বৈষ্ণব পদাবলীর তত্ত্ব
বৈষ্ণব পদাবলীর তত্ত্ব
ফেব্রুয়ারি ১৯৬৯
১. ‘হরিত্’ শব্দের অর্থ কী?
ক. সবুজ বর্ণ খ. নীল বর্ণ
গ. লাল বর্ণ ঘ. কালো বর্ণ
২. সালামের হাত থেকে নক্ষত্রের মতো কী ঝরে?
ক. রক্ত খ. অবিনাশী বর্ণমালা
গ. পোস্টার ঘ. মিছিল
৩. ‘মানবিক বাগান’ বলতে কী বোঝায়?
ক. মূল্যবোধ খ. মনের বাগান
গ. ফুলের বাগান ঘ. উদ্যান
৪. ভেলকিবাজ শব্দের অর্থ কোনটি?
ক. ভেলকি দেখানো খ. খেলোয়াড়
গ. ধোঁকাবাজ ঘ. সব কটি
৫. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কয়টি নদীর উল্লেখ আছে?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
৬. গ্রামবাংলায় মাথলা কারা মাথায় দেয়?
ক. কৃষক খ. শ্রমিক গ. দোকানদার ঘ. শিক্ষক
৭. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটিতে কার মায়ের কথা রয়েছে?
ক. টুনির মায়ের খ. সখিনার মায়ের
গ. টুসুর মায়ের ঘ. টেপির মায়ের
৮. ‘নিপুণ’ শব্দটির প্রতিশব্দ নয় কোনটি?
ক. পটু খ. সমর্থ গ. দক্ষ ঘ. আনাড়ি
৯. নিচের কোনটি ভিন্নার্থক শব্দ?
ক. স্ফুলিঙ্গ খ. আগুন
গ. আগুনের ফুলকি ঘ. অগ্নিকণা
১০. ‘ইস্তাহার’ বলতে কী বোঝায়?
ক. খবর খ. প্রচারপত্র গ. প্রার্থনা ঘ. ইস্তাগফার
১১. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কবি কোন পথে কৃষ্ণচূড়া দেখেছেন?
ক. গ্রামের পথে খ. শহরের পথে
গ. গঞ্জের পথে ঘ. পাহাড়ি পথে
১২. কবি ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় আগের কোন আন্দোলনকে স্মরণ করেছেন?
ক. ১৯৪৩-এর মন্বন্তর খ. সিপাহি বিদ্রোহ
গ. ১৯৫২ সালের ভাষা আন্দোলন
ঘ. ছয় দফা আন্দোলন
১৩. ‘এগারো দফা’ কখন ঘোষণা করা হয়?
ক. ১৯৬৭ সালে খ. ১৯৬৮ সালে
গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৭০ সালে
১৪. ‘—বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে।’ কে?
ক. সালাম খ. বরকত গ. রফিক ঘ. জব্বার
১৫. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটির প্রধান বৈশিষ্ট্য হলো—
i. বিচ্ছিন্নতা ii. সংঘবদ্ধ হওয়ার প্রেরণা
iii. বিভিন্ন পেশাজীবী মানুষের জীবনযুদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. iii ঘ. i ও iii
১৬. ১৯৬৯ সালটি কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়?
i. ভাষা আন্দোলন ii. গণ-অভ্যুত্থান
iii. স্বাধীনতাসংগ্রাম
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
১৭. সালামের হাতে অবিনাশী বর্ণমালা কিসের মতো ঝরে?
i. বৃষ্টির মতো ii. ফুলের মতো iii. নক্ষত্রের মতো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. iii