আহ্বাান বহুনির্বাচনী প্রশ্ন


আহ্বাান বহুনির্বাচনী প্রশ্ন
১। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
ক. দুর্গেশনন্দিনী
খ. পথের পাঁচালী
খ. শ্রীকান্ত
ঘ. মৃত্যুক্ষুধা

উ্ত্তর উত্তর:খ. পথের পাঁচালী

২। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৩০ সালে
খ. ১৯৪০ সালে
গ. ১৯৫০ সালে
ঘ. ১৯৬০ সালে

উ্ত্তর উত্তর:গ. ১৯৫০ সালে

৩। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গ্রামের বাড়ির অবস্থা কেমন ছিল?
ক. গোছানো খ. ভগ্নপ্রায়
গ. জৌলুসপূর্ণ ঘ. মৃতপ্রায়

উ্ত্তর উত্তর:খ. ভগ্নপ্রায়

৪। 'আহ্বান' গল্পের মূল প্রতিপাদ্য বিষয়-
ক. প্রেমের আহ্বান খ. নাড়ির টান
গ. হৃদয়ের বন্ধন ঘ. শিকড়ের টান

উ্ত্তর উত্তর:

৫। চক্কোত্তি মশায় ছিলেন গোপালের- i. বাবার বন্ধু ii. সাহায্যকারী iii. শুভাকাঙ্ক্ষী নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর উত্তর:গ. ii ও iii

৬। বৃদ্ধার পাতানো মেয়ে কোন বয়সের?
ক. শিশু খ. কিশোরী
গ. যুবতী ঘ. মধ্যবয়সী

উত্তর উত্তর:ঘ. মধ্যবয়সী

৭। 'প্রণাম করে পায়ের ধুলা নিলাম'- বাক্যটিতে কী প্রকাশ পায়?
ক. সম্মান খ. শ্রদ্ধা
গ. অতিভক্তি ঘ. আন্তরিকতা

উত্তর উত্তর:খ. শ্রদ্ধা

৮। 'আহ্বান' গল্পের কথক পেশায় কী ছিলেন? ক. ব্যবসায়ী খ. প্রবাসী গ. উচ্চপদস্থ কর্মী ঘ. নিম্নপদস্থ কর্মী

উত্তর উত্তর: খ. প্রবাসী

৯। 'আহ্বান' গল্পের কথকের ঘরের প্রধান উপকরণ কী ছিল? ক. বাঁশ ও বেত খ. বাঁশ ও খড়
গ. কাঠ ও বাঁশ ঘ. বাঁশ ও টিন

উত্তর উত্তর: খ.বাঁশ ও খড়

১০। ঘুঁটি গোয়ালিনী কথককে কী দুধ দিত?
i. খাঁটি
ii. গাভির
iii. ভেজাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর উত্তর: ক. i ও ii

উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বৃদ্ধ শশীভূষণ লাঠির ওপর ভর করে থানা সদরে যাচ্ছিলেন। পরনে একটি ছেঁড়া ধুতি, চোখের চশমার একপাশ ভেঙে গেছে বলে চোখেও ভালো দেখতে পান না। একসময় তাঁর সবই ছিল, কিন্তু এখন তাঁকে দেখাশোনা করার মতো আর কেউ নেই।
১১। শশীভূষণের সঙ্গে 'আহ্বান' গল্পের কার মিল আছে?
ক. চক্কোত্তি মশায়ের
খ. গোপালের
গ. জমির করাতির বউয়ের
ঘ. আবেদালির

উত্তর উত্তর:গ. জমির করাতির বউয়ের

১২। উদ্দীপকে তুলে ধরা হয়েছে একজন মানুষের-
i. দারিদ্র্য
ii. পরাধীনতা
iii. নিঃসঙ্গতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর উত্তর:খ. i ও iii