সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

নূরুরদীনের কথা মনে পড়ে যায়


Girl in a jacket
বহুর্নিবাচনী প্রশ্ন

 ১।    সৈয়দ শামসুল হক কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
     ক. ১৯৯০    খ. ১৯৩৪
     গ. ১৯৩৫    ঘ. ১৯৩৬
২।    সৈয়দ শামসুল হক বিবিসির কোন বিভাগের প্রযোজক ছিলেন?
     ক. বাংলা    খ. ইংরেজি
     গ. উর্দু ঘ. আরবি
৩।    ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় আকাশের রং কেমন ছিল?
     ক. ধূসর     খ. সাদা
     গ. নীল     ঘ. কালো
৪।    ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় হাজার হাজার কিসের কথা বলা হয়েছে?
     ক. তারা     খ. মানুষ
     গ. হেক্টর জমি ঘ. বন্দুক
৫।    সৈয়দ শামসুল হক কোথায় কালঘুমের কথা বলেছেন?
     ক. চেতনায়   খ. বিবেকে
     গ. বাংলায়   ঘ. অহমিকায়
৬।    নূরলদীনের বাড়ি কোথায় ছিল?
     ক. রংপুর    খ. দিনাজপুর
     গ. জামালপুর  ঘ. পিরোজপুর
৭।    রংপুরে নূরলদীন কত বঙ্গাব্দে ডাক দিয়েছিলেন?
     ক. ১১৮৮    খ. ১১৮৯
     গ. ১১৯০    ঘ. ১১৯১
৮।    কী লুট হয়ে গেলে কবির নূরলদীনের কথা মনে পড়ে?
     ক. সম্পদ    খ. স্বর্ণালংকার
     গ. অর্থ     ঘ. স্বপ্ন
৯।    কবি সৈয়দ শামসুল হক কোন প্রান্তরে সবাইকে আসতে বলেছেন?
     ক. সবুজ    খ. সংকীর্ণ
     গ. প্রশস্ত     ঘ. যুদ্ধের
১০।   সমস্ত নদীর অশ্রু অবশেষে কোথায় গিয়ে মিশে?   
     ক. যমুনায়   খ. মেঘনায়
     গ. পদ্মায়    ঘ. ব্রহ্মপুত্রে
১১।   ‘জাগো বাহে কোনঠে সবায়’—এই ডাকটি কে দেবে বলে কবি প্রত্যাশা করেন?
     ক. নূরউদ্দীন  খ. নূরলদীন
     গ. মনির উদ্দীন ঘ. নমির উদ্দীন
১২।   ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্য নাটকটির রচয়িতা কে?
     ক. কাজী নজরুল ইসলাম    
খ. আল মাহমুদ
     গ. সুফিয়া কামাল    
ঘ. সৈয়দ শামসুল হক
১৩।   কেন কবির স্বপ্ন লুট হয়ে যায়?
     ক. অহংকারে 
খ. অভাবে
     গ. দালালের কারণে  
ঘ. নিষ্পেষণে 
১৪।   বাঙালির মুক্তির সংগ্রাম বলতে বোঝায়—
     ক. ১৯৪৭ সাল খ. ১৯৫২ সাল
     গ. ১৯৬৯ সাল ঘ. ১৯৭১ সাল
১৫।   নূরলদীন একদিন কাল পূর্ণিমায় ডাক দেবেন কেন?
     ক. সংগঠিত হতে    
খ. যুদ্ধ করতে
     গ. সংগ্রাম করতে    
ঘ. ইতিহাস বলতে
১৬।   ‘হানা দেওয়া’ বলতে কী বোঝানো হয়েছে?
     ক. লুট করা  
খ. নিপীড়ন করা
     গ. আক্রমণ করা    
ঘ. জুলুম করা
১৭।   কবি সৈয়দ শামসুল হক ‘আমারই দেশ’ বলতে কোন দেশকে বুঝিয়েছেন?
     ক. পাকিস্তান  খ. ভারত
     গ. মালদ্বীপ   ঘ. বাংলাদেশ
১৮।   ‘যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়’—এখানে কাদের শকুন বলা হয়েছে?
     ক. ব্রিটিশদের  খ. পাকিস্তানিদের
     গ. পর্তুগিজদের ঘ. পুঁজিবাদীদের
১৯।   নূরলদীন কেন শ্রমজীবী মানুষের সঙ্গে মিশে যাবে?
     ক. অত্যাচার বন্ধ করতে     
     খ. কূটবুদ্ধি দিতে
     গ. অর্থ আদায় করতে 
     ঘ. চেতনা জাগাতে
২০।   নূরলদীনের ডাকে বাংলার মানুষ জেগে উঠেছিল কেন?
     ক. মুক্তির জন্য
খ. অর্থের জন্য
     গ. ক্ষমতার জন্য    
ঘ. সম্মানের জন্য
২১।   সৈয়দ শামসুল হক প্রযোজক হিসেবে কাজ করতেন যে রেডিওতে—
     ক. সিএনএন  খ. বিবিসি
     গ. রয়টার্স    ঘ. আল-জাজিরা
২২।   নূরলদীন চরিত্রটিকে কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
     ক. চেতনা    খ. আদর্শ
     গ. লক্ষ্য     ঘ. অহংকার
২৩।   ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় জ্যোত্স্নাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
     ক. দুধ খ. চুন
     গ. ডিম     ঘ. বক
২৪।   ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় কোন নদীর নাম উল্লেখ রয়েছে?
     ক. যমুনা    খ. মেঘনা
     গ. ব্রহ্মপুত্র   ঘ. ধলেশ্বরী
২৫।   ‘বাহে’ রংপুর অঞ্চলে কী অর্থে ব্যবহৃত হয়?
     ক. গালি অর্থে 
খ. সম্বোধন অর্থে
     গ. সম্মান অর্থে
ঘ. ভ্রাতা অর্থে
২৬।   ‘আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে’—এখানে কবি সৈয়দ শামসুল হকের কোন মনোভাবটি প্রকাশ হয়েছে?
     ক. অনুরোধ   খ. ইচ্ছা
     গ. সংগঠিত করা     ঘ. জাগ্রত করা
২৭।   ‘জাগো বাহে কোনঠে সবায়’—বাক্যটির মধ্য দিয়ে বাংলার মানুষের কোন দিকটি ফুটে উঠেছে?
     ক. কাপুরুষতা
খ. সংঘবদ্ধতা
     গ. আরামপ্রিয়তা    
ঘ. ঐতিহ্য
২৮।   ‘যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়’—বাক্যটিতে বাংলার কোন সংগ্রামের পথকে উন্মোচিত করেছে?
     ক. ভাষা     খ. চেতনার
     গ. স্বাধীনতা  ঘ. ধর্মীয়
২৯।   ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় প্রথম অংশে কোন ধরনের বিষয় ফুটে উঠেছে?
     ক. প্রকৃতির অপরূপ সৌন্দর্য
     খ. মাতৃভূমির প্রতি ভালোবাসা
     গ. স্বদেশপ্রেম
     ঘ. জীবনালেখ্য
৩০।   সৈয়দ শামসুল হক ছিলেন—         
     i. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র    
ii. ইংরেজি বিভাগের ছাত্র
     iii. সাংবাদিক
     নিচের কোনটি সঠিক?
     ক. i ও ii        খ. i ও iii
     গ. ii ও iii    ঘ. i, ii ও iii
৩১।   সৈয়দ শামসুল হকের কাব্যগ্রন্থ হিসেবে গ্রহণযোগ্য হলো—
            i. বৈশাখে রচিত পঙিক্তমালা    
ii. প্রতিধ্বনিগণ
     iii. ঈর্ষা
     নিচের কোনটি সঠিক?
     ক. i ও ii    খ. i ও iii
     গ. ii ও iii   ঘ. i, ii ও iii
৩২।   ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতার আকাশের নিচে রয়েছে—
     i. গ্রাম রর. গঞ্জ
     iii. লোকালয়
     নিচের কোনটি সঠিক?
     ক. i ও ii    খ. i ও iii
     গ. ii ও iii   ঘ. i, ii ও iii
    
     নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
     ‘রহিমের সংসারে সুখের অন্ত নেই। কিন্তু হঠাৎ তার সংসারে নেমে আসে ভীষণ বিপদ। এক বিপথগামী তরুণ তার দরজায় শব্দ করে। তখন রহিম সগিরের কথা মনে করে, তার ডাকে সাড়া দেওয়ার কথা মনে করে।’
৩৩।   ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতার কার সঙ্গে সগিরের সাদৃশ্য রয়েছে?
     ক. নূরলদীনের খ. কবির
     গ. মুক্তিযোদ্ধাদের    ঘ. দালালদের
৩৪।   উপরিউক্ত চরিত্রটি হলো—
     i. প্রতিবাদী   
ii. সাহসী
            iii. সাম্রাজ্যবাদবিরোধী
     নিচের কোনটি সঠিক?
     ক. i ও ii     খ. i ও iii
     গ. ii ও iii   ঘ. i, ii ও iii

     নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
     ‘আজ দেশ আবারও এক সংকটে পতিত হয়েছে। আজ থেকে চার দশক আগেও বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েছিল পুরো বাঙালি জাতি। আজ জাতি আবারও বঙ্গবন্ধুর প্রয়োজন অনুভব করছে।’
৩৫। উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন কবিতার সঙ্গে সাদৃশ্য রয়েছে?
     ক. সেই অস্ত্র  
খ. ফেব্রুয়ারি ১৯৬৯
     গ. নূরলদীনের কথা মনে পড়ে যায়    
     ঘ. আমি কিংবদন্তির কথা বলছি
৩৬।   উপরিউক্ত উত্তরের মূল বিষয়বস্তু হলো—
     i. মুক্তির সংগ্রাম
ii. স্বাধীনতা সংগ্রাম
            iii. ভাষা সংগ্রাম
     নিচের কোনটি সঠিক?
     ক. i ও ii    খ. i ও iii
     গ. ii ও iii   ঘ. i, ii ও iii
    
     নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
     ‘আজ সমাজে অন্যায়-অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তাদের এই নিষ্পেষণ, নিপীড়ন থেকে মুক্তির জন্য একজন কাণ্ডারি প্রয়োজন। যে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে নিজেকে অন্যের প্রয়োজনে বিলিয়ে দেবে।’
৩৭। উদ্দীপকের বিষয়বস্তুর সঙ্গে মিল রয়েছে নিচের কোন কবিতার?
     ক. নূরলদীনের কথা মনে পড়ে যায়
     খ. আমি কিংবদন্তির কথা বলছি
     গ. তাহারেই পড়ে মনে
     ঘ. সেই অস্ত্র
৩৮। উপরিউক্ত উত্তরের কবিতার চরিত্রে মিশ্রণ ঘটেছে—
     i. করুণা
ii. সাহস
     iii. ক্ষোভ
     নিচের কোনটি সঠিক?
     ক. i ও ii          খ. i ও iii
     গ. ii ও iii   ঘ. i, ii ও iii

     নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
     ‘অনেক দিন আগে সফিক সাহেবের ডাকে উত্তরবঙ্গের মানুষ নদীর জলের মতো একত্রিত হয়েছিল তাদের মুক্তির জন্য। আজ যখন আবার তারা সমস্যায় জর্জরিত, তখন তারা সফিক সাহেবের উপস্থিতি কামনা করছে।’
৩৯।   উদ্দীপকের ভাববস্তুর সঙ্গে সাদৃশ্য রয়েছে তোমার পঠিত কোন কবিতার?
     ক. আমি কিংবদন্তির কথা বলছি  খ. তাহারেই পড়ে মনে
     গ. সেই অস্ত্র
ঘ. নূরলদীনের কথা মনে পড়ে যায়
৪০।   উপরিউক্ত উত্তরের কবিতার কবি হলেন—
     i. সাংবাদিক   
ii. গীতিকার
     iii. প্রযোজক
     নিচের কোনটি সঠিক?
     ক. i ও ii        খ. i ও iii
     গ. ii ও iii   ঘ. i, ii ও iii

উত্তরগুলো মিলিয়ে নাও
১. গ ২. ক ৩. গ ৪. ক ৫. গ ৬. ক
৭. খ ৮. ঘ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. ঘ
১৩. গ ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. ঘ
১৮. খ ১৯. ঘ ২০. ক ২১. খ ২২. ক
২৩. ক ২৪. গ ২৫. খ ২৬. ক ২৭. খ
২৮. গ ২৯. ক ৩০. ঘ ৩১. ক ৩২. ঘ
৩৩. ক ৩৪. ঘ ৩৫. গ ৩৬. ক ৩৭. ক
৩৮. গ ৩৯. ঘ ৪০. ঘ