সোমবার, ২০ আগস্ট, ২০১৮

বাংলা ২য়পত্র প্রশ্ন

উচ্চমাধ্যমিক বোর্ড প্রশ্নের নমুনা

সময়:৩ঘন্টা [দ্রষ্টব্য-:ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষার মিশ্রণ দূষণীয়] পূর্ণমান-১০০

ক.বিভাগ(ব্যাকরণ)-৩০

১। ক) বাংলা উচ্চারণের যেকোনো ৫টি নিয়ম লেখো ৫
অথবা
খ) যেকোনো ৫টি শব্দের উচ্চারণ লেখো
নিঃশেষ, অণু, মাদল, বৈধ, পরী, লক্ষণ, পদ্য, প্রণীত

২। ক) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অ-তত্সম শব্দের বানানের ৫টি নিয়ম লেখো ৫
অথবা
খ) যেকোনো ৫টি শব্দের বানান শুদ্ধ করে লেখো
ক্ষীণজীবী, শান্তনা, ক্রিতকার্য, সদ্যজাত, বয়োকনিষ্ঠ, দূরদর্শীতা, ভোগলিক, আশীষ।

৩। ক) উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা করো ৫
অথবা
খ) নিচের অনুচ্ছেদ থেকে ৫টি বিশেষণ নির্বাচন করো সাদা মেঘে আকাশ ছেয়ে আছে। হঠাত্ টিপ টিপ বৃষ্টি শুরু হলো। করিম ভাঙা ছাতা দিয়ে বৃষ্টি ঠেকানোর বৃথা চেষ্টা করছিল। তার বেখেয়ালি মন হালকা বৃষ্টি আর মৃদু হাওয়ায় অস্থির হয়ে উঠল।

৪। ক) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো (যেকোনো ৫টি) ৫ জাদুকর, চতুর্ভুজ, বাহুলতা, মধ্যবয়সী, সুকণ্ঠ, সহজাত, জলেস্থলে, লাঠালাঠি
অথবা
খ) প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো (যেকোনো ৫টি)
দর্শনীয়, কর্মী, বৃষ্টি, দোকানদার, সোনালি, দোলনা, ঢাকাই, নায়ক।

৫। ক) বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণসহ লেখো ৫
অথবা
খ) বাক্যান্তর করো (যেকোনো ৫টি)
i) এইমাত্র যে এল সে একজন ছাত্র। (সরল)
ii) কী ভয়ংকর ঘটনা! (নির্দেশাত্মক)
iii) তার নাম রেশমা। (জিজ্ঞাসাসূচক)
iv) তোমার যাওয়াই উচিত। (অনুজ্ঞাসূচক)
v) লোকটি ধনী কিন্তু কৃপণ। (সরল)
vi) সাহসীরাই সফল হয়েছে। (কার্যকরণাত্মক)
vii) সে সুস্থ নয়। (অস্তিবাচক)
viii) তুমি অন্যায় করেছ। (নেতিবাচক)

৬। ক) যেকোনো ৫টি বাক্য শুদ্ধ করে লেখো ৫
i) পরবর্তীতে আপনি আবার আসবেন।
ii) নতুন নতুন ছেলেগুলো স্কুলে বড় উত্পাত করছে।
iii) আমি আপনার জ্ঞাতার্থে এই সংবাদ লিখিলাম।
iv) আমি আপনাকে অন্তরের অন্তস্তল হতে ধন্যবাদ দিলাম।
v) অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য।
vi) বৃক্ষটি সমূলসহ উত্পাটিত হইয়াছে।
vii) আমার আর বাঁচিবার স্বাদ নাই।
viii) কারও ফাগুন মাস আর কারও সর্বনাশ।
অথবা
খ) অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করো।
বৃষ্টি চলাকালীন সময়ে রাতুল ফিরে এল। সে খুবই সুবুদ্ধিমান। তার আপাদমস্তক পর্যন্ত ভেজা। পোশাক পাল্টানো আবশ্যকীয়। কিন্তু প্রথমেই সে আকণ্ঠ ভোজন করিল। তা দেখে রাতুলের মা বিস্মিত হলো। তবে রাতুল নিঃসন্দিহান যে তার অসুখ হবে না।

খ.বিভাগ(নির্মিত)-৭০

৭। ক) যেকোনো ১০টি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখো ১০
Faculty, Embargo, Adviser, Sabotage, White-paper, Manuscript, Oath, Code, Auditor, Fiction, Index, Quack, Civil war, Boycott, Expert.
অথবা
খ) নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো
Punctuality is to be cultivated and formed into a hibit. This quality is to be acquired through all our works from our boyhood. Boyhood is the seed time. The habit formed at this time will continue all through our life.

৮। ক) তোমার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিনের একটি দিনলিপি বা রোজনামচা রচনা করো ১০
অথবা
খ) কলেজে নবীনবরণ অনুষ্ঠানের প্রধান অতিথির একটি ভাষণ তৈরি করো
৯। ক) বাংলায় এমন একটি ই-মেইল তৈরি করো, যা প্রবাসী বন্ধুকে তোমার এলাকা ভ্রমণে উদ্বুদ্ধ করবে ১০
অথবা
খ) ডাকযোগে বই প্রেরণের অনুরোধ জানিয়ে একটি প্রকাশনা কেন্দ্রের ম্যানেজার বরাবর ব্যবসায়িক পত্র লেখো

১০। ক) সারাংশ লেখো ১০
কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি কারও থাকে, তা হলে তাদের সব বই ধ্বংস করতে হবে এবং সকল পণ্ডিতকে হত্যা করতে হবে। এতে উদ্দেশ্য সিদ্ধ হবে। লেখক, সাহিত্যিক ও পণ্ডিতেরাই জাতির আত্মা। এই আত্মাকে যারা অবহেলা করে, তারা বাঁচে না। দেশ বা জাতিকে উন্নত করতে হলে জ্ঞান ও সাহিত্যের বিকল্প নেই; পণ্ডিত ও সাহিত্যিক ছাড়া উপায় নেই।
অথবা
খ) ভাবসম্প্রসারণ করো
মঙ্গল করিবার শক্তিই ধন, বিলাস ধন নহে।

১১। ক) শিক্ষাসফর প্রসঙ্গে দুই বন্ধুর কথোপকথন রচনা করো ১০
অথবা
খ) প্রদত্ত উদ্দীপক অনুসরণে ‘দুর্ঘটনা’ বিষয়ে একটি খুদে গল্প রচনা করো হঠাত্ রিকশার ডান চাকাটি খুলে দৌড়াতে লাগল।...

১২। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখো
ক) বাংলাদেশকে যেমন দেখতে চাই
খ) তোমার প্রিয় লেখক
গ) আধুনিক জীবনে তথ্যপ্রযুক্তির প্রভাব
ঘ) বই পড়ার আনন্দ
ঙ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

লিঙ্ক link.