১.কি হিসেবে মোপাসাঁ খ্যাতি লাভ করেন ?
- ক)গল্পকার
- খ)নাট্যকার
- গ)কবি
- সাংবাদিক
- উত্তর:-গল্পকার
২.কনভেন্ট -এ ধনী বান্ধবীর সাথে দেখা করতে মাদাম লোইসেলের ভালো লাগত না কেন ?
- ক)বান্ধবী অহংকারী বলে
- খ)বান্ধবী সুন্দরী বলে
- গ) ধনী বলে
- ঘ) বান্ধবী জ্ঞানী বলে
- উত্তর:- বান্ধবী ধনী বলে
৩ .যে জীবন মাদাম লোইসেল কামনা করত সেটি কেমন ?
- ক) বিলাসবহুল
- খ) সাধারণ
- গ) দরিদ্র
- ঘ) অবাস্তব
- উত্তর:-ক বিলাসবহুল
৪.মাদাম লোইসেলের নৃত্যের মধ্যে কী লক্ষ করা য়ায় ?
- ক) অভিজ্ঞতাআবেগ
- খ) উৎসাহভয়
- গ) উদ্বেগজড়তা
- ঘ)
- উত্তর:-খ. উৎসাহভয়
৫.নিচের যে বাক্যে মাদাম লোইসেলর প্রতি তার স্বামীির ভালোবাসা প্রকাশ পায় ?
- ক) থামো
- খ) তোমার ঠান্ডা লেগে যাবেকিন্তু লক্ষ্মীটি আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে
- গ) আচ্ছা কী বোকা দেখত আমরা!
- ঘ) সবগুলো
- উত্তর:- ক) থামো
৬.সাহিত্য সাধনার ক্ষেত্রে মোপাঁসার দৃষ্টিভঙ্গি কেমন?
- ক) রাজনৈতিক
- খ) পক্ষপাতী
- গ) ধর্মীয়
- ঘ) নিরপেক্ষ
- উত্তর:- ঘ) নিরপেক্ষ
৭.গী দ্য মোঁপাসা কত সালে জন্মগ্রহন করেণ?
- ক) ১৮৪৭ সালে
- খ) ১৮৪৮ সালে
- গ) ১৮৪৯ সালে
- ঘ) ১৮৫০ সালে
- উত্তর:-ঘ) ১৮৫০ সালে
৮.নেকলেস গল্পে খেলো শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
- ক) নিকৃষ্ট বা মূল্যহীন
- খ) সাধারণ বা খারাপ
- গ) অতি সামান্য বা কমদামি
- ঘ) সাধারণ বা কৃত্রিম
- উত্তর:-
৯. পূর্ণেন্দু দস্তিদার কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন
- ক) ১৯০৩ খ্রি.
- খ) ১৯০৫ খ্রি.
- গ) ১৯০৭ খ্রি.
- ঘ) ১৯০৯ খ্রি.
- উত্তর:-ঘ) ১৯০৯ খ্রি.
১০. এক সন্ধ্যায় হাতে কী নিয়ে বেশ উল্লসিত হয়ে মাদাম লোইসেলের স্বামী ঘরে ফিরল?
- ক)জড়োয়া হার
- খ) ফ্রক
- গ) একজোড়া কঙ্কন
- ঘ) একটি খাম
- উত্তর:-ঘ) একটি খাম
১১.নিচের যেটিতে মাদাম লোইসেলের সাধারণ জবিনযাত্রার পরিচয় ফুটে উঠেছে-
i. বাসন ধোয়া
ii. আবর্জনা নিয়ে রাস্তায় ফেলা
iii. দোকানে গিয়ে দর কষাকষি করা
- ক) i
- খ) ii
- গ) iii
- ঘ) i, ii ও iii
- উত্তর:- ঘ) i, ii ও iii
১২. নিচের কোনটি পূর্ণেন্দু দস্তিদারের রচনা?
- ক) স্বাধীনতা সংগ্রামের ইতিকথা
- খ) স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম
- গ) স্বাধীনতার স্বাদ
- ঘ) একাত্তরের দিনগুলো
- উত্তর:-খ) স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম
১৩. কী খেতে খেতে মাদাম লোইসেল প্রণয়লীলার কাহিনি শোনার কল্পনা করেন?
- ক) মুরগির পাখনা
- খ) হাঁসের মাংস
- গ) সুস্বাদু কেক
- ঘ) হরিণের মাংস
- উত্তর:- ক) মুরগির পাখনা
১৪. মাদাম লোইসেল পোশাক কেনার জন্য তার স্বামীকে কত ফ্রাঁ-এর কথা বলেছিল?
- ক) দুইশ’
- খ) তিনশ’
- গ) চারশ’
- ঘ) পাঁচশ’
- উত্তর:-গ) চারশ’
১৫.নেকলোস গল্পের অন্তনির্হিত তা্ৎপর্য কোনঠি ?
- ক) অহংকারের পরিণাম
- খ) দাম্ভিকতার পরিণাম
- গ) জীবনের রূর বাস্তবতা
- ঘ) অনুকরণপ্রিয়তা
- উত্তর:গ) জীবনের রূর বাস্তবতা