সাধু ও চলিত ভাষারীতির ৫ টি পার্থক্য লেখ ?
১ যে ভাষা ব্যাকরণের নিয়মকানুর পুরোপুরিভাবে মেনে চলে, তাকে সাধু ভাষা বলে। ২. সাধু ভাষা ব্যাকরণের অনুসারী। ৩. সাধু ভাষায় তৎসম শব্দের প্রয়োগ হয়ে থাকে। ৪. সাধু ভাষা অপরিবর্তনীয়। ৫. সাধু ভাষা নীরস ও প্রাণহীন ৬. সাধু ভাষা কৃত্রিম ৭. গদ্য, সাহিত্য, চিঠিপত্র ও দলীল লিখনে সাধু ভাষার ব্যবহার অধিক। |
১.বিভিন্ন অঞ্চলভিত্তিক ব্যবহৃত বা মৌখিকভাষাকে চলিত ভাষা বলে। ২. চলিত ভাষা ব্যাকরণের অনুসারী নয়। ৩ চলিত ভাষায় তদ্ভব, অর্ধতৎসম, ও বিদেশি শব্দের প্রয়োগ হয়ে থাকে। ৪ চলিত ভাষা পরিবর্তনশীল। ৫.চলিত ভাষা সরস ও জীবন্ত। ৬ চলিত ভাষা কৃত্রিমবর্জিত। ৭.চলিত ভাষা বক্তৃতা, সংলাপ, আলোচনা ও নাট্য সংলাপের জন্য উপযুক্ত। |