সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯

এইচ এস সি মডেল টেষ্ট 4

Bootstrap Example
I sub.... ............... bfm am vertically............... and horizontally centered.
১। জিও শব্দের অর্থ কী ?
ক পৃথিবী খ বর্ণনা
গ ভূগোল ঘ বায়ূমন্ডল
২। জিওগ্রাফী শব্দটি প্রথম ব্যবহার করেন ?
ক.রিচার্ড হার্টসোল খ ই এ ম্যাকনি
গ. ইরাটসথেনিস ঘ . ডাডলি স্ট্যাম্প
৩। প্রাকৃতিক ভূগোলের বৈশিষ্ট্য হলো --
ক.পরির্বতনশীলতা খ অপরির্বতনশীলতা
গ.প্রাণি সম্পর্কে আলোচনা করা ঘ. বৈজ্ঞানিক অনুসন্ধান
৪। প্রাকৃতিক ভূগোলের মূল প্রতিপাদ্য বিষয় হলো পৃথিবীর
ক .নগর ও বসতি সম্পর্কে জানা খ . প্রাকৃতিক অবয়ব অধ্যয়ন করা
গ.জনসংখ্যা বয়স কাঠামো জানা ঘ.প্রাকৃতিক অবয়ব গঠন ও পরির্বতন প্রক্রিয়া জানা
৫। নিচের কোনটি অশ্বমন্ডলের অর্ন্তভূক্ত ?
ক.শিলা ও খনিজ খ . বায়ূর উপাদান
গ. সমুদ্রস্রোত ঘ. মহীসোপান
৬। ভূপৃষ্ঠের শতকারা কত ভাগ পানি ?
খ. ৬৯ ভাগ খ . ৭২ ভাগ
গ.৭৩ ভাগ ঘ . ৭৪ ভাগ
৭। বায়ূমন্ডলের গঠনকারী গ্যাসীয় উপাদানের মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি ।
ক.নাইট্রোজেন খ . অক্সিজেন
গ. আরগান ঘ. হিলিয়াম
৮। মোচাকৃতি হয় -
ক. ভঙ্গিল র্পবত খ. আগ্নেয় র্পবত
গ. স্তুপ র্পবত ঘ . ল্যাকোলিথ র্পবত
৯। সৌরজগতের তৃতীয় নিকটতম গ্রহ কোনটি ?
ক. বুধ খ. শুক্র গ. পৃথিবী ঘ মঙ্গল
১০। পৃথিবীর কেন্দ্রের উত্তাপ কত ডিগ্রী সেন্টিগ্রেড ?
ক. ২৫০০
খ. ৩০০০
গ. ৪৫০০ ডিগ্রী সে:
ঘ . ৬০০০ ডিগ্রী সে:
১১। বলিভিয়া কোন জাতীয় মালভূমি ?
ক. র্পবতবেষ্টিত খ পাদদেশীয়
গ মহাদেশীয় ঘ. ক্ষয়প্রাপ্ত
১২। কেনদ্রমন্ডলের প্রধান উপাদান কোনটি ?
ক. নিকেল ও লোহা খ. সিলিকন ও ম্যাগনেসিয়াম
গ.অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম ঘ. অ্যালুমিনিয়াম ও সিলিকন
১৩। পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ কোনটি ?
ক. অস্ট্রেলিয়া
খ. বাংলাদেশ
গ. ফিনল্যান্ড
ঘ. মালদ্বীপ ।
১৪। পরিচলন বৃষ্টিপাত ঘতে কোন অঞ্চলে ?
ক নিরক্ষীয় অঞ্চলে খ. ক্রান্তীয় অঞ্চলে
গ.মেরু অঞ্চলে ঘ. উপ -ক্রান্তীয় অঞ্চলে
১৫। বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয় --
ক. পর্বতের পতিবাত ঢালে খ. পর্বতের অনুবাত ঢালে
গ.সমভূমি অঞ্চলে ঘ সমুদ্র থেকে দুরবর্তী অঞ্চলে
১৬। পাত সঞ্চালন মতবাদ প্রদান করেন কে ?
