শনিবার, ২৬ মে, ২০১৮

শুদ্ধ অশুদ্ধ


প্রশ্ন: নিচের বাক্যগুলো শুদ্ধ করে লেখ।
এক নজরে সকল বোর্ডের বাক্যের শুদ্ধ প্রয়োগের উত্তর
অশুদ্ধ শুদ্ধ
১. পূর্বদিকে সূর্য উদয় হয়। পূর্বদিকে সূর্য উদিত হয়।
২.গীতাঞ্জলী পড়েছ কি ? গীতাঞ্জলি পড়েছ কি ?
৩.নদীর জল হ্রাস হয়েছে। নদীর জল হ্রাস পেয়েছে।
৪.এ কথা প্রমাণ হয়েছে। এ কথা প্রমাণিত হয়েছে।
৫.আমার এ পুস্তকের কোনো আবশ্যক নেই। আমার এ পুস্তকের কোনো আবশ্যকতা নেই।
৬.তোমার তথ্য গ্রাহ্যযোগ্য নয় তোমার তথ্য গ্রহনযোগ্য নয়।