মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮

বৈদ্যুতিক চিঠি/ক্ষুদে বার্তা/পত্রলিখন অথবা আবেদন পত্র

Flowers in Chania বৈদ্যুতিক চিঠি,ক্ষুদে বার্তা,পত্র লিখন,আবেদন পত্র  ২টি প্রশ্ন থাকবে  ১টির উত্তর দিতে হবে ---১০নম্বর

১.➤বন্ধুরা মিলে বনভোজনে যাবে ঠিক করেছ। টাকা পাঠাতে বড় ভাইয়ের কাছে একটি  ই-মেইল বার্তা লেখ ?
➤সম্প্রতি পড়া কোনো বই সম্পর্কে বন্ধুকে একটি ই-মেইল বার্তা  লিখ
➤বন্ধুর পিতৃবিয়োগের সান্তনা জানিয়ে একটি ই মেইল বার্তা  লিখ
➤বড় বোনের বিয়ে উপলক্ষে বন্ধু সাথীকে নিমন্ত্রন জানিয়ে একটি  ই-মেইল প্রস্তুক কর ।
➤বাংলা নববর্ষ  উদযাপনের বৈচিত্র্য তুলে ধরে প্রবাসী বন্ধুকে পাঠানোর জন্য একটি  ই-মেইল  প্রস্তুত কর ।


উত্তর ঃ

To; sayla676@gmail.com
CC; carbon copy
BCC;blind carbon copy a copy  of an e-mail sent to someone whose name and address isn't visible     to  other recipients.
subject;-----টাকা পাঠানো প্রসঙ্গে

ভাইয়া,
আমার সালাম নিবে ।নিশ্চয় তুমি ভাল আছ । বন্ধুরা সবাই মিলে ঠিক করেছে  যে এবারের শীতে বনভোজনে যাবে।ভাবছি আমিও যাব, কিন্তু বাবার পাঠানো টাকা ‍ দিয়ে বনভোজনের চাঁদা দেওয়া সম্ভব নয় । তা ছাড়া কিছু কাপড়ও কেনা লাগবে। তাই তুমি যদি কিছু টাকা পাঠাতে ,তবে আমার জন্যে বিশেষ সুবিধা হতো। ই-মেইল পাওয়ার সাথে সাথে মতামত জানাবে ্ বাসার সবার প্রতি ভালোবাসা রইল।

তোমার ছোট বোন
সায়মা


২. ক্ষুদে বার্তাঃ প্রতিদিন  মোবাইল ফোনে যখন আমরা  কাউকে  এস এম এস পাঠা্ই সেটাই  হল ক্ষুদেবার্তা ক্ষুদে বার্তার ক্ষেত্রে তারিখ,সময় উল্লেক করার প্রয়োজন হয়না নাম্বার এর কলামে নাম্বার এবং লিখার অংশে মূলবক্তব্য লিখে সেন্ড । নাম্বার ০১৭০০০০০০০১

নমুনা:
প্রাপক নাম্বার ০১৭০০০০০০০১

‘ফাগুনের এই প্রথম দিনে তোমাকে
কৃষ্ঞচুড়ার শুভেচ্ছা সহ
আমাদের বাসায় পান্তা খাবার
 দাওয়াত রইল
         ---- কাকন