শনিবার, ২৪ মার্চ, ২০১৮

শব্দ

⬀⬀প্রশ্নঃ- বাংলা ভাষার শব্দ সমুহকে কটি ভাগে বিভক্ত করা যায় ? উদাহরণ সহ  আলোচনা কর ।

উত্তর:-  বাংলা ভাষার শব্দ সমুহকে উৎপত্তি অনুসারে  পাঁচ ভাগে ভাগ করা যায়
১)  তদ্বব শব্দ  ২)  তৎসম শব্দ  ৩)  অর্ধ-তৎসম শব্দ  ৪)  দেশি শব্দ  এবং  ৫)  বিদেশি শব্দ

১.তদ্বব শব্দ:- সংস্কৃত  শব্দ হতে রূপান্তর  এর মাধ্যমে বাংলায় যে সকল শব্দ ব্যবহার  হয়  তাকে তদ্বব শব্দ বলে যেমন:
সংস্কৃতিতে ছিল   চন্দ্র >চন্দ>চাঁদ   ;   হস্ত >হথ>হাত

২.তৎসম বা সংস্কৃত শব্দঃ- যে সকল শব্দ সংস্কৃত থেকে অবিকৃত ভাবে পরিবর্তন ছাড়া বাংলা ভাষায়ে এসেছে  তাকে ত্ৎসম বা সংষ্কৃত শব্দ বলে যেমন:- চাহিদা , স্বাগতম, নির্বাণ , যোগ, যৌন , আর্য , আসন , অশ্রম , অবতার , আয়ুর্বেদ , বন্ধন, ভাং , ধুতি , লুঠ , মায়া , স্বামী , যোগী , লাখ,  লক্ষ্মী , লক্ষ্মণ  (ল+ক+ষ+ম+ণ) চন্দ্র , সূর্য, জল ,পৃথিবী , বৃক্ষ  ইত্যাদি

৩. অর্ধ তৎসম শব্দ:- যে সকল শব্দ সংস্কৃত থেকে কিঞ্চিত বিকৃতভাবে বাংলায় এসেছে তাকে অর্ধ-তৎসম শব্দ  বলে 
যেমন:- নিমন্ত্রণ > নেমন্তন্ন , গাত্র> গতর , জ্যোৎস্না > জোছনা ইত্যাদি।

৪. দেশি শব্দঃ- বাংলা ভাষায়  কিছু শব্দ বাংলায় রক্ষিত আছে  এ সকল শব্দকে দেশি শব্দ বলা হয় যেমন :  আলু , কালা, কুড়ি , খুকি , খোকা , খোঁচা , খোঁজ , চাল ,  চিংড়ি , চুলা  ,  ঝিনুক , ঝোল ,ঠ্যাং , ঢোল , পেট ,বোবা , মাঠ , মুড়ি , কুলা , গঞ্জ , চোঙা , ডাব , ডাগর , ডিঙা  ইত্যাদি

৫. বিদেশি শব্দ:-রাজনৈতিক ধর্মীয় ,বাণিজ্যিক কারনে যে সকল শব্দ বিদেশি ভাষা হতে বাংলা ভাষাতে স্থায়ী ভাবে স্থান করে নিয়েছে তাকে বিদেশি শব্দ বলে যেমন:

আরবি শব্দ:- আল্লাহ , ইসলাম ,ইদ , ঈদ , অাসল ,  এলাকা, ওজন , কবর ,  খবর ,  খালি ,  খেয়াল , গরিব, জবাব, জমা, জিনিস , তারিখ, দুনিয়া , নকল , ফকির , বদল  , বাকি , সাহেব , হিসেব , ইত্যাদি

ফার্সি শব্দ: আওয়াজ,  আন্দাজ, আয়না, আস্তে, কাগজ, খারাপ, খোদা, খুব, গরম, চশমা, চাকুরি, চাদর , জান,  জায়গা, ডেগচি, দম, দেরি, দোকান, পর্দা, বদ, বাগান, রাস্তা, রোজ, হিন্দু, ইত্যাদি ।

জাপানি শব্দ:- বোকা, চা,মাঙ্গা,

ওলন্দাজ শব্দ: ইস্কাবন , ইস্ক্রুপ , টেক্কা , তুরুপ, রুইতন , হরতন

তুর্কি শব্দ:- কোরমা , চকমক , দাদা , নানি , বাবা ,  বাবুর্চি , বেগম ,

ইংরেজি শব্দ:-  কলেজ , টিন,  নোট ,  পাউডার , পেন্সিল, ফুটপাত , ভোট ,অফিস,  জেল  , ডাক্তার ,  পুলিশ,  ব্যাংক , ইস্কুল , স্কুল , হাসপাতাল , হস্পিটাল , কাপ ,  গ্লাস, চেয়ার , টেবিল , বাক্স , লন্ঠন  ইত্যাদি

পর্তুগিজ শব্দ-  আলমারি ,  ইস্ত্রি , ইস্পাত, কামিজ , গামলা , চাবি ,জানালা , পেরেক , ফিতা , বারান্দা , বালতি , বেহালা , বোতাম , মেজ , সাবান , কেদারা ,  আতা , আনারস , কাজু , কপি ,  পাউ , পেঁপে , পেয়ারা ,  সাগু, সালাদ, ক্রুশ , গির্জা , যিশু , পাদ্রি , ইংরেজ ইত্যাদি