ক.লি পিনচন খ ডাডলি স্ট্যাম্প
গ.ইবাটস্‌থেনিস ঘ.রিচার্ড হাটশোন
১৭। ফরাসি ভূবিজ্ঞানী জেভিয়ার লী পিনচন কত সালে পাত-সঞ্চালনন মতবাদ প্রদান করেন ।
ক. ১৯৬১ সালে খ. ১৯৬৩ সালে
গ. ১৯৬৭ সালে ঘ. ১৯৬৮ সালে
১৮। ভূত্বক প্রধানত কয়টি পাতের উপর অবস্থিত ?
ক. ৫ খ. ৬ গ. ৭ ঘ. ৮ টি
১৯। ভুমিকম্প তীব্রতা পরিমাপক যন্ত্র কে আবিস্কার করেন ?
ক. জেভিয়ার লি পিনচন ক আলেকজান্ডার হামবোল্ড
গ. রিখটার ঘ. হার্টশোন
২০। রিখটার স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয় ?
ক. বারিপাত খ ভুমিকম্পের তীব্রতা
গ. বায়ূপ্রবাহের গতি ঘ.স্রোতের তীব্রতা
২১। নিচের কোন অঞ্চলে ভূমিকম্প বেশি হয় ।
ক. ভঙ্গিল পর্বত ও আগ্নেয়গিরি খ. বনভূমি এবং পাহাড়ি
গ. সমভূমি ও মালভূমি ঘ. বনভূমি ও সমভূমি অঞ্চলে
২২। মুনামি শব্দের অর্থ কী ?
ক. ঢেউ খ চোখ গ.ঝড় ঘ. বন্যা্
২৩। ভুত্বকের গড় গভীরতা কত কিলোমিটার ?
ক.১০ খ ২০ গ .৩০ ঘ.৪০ কিলোমিটার
২৪। প্রতি কিলোমিটার উচ্চতায় বায়ূর তাপমাত্রা হ্রাস পায় ।
ক. ৫.৪ সে খ . ৬.৪ সে
গ. ৭.৪সে ঘ. ৮.৪ সে
২৫। বায়ূমন্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর কোনটি ?
ক. ট্রাপোস্ফিয়ার খ. স্ট্রাটোস্ফিয়ার
গ. থার্মোস্ফিয়ার ঘ. এক্সোস্ফিয়ার
২৬। কোনটি বায়ূদুষণের স্থির উৎস নয় ?
ক. রেফ্রিজারেটর শিল্প খ. তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
গ. শ্ল্পি প্রক্রিয়াকরণ ঘ. পরিবহন স্থল জল ও আকাশ পথে
২৭। বায়ূমন্ডলের রাসায়নিক গঠন ও বিভিন্ন গ্যাসের অনুপাত যেখারে প্রায় সমান থাকে তাকে বলে -
ক.সমমন্ডল খ . বিষমমন্ডল
গ. ওজোনোস্ফিয়ার ঘ. মেসোস্ফিয়ার
২৮। উদ্ভিদ ও জীবজগতের জন্য বায়ূমন্ডলের কোন স্তরটি উত্তম ?
ক. ট্রপোস্ফিয়ার ক স্ট্রাটোস্ফিয়ার
গ.থার্মোস্ফিয়ার ঘ. এক্সোস্ফিয়ার
২৯।জলবায়ূর উপাদান হল -
ক.উচ্চতা খ. অক্ষাংশ
গ.তাপমাত্রা ঘ.বনভূমি
৩০। উত্তর গোলার্ধ অয়ন বায়ূ প্রবাহিত হয় -
ক.উত্তর পূর্ব দিক হতে খ. পশ্চিম দিক হতে
গ.দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘ.দক্ষিণ পূর্ব দিক হতে