সঠিক উত্তর ক.সাধুরা
সঠিক উত্তর ক.যুক্তিনিষ্ঠ মনোভঙ্গি
সঠিক উত্তর ঘ.ওয়েলিংটন
সঠিক উত্তর খ) ঐতিহ্যবোধ
সঠিক উত্তর ক) রোগ
সঠিক উত্তর ক)সমাজতান্ত্রিক
সঠিক উত্তর খ) দারিদ্র
সঠিক উত্তর গ) হুকা
সঠিক উত্তর খ) সাহিত্যরত্ন
সঠিক উত্তর: গ) বঙ্গদর্শন
সঠিক উত্তর: ক) দুর্গেশনন্দিনী
সঠিক উত্তর: খ.কৃপণ ধনীর
সঠিক উত্তর: ক) ন্যায়শাস্ত্রে পন্ডিত ব্যক্তি
সঠিক উত্তর: ঘ) অধিকার চেতনা
সঠিক উত্তর: গ) বিড়াল
সঠিক উত্তর: ক) সমাজতান্ত্রিক
সঠিক উত্তর: ক)ব্যঙ্গ
সঠিক উত্তর:ক) সাধুরা
সঠিক উত্তর: ঘ) নির্বিকারত্ব
সঠিক উত্তর: ঘ) তার স্বভাব জানা ছিল বলে
সঠিক উত্তর: ক)সমাজের শ্রেণী বৈষম্য
সঠিক উত্তর: ঘ) তার স্বভাব জানা ছিল বলে
সঠিক উত্তর: খ) কমলাকান্তের দপ্তর
সঠিক উত্তর: গ)মানুষ
সঠিক উত্তর: ঘ) দুর্দশাগ্রস্ত বোঝাতে
সঠিক উত্তর: খ) মেও
সঠিক উত্তর: খ) মঙ্গলা
সঠিক উত্তর: গ) আফিম
সঠিক উত্তর: খ)
সঠিক উত্তর: খ) উপন্যাস
এলাকায় একজন ধনী ব্যক্তি এলে তাঁর সেবা করার জন্য সাধারণ জনগণ হুমড়ি খেয়ে পড়ল। উত্সুক জনতার ধাক্কায় ক্ষুধার্ত ভিক্ষুকটি রাস্তায় পড়ে কাতরাচ্ছিল। সেদিকে কারো খেয়াল নেই।
সঠিক উত্তর: খ)তেলা মাথায় তেল দেওয়া
সঠিক উত্তর: খ) অনাহারী মার্জারের
৯। ‘বিড়াল’ রচনায় মূলত কে চুরি করে? ক) অভাবী ব্যক্তি খ) কৃপণ ধনী গ) সাধু ঘ) সৎ ব্যক্তি ১০। ‘বিষবৃক্ষ’ কী জাতীয় রচনা? ক) নাটক খ) উপন্যাস গ) প্রবন্ধ ঘ) ছোটগল্প উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও : এলাকায় একজন ধনী ব্যক্তি এলে তাঁর সেবা করার জন্য সাধারণ জনগণ হুমড়ি খেয়ে পড়ল। উত্সুক জনতার ধাক্কায় ক্ষুধার্ত ভিক্ষুকটি রাস্তায় পড়ে কাতরাচ্ছিল। সেদিকে কারো খেয়াল নেই। ১১। ধনী ব্যক্তির সেবায় ‘বিড়াল’ রচনার যে ভাবটি প্রকাশ পায়— ক) শ্রদ্ধা করা খ) তেলা মাথায় তেল দেওয়া গ) ভক্তি করা ঘ) সাদর সম্ভাষণ জানানো ১২। উল্লিখিত ক্ষুধার্ত লোকটির মাঝে ‘বিড়াল’ রচনায় কার চিত্র ফুটে উঠেছে? ক) কমলাকান্তের খ) অনাহারী মার্জারের গ) নসিরাম বাবুর ঘ) অসুস্থ লোকের ১৩। ‘বিড়াল’ রচনায় গাভির দুগ্ধ কে সংগ্রহ করে? ক) মঙ্গলা খ) প্রসন্ন গ) মার্জার ঘ) কমলাকান্ত ১৪। ‘বিড়াল’ বঙ্কিমচন্দ্রের একটি অনবদ্য সৃষ্টি। এ রচনায় ফুটে উঠেছে— i. বঞ্চিতদের বক্তব্য ii. ধনিক শ্রেণির বৈশিষ্ট্য iii. ধর্মীয় অনুভূতি নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ১৫। ‘অদ্য আর কাহারও হাঁড়ি খাইও না’—উক্তিটি কার? ক) প্রসন্নের খ) মার্জারের গ) নসিরামের ঘ) কমলাকান্তের ১৬। ‘বিড়াল’ রচনায় কাকে আফিমখোর বলা হয়েছে? ক) মার্জারকে খ) কমলাকান্তকে গ) ডিউককে ঘ) নেপোলিয়নকে ১৭। ‘বিড়াল’ রচনায় কমলাকান্তকে কিভাবে উপস্থাপন করা হয়েছে? ক) বিচারক খ) নেশাখোর গ) বীরপুরুষ ঘ) কাপুরুষ ১৮। মার্জারের মতে কার দণ্ড হয়? ক) বিড়ালের খ) চোরের গ) বিচারকের ঘ) কমলাকান্তের ১৯। বিড়াল কার দুধ খেয়েছিল? ক) মার্জারের খ) প্রসন্নের গ) মঙ্গলার ঘ) ডিউকের ২০। ‘তেলা মাথায় তেল দেওয়া’—এতে কী প্রকাশ পায়? ক) সেবা করা খ) চাটুকারিতা গ) হঠকারিতা ঘ) বুদ্ধিমত্তা ২১। ‘জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ’—‘বিড়াল’ রচনায় কার কণ্ঠের প্রতিধ্বনি? ক) অনাহারী মার্জারের খ) কমলাকান্তের গ) সোহাগী বিড়ালের ঘ) চোরের ২২। সমাজে ধনী ব্যক্তিরা কার জন্য ভোজের আয়োজন করে থাকেন? ক) দারিদ্র্যের খ) মধ্যবিত্তদের গ) পণ্ডিতদের ঘ) যাদের খেতে বললে বিরক্ত হয় ২৩। কমলাকান্ত কাকে সমাজতান্ত্রিক মনে করেছেন? ক) মার্জারকে খ) ডিউককে গ) নিজেকে ঘ) বিচারককে ২৪। ‘একজন পাঁচজনের আহার্য সংগ্রহ করিবে কেন?’—এখানে ‘একজনের’ স্বরূপ কী? ক) লোভী খ) ডাকাত গ) ধনী ঘ) ধার্মিক ২৫। ওয়েলিংটন কে ছিলেন? ক) লেখক খ) নাট্যকার গ) দার্শনিক ঘ) বীরযোদ্ধা ২৬। বিচারককে উপবাস থাকতে বলা হয়েছে কেন? ক) মার্জারকে চেনার জন্য খ) বেশি না খাওয়ার জন্য গ) অনাহারের মর্ম বোঝার জন্য ঘ) ন্যায়বিচার করার জন্য ২৭। কমলাকান্তের আনন্দ কোথায়? ক) মার্জারকে মারতে পেরে খ) আফিম খেতে পেরে গ) চোরকে শাস্তি দিয়ে ঘ) একজনকে ভালো পথে আনতে পেরে ২৮। কমলাকান্ত কী হাতে ঝিমাচ্ছিলেন? ক) হুক্কা খ) বই গ) যষ্ঠি ঘ) বিড়ি ২৯। ‘রাধা রাণী’ কোন ধরনের রচনা? ক) উপন্যাস খ) প্রবন্ধ গ) কাব্যগ্রন্থ ঘ) নাটক ৩০। নেপোলিয়নকে কোথায় নির্বাসন দেওয়া হয়েছিল? ক) সেন্ট মার্টিন দ্বীপে খ) সেন্ট হেলেনা দ্বীপে গ) মথুরায় ঘ) জেরুজালেমে উত্তর ১. ক ২. খ ৩. খ ৪. গ ৫. ক ৬. খ ৭. খ ৮. ক ৯. খ ১০. খ ১১. খ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. খ ১৭. খ ১৮. খ ১৯. গ ২০. খ ২১. ক ২২. ঘ ২৩. ক ২৪. গ ২৫. ঘ ২৬. গ ২৭. ঘ ২৮. ক ২৯. ক ৩০. খ।
Lorem ipsum dolor.