কবি পরিচিতি:
সংক্ষিপ্ত নামঃ গী দ্য মোপাসাঁ।
পূর্ণ নামঃ Henri-Renri-Albert-Gey de Maupassant.
জন্ম তারিখঃ ৫ আগষ্ট, ১৮৫০ খ্রিষ্টাব্দ।
জন্মস্থানঃ নর্মান্ডি, ফ্রান্স।
পিতার নামঃ গুস্তাব দ্য মুপাসাঁ।
মাতার নামঃ লরা লি পয়টিভিন।
সাহিত্য সাধনাঃ পারিবারিক বন্ধু ঔপন্যাসিক গুস্তাব ফ্লবেয়ার এর নির্দেশনা সহযোগিতায় তিনি সাংবাদিকতা ও সাহিত্যের জগতে প্রবেশ করেন।
পেশাঃ সাংবাদিকতা ও সাহিত্য সাধনা।
মৃত্যুঃ ৬ জুলাই, ১৮৯৩ খ্রিষ্টাব্দ।
অনুবাদক পরিচিতি:
নাম-পূর্ণেন্দু দস্তিদার।
জন্ম-১৯০৯ সালের ২০ জুন।
জন্মস্থল - চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে।
পিতা- চন্দ্রকুমার দস্তিদার।
মাতা- কুমুদিনী দস্তিদার।
পেশা- আইনজীবী, লেখক, রাজনীতিবীদ।
প্রকাশিত গ্রন্থ- কবিয়াল রমেশ শীল, স্বাধীনতা। সংগ্রামে চট্টগ্রাম, বীরকন্যা প্রীতিলতা।
অনুবাদ গ্রন্থ-শেখভের গল্প, মোপাসাঁর গল্প।
মৃত্যু- ১৯৭১ সালের ৯ মে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারত যাওয়ার পথে।
মূলভাব নেকলেস:-
নেকলেস গল্পে ফুটে উঠে একজন উচ্চাভিলাষী কিন্তু অহংকারী মানুষের চিত্র। গল্পের মূল চরিত্র সবসময় কীভাবে বিলাসিতা করা যায় তা নিয়েই চিন্তায় ব্যস্ত থাকে। কিন্তু বাস্তবতার মুখোমুখি হওয়ার সাথে সাথেই সে তার ভুল বুঝতে পারে। নেকলেস গল্পটি অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সমাপ্তির জন্য বিপুল জনপ্রিয়তা লাভ করে।
গুরুত্বপূর্ণ টিপস:-
--মাতিলদা বিলাসিতার চিন্তা করে মন খারাপ করে থাকতো।
--অনুষ্ঠানে দাওয়াত পেয়েও খুশি হয়নি মাতিলদা কারণ তার সেই অনুষ্ঠানে যাওয়ার মতো সুন্দর পোশাক ছিল না।
--বান্ধবীর কাছ থেকে গহনা ধার করা।
--‘বল’ নাচের দিনে মাদাম লোইসেলের জয়জয়কার, কারণ সে ছিল সবচেয়ে সুন্দরী, সুরুচিময়ী, সুদর্শনা হাস্যময়ী ও আনন্দপূর্ণ।
--গহনা হারিয়ে ফেলে হতাশ হয়ে পড়া।
-- গহনার মূল্য শোধ করতে গিয়ে কষ্টের জীবন শুরু করা।
--শেষে সত্য জানতে পারা যে সে এতদিন যেটকে হীরার গয়না ভেবেছিল তা হীরার নয়।
