নমুনা প্রশ্ন: ইন্টারনেটের সুফল-কুফল বিষযে পিতা -পু্ত্রও মায়ের মধ্যে সংলাপ রচনা কর।
উত্তর :বাবা:কীরে হিমেল ঘুমাসনি এখনো ? তোর ঘরে এখনও লাইট জ্বলছে।
হিমেল: না বাবা ঘুমাইনি। একটু নোট ব্রাউজ করছি।
বাবা: রাত বারটা বাজে ।এখন শুয়ে পড়। সকালে উঠতে হবে।
হিমেল : বাবা আধ ঘন্টা শুয়ে পড়ব। একটা অ্যাসাইনমেন্টের কাজ করছি।
বাবা: কেন বই পত্র নাই।
হিমেল : না বাবা স্যারের দেওয়া অ্যাসাইনমেন্টি বইয়ে পাচ্ছি না।নেটে দেখছি পাওয়া যায় কি না।
বাবা: ঠিক আছে খুজে দেখ। তাড়াতাড়ি শুয়ে পড়িস।
হিমেল : ঠিক আছে বাবা ,তুমি আর মা শুয়ে পড়।
বাবা: (মায়ের সাথে ) আজকাল ছেলেমেয়েরা কেন যে সারাদিন নেট ঘাঁটাঘাঁটি করে কিছু বুঝি না । বইও কেনে আরার নেটও দেখে।মাঝে মাঝে এটা ঠিক আছে । কিন্তু প্রতিদিন রাত-বিরাত ঘণ্টার পর ঘণ্টা কি করে বোঝা মুশকিল। বুঝেছ হিমেলের মা , ইণ্টানেটের সুবিধা যেমন আছে তেমনি অসুবিধাও আছে।ছেলের দিকে একটু খেয়াল রেখো।
নমুনা: ১ প্রশ্ন পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
২.সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
৩.উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী দুই বন্ধুর মধ্যে ্একটি সংলাপ তৈরি কর।
৪.সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে দু বন্ধুর কথোপকথর রচনা কর।
৫.সংবাদপত্র পাঠের উপকারিতা সম্পর্কে তিন সহপাঠীর সংলাপ রচনা কর।