ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এইচএসসি
জ্ঞানমুলক প্রশ্ন
প্রথম অধ্যায়
১.তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয় ১৮৯২ সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘঠিত হয়
২.আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন? আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন দাহির
৩.সুলতান মাহমুদ কোন রাজ্যের শাসনকর্তা ছিলেন? সুলতান মাহমুদ গজনির শাসনকর্তা ছিলেন।
৪. অরবরা সিন্ধু বিজয়ের পূর্বে কোন কোন অঞ্চল দখল করেন? আরবরা সিন্ধু পূর্বে বুখারা, সমরখন্দ, ফারগানা ,দখল করেন
৫.রাজা দাহির কিভাবে মারা যান ? রাজা দাহির তরবারির আঘাতে মারা যান
৬.কত খৃষ্টাব্দে আরব বাহিনী মুলতান দখল করে ? ৭১৩ খ্রিষ্টাব্দে আরব বাহিনী মুলতান দখল করে
৭.কত খৃষ্টাব্দে আরব বাহিনী মুলতান দখণ করে? ৭১৩ খৃষ্টাব্দে
৮.রাজা দাহিরের দুই কন্যা মুহাম্মদ বিন কাসিমের বিরুদ্ধে কী অভিযোগ করেন? শ্লীলতাহানির অভিযোগ করেন
৯.সিন্ধু বিজয়ের ফলে সামাজিক ক্ষেত্রে কী পরির্বতন লক্ষ করা যায়? সিন্ধু বাসীর দৈনন্দিন জীবনে আরবীয় বৈশিষ্ট্যের প্রবেশ ঘটে
১০.আরবগণ সর্বপ্রথম দাবা খেলা শিক্ষা গ্রহণ করেন ? হিন্দুদের নিকট হতে দাবা খেলা
১১.গজনি বংশের প্রতিষ্ঠাতা কে? গজনি বংশের প্রতিষ্ঠা্তা সুবক্তগীন