HSC শিক্ষাবর্ষ:২০১৮-২০১৯ইং পরীক্ষা হবে আগামী ১ এপ্রিল ২০২০ইং
এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচী ২০২০ইং
ব্যাকরণ অংশ
১। সাধু ও চলিত ভাষার মৌলিক পার্থক্য গুলি লেখ।
২। সাধু ও চলিত ভাষার গঠনগত পার্থক্য উদাহরণসহ আলোচনা কর ।
৩। "এ" ধ্বনি উচ্চারণের যে কোন ৫ টি নিয়ম উদাহরণসহ লেখ। ২০১৮ইং
৪। উচ্চারণরীতি কাকে বলে ? বাংলা উচ্চারণের ৫ টি নিয়ম লেখ।
অথবা
“ বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের ছয়টি নিয়ম উদাহরণ সহ লিখ।
৫। অ -ধ্বনি উচ্চারণের পাচঁটি নিয়ম লেখ।
৬। শব্দের শেষে কোন কোন ক্ষেত্রে ‘অ লোপ পায় না। উদাহরণ সহ পাচঁটি নিয়ম লেখ ?
৭ । উদাহরণ সহ ব-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ?
৮। ম-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ?
৯। বাংলা বানানের ক্ষেত্রে কোন কোন বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়।
১০। বাংলা বানানের উ-কার ব্যাবহারের উল্লেখ যোগ্য নিয়ম গুলো লিখ।
১১। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়মানুসারে অ-তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম লেখ।
১২। বাংলা বানানের ( ি) ই-কার ব্যবহারের ছয়টি নিয়ম লিখ।
১৩। ণ-ত্ব বিধান কী ? ণত্ব-বিধানের নিয়ম বা সূত্রগুলো আলোচনা কর।
১৪। ষ-ত্ব বিধান বলতে কি বোঝ ? ষ-ত্ব বিধানের ছয়টি নিয়ম আলোচনা কর।
১৫। শব্দের উচ্চারণ করে লেখ (বিগত সালের )
১৬। বানান শুদ্ধিকরণ -যে কোন পাঁচটি ( বোর্ড বই )
১৭। প্রত্যয়ের নাম সহ প্রকৃতি নির্ণয় কর যে কোন পাঁচটি ( বোর্ড বই)
১৮। ব্যা্সবাক্যসহ সমাস নির্ণয় কর। (বিগত সালের প্রশ্ন )
২০। শব্দগঠন বলতে কি বোঝ ? কী কী উপায়ে সার্থক বাংলা ভাষার শব্দগঠিত হয় ?
২১। শব্দ কাকে বলে ? উৎস অনুসারে বা উৎপত্তিগত দিক থেকে বাংলা ভাষার শব্দ সমূহ কয়প্রকার ও কী কী উদাহরণসহ লেখ ।
২২। অনুর্সগ বলতে কী বুঝ , গঠন প্রকৃতি অনুসারে অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়।
২৩। উপসর্গ কাকে বলে ? বাংলা শব্দগঠনে উপসর্গের ভূমিকা লিখ।
২৪। “উপসর্গের অর্থবাচকতা নেই। অর্থদ্যোতকতা আছে।” ব্যাখ্যা কর বা উদাহরণসহ আলোচনা কর।
২৫। যোযক কাকে বলে ? যোযকের শ্রেণীবিভাগ উদাহরণসহ আলোচনা কর।( ২০১৮ইং)
২৬। আবেগ শব্দ কলতে কী বোঝ ? কী কী অর্থে আবেগ শব্দ ব্যবহার হয় লেখ ।
“ উদাহরণ সহ আবেগ শব্দের শ্রেণি বিভাগ আলোচনা কর।
২৭। বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ আলোচনা কর।
২৮। বাক্য কাকে বলে একটি সার্থক বাক্যের কয়টি অংশ থাকে ? সেগুলো কি কি উদাহরণ সহ আলোচনা কর।
২৯। অর্থানুসারে বাংলা বাক্যসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে ? উদাহরণ সহ আলোচনা কর।
৩০। ব্যাকরণের শব্দ শ্রেণী বলতে কী বুঝ কত প্রকার কী কী উদাহরণ সহ লিখ।
৩১। ক্রিয়া বলতে কী বুঝ বাংলা ক্রিয়া পদের শ্রেণী বিভাগ লিখ।
৩২। সমাস কাকে বলে ? বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা আলোচনা কার।
৩৩। সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য উদাহরণসহ আলোচনা কর।
৩৪। উদাহরণসহ সর্বনাম পদের শেণিবিভাগ আলোচনা কর।
উত্তরের জন্য ক্লিক করুন Link Button
নির্মিত অংশ :-৭০
পারিভাষিক শব্দ /অনুবাদ :-(বিগত সালের প্রশ্ন )
অভিজ্ঞতা -
১ । শীতের কোনো এক সকালের অভিজ্ঞতা বর্ণনা কর ।
২ । পাহাড়পুর বৌদ্ধবিহার ভ্রমণে অর্জিত অভিজ্ঞতা বর্ণনা কর ।
