রবিবার, ৫ মে, ২০১৯

দ্রুত পাঠের কৌশল


Change Background Gradient on Scroll

দ্রুত পাঠের কৌশল:
শুধু দ্রুততার সাথে পাঠ করে যাওয়া নয়, বুঝেশুনে পাঠ করাটা খুব গুরুত্বপূর্ণ। এ কারণে, যেনতেনভাবে পাঠের গতি বাড়ালেই চলবে না। গতি বাড়াতে গিয়ে, পাঠ বোঝার মাত্রা যাতে কমে না যায় সেদিকেও লক্ষ রাখতে হবে। যে কেউ তার বোঝার মাত্রা ঠিক রেখে পাঠের গতি বাড়াতে পারে। গবেষকদের মতে কলেজ শিক্ষার্থীর গল্প, উপন্যাস, রোমান্স কাহিনী ও ননটেকনিকেল বিষয় পাঠের গড় গতি প্রতি মিনিট ২৫০ থেকে ৩৫০ শব্দ। এসব বিষয়ে মিনিটে ৫০০ থেকে ৭০০ শব্দ হারে পাঠ করতে পারাই ‘ভালো’ গতির লক্ষণ।

দ্রুত পাঠের জন্য করণীয়:
প্রতি শব্দ ধরে পাঠ না করে শব্দগুচ্ছ বা phrase ধরে পাঠ করা। `In spite of his divorcing her she is happy’ বাক্যটির প্রতিটি শব্দ আলাদাভাবে না পড়ে ‘In spite of’ `his divorcing her’ `she is happy’ এভাবে শব্দগুচ্ছ ধরে পড়ো।

পাঠের সময় কণ্ঠনালীতে আলতো করে আঙুল ছুঁইয়ে বোঝার চেষ্টা করো ভোকাইলাইজিং ঘটছে কি না। ঠোঁটে আঙ্গুল রেখে বোঝার চেষ্টা করো ঠোঁট নড়ছে কি না। নড়লে তা বন্ধ রাখার চেষ্টা করো।
ইচ্ছামতো রোধ করো। এক বসায় ছোট একটি অংশ পড়ো। পুরো অংশটি শেষ করার আগে কোনো কিছু আবার দেখার দরকার হলে পুরো অংশটি একবার পড়ে শেষ করে তারপর দেখো।
পাঠের সময় অন্য বিষয় থেকে মনোযোগ সরিয়ে শুধুমাত্র পাঠের বিষয়ে মনোযোগ নিবন্ধ রাখো।
পাঠের বই ছাড়াও তোমার আগ্রহের অজানা বিষয়ের বই পড়ো। যত পড়বে পড়ার গতি তত বাড়বে।
শব্দভাণ্ডার বৃদ্ধি করো। পাঠের সময় অপরিচিত শব্দের মুখোমুখি যত কম হবে, পাঠের গতিও ততই বৃদ্ধি পাবে।

Scroll to see the effect.

দৈনিক ইত্তেফাকে মূল পাঠটি দেখূন

শনিবার, ৪ মে, ২০১৯

বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ


নিচের বানানগুলো শুদ্ধ করে লেক

সকল বোর্ডের ২০০০ সাল হতে ২০১৭ সালের বাক্যশুদ্ধকর এর সমাধান

অসুদ্ধ বাক্য শুদ্ধবাক্য
পূর্বদিকে সূর্য উদয় হয় পূর্বদিকে সূর্য উদিত হয়
গীতাঞ্জলী পড়েছ কি ? গীতাঞ্জলি পড়েছ কি ?
নদীর জল হ্রাস হয়েছে নদীর জল হ্রাস পেয়েছে
এ কথা প্রমাণ হয়েছে এ কথা প্রমাণিত হয়েছে।
আমার এ পুস্তকের কোনো আবশ্যক নেই আমার এ পুস্তকের কোনো আবশ্যকতা নেই
তোমার কথা গ্রাহ্যযোগ্য নয়। তোমার তথ্য গ্রহণযোগ্য নয়।
অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন। অল্প দিনের মধ্যে তিনি আরাগ্য লাব করলেন।
তিনি স্বস্ত্রীক বেড়াতে গেছেন তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন।
ইহার আবশ্যক নাই ইহার আবশ্যকতা নাই ।
অনাবশ্যকীয় ব্যাপারে কৌতুহল ভাল নয । অনাব্যশক ব্যাপারে কৌতুহল ভালো নয় ।
সে সভায উপস্থিত ছিললন

The w3-container class is one of the most important W3.CSS classes.

It provides correct margins, padding, alignments, and more, to most HTML elements.