বহুনির্বাচনী
পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র সাজেশন
এইচ,এস,সি পরীক্ষার্থীদের জন্য।
১। কত সালে মুসলিম লীগ গঠিত হয়?
ক. ১৯০৫ সালে খ. ১৯০৬ সালে
গ. ১৮৮৫ সালে ঘ. ১৯৪৯ সালে
২। রবার্ট ক্লাইভ কখন বাংলার দেওয়ানি লাভ করেন?
ক. ১৭৫৭ সালে খ. ১৭৬৪ সালে
গ. ১৭৬৫ সালে ঘ. ১৮৫৭ সালে
৩। ১৭৯৩ সালের প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত কিসের ওপর ছিল?
ক. শিল্প খ. কৃষিভূমি
গ. বাণিজ্য ঘ. যোগাযোগ
৪। গণতন্ত্রের মানসপুত্র হিসেবে খ্যাত-
ক. ফজলুল হক
খ. শেখ মুজিবুর রহমান
গ. সোহরাওয়ার্দী
ঘ. ভাসানী
৫। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের পর পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হন কে?
ক. ফজলুল হক
খ. শেখ মুজিবুর রহমান
গ. ভাসানী
ঘ. জিয়াউর রহমান
৬। আইয়ুব খান প্রবর্তিত শাসনব্যবস্থার নাম কী ছিল?
ক. প্রত্যক্ষ গণতন্ত্র
খ. পরোক্ষ গণতন্ত্র
গ. মৌলিক গণতন্ত্র
ঘ. একনায়কতন্ত্র
৭। ব্রিটিশ সরকার কত সালে 'ভারত স্বাধীনতা আইন' পাস করে?
ক. ১৯১৯ সালে খ. ১৯৩৫ সালে
গ. ১৯৪৬ সালে ঘ. ১৯৪৭ সালে
৮। লক্ষ্মৌচুক্তি কত সালে হয়?
ক. ১৯১৬ সালে খ. ১৯১৯ সালে
গ. ১৯২৩ সালে ঘ. ১৯৩২ সালে
৯। ঐতিহাসিক ছয় দফার শেষ দফাটির বিষয়বস্তু কী ছিল?
ক. অর্থনীতি খ. নিরাপত্তা
গ. রাজনীতি ঘ. সরকার ব্যবস্থা
১০। কত সালে তমুদ্দন মজলিস গঠন করা হয়?
ক. ১৯৪৭ সালে খ. ১৯৪৮ সালে
গ. ১৯৪৯ সালে ঘ. ১৯৫২ সালে
১১। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন?
ক. শেখ মুজিবুর রহমান
খ. জিয়াউর রহমান
গ. ভাসানী
গ. তাজউদ্দীন আহমদ
১২। মোহামেডান লিটারারি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
ক. নবাব আব্দুল লতিফ
ক. হাজী মুহাম্মদ মহসিন
গ. স্যার সলিমুল্লাহ
ঘ. ফজলুল হক
১৩। শেখ মুজিবুর রহমান কত সালে আওয়ামী লীগের সভাপতি হন?
ক. ১৯৫৩ সালে খ. ১৯৫৪ সালে
গ. ১৯৬৬ সালে গ. ১৯৭১ সালে
১৪। আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
ক. শেখ মুজিবুর রহমান
খ. ভাসানী
গ. সোহরাওয়ার্দী
ঘ. ফজলুল হক
১৫। নিচের কোনটি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি নয়?
ক. জাতীয়তাবাদ খ. ধনতন্ত্র
গ. গণতন্ত্র ঘ. ধর্মনিরপেক্ষতা
১৬। ২০১১ সালে বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনী গৃহীত হয়?
ক. ১২তম খ. ১৩তম
গ. ১৪তম ঘ. ১৫তম
১৭। ১২তম সংশোধনীর সময় বাংলাদেশ সরকারের প্রধান কে ছিলেন?
ক. খালেদা জিয়া
খ. শেখ হাসিনা
গ. হুসেইন মুহম্মদ এরশাদ
ঘ. জিয়াউর রহমান
১৮। জাতীয় সংসদের সাধারণ আসন কতটি?
ক. ৩৩০টি খ. ৩০০টি
গ. ৩৪৫টি ঘ. ৩৫০টি
১৯। জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
ক. স্পিকার খ. প্রেসিডেন্ট
গ. প্রধানমন্ত্রী
ঘ. অ্যাটর্নি জেনারেল
২০। সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠিত?
ক. ৭৭ অনুচ্ছেদ খ. ২২ অনুচ্ছেদ
গ. ৯৬ অনুচ্ছেদ ঘ. ১১৭ অনুচ্ছেদ
২১। বাংলাদেশের কোন ব্যক্তি দণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড মওকুফ করতে পারেন?
ক. অ্যাটর্নি জেনারেল খ. প্রধান বিচারপতি
গ. প্রধানমন্ত্রী ঘ. রাষ্ট্রপতি
২২। বাংলাদেশ বিচার বিভাগ কত সালে স্বাধীন হয়?
ক. ২০০৪ সালে খ. ২০০৫ সালে
গ. ২০০৭ সালে ঘ. ২০১১ সালে
২৩। কোনটি আঞ্চলিক সংস্থা?
ক. জাতিসংঘ খ. ওআইসি
গ. আসিয়ান ঘ. সবগুলো
২৪। কখন থেকে জাতিসংঘের কার্যপ্রণালিতে বাংলাভাষা ব্যবহৃত হয়ে আসছে?
ক. ১৯৭৩ সালে খ. ১৯৭৪ সালে
গ. ১৯৮৪ সালে ঘ. ১৯৯০ সালে
২৫। বাংলাদেশ ১৯৭৪ সালে কোন সংস্থার সদস্য হয়?
ক. জাতিসংঘ খ. ন্যাম
গ. ওআইসি ঘ. আসিয়ান
২৬। প্রথম সার্ক শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ১৯৮৩ সালে খ. ১৯৮৫ সালে
গ. ১৯৯৯ সালে ঘ. ২০০৪ সালে
২৭। নিচের কোন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই?
ক. জাপান খ. মালয়েশিয়া
গ. ইসরাইল ঘ. আর্জেন্টিনা
২৮। জাতিসংঘ দিবস-
ক. ২৪ সেপ্টেম্বর খ. ২৫ সেপ্টেম্বর
গ. ২৪ অক্টোবর ঘ. ২৫ অক্টোবর
২৯। দুর্নীতি দমন কমিশন কত সালে গঠিত হয়?
ক. ২০০২ সালে খ. ২০০৪ সালে
গ. ২০০৮ সালে ঘ. ২০১১ সালে
৩০। আন্তর্জাতিক নারী দিবস-
ক. ১ মে খ. ১ ডিসেম্বর
গ. ১০ ডিসেম্বর ঘ. ৮ মার্চ
৩১। বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী হলেন-
ক. প্রধানমন্ত্রী খ. প্রেসিডেন্ট
গ. স্পিকার ঘ. সেনাপ্রধান
৩২। সংসদের দুই অধিবেশনের মাঝে কত দিন বিরতি থাকে?
ক. ৬০ দিন খ. ৯০ দিন
গ. ১১৫ দিন ঘ. ১২০ দিন
৩৩। বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে-
ক. প্রথম ভাগে খ. দ্বিতীয় ভাগে
গ. তৃতীয় ভাগে ঘ. নবম ভাগে
৩৪। জাতীয় সংসদের কাজ হলো-
i. সংবিধান রচনা
ii. রাষ্ট্রপতি নির্বাচন
iii. বাজেট প্রণয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫। ১৯৭২ সালের বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য হলো-
i. সুপরিবর্তনীয়
ii. মৌলিক অধিকারের স্বীকৃতি
iii. এক কেন্দ্রিক সরকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬। নিচের কোন তথ্যগুলো সঠিক?
i. ১৯৫৭ সালে ন্যাপ গঠিত
ii. দেশে প্রথম নির্বাচন ১৯৭৩ সালে
iii. ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সফল সমাপ্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭। ১৯৭০ সালের সাধারণ নির্বাচন সংক্রান্ত তথ্য হলো-
i. পূর্ব পাকিস্তানের সাধারণ আসন ১৬২
ii. মোট সংরক্ষিত নারী আসন ১৩
iii. পিপিপি এককভাবে বিজয়ী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮। পাকিস্তানে আইনগত কাঠামো সংক্রান্ত আদেশ কে জারি করেন?
ক. আইয়ুব খান
খ. ইয়াহিয়া খান
গ. মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ. জুলফিকার ভুট্টো
৩৯। তমুদ্দন মজলিস কোন জাতীয় সংগঠন?
ক. রাজনৈতিক
খ. অর্থনৈতিক
গ. সামাজিক-সাংস্কৃতিক
ঘ. ধর্মীয়
৪০। বাংলাদেশের রাষ্ট্রপতির কাজের অন্তর্ভুক্ত হলো-
i. সংসদ অধিবেশন আহ্বান
ii. প্রধান বিচারপতি নিয়োগ
iii. জরুরি অবস্থা ঘোষণা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরগুলো মিলিয়ে নাও
১. খ ২. গ ৩. খ ৪. গ ৫. ক ৬. গ ৭. ঘ ৮. ক ৯. খ ১০. ক ১১.
ক
১২. ক ১৩. গ ১৪. খ ১৫. খ ১৬. ঘ ১৭. ক ১৮. খ ১৯.খ ২০. ঘ
২১. ঘ ২২. ঘ ২৩. গ ২৪. ঘ. ২৫. গ ২৬. খ ২৭. গ ২৮. গ ২৯. গ
৩০. গ ৩১. খ ৩২. ক ৩৩. গ ৩৪. ঘ ৩৫. গ ৩৬. ঘ ৩৭. ক
৩৮. খ
৩৯. গ ৪০. ঘ