৩ । সমুদ্রকন্যা সেন্টমার্টিন ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা কর ।
৪ । সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা কর ।
৫ । জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন-এর অভিজ্ঞতা বর্ণনা কর ।
ভাষণ -
১। তোমার কলেজে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধান অতিথির একটি মঞ্চ ভাষণ তৈরি কর ।
২। ১৬ ডিসেম্বর মহানবিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় উপস্থাপনের জন্য একটি ভাষণ প্রস্তুত কর ।
৩। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন শীর্ষক সেমিনারে উপস্থাপনের জন্য একটি ভাষণ প্রস্তুত কর ।
৪। স্বাধীনতা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে একটি ভাষণ তৈরি কর ।
৫। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বর্ণনা করে একটি ভাষণ রচনা কর ।
দিনলিপি -
১। বাংলা নববর্ষ উদযাপনের ওপর একটি দিনলিপি লেখো ।
২। কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখো ।
৩। তোমার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনের একটি দিনলিপি রচনা করো ।
৪। একজন মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধকালীন দিনলিপি লেখো ।
ইমেইল :
১। বাংলা নববর্ষের উদযাপনের বৈচিত্র্য তুলে ধরে/শুভেচ্ছা জানিয়ে প্রবাসী বন্ধুকে পাঠানোর জন্য একটি ই-মেইল প্রস্তুত করো ।
২। ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটি ই-মেইল পাঠাও ।
৩। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে প্রবাসী বন্ধুকে ই-মেইল পাঠাও ।
পত্রাবলী -
১। তোমার পঠিত একটি গ্রন্থ সম্পর্কে মতামত জানিয়ে বন্ধুকে চিঠি দাও ।
২। মাদকাসক্তির কুফল জানিয়ে তোমার ছোট ভাইকে একটি পত্র লেখ ।
৩। একটি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শুন্যপদে নিয়োগের জন্য আবেদন পত্র রচনা করো ।
৪। তোমার কলেজে নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে একখানি নিমন্ত্রণপত্র রচনা করো ।
খুদে গল্প -
১। প্রদত্ত উদ্দীপক অনুসরণে , আমার শৈশব স্মৃতি বিষয়ে একটি খুদে গল্প রচনা কর ।
" হারানো সে দিনের কথা বলব কী রে হায় _ _ _ _ _ _"
২। " সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন " বিষয়ক একটি খুদে গল্প লেখো ।
৩। "রেলগাড়ি" ভ্রমণ বিষয়ক একটি খুদে গল্প লেখো ।
৪। মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণাম বিষয়ে নিচের ইঙ্গিত অবলম্বনে একটি খুদে গল্প রচনা কর ।
"অপর প্রান্ত থেকে ভেসে আশা অপিরিচিত এক নারী কণ্ঠ শুনে ,নিলয় বুঝতে পারে সে ডায়াল করেছে ভুল নাম্বারে _ _ _ _ _ _ "
৫।"বন্ধু" শিরোনামে একটি খুদে গল্প রচনা করো ।
সংলাপ -
১। উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো ।
২। বাল্যবিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো ।
৩। নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা করো ।
৪। সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পর্কে বাবা ও মেয়ের মধ্যে সংলাপ রচনা করো ।
৫। ইভটিজিং প্রতিরোধ বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো ।
ভাবসম্প্রসারণ /সারাংশ :-
২। গ্রন্থগত বিদ্যা আর _ _ _ _ _ ধন হলে প্রয়োজন ।
৩। জীবে প্রেম করে _ _ _ _ _ সেবিছে ঈশ্বর ।
৪। প্রাণ থাকিলে _ _ _ _ _ মানুষ হয়না ।
৫। স্বদেশের উপকারে _ _ _ _ _ পশু সেইজন ।
৬। তুমি অধম , তাই _ _ _ _ _ না কেন ?
৭। আপনারে লয়ে বিব্রত _ _ _ _ _ পরের তরে ।
৮। অন্যায় যে করে _ _ _ _ _ _ তৃণসম দহে ।
রচনা -
১। বাংলাদেশ পর্যটন শিল্প ।
২। স্বদেশ প্রেম ।
৩। বই পড়ার আনন্দ ।
৪। কৃষিকাজে বিজ্ঞান ।
৫। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
(ক) নিয়মানুবর্তিতা (খ) মাদকাসক্তি ও তার প্রতিকার
(গ) বাংলাদেশের বেকার সমনস্যা ও তার সমাধান (ঘ) কুটির শিল্প
(ঙ) বাংলাদেশের পোশাক শিল্প (চ) বিজয় দিবস
(ছ) রূপসী বাংলাদেশ । (জ) মুক্তি যুদ্ধের চেতনা ও আমাদের দেশ প্রেম
(ঝ) আধুনিক তথ্য প্রযু্ক্তি ও বাংলাদেশ (ঞ) জাতি গঠনে ছাত্রসমাজের ভূমিকা
(ট) একটি শীতের সকাল
প্রিয় শিক্ষার্থী, যে সকল প্রশ্ন গুলো আপনি ভাল পারেন সেগুলো বেশি বেশি পড়েন আপনি হয়ত দেখবেন কিছু প্রশ্ন আপনি না পড়েও লিখতে পারেন, কারণ হল ঐ প্রশ্নগুলো আপনি আপনার জীবনে প্রায়ই পড়েন লেখেন বা কাউকে লিখেদেন সে গুলো আপনার অজান্তে জীবনে অনেক চর্চা করেছেন । এ সম্পর্কিত বিষয় আপনি বেশি বেশি পড়বেন, তার মধ্যে হল পত্র রচনা, দরখাস্ত লেখা, গল্প লেখা, দিনলিপি, অভিজ্ঞতা, ভাষণ, ইমেইল পাঠানো, ক্ষুদে বার্তা এবং সংলাপ আর প্রশ্নের শেষে থাকবে প্রবন্ধ লেখ জীবনে আপনি অনেক লেখার চেষ্টা করেছেন । কোন সময় ভাল হয়েছে আবার কখানও ভাল হয়নি একটা কিছু তো হয়েছিল । অর্থাৎ আমার পরামর্শ হলো নির্মিত অংশ আপনি একটু কম পড়লেই বেশী মনে থাকবে কারণ আপনার এই জিনিস গুলো বিভিন্ন সময়ে পড়া- লেখা, দেখা- শুনা, হয়েছে । এ জন্য বলছি নির্মিত অংশে আপনি অল্প পড়লেই আপনি ভাল ফলাফল করতে পারবেন ।