বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮

জাদুঘরে কেন যাব


জাদুঘরে কেন যাব


The width property.

✿গদ্য - জাদুঘরে কেন যাব ।
✿গুরুত্বপূর্ণ/জ্ঞানমূলক ....
১. পৃথিবীর ১ম জাদুঘর স্থাপিত হয় কোথায়? - আলেক জান্দ্রিয়ায়
২. পৃথিবীর প্রথম জাদুঘর ছিলো - নিদর্শন, সংগ্রহ-শালা, গ্রন্থাগার, উদ্ভিদ উদ্যান, উন্মুক্ত চিড়িয়াখানা
৩. পৃথিবীর প্রথম জাদুঘর ছিল মুখ্যত - দর্শন চর্চার কেন্দ্র
৪. কোনটি ফরাসি বিপ্লবের পরে প্রজাতন্ত্র সৃষ্টি করে - ল্যুভ
৫. ফরাসি বিপ্লবের পরে কী উন্মোচিত হয় - ভের্সাই প্রাসাদের দ্বার
৬. রুশ বিপ্লবের পরে লেনিনগ্রাদের রাজপ্রাসাদে গড়ে ওঠে - হার্মিতিয়ে
৭. কোনটি ঐতিহাসিক প্রাসাদ - টাওয়ার অফ লন্ডন
৮. ব্রিটেনে জাদুঘরের সংখ্যা দ্বিগুণ হয়েছে - গত ত্রিশ বছরে
৯. ব্রিটেনের সবচেয়ে বড় জাদুঘর কোনটি - ব্রিটিশ মিউজিয়াম
১০. এখন জাদুঘর বলে বিবেচিত - ম্যস্যাধার ও নক্ষত্রশালাও
১১. কোনটি ত্রখন খুবই প্রচলিত - উন্মুক্ত জাদুঘর
১২. বাংলাদেশের জাতিতাত্ত্বিক জাদুঘর কোথায় - চট্রগ্রামে
১৩. রচনায় উল্লিখিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কণিষ্ঠ শিক্ষক কে - লেখক।
১৪. কে জাদুঘর শব্দের জায়গায় সর্বত্র মিউজিয়াম পড়ছেন - শিক্ষামন্ত্রী
১৫. শিক্ষকপ্রতিম অর্থমন্ত্রী ড. এম. এন. হুদা লেখককে কখন ডাকলেন - চা খাওয়ার সময়।
১৬. মিউজিয়ামকে আপনারা জাদুঘর বলেন কেন? উক্তিটি - গর্ভনরের
১৭. "স্যার জাদুঘরই মিউজিয়ামের বাংলা প্রতিশব্দ " উক্তিটি - লেখক হকচকিয়ে বলল
১৮. জাদুঘরকে আজবখানা বলা হয় - উর্দুতে
১৯. জাদুঘরকে অজায়ের-ঘর বলা হয় - হিন্দিতে
২০. কে দ্বিজাতিতত্ত্বে বিশ্বাসী ছিলেন - আব্দুল মোনায়েম খান
২১. লেখক ব্রিটিশ ভারতীয় মুদ্রার সযত্ন স্থান দেখেছে কোথায়? - কুয়েত
২২. টাওয়ার অফ লন্ডনে সকলে ভিড় করে কেন? - কোহিনুর দেখতে
২৩. একটা শক্তিশালী সামাজিক সংগঠন কোনটি - জাদুঘর
২৫. কী আমাদের আনন্দ দেয় - জাদুঘর।



জাদুঘরে কেন যাব বহুনির্বাচনী নমুনা প্রশ্ন:

জাদুঘরে কেন যাব বহুনির্বাচনী নমুনা প্রশ্ন:
১. বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত?
ক. ঢাকা খ. চট্টগ্রাম গ. রাজশাহী ঘ. খুলনা

উ্ত্তর গ. রাজশাহী

২. ইউরোপের প্রথম বুর্জোয়া বিপ্লব কোনটি?
ক. রুশ বিপ্লব খ. স্পেন বিপ্লব
গ. গণতান্ত্রিক বিপ্লব ঘ.ফরাসি বিপ্লব

উ্ত্তর ঘ.ফরাসি বিপ্লব

৩. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের রজতজয়ন্তী কত সালে ছিল?
ক. ২০০০ সালে খ. ২০০১ সালে
গ. ২০০৩ সালে ঘ. ২০০৫ সালে

উ্ত্তর গ. ২০০৩ সালে

৪. আলেকজান্দ্রিয়া কোথায় অবস্থিত?
ক. মিসরের পূর্বে খ.উত্তর মিসরে
গ. উত্তর গ্রিসে ঘ. ভারতে

উ্ত্তর খ.উত্তর মিসরে

৫. লুভর জাদুঘর কত খ্রিষ্টাব্দে স্থাপিত হয়?
ক. ১৫৪৬ খ. ১৬৪৬ গ. ১৭৪৬ ঘ. ১৮৪৬

উ্ত্তর ক. ১৫৪৬

৬. রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার কারণ কোনটি?
ক. ফরাসি বিপ্লব খ.রুশ বিপ্লব
গ. প্রথম বিশ্বযুদ্ধ ঘ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ

উ্ত্তর খ.রুশ বিপ্লব

৭. গত ত্রিশ বছরে কোন দেশে জাদুঘরের সংখ্যা দ্বিগুণ হয়েছে?
ক. ফ্রান্সে খ. ভারতে গ.ব্রিটেনে ঘ. অস্ট্রেলিয়ায়