--গল্পের নায়কের নাম –মসিঁয়ে/মসিঁয়ে লোইসেল
--গল্পের নায়িকার নাম – মাতিলদা লোইসেল / মাদাম লোইসেল
--মাদাম লোইসেলের বান্ধবীর নাম – মাদাম ফোরস্টিয়ার
--নিয়তির ভুলেই যেন মাদাম লোইসেলের জন্ম হয়েছে – কেরানির ঘরে
-- মাদাম লোইসেলের বিয়ে হয় কার সাথে – শিক্ষা পরিষদ আপিসের এক কেরানির সাথে
-- কীসের অক্ষমতার জন্য সে সাধারণভাবে থাকত – নিজেকে সজ্জিত করার
-- তার শ্রেণির অন্যতম হিসাবে মাদাম লোইসেল কেমন ছিল – অসুখী
-- কাদের কোনো জাতিবর্ণ নেই – সাধারণ পরিবারের মেয়েদের
-- রহিত মাছের রং কি? – গোলাপি
-- কী খেতে সিংহ মানবী প্রলয়লীলার কথা শুনবেন – মুরগির পাখনা
-- সিংহ মানবী কে? – মাদাম লোইসেল
-- মাদাম লোইসেলের প্রিয় – ফ্রক বা জরোয়া গহনা
-- মাদাম লোইসেলের ধনী বান্ধবীটি কে ছিলো – “কনভেন্ট ” ত্রর সহকারী
-- ত্রক সন্ধ্যায় মসিঁয়ে লোইসেল কি নিয়ে ঘরে ফিরল – ত্রকটি বড় খাম
-- “ত্রই যে তোমার জন্য এক জিনিস ত্রনেছি ” উক্তিটি – মসিঁয়ে লোইসেলের
-- পোশাকের জন্য কত ফ্রাঁ লাগবে – চারশত ফ্রাঁ
-- মসিঁয়ের বন্ধুরা গত রবিবারে “ভরতপাখি ” শিকারে কোথায় গিয়রছিলো – নানতিয়ারের সমভূমিতে
-- মসিঁয়ের বন্ধুদের সাথে যোগ দেওয়ার ইচ্ছা – আগামী গ্রীষ্মে
-- মসিঁয়ে চারশত ফ্রাঁ সঞ্চয় করে রেখেছিল – “বন্দুক ” কেনার জন্য
-- লোইসেল দম্পতি বাড়ি ফিরল – ভোর ৪ টায়
-- কারা খুব বেশি ফুর্তিতে মও ছিলো – অন্য তিন জন ভদ্রলোকের স্ত্রী।
-- মসিঁয়ে বিশ্রাম কক্ষে আধঘুম বসেছিল – মধ্যরাত্রি পর্যন্ত
-- হতাশ হয়ে কাপঁতে কাপঁতে তারা হাঁটতে থাকল – সিন নদীর দিকে
-- প্যারীতে সন্ধ্যার পর লোকের চোখে পড়ে – নিশাচর দুই যাত্রীর গাড়ি
-- হীরার হারটির মূল্য – ৪০,০০০ ফ্রাঁ
-- হারটি কত ফ্রাঁ দিয়ে আনতে পারবে – ৩৬,০০০ ফ্রাঁ।
-- ফেব্রুয়ারি মাসের ভিতর হারটি ফেরত দিলে তারা কত ফ্রাঁ ফেরত দিবে – ৩৪,০০০ ফ্রাঁ
-- লোইসেলের কাছে ছিলো – ১৮,০০০ ফ্রাঁ
-- মাদাম লোইসেলের নখের রং – গোলাপি
-- ফোরস্টিয়ারের হারটির দাম ছিলো – ৫০০ ফ্রাঁ
১.নেকলেস গল্পের অন্তর্নিহিত তাৎপর্য কোনটি ?
