বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮

সমাজ কর্ম সৃজনশীল প্রশ্ন


Flowers in Chania

১) হেনরি ইউরোপের যে দেশের নাগরিক সেই দেশের বিখ্যাত রানী একটি গুরুত্বপূর্ণ আইন তৈরী করে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করেন । তারপরও হেনরি দারিদ্র্যের করণে ভিক্ষা করতে থাকে । একদিন গির্জার পাশে তিক্ষারত অবস্থায় পুলিশ তাকে ধরে নিয়ে একটি স্থানে রেখে কাজ করতে বাধ্য করে । কিন্তু পরিবেশ ভালো না থাকায় সে অসুস্থ হয়ে পড়ে এবং ভবিষ্যতে সে স্বাবলম্বী হতে পারেনি।
ক. বিভারিজ কে ছিলেন?
খ. শিল্পবিপ্লব বলতে কী বোঝ ?
গ. উদ্দীপকে রানী প্রণীত আইনের নাম কী ? উক্ত আইনের বিধানগুলো চিহ্নিত কর ।
ঘ. উক্ত আইনটির দরিদ্রদের কল্যাণের সাথে বেশ কিছু অকল্যাণও বয়ে আনে ।”তোমার পাঠ্যবইয়ের আলোকে আলোচনা কর ।

২) শান্ত পবিত্র শব-ই-বরাত রাতে বায়তুল মোকাররম মসজিদে নামাজ পড়তে যায় । মসজিদের চারপাশে ইতে ভিক্ষুক দেখে সে অবাক হয় । এ রাতের দুশ্য দেখে তার মনে হয় দেশের অধিকাংশ মানুষ যেন ভিক্ষুক । অনেক সক্ষম মানুষও এখানে নানা সাজে সেজে ভিক্ষা করছে । শান্ত মনে করে , এ রক ম পরিস্থিতিতেই ইংল্যান্ডে একটি আইন পাস হয়েছিল ,সেটি সমাজকর্মের ইতহাসে মাইল ফলক । সেমনে করে , বাংলাদেশেও এরূপ আইন প্রণয়ন জরুরি।
ক. দরিদ্র আইন কী ?
খ. দারিদ্র্য নিরসসনে দরিদ্র আইনের ভূমিকা ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকে শান্ত ইংল্যান্ডের কোন আইনের প্রতি ইঙ্গিত করেছে ? ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকে শান্ত যে আইনের প্রতি ইঙ্গিত করেছে সেটি বাস্তবায়ন প্রক্রিয়া কীরূপ ?অালোচনা কর ।

৩) জনাব সাইফুল ইসলাম জেলা পরিষদের চেয়ারম্যান । সম্প্রতি তার জেলণায় ভিক্ষাবৃত্তি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায় । সে জন্যে তিনি একটি আইন পাশ করেন । এ আইন অনুযায়ী দরিদ্রদের বিভিন্ন শ্রেণিতে ভাগ করে শ্রেণি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় । াক্ষম দরিদ্রদের জন্যে সাহএয্যর ব্যবস্থা করা হয় । সম্ষম দরিদ্র ও নির্ভ রশীল শিশুদের জন্য ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করা হয় । তাদের সংশোধনাগারে কাজের ব্যবস্থা করা হয় । শিশুদের ধনী আত্নীয়স্বজনের কাছে দত্তক দেওয়া হয়।
ক. দরিদ্র আইন সংস্কার -১৮৩৪ এর শ্রমাগারকে ‘দরিদ্রদের জেলখানা’ হিসেবে আখ্যায়িত করেছেন কেন?
খ. ইংল্যান্ডকে দরিদ্র আইনের ভিত্তিভূমি বিবেচনা করা হয় কেন?
গ. উদ্দীপকে জনাব সাইফুল ইসলামের ব্যস্থা ইংল্যান্ডের কোন ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ ? দেখাও।
ঘ. সমাাজকর্ম পেশায় ইংল্যান্ডের উক্ত আইনের গুরুত্ব আলোচনা কর।

৪) জাফর আহম্মেদ পেশায় একজন ডাক্তার। তিনি নির্দিষ্ট শিক্ষা কার্যক্রমের াাওতায় জ্ঞান ও দ্ক্ষতা অর্জন করে এবং হাতেকলকে শিক্ষাগ্রহণ করে চিকিৎসক হওয়ার যোগ্যতা অর্জন করেছেন।এখন তিনি একজন খ্যাতিমান চিকিৎসকের কাছে চিকিৎসাশাস্ত্রের প্রয়োগ সম্পর্কিত বাস্তব জ্ঞান অর্জন করছেন। জাফর আহমেদের ইচ্ছা চিকিৎসা পেশার মধ্য দিয়ে জনসেবা করা।
ক. NASW সমাজকর্মের কয়টি মূল্যবোদ নির্ধারণ করেছেন্ ?
খ. ব্যাক্তিগত মূল্যবোধ বলতে কী বোঝায় ?
গ. উদ্দীপকে জাফর আহমেদদের পেশার যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
ঘ.‘উক্ত বৈশিষ্ট্য ছাড়া পেশার আরও বৈশিষ্ট্য রয়েছে্।’-উক্তিটি মূল্যায়ন কর।

৫) সুমনা অাজমেরী একজন পেশাদার সমাজকর্মী। তার নিকট একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি সহায্যের জন্যে আসেন সমস্যাগ্রস্ত বলে তিনি তাকে অবহেলা করেননি। তাকে আন্তরিকতার সাথে গ্রহণ করেন এবং সমস্যার ফলপ্রসূ সমাধানে তার মতের মূল্য ও মর্যাদা দেন। ফলে সুমনার সাথে সাহায্যপ্রর্থীর সুসম্পর্ক গড়ে উঠে ও সমস্যার ফলপ্রসু সমাধান হয়।
ক. পেশা শব্দের ইংবেজী প্রতিশব্দ কী ?
খ. পেশা ও বৃত্তির মধ্যে দুটি পার্থক্য ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকে সুমনা আজমেরীর কাজে সমাজকর্মের কোন মূল্যবোধের প্রতিফলন ঘটেছে চিহ্নিত কর।
ঘ. সুমনার কাজের সাফল্যের জন্য উক্ত মূল্যবোধেগুলোর গুরুত্ব রয়েছে বিশ্লেষন কর।

৬) সোহানা আক্তার সমাজকর্মে অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করেছেন। অনার্স ও মাষ্টার্স কোর্স শেষে ৬০ দিন করে ব্যবহারিক প্রশিক্ষণ কোর্স করেছেন। শেষে একটি সরকারি হাসপাতালে চিকিৎসা সমাজকর্মী হিসেবে চাকরি নেন।তিনি তার কর্মের নীতি ও মূল্যবোধ অনুসারে সাহায্যার্থীদের সাহায্য করে থাকেন। ক. পেশা কী ?
খ. পেশাকে সামাজিক স্বীকৃতি পেতে হয় কেন?
গ. উদ্দীপকে সোহানা আক্তারের কর্মকে পেশা বলা যায় কি ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে সোহানা আক্তারের কর্মের আলোকে পেশার বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ কর।

৭) জনাব নাসির উদ্দীন এমন একজন কর্মী যিনি তার কর্মের জন্যে নির্ধারিত মূল্যবোধ ও নীতিমালা অনুসরণ করে চলে। তিনি বিশেষ জ্ঞান, যোগ্যতা, নৈপুণ্য,ও দক্ষতা অনুসারে এমন ভাবে সাহায্য করেন,, যাতে তারা নিজেরা নিজেদের সমস্যা সামাধানে সক্ষম হন।তার কর্মের বিশেষ মর্যাদা সামাজিক ভাবে স্বীকৃত।
ক. সমাজকর্ম মূল্যবোধ কী ?
খ. আত্ননিয়ন্ত্রন অধিকার বলতে কী বোঝায ?
গ. উদ্দীপকে নাসির উদ্দীনের কর্ম কী ধরণেরে কর্ম ?ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে জনাব নাসির উদ্দীন যে ধরণের কর্মে নিয়োজিত সে ধরনের কর্মের গুরুত্ব পর্যালোচনা কর।

৮) মাহমুদ তার পরিবারের কাছে শিখেছে বড়দের সন্মান করতে হবে , আর ছোটদের স্নেহ করতে হবে। সে অনুমতি ছাড়া অন্যের কোনো জিনিস ধরে না । ভালো কাজ করতে পারলে সে অনেক আনন্দ অনুভব করে , খারাপ কাজগুলো এড়িয়ে চলে। ক. পেশার নৈতিক মানদন্ড কী ?
খ. সমাজকর্মকে বহুমুখী পেশা বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে মাহমুদের আচরণে যে বিষয়টির প্রভাব রয়েছে এর পরিচয় নিরূপন কর।
ঘ. উক্ত বিষয়টির সাধারণ ধরনগুলো বিশ্লেষণ কর।