উ্ত্তর গ.ব্রিটেনে

৮. ঢাকার কোথায় বঙ্গবন্ধু জাদুঘরটি অবস্থিত?
ক. ঢাকার শাহবাগে খ. ঢাকার মালিবাগে
গ. ঢাকার মিরপুরে ঘ. ঢাকার ধানমন্ডিতে

উ্ত্তর ঘ. ঢাকার ধানমন্ডিতে

৯. সামরিক জাদুঘরের প্রতিষ্ঠাকাল কোনটি?
ক. ১৯৫৫ খ. ১৯৮৫ গ. ১৯৬৭ ঘ. ১৯৮৭

উ্ত্তর ঘ. ১৯৮৭

১০. শিক্ষামন্ত্রীর ভাষণে তাঁর মুদ্রিত ‘জাদুঘর’ শব্দের জায়গায় কোন শব্দটি পড়ছিলেন?
ক. সংগ্রহশালা খ. নিদর্শনশালা
গ. মিউজিয়াম ঘ. সংরক্ষণশালা

উ্ত্তর গ. মিউজিয়াম

১১. উর্দুতে জাদুঘরকে কী বলা হয়?
ক. জাদুঘর খ. মিউজিয়াম
গ. আজবখানা ঘ. অজায়েব ঘর

উ্ত্তর গ.আজবখানা

১২. ‘কী জাদু বাংলা গানে!’—বাক্যে ‘জাদু’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. ইন্দ্রজাল খ. ভেলকি গ. কুহক ঘ. মনোহর

উ্ত্তর ঘ. মনোহর

১৩. ভারতীয় জাদুঘর কোথায় অবস্থিত?
ক. আগ্রায় খ. দিল্লিতে গ. কলকাতায় ঘ. মুম্বাই

উ্ত্তর গ. কলকাতায়

১৪. জাদুঘরকে প্রাবন্ধিক কী বলে আখ্যা দিয়েছেন?
ক. বিনোদনকেন্দ্র খ. অবসর কাটানোর উপযুক্ত স্থান
গ. শক্তিশালী সামাজিক সংগঠন ঘ. আড্ডা দেওয়ার স্থান

উ্ত্তর গ. শক্তিশালী সামাজিক সংগঠন

১৫. সাহিত্য ও গবেষণায় কৃতিত্বের জন্য আনিসুজ্জামান লাভ করেছেন—
i. একুশে পদক ii. আলাওল সাহিত্য পুরস্কার
iii. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডি-লিট
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

উ্ত্তর ঘ. i, ii ও iii

১৬. পৃথিবীর প্রথম জাদুঘর ছিল—
i. নিদর্শন সংগ্রহশালা ও গ্রন্থাগার ii. উদ্ভিদ উদ্যান ও উন্মুক্ত চিড়িয়াখানা iii. দর্শনচর্চার কেন্দ্র
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

উ্ত্তর ঘ. i, ii ও iii

১৭. জাদুঘরের রূপকে বড় রকম প্রভাবান্বিত করে—
i. সামাজিক অবস্থা ii. রাজনৈতিক অবস্থা
iii. সামাজিক-রাজনৈতিক অবস্থার পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

উ্ত্তর ঘ. i, ii ও iii

১৮. জাদুঘরে সংরক্ষণ করা হয় যে ধরনের বস্তু, তা হলো—
i. লুপ্তপ্রায় বস্তু ii. অনন্য চমকপ্রদ বস্তু
iii. বিস্ময় উদ্রেককারী বস্তু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

উ্ত্তর ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
লোকশিল্প গবেষণার ওপর অ্যাসাইনমেন্ট করার জন্য বাবু সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে যায়। শুধু লোকশিল্প নয়, টারশিয়ারি যুগের মাছের জীবাশ্ম, প্রাচীন ও মধ্যযুগের মুদ্রা, শিলালিপি, ভাস্কর্য, অস্ত্রশস্ত্র, মুক্তিযুদ্ধের দলিল—এসব তাকে মুগ্ধ করল।

১৯. উদ্দীপকের বাবুর মুগ্ধ হওয়ার সঙ্গে প্রবন্ধে উল্লিখিত বাক্যটির সাদৃশ্য রয়েছে?
ক. জাদুঘর আমাদের আনন্দ দেয়
খ. ঈশা খাঁর কামানের গায়ে বাংলা লেখা দেখে মুগ্ধ হয়েছিল
গ. জাদুঘর আমাদের শক্তি জোগায়
ঘ. জাদুঘর একটা শক্তিশালী সামাজিক সংগঠন

উ্ত্তর খ. ঈশা খাঁর কামানের গায়ে বাংলা লেখা দেখে মুগ্ধ হয়েছিল

২০. উদ্দীপকের ন্যায় ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধের মূল বক্তব্য হলো—
i. জাদুঘরের মাধ্যমে জাতি আত্মবিকাশ লাভ করে
ii. সাংস্কৃতিক উত্তরাধিকারকে সংরক্ষণ করে জাদুঘর
iii. জাদুঘরের মাধ্যমে শিক্ষাবিস্তার সম্ভব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

উ্ত্তর ঘ. i, ii ও iii

সঠিক উত্তরটি মিলিয়ে নাও বাংলা ১ম পত্র: সঠিক উত্তর বায়ান্নর দিনগুলো জাদুঘরে কেন যাব ১. গ ২. ঘ ৩. গ ৪. খ ৫. ক ৬. খ ৭. গ ৮. ঘ ৯. ঘ ১০. গ ১১. গ ১২. ঘ ১৩. গ ১৪. গ ১৫. ঘ ১৬. ঘ ১৭. ঘ ১৮. ঘ ১৯. খ ২০. ঘ


নোট:..............