১.ভি,পি,ডাকযোগে বই সরবরাহের অনুরোধ জানিয়ে পুস্তক প্রকাশকের উদ্দেশ্যে একটি চিঠি লিখ।
➤রেলওয়ে কর্তৃপক্ষের নিকট হারানো মালের ক্ষতিপুরন দাবি করে একটি পত্র লেখ।
➤কলেজের ক্রীড়া বিভাগের জন্য সামগ্রী র মূল্য তালিকা চেয়ে কোনো প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিকট পত্র লেখ ।
➤তোমার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার ক্রয় করা হবে এজন্য স্থানীয় প্রতিষ্ঠাগুলি হতে দরপত্র আহ্বান কর।
তারিখ ০৭ মার্চ ২০১৮
ম্যানেজার
দি অ্যাটলাস পাবলিশিং হাউস
৩৮, বাংলাবাজার মান্নান মার্কেট (দ্বিতীয় তলা )
ঢাকা-১১০০।
বিষয় ; ভি ,পি ডাকযোগে বই পাঠানোর অনুরোধ।
জনাব
শুভেচ্ছা নিবেন। অনুগ্রহপূর্বক আপনাদের প্রকাশিত নিচের তালিকাভুক্ত বই গুলো এককপি করে নিম্নবর্ণিত ঠিকানায় ভি,পি, , ডাকযোগে পাঠিয়ে বাধিত করবেন। এই সঙ্গে আগাম হিসেবে ২০০০/= টাকা মানি-অর্ডার করে পাঠালাম। বই পাওয়ার পর বাকী টাকা পরিশোধ করা হবে। আপনার ব্যবসার উন্নতি হোক। ধন্যবাদান্তে--
বিনীত
মো ঃঅলীহাসান মুজাহিদ
প্রথম বর্ষ (বিজ্ঞান শাখা ) রোল-৭
সরকারি কলেজ সাভার ঢাকা -১৩৪০
প্রয়োজনীয় বইয়ের তালিকা
১.বাংলাদেশের সচিত্র তথ্যকোষ (দি অ্যাটলাস পাবলিশিং হাউস)
২.উচ্চতর স্বর্নিভর বিশুদ্ধ ভাষা শিক্ষা (দি অ্যাটলাস পাবলিশিং হাউস)
৩.টেকস্ট রেফারেন্স উচ্চমাধ্যমিক বাংলা ১ম পত্র (দি অ্যাটলাস পাবলিশিং হাউস)
৪.oxford world atlas -(দি অ্যাটলাস পাবলিশিং হাউস)
৫. প্রমিত বাংলা অভিধান (বাংলা একাডেমি ) এবং আপনাদের প্রকাশিত নতুন বই এর তালিকা।