলবন কোন প্রথা বাতিল করেন ?
ক. জয়গির প্রথা খ. নবাবি প্রথা
গ. জিজিয়া কর ঘ.সৈন্যদের বেতন প্রথা
উ্ত্তর ক. জয়গির প্রথা
২৭. জালালউদ্দিন কোন বংশোদ্ভুত ছিলেন ?
ক. তুর্কি খ. খলজি
গ. লোদী ঘ. পাঠান
উ্ত্তর খ. খলজি
২৮. জালালউদ্দিন খলজিল শাসনব্যবস্থার উল্লেখ্যযোগ্য বৈশিষ্ট্য ছিল -- ?
ক. সেনাবাহিনী নিয়ন্ত্রন খ. মুদ্রা সংস্কার
গ. মূল্য নিয়ন্ত্রণ ঘ. সম্পদের প্রাচুর্য
উ্ত্তর গ. মূল্য নিয়ন্ত্রণ
২৯. খিলজি বংশ প্রতিষ্ঠা করেন কে ?
ক. জালাল উদ্দিন খলজী খ. নাসির উদ্দিন খলজী
গ. আলাউদ্দিন খলজী ঘ. গিয়াস উদ্দিন খলজী
উ্ত্তর ক. জালাল উদ্দিন খলজী
৩০. রাজকার্যে উলামাদের প্রভাব খর্ব এবং রাজনীতি থেকে ধর্মকে আলাদা করেন কোন সুলতান ?
ক. জালাল উদ্দিন খলজি খ. আলাউদ্দিন খলজি
গ. ফিরোজ উদ্দিন খলজি ঘ. রুকন উদ্দিন খলজি
উ্ত্তর খ. আলাউদ্দিন খলজি