১। প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা দাও। এর প্রকৃতি ও পরিসর লেখ।
উত্তর:প্রাকৃতিক প্রপঞ্চকসমূহের আঞ্চলিক তারতম্য বিশ্লেষণ করাকে প্রাকৃতিক ভূগোল বলা হয় ।
প্রাকৃতিক ভূগোলের পরিসর ব্যাপক । পৃথিবীর জন্ম আকার আয়তন পৃথিবীর উপগ্রহ চন্দ্র সূর্যের আবস্থান ভূপ্রকৃতি শিলা খনিজ ।ইত্যাদি বিষয় সমূহ প্রাকৃতিক ভূগোলের পরিসর । আলোচনার জন্য প্রাকৃতিক ভূগোল কে নিন্মলিখিত ভাবে ভাগ করে আলোচনা করা হয় ।
১.ভুমিরূপবিদ্যা
২.জলবায়ূবিদ্যা
৩.সমুদ্রবিদ্যা
৪.জীবভূগোল
১.ভূমিরূপবিদ্যা:-ভূগোলের ভূমিরূপবিদ্যায় পৃথিবীর সৃষ্টি , পৃথিবীর আভ্যন্তরীন অবস্থা পাহাড় পর্বত বিভিন্নপ্রকার ভূমিরূপ নদ-নদীর উ্ৎপত্তি বায়ূর কার্য হিমবাহের কার্য নিয়ে বিস্তারিত আলোচনা কর হয়
২.জলবায়ূবিদ্যা :জলবায়ূবিদ্যায় বায়ূর স্তর বিন্যাস, বায়ূর উপাদান, বায়ূর গঠন, বায়ূর ধর্ম, বায়ূর তাপ-চাপ, বারিমন্ডল জলবায়ূ নিয়ে আলোচনা করে ।
৩.সমূদ্রবিদ্যা : সাগর সর্ম্পকিত আলোচনা করে ।
৪.জীবভূগোল : জীবভূগোল ভূগোলের নতুন শাখা । উদ্ভিদের উৎপত্তি ক্রমবিকাশ নিয়ে আলোচনা করে
২।প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু ও উপাদান লেখ।
উত্তর : প্রাকৃতিক ভূগোলের মূল আলোচ্য বিষয় হলো প্রাকৃতিক বিষয়াদি । ভূপৃষ্ঠের সকল বিষয়ের ক্রিয়া ,প্রতিক্রিয়ার অবস্থার সুন্দর বর্ণনা পাওয়া যায় প্রাকৃতিক ভূগোলে ।
প্রাকৃতিক ভূগোলের বিষবস্তুগুলোকে তিনটি ভাগের মাধ্যমে আলোচনা করা হয় ।
ক) অশ্বমন্ডল খ) বায়ূমন্ডল গ) বারিমন্ডল
অশ্বমন্ডল :ভূপৃষ্ঠের বহিরাবরণকেই অশ্বমন্ডল বলে । অশ্বমন্ডল প্রায় ১২৮০ থেমে ১৬০০ কিলোমিটার গভীর । অশ্বমন্ডলকে আবার দুই ভাগে ভাগ করা যায় ।
অশ্বমন্ডলের অর্ন্তগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিস্মরূপ:
১।ভূঅভ্যন্তর:
২।খনিজ ও শিলা:
৩।ভূআলোড়ন:
৪।ভূমিকম্প:
৫।নদ-নদী:
৬।বিভিনান প্রকার প্রাকৃতিক পরির্বতন:
খ)বায়ূমন্ডল:আমাদের এ পৃথিবী নানাপ্রকার গ্যাসীয় উপাদান দ্বারা পরিবেষ্টিত । এসব গ্যাসীয় উপাদানের সাধারন নাম বায়ূ ।
বায়ূবন্ডলের আলেচ্যবিষয়বস্তু হল
১।বায়ূর উপাদান ও বায়ূমন্ডলের স্তরবিন্যাস :
২।জলবায়ূ :
(গ)বারিমন্ডল:বারিমন্ডলের আলোচ্যবিষয়বস্তু হল
১। জলও স্থলভাগের অবস্থান:
২।সাগর -মহাসাগর :
৩।সমুদ্র্স্রোত:
৪।সমুদ্রতলের ভূপ্রকৃতি:
৫। জোয়ার ভাটা :