ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। বাংলায় ফলা চিহ্ন ৭ টি
য-ফলা (্য) : ব্যাঙ,খ্যাতি,সহ্য । |
ন-ফলা (ন /ন): বিভিন্ন, যত্ন, রত্ন |
ব-ফলা (্ব) :পক্ব,বিশ্ব াশ্ব । |
ণ-ফলা (ণ):পুবাহ্ণ অপরাহ্ণ |
ম-ফলা (ম): পদ্ম,সম্মান , স্মরণ |
ল-ফলা (ল) :ক্লান্ত, ম্লান , অম্ল |
র -ফলা (্র):প্রমাণ,শ্রান্ত,ক্রয় |
----- |
ফলাযোগে শব্দঃ আহ্বান,অব্বা,অম্মা,হাম্বা,মধ্যাহ্ণ,গোস্বা,গোব্বারা ,কম্বল,সম্বল,অম্বর,অশ্ব,আশ্বিন,ব্যাথা,জেব্রা,ব্রাশ,ট্রুথ ব্রাশ,ব্রেক,
সাধুও ও চলিত ভাষার পাঁচটি করে পার্থক্য লেখ ? :
১. সাধুভাষা লিখিতভাবে ভাব প্রকাশের সর্বজন স্বীকৃত সাধারণ রূপ। |
১. সমাজের পারস্পরিক ভাব বিনিময় ও কথোপকথনের উপযুক্ত বাহন হলো চলিত ভাষা। |
২. সাধু ভাষা ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়মের অনুসারী। |
২. কিন্তু চলিত ভাষা ব্যাকরণের সকল নিয়ম মেনে চলে না। |
৩. সাধুভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি। |
৩.অন্যদিকে,চলিত ভাষায় তদ্ভব,অর্ধতদ্ভব ও বিদেশী শব্দের প্রয়োগ বেশি। |
৪. সাধু ভাষায় অপিনিহিত ও অভিশ্রুতির ব্যবহার |
৪.চলিত রীতিতে এদের প্রয়োগ করা হয়। |
৫. সাধু ভাষা অপরিবর্তনীয়। |
৫. চলিত ভাষা পরিবর্তনীয়। |
৬. সাধু ভাষা বেশ প্রাচীন। |
৬.চলিত ভাষা অপেক্ষাকৃত আধুনিক। |
৭.সাধুভাষায় সর্বনাম পদ পূর্ণরূপে ব্যবহৃত হয়। |
৭. চলিত রীতিতে সর্বনামগুলো সংকুচিত রূপে ব্যবহৃত হয়। যেমন- এ, সে, এরা, তারা ইত্যাদি। |
৮. সাধু ভাষা সাধারণ কথাবার্তা,বক্তৃতা ও নাটকের সংলাপের উপযোগী নয়। |
৮.চলিত ভাষা সাধারণ কথাবার্তা,বক্তৃতা,নাটকের ও সংলাপের উপযোগী। |
৯. সাধু ভাষা কোন অঞ্চল বিশেষের প্রভাবাধীন নয় |
৯.কিন্তু চলিত ভাষা আঞ্চলিক প্রভাবাধীন। |