বাংলা বিষয়ে লেখাপড়া
এইচ,এস,সি বাংলা প্রথম ওদ্বিতীয় পত্র
১২ টি করে গদ্য এবং পদ্য- এইচ এস সি ২০১৬-২০১৭-পরীক্ষা ২০১৮সাল ,২০১৭-২০১৮পরীক্ষা ২০১৯সাল।সিলেবাসে মোট গদ্যওপদ্য সর্বমোট ২৪টি থাকবে
এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ এপ্রিল থেকে শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। বুধবার(৭ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২০১৮ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচি অনুমোদন করে তা প্রকাশ করেছে।
সূচি অনুযায়ী, ১৪ থেকে ৩০ মে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই
পরীক্ষার হলে নিজ আসনে গিয়ে বসতে হবে।এবারও শুরুতে বহুনির্বচনি (এমসিকিউ) অংশ এবং পরে রচনামূলক অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩০ নম্বরের বহুনির্বচনি পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় আড়াই ঘণ্টা।
গদ্য-
১ বিড়াল
২ অপরিচিতা
৩ চাষার দুক্ষু
৪ আহ্বান
৫ আমার পথ
৬ জীবন ও বৃক্ষ
৭ মাসি-পিসি
৮ বায়ান্নর দিনগুলো
৯ জাদুঘরে কেন যাব
১০ রেইনকোট
১১ মহাজাগতিক কিউরেটর
১১ নেকলেস।
পদ্য-
১ বিভীষনের প্রতি মেঘনাথ
২ ঐকতান
৩ সাম্যবাদী
৪ এই পৃথিবীতে এক স্থান আছে
৫ তাহারেই মনে পরে
৬ সেই অস্র
৭ আঠারো বছর বয়স
৮ ফেব্রুয়ারি ১৯৬৯
৯ আমি কিংবদন্তির কথা বলছি
১০ নূরুলদীনের কথা মনে পরে যায়
১১ লোক-লোকান্তর
১২ রক্তে আমার অনাদি অস্থি
উপন্যাস লালসালু
নাটক সিরাজুদৌলা