বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

এইচ এস সি বাংলা ব্যাকরণ অংশ প্রশ্নাবলী

বাংলা ২য় পত্রের  ব্যকরণ অংশ 

✔️১.প্রশ্ন:   বাংলা  ব্যাকরণ কাকে বলে ? ব্যাকরণ পাঠের গুরুত্ব আলোচনা কর ।লিংক
✔️২.প্রশ্ন:  ব্যাকরণ কাকে বলে ? ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর ।
✔️৩.ভাষার গুরুচন্ডালী দোষ বলতে কি বুঝ উদাহরণ সহ আলোচনা কর।
✔️৪.সাধু ও চলিত ভাষার  পাঁটি করে বৈশিষ্ট্য লেখ।৯,১০,১১ নং প্রশ্নের উ্ত্তর
৫.ব্যাকরণ কাকে বলে ? যে কোন দুইজন ভাষাবিদের বাংলা ব্যাকরণের সংজ্ঞা দাও ।

◼️বাংলা উচ্চারণের নিয়ম (ধব্ণিতত্ত্ব)
১.উচ্চারণরীতি কাকে বলে ? বাংলা উচ্চারণের ৫টি নিয়ম লেখ।
২.উচ্চারণরীতি কাকে বলে ? বিশুদ্ধ উচ্চারণ প্রয়োজন কেন আলোচনা কর।
৩ অ’ ধ্বণি (আদ্য-অ ) উচ্চারণের পাঁচটি নিয়ম  উদাহরণ সহ লেখ।
  অথবা
বাংলা উচ্চরণে কখন অ-ধ্বনি ও  রুপে  উচ্চারিত হয ? উদাহরণ সহ পাঁচটি নিয়ম লেখ।
✔️৪ উদাহরণসহ ‘ব’ ফলার উচ্চরণের  পাচঁটি  নিয়ম  লেখ।
৫.বাংলা ব্যকরণের পরিধি বা  আলোচ্য বিষয় সংক্ষেপে আলোচনা কর।
৬.
৭. ‘অ’ ধ্বনির বিবৃত উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ।
৮.‘অ’ ধ্বনির সংবৃত উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ।
 ৯.‘এ’ ধ্বনির উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ।
১০. ম-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ।১০,১১,১২. ১৩ ক্লিক করুন
১১. ব-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ।
১২. বাংলা বানানে ই-কারের পাঁচটি ব্যবহার দেখাও।
১৩. বাংলা একাডেমি প্রণীত আধুনিক বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
১৪. উদাহরণসহ বিশেষ্য পদের শ্রেণিবিভাগ আলোচনা কর ।
১৬বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের অ-তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
১৭ উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা কর ।
১৮. বাক্য কাকে বলে ? গঠন অনুসারে শ্রেণিবিভাগ আলোচনা কর ।

◼️বাংলা বানানের নিয়ম (ধব্ণিত্ত্ব ) ১.বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখ।
✔️২.আধুনিক বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখ।
৩.বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম লেখ
৪.বাংলা বানানে ‍ু কার ব্যবহারের নিয়ম লেখ।
✔️৫ প্রশ্ন ণত্ব-বিধান বলতে কী বোঝ ? পাঁচটি নিয়ম লেখ।
✔️৬ প্রশ্ন ষত্ব -বিধান বলতে কী বোঝ ? ষত্ব বিধানের পাঁচটি নিয়ম লেখ।
✔️৭.ভাষার গুরুচন্ডালী দোষ বলতে কি বুঝ উদাহরণ সহ আলোচনা কর।
৮. বাংলা বানানে ঈ-কারের পাঁচটি ব্যবহার দেখাও।

◼️বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি (উপসর্গ, অনুর্সগ ,প্রকৃতি ও প্রত্যয়, সমাস ,ধাতু ক্রীয়ামূল , )

১. প্রশ্ন: ব্যাকরণিক শব্দশ্রেণি বলতে কি বোঝ। কত প্রকার কী কী ? উদাহরণ সহ আলোচনা কর।
২ প্রশ্ন: পদ ও শব্দের মধ্যে পার্থক্য নির্দেশ কর ?
৩.প্রশ্ন শব্দবলতে কী বোঝ ? উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ সমূহকে কয় ভাগে ভাগ করা যায়। উদাহরণ সহ আলোচনা কর। ***
৪.প্রশ্ন: অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে , ভাগ করা যায় উদাহরণ সহ আলোচনা কর। ****
অথবা
অর্থের পার্থক্যের বিচারে বাংলা শব্দ কয় প্রকার কী কী , উদাহরণ সহ আলোচনা কর।
৫.প্রশ্ন: গঠন অনুসারে বাংলা ভাষার শব্দসমুহকে কয় ভাগে ভাগ করা যায় ? উদাহরণ সহ আলোচনা কর।
৬ প্রশ্ন: শব্দ গঠন বলতে কী বোঝ ? বাংলা শব্দগঠনের উপায়গুলো উদাহরণ সহ আলোচনা কর।
অথবা
প্রশ্ন: শব্দ গঠন বলতে কী বোঝ ? কী কী উপায়ে বাংলা নতুন শব্দ গঠিত হয় উদাহরণ সহ আলো চনা কর।
অথবা
প্রশ্ন: কী কী উপায়ে বাংলা নতুন শব্দ গঠিত হয় তা আলোচনা কর।
০০.প্রশ্ন: শব্দগঠন বলতে কী বোঝ । কী কী উপায়ে (সার্থক) বাংলা ভাষার শব্দগঠিত হয়?
০০.প্রশ্ন: অর্থের পার্থক্য বিচারে বা অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায় ? উদাহরণ সহ লেখ।

৭.প্রশ্নঃ উপসর্গ কাকে বলে ? উপসর্গ কত প্রকার ও কী কী ? উদাহরণ সহ ‍বুঝিয়ে দাও । link this question
০০’উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে’ আলোচনা কর।
✔️৮.প্রশ্ন : প্রত্যয় বলতে কী বুঝ ? প্রত্যয় কত প্রকার কী কী উদাহরনসহ লেখ। ক্লিক করুন
৯.প্রশ্ন : প্রত্যয়যোগে কিভাবে শব্দ গঠিত হয় , উদাহরনসহ ্পাঁচটি নিয়ম আলোচনা কর।
১০.প্রশ্ন:সংজ্ঞা লিখ: প্রকৃতি প্রত্যয়,স্ত্রী প্রত্যয়, বিদেশি প্রত্যয়।
১১.প্রশ্ন: বিদেশি প্রত্যয়যোগে গঠিত পাঁচটি শব্দের উদাহরণ দাও।

✔️১২ প্রশ্ন : সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য কী উদাহরনসহ লিখ।
✔️১৩.প্রশ্ন বাংলা ভাষায সন্ধির প্রয়োজনীয়তা /আবশ্যকতা আলোচনা কর।
১৪.প্রশ্ন: বাংলা ভাষায় কোন কোন ক্ষেত্রে সন্ধি পরিহার্য ? উদাহরন সহ আলোচনা কর

◼️ বাক্যতত্ত্ব ( যতি চিহ্ন ,বিভিন্ন প্রকার বাক্য )

০০প্রশ্ন:বাক্য কাকে বলে ? গঠন অনুযায়ী বাক্যর প্রকারভেদ কী কী ? বাক্যের তিনটি গুণ কী কী ? উদাহরণসহ ব্যাখ্যা কর ।
১.প্রশ্ন: বিরম চিহ্ন বলতে কী বোঝ। বাংলা ভাষায় বিরাম-চিহ্নের আবশ্যকতা আলোচনা কর । [রা, বো, ০৯]
২.প্রশ্ন: বাংলা ভাষায় প্রধান প্রধান বিরাম চিহ্নের ব্যবহার বা প্রয়োগ দেখাও। [চ ,বো ,১২]
৩.প্রশ্ন: ড্যাশ চিহ্ন কি এর বিভিন্ন ব্যবহার দেখাও। [চ,বো,০৯ রা , বো, ১০]
৪.প্রশ্ন: নিচের বাক্যগুলো শুদ্ধ করে লেখ। ------

◼️ নির্মিত অংশ ৭০ নম্বর
পারিভাষিক শব্দ (যতগুলো পড়া যায ) পারিভাষিক শব্দ লিংক
অনুবাদ ইংরেজি হতে বাংলা (কম পক্ষে ১০টা এবং বেশী বেশী চর্চা করতে হবে )
সমার্থক শব্দ কাকে বলে ? সমার্থক শব্দের প্রয়োজন কেন।
সমোচ্চারিত শব্দ কাকে বলে
বাগধারা বাগবিধি
বাক্য সংকোচন এক কথায প্রকাশ
প্রবাদ বচন

🔲◼️ অনুবাদ ❇️অনুচ্ছেদ রচনা ❇️ দিনলিপি ❇️ অভিজ্ঞতা বর্ণনা ❇️প্রতিবেদন রচনা ❇️ ভাষন রচনা ❇️ ( ❇️❇️৫টা)
মুক্তিযুদ্ধের েএকদিন একজন মুক্তিযোদ্ধার দিনলিপি বর্ণনা কর । লিংক
ভাষন রচনা/ও প্রতিবেদন রচনা (প্রিয় শিক্ষার্থীরা যথাসাধ্য চেষ্টা করিবে ) ভাষণ লিংক
⏭ নমুনাঃ ১.স্কুল/কলেজের বিদায়ী অনুষ্ঠানের জন্য একটি ভাষণ রচনা কর।
⬀বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা বিষয়ে জনমত গঠনের লক্ষ্যে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখ।

◼️সারাংশ ❇️, সারমর্ম ❇️❇️ভাবসম্প্রসারণ, ❇️সারসংক্ষেপ

অর্নিধারিত
◼️বৈদ্যুতিক চিঠি /ক্ষুদে বার্তা (ইমেইল ১টি ভাল ভাবে শিখলেই হবে)
পত্রলিখান/ আবেদন পত্র লেখা (যথাসাধ্য বেশী চর্চা করিবে )

১.ভি,পি,ডাকযোগে বই সরবরাহের অনুরোধ জানিয়ে পুস্তক প্রকাশকের উদ্দেশ্যে একটি চিঠি লিখ
। ⏭ রেলওয়ে কর্তৃপক্ষের নিকট হারানো মালের ক্ষতিপুরন দাবি করে একটি পত্র লেখ।
⏭ কলেজের ক্রীড়া বিভাগের জন্য সামগ্রী র মূল্য তালিকা চেয়ে কোনো প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিকট পত্র লেখ ।
⏮ তোমার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার ক্রয় করা হবে এজন্য স্থানীয় প্রতিষ্ঠাগুলি হতে দরপত্র আহ্বান কর।
✔️⬁প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদন পত্র রচনা কর। (এক পৃষ্ঠায় লিখতে হবে)
⬀ কোন প্রতিষ্ঠিত পোশাক শিল্পে প্রোডাকশন ম্যনেজার পদের জন্য চকুরীর জন্য একটি দরখাস্ত লিখ।
✔️🔂🔂 কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানে /বিপণন কর্মকর্তা /ম্যনেজার /হিসাবরক্ষক পদের জন্য তোমার যোগ্যতার বিবরন দিয়ে একটি চকুরীর দরখাস্ত লিখ ।

◼️ সারাংশ সারমর্মও সারসক্ষেপ (যথাসাধ্য বেশী পড়ার চেষ্টা করা উচিৎ )
ভাবসম্প্রসারণ এই খানে ক্লিক করুন

◼️ সংলাপ,ক্ষুদে গল্প রচনা এই খানে ক্লিক করুন
১ উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ তৈরী কর।
২ ভ্রমনের স্থান নির্বাচনের জন্য দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
৩ ইন্টার নেটের সুফল কূফল বিষয়ে পিতা-পুত্র ও মায়ের মধ্যে সংলাপ রচনা কর।

◼️প্রবন্ধ-নিবন্ধ রচনা (যতটা সম্ভব এবং আপনার কলেজের ফাইনাল সাজেশান )
১ .বাংলাদেশের রুহিঙ্গা সমস্যা
২.পরিবেশ দুষন ও তার প্রতিকার
৩.বর্তমান সভ্যতায় বিদ্যুতের ভূমিকা
৪ ইন্টার নেট ও আজকের বিশ্ব
৫.কর্মমূখী শিক্ষা
৬.জাতির জনক বঙ্গবন্ধু
৭. মানবাধিকার
৮.বাংলাদেশ যানযট সমস্যা
৯.ডিজিটাল বাংলাদেশ

মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

বিদায় ভাষণ

                                                                  বিাদায ভাষণ 

  আজকের বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব---অত্র স্কুলের  শিক্ষক/শিক্ষিকাগণ। বিদায অনুষ্ঠানে উপস্থিত সকল  ছাত্র/ছাত্রী,অভিবাবক সবাই কে সালাম। আসসালামুয়ালাইকুম।

বিদায় তিন অক্ষরের একটি শব্দ , অাক্ষরিক অর্থ হল প্রস্থানের অনুমতি,বিচ্ছেদ। আজ যে বিদায নিব সেটা হল স্থানান্তরের  বিদায,এক জায়গা হতে অন্য জায়গায়  উচ্চতর ক্লাসে পড়ালেখার জন্যে সাময়িক  বিদায।বিদায় মধ্যে কিছু হারানোর ইঙ্গিত থাকে,এত দিনের পরিচিত পরিবেশ ছেড়ে  আমাদের আজ চলে যেতে হবে ভেবে মন খুব খারাপ লাগছে ,দীর্ঘ  পাঁচ বৎসর অত্র বিদ্যালয়ে এক সাথে ছিলাম,কত স্মৃতি কত হাসি ঠাট্টা খুনশুটি  সব ছেড়ে আজ আমাদের কে চলে যেতে হবে।ব্যাথা ভরা মন নিয়ে  বিদায় নিতে হবে এটাই সত্য।

অত্র প্রতিষ্ঠানের শিক্ষকরা  দীর্ঘ দিনের ছাত্রজীবনে  অতন্ত্য যত্ন  সহকারে আমাদের কে শিক্ষা দিয়েছেন। আমরা আসিনাই কিন্তু শিক্ষিকাদের  রোদ বৃষ্টি ঝড়ে অনেক কষ্ট করে,অামাদের শিক্ষা দেওয়ার প্রচেষ্টা তা কখনও ভুলব না ।  আমরা আপনাদের নিকট কোন ভুল ত্রুটি করে  থাকি  আমাদের  ক্ষমা করে দিবেন।বিদায়ী সকল ছাত্র্র ছাত্রীদের পক্ষ হতে ক্ষমা চেয়ে নিচ্ছি । আমাদের কে মাফ কবে দিবেন,আমাদের জন্য দোয়া করবেন্।স্কুলের সকল ছোটভাই  বোনদের জন্য স্মৃতি ছাড়া কিছুই রেখে যেতে পারলাম না।তোমাদের প্রতি রইল অকৃত্রিম ভালবাসা আশির্বাদ,দোয়া।   আমি আমার শিক্ষকদের সুস্বাস্থ্য দীর্ঘায়ূ কামানা করি, সকলকে  বিদায় জানাচ্ছি।

জাতীয় কবি কণ্ঠে আজ  বলি --
তুমি অমন ক‘রে গো বারে বারে জল -ছল-ছল চোখে চেয়ো না,
জল -ছল-ছল চোখে চেয়ো না।।
ঐ কাতর কণ্ঠে থেকে থেকে,শুধু বিদায়ের গান গেয়ো না,
শুধু বিদায়ের গান গেয়ো না।।
হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা,
আজো তবে শুধু হেসে যাও , আজ বিদায়ের দিনে কেঁদো না।
ঐ ব্যথাতুর আঁখি কাঁদো -কাঁদো মুখ
দেখি আর শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না।

---সবাইকে ধন্যবাদ

সোমবার, ২৬ মার্চ, ২০১৮

ব্যবসায়িক পত্র


১.ভি,পি,ডাকযোগে বই সরবরাহের অনুরোধ জানিয়ে পুস্তক প্রকাশকের উদ্দেশ্যে একটি চিঠি লিখ।
➤রেলওয়ে কর্তৃপক্ষের নিকট হারানো মালের ক্ষতিপুরন দাবি করে  একটি পত্র লেখ।
➤কলেজের  ক্রীড়া বিভাগের জন্য সামগ্রী র মূল্য তালিকা চেয়ে কোনো প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিকট পত্র লেখ ।
➤তোমার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার ক্রয় করা হবে এজন্য স্থানীয় প্রতিষ্ঠাগুলি হতে দরপত্র আহ্বান কর।

তারিখ ০৭ মার্চ ২০১৮

ম্যানেজার
দি অ্যাটলাস পাবলিশিং হাউস
৩৮, বাংলাবাজার মান্নান মার্কেট (দ্বিতীয় তলা )
ঢাকা-১১০০।

বিষয় ; ভি ,পি  ডাকযোগে বই পাঠানোর অনুরোধ।

জনাব
শুভেচ্ছা নিবেন। অনুগ্রহপূর্বক আপনাদের প্রকাশিত নিচের তালিকাভুক্ত বই গুলো এককপি করে নিম্নবর্ণিত  ঠিকানায় ভি,পি, , ডাকযোগে পাঠিয়ে বাধিত করবেন। এই সঙ্গে আগাম হিসেবে ২০০০/= টাকা মানি-অর্ডার করে পাঠালাম। বই পাওয়ার পর বাকী টাকা পরিশোধ করা হবে। আপনার ব্যবসার উন্নতি হোক। ধন্যবাদান্তে--
বিনীত
মো ঃঅলীহাসান মুজাহিদ
প্রথম বর্ষ (বিজ্ঞান শাখা ) রোল-৭
সরকারি  কলেজ সাভার  ঢাকা -১৩৪০
প্রয়োজনীয় বইয়ের তালিকা

১.বাংলাদেশের সচিত্র তথ্যকোষ (দি অ্যাটলাস পাবলিশিং হাউস)
২.উচ্চতর স্বর্নিভর বিশুদ্ধ ভাষা শিক্ষা (দি অ্যাটলাস পাবলিশিং হাউস)
৩.টেকস্ট রেফারেন্স উচ্চমাধ্যমিক বাংলা  ১ম পত্র (দি অ্যাটলাস পাবলিশিং হাউস)
৪.oxford world atlas -(দি অ্যাটলাস পাবলিশিং হাউস)
৫. প্রমিত বাংলা অভিধান (বাংলা একাডেমি ) এবং আপনাদের প্রকাশিত নতুন বই এর তালিকা।

রবিবার, ২৫ মার্চ, ২০১৮

বাক্যতত্বের উপর ৪টি প্রশ্ন ,সর্বাধিক বোর্ড প্রশ্ন হয়

⬀⬀১. অর্থানুসারে বাক্যকে কদ ভাগে ভাগ করা যায় ? উদাহরণ সহ বুঝিয়ে দাও।
অথবা
অর্থানুসারে বাক্য কত প্রকার ও কী কী ? উদাহরণ সহ বুঝিয়ে দাও।
⬋⬀
➤বাগভঙ্গি বা অর্থানুসারে বাক্য কে সাত ভাগে ভাