বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮

এইচ এস ‍ সি মানবন্টন




                       بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

এইচ,এস ,সি  সমমান পরীক্ষা নম্বর বিভাজন (২০১৭ থেকে  র্কাযকর)
                                               বাংলা ১ম পত্র পূর্ণমান--১০০                                                      সময় ৩ ঘন্টা

১. সুজনশীল প্রশ্নের জন্য ৭০ এবং বহুর্নি বাচনী প্রশ্নের জন্য ৩০ নম্বর বরাদ্ধ আছে
২.প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য  ১০ নম্বর এবং বহুর্নিবাচনী প্রশ্নের জন্য ১ নম্বর ।

৩.সৃজনশীল প্রশ্ন:
   ১১টি প্রশ্ন থাকবে
গদ্য অংশ থেকে ৪টি, কবিতা অংশ থেকে ৩টি ,উপন্যাস থেকে ২টি,ও নাটক হতে ২টি প্রশ্ন থাকবে=১১টি

(গদ্য অংশ থেকে ২টি, কবিতা অংশ থেকে ২টি, উপন্যাস থেকে ১টি,ও নাটক হতে ১টি সহ মোট=৭টি উত্তর দিতে হবে)


৪.বহুর্নিবাচনী প্রশ্ন:

৩০টি প্রশ্ন থাকবে।
(গদ্যাংশ থেকে ১২টি কবিতাংশ থেকে ১২টি   উপন্যাসওনাটক হতে ৩টি করে প্রশ্ন থাকবে।)
সকল প্রশ্নের  উত্তর দিতে হবে ।

বাংলা ২য় পত্র পূর্ণমান--১০০                                        সময়  ৩ ঘন্টা                                                                                                                                   

ব্যকরণ ৩০
ক) বাংলা উচ্চারণ  নিয়ম                            ৫নম্বর
খ) বাংলা বানানের নিয়ম                             ৫নম্বর
গ) বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি            ৫নম্বর
ঘ) বাংলা শব্দগঠন (উপসর্গ,প্রত্যয় , সমাস)    ৫নম্বর
ঙ) বাক্যতত্ব                                             ৫ নম্বর
চ) বাংলা  ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধপ্রয়োগ     ৫নম্বর

র্নিমিতি :৭০ নম্বর
ক) পারিভাষিক শব্দে  থেকে ১টি
এবং অনুবাদ ইংরেজী থেকে বাংলা
               ( ১টির উত্তর দিতে হবে)---------------------------------   ১০ নম্বর

খ)দিনলিপি লিখন ও অভিঞ্জতা বর্ণনা  থেকে  ১টি
এবং ভাষণ রচনা ওপ্রতিবেদন রচনা থেকে   ১টি  মোট ২ট প্রশ্ন থাকবে
              ( ১টি প্রশ্নের উত্তর দিতে হবে )  ---------------------------     ১০নম্বর

গ) বৈদ্যুতিক চিঠি অথবা ক্ষুদে র্বাতা থেকে
এবং পত্রলিখন অথবা আবেদনপত্র থেকে ১টি   মোট  ২টি প্রশ্ন থাকবে
              (   ১টি প্রশ্নের উত্তর দিতে হবে) ---------------------------  ১০ নম্বর

ঘ) সারাংশ , সারর্মম ও সারসংক্ষেপ থেকে ১টি এবং
 ভাবসম্প্রসারণ থেকে ১টি                            মোট ২টি প্রশ্ন থাকবে
                 (   ১টি প্রশ্নের উত্তর দিতে হবে)      ---------------------     ১০ নম্বর

ঙ) সংলাপ  রচনা থেকে ১টি  এবং ক্ষুদে গল্প রচনা থেকে ১টি
                                                               মোট ২ টি প্রশ্ন থাকবে
                     (   ১টি প্রশ্নের উত্তর দিতে হবে) ------------------------- ১০নম্বর

                                                                পাাঁচটি রচনা থাকবে
** প্রবন্ধ- নিবন্ধ রচনা;৫টি বিকল্প থাকবে , (১টির উত্তর দিতে হবে) ----------২০ নম্বর

[সূত্র; নিঅ/ক/তুআ.ব্ল ডিফট্রেক্স্  ২২.২.২০১৮]



শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ এইচ.এস.সি সকল বিষয় নিয়ে আলোচনা করা হলো-
২০১৭ খ্রিস্টাব্দ থেকে এইচএসসি এবং সমমানের পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে ১০ নম্বর বৃদ্ধি ও বহুনির্বাচনী প্রশ্নে ১০ নম্বর কমিয়েছে সরকার। পরিবর্তন করা হয়েছে পরীক্ষার সময় বন্টন।থাকছে না বহুনির্বাচনী ও সৃজনশীল পরীক্ষার মধ্যেকার বিরতি। এইচএসসি পরীক্ষায় নতুন মান বন্টনে উল্লেখ আছে ব্যবহারিক বিষয়সমূহে ৮ প্রশ্নের মধ্যে ৫ টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ২৫ টি।প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে । ব্যবহারিক অংশে থাকবে ২৫ নম্বর । অর্থাৎ সৃজনশীল ৫০, বহুনির্বাচনী ২৫ এবং ব্যবহারিক ২৫, সর্বোমোট ১০০ নম্বর।
এছাড়া যেসকল বিষয়ে ব্যবহারিক নেই সেইসকল বিষয়ে সৃজনশীল প্রশ্ন থাকবে ১১ টি, উত্তর দিতে হবে ৭ টি প্রশ্নের ।এবং বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ৩০ টি প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ সৃজনশীল ৭০, বহুনির্বাচনী ৩০, সর্বোমোট ১০০ নম্বর।