মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮

প্রতিবেদন


প্রতিবেদনে
প্রতিবেদন লেখার নিয়ম প্রতিবেদনে দশ নম্বর। একটু সতর্কভাবে লেখলে এতে সাত/আট নম্বর পাওয়া সম্ভব। ভুল হলে দশে শূন্য পাওয়াও অস্বাভাবিক কিছু নয়। কাজেই বাংলায় এ+ পেতে হলে প্রতিবেদনে গুরুত্ব দেওয়া অত্যাবশ্যক। প্রতিবেদনের নির্দিষ্ট শ্রেণিবিভাগ নেই। বিভিন্ন প্রেক্ষাপটে প্রতিবেদন নানা রকম হতে পারে। নবম-দশম শ্রেণিতে প্রতিবেদনকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। যথা : সংবাদ প্রতিবেদন, তদন্ত প্রতিবেদন ও সাধারণ প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। সংবাদ প্রতিবেদন লেখার কৌশল শিরোনাম ছাড়া সংবাদ প্রতিবেদন হয় না। এটা খুবই গুরুত্বপূর্ণ। খবরের একটি সংক্ষিপ্ত বিষয়বস্তু শিরোনামে প্রকাশ পায়। শিরোনাম দেখেই পাঠক সিদ্ধান্ত নেন, খবরটি তিনি পড়বেন কি-না। প্রতিবেদকের নাম বা পদবী, প্রতিবেদন তৈরির স্থান ও ঘটনার একটা সংক্ষিপ্ত বিষয়বস্তু নিয়ে শুরু হয় সংবাদ প্রতিবেদন। এটা দু’তিন লাইনের মধ্যে শেষ হয়ে থাকে। এরপরের অংশে বিস্তারিত বর্ণনা লিখতে হয়। সংবাদ প্রতিবেদন লেখার সুবিধা হলো Ñ এতে শুধু শিরোনাম লিখেই সরাসরি মূল লেখায় চলে যাওয়া যায়। এ ধরনের প্রতিবেদন লিখতে গিয়ে সম্পাদকের নিকট আনুষ্ঠানিক পত্র কিংবা খাম আঁকার প্রয়োজন নেই। প্রশ্নে সংবাদপত্র বা প্রতিবেদকের নাম থাকলে সেটা অনুসরণ করতে হবে। আর তা না থাকলে কাল্পনিক নাম ব্যবহার করা যেতে পারে। সাধারণ প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার কৌশল

一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一
কাব্যগন্থ মহাপৃথিবী
mozahid
10/7/2018,thuesday