- ক)অহংকারের অহমিকা
- খ)দাম্ভিকতার পরিণাম
- গ)জীবনের রূঢ় বাস্তবতা
- ঘ)বিলাসিতার পরিণাম
- উত্তর:-
- ক) এমিল জোলা
- খ) ইভান তুর্গনেভ
- গ) গী দ্য মোপাসাঁ
- ঘ) পূর্ণেন্দু দস্তিদার
- উত্তর:-
- ক) ১৮৫০-১৮৯২
- খ) ১৮৫০-১৮৯৩
- গ) ১৮৫২-১৯০২
- ঘ) ১৮৫৩-১৮৯৯
- উত্তর:-
- ক) আকাঙ্ক্ষা
- খ) অক্ষমতা
- গ) উচ্চাশা
- ঘ) প্রতিহিংসা
- উত্তর:-
- ক) শামসুর রাহমান
- খ) পুর্ণেন্দু দস্তিদার
- গ) আনিসুজ্জামান
- ঘ) আখতারুজ্জামান
- উত্তর:-
- ক) স্বামী চাকরী হারালে
- খ) পিতা চাকরী হারালে
- গ) দুঃখজনক ঋণের কারণে
- ঘ) পিতার মৃত্যুর কারণে
- উত্তর:-
- ক) খাঁটি সোনার
- খ) নকল সোনার
- গ) খাঁটি হীরার
- ঘ) নকল হীরার
- উত্তর:-
- ক) নুরুল হুদা
- খ) মাদাম লোইসেল
- গ) লোইসেল
- ঘ) লোইসেল ও মাদাম লোইসেল
- উত্তর:-
- ক) La Gaulors
- খ) La Parure
- গ) La Goluois
- ঘ) La Perore
- উত্তর:-
- ক) দুটি-তিনটি
- খ) তিনটি-চারটি
- গ) চারটি-পাঁচটি
- ঘ) একটি-দুটি
- উত্তর:-
- ক)ব্রিটেন
- খ) ফ্রান্স
- গ) রাশিয়া
- ঘ) গ্রিস
- উত্তর:-
- ক)মাদাম লোইসেলের পোশাক কেনা
- খ) কঠোর পরিশ্রম ও ঋণ পরিশোধ
- গ) ছত্রিশ হাজার ফ্রাঁ দিয়ে হার কেনা
- ঘ) বান্ধবীর কাছ থেকে জড়োয়া গহনার ব্যবস্থা করা
- উত্তর:-
- ক)ইংল্যান্ড
- খ)ইতালি
- গ) জার্মানি
- ঘ) ফ্রান্স
- উত্তর:-
- ক) মাদাম লোইসেল
- খ) মসিঁয়ে লেইসেল
- গ) ফোরস্টিয়ার
- ঘ) সকলের
- উত্তর:- ক
- ক) সূখী
- খ) রাগী
- গ) বঞ্চিত
- ঘ) অসূখী
- উত্তর:-
- ক) বল নাচে স্ত্রীর সৌন্দর্য দেখে
- খ) স্ত্রীকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখে
- গ) হীরার হার হারিয়ে যাওয়ায়
- ঘ) আমন্ত্রণ লিপিখানা নিক্ষেপ করতে দেখে
- উত্তর:-
- ক) লোভ করা মহাপাপ
- খ) পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি
- গ) বিলাসিতা জীবনের সব নয়
- ঘ) উচ্চাকাখ্ক্ষা ও লোভের পরিণাম ভয়াবহ
- উত্তর:-
- ক) সিরাজুল ইসলাম
- খ) মুনীর চৌধুরী
- গ) পূর্ণেন্দু দস্তিদার
- ঘ) বুদ্ধদেব বসু
- উত্তর:-পূর্ণেন্দু দস্তিদার
- ক) কেরানির পরিবারে জন্মগ্রহণের জন্য
- খ) স্বামীর অসুস্থতার জন্য
- গ) নিজের বিদঘুটে চেহারার জন্য
- ঘ) পিতার অসুস্থতার জন্য
- উত্তর:- ক
- ক) গর্ব ও উৎসাহ
- খ) আবেগ ও উৎসাহ
- গ) সাফল্য ও আবেগ
- ঘ) গর্ব ও আবেগ
- উত্তর:-
- ক) ফোরস্টিয়ারের
- খ) মাতিলদার
- গ) লোইসেলের
- ঘ) মসিঁয়ে বান্ধবীর
- উত্তর:-
- ক) খুলে দেখল
- খ) রেখে দিলো
- গ) তেমনভাবে খুলে দেখল না
- ঘ) ফেলে দিলো
- উত্তর:-
- ক) প্রতিহিংসা
- খ) ঈর্ষা
- গ) উচ্চাভিলাষ
- ঘ) সিদ্ধান্তহীনতা
- উত্তর:-
- ক) নিকৃষ্ট বা মূল্যহীন
- খ) সাধারণ বা খারাপ
- গ) অতি সামান্য বা কমদামি
- ঘ) সাধারণ বা কৃত্রিম
- উত্তর:-
- ক) অর্থমন্ত্রি
- খ) সংস্কৃতিমন্ত্রি
- গ) কৃষিমন্ত্রি
- ঘ) জনশিক্ষা মন্ত্রি
- উত্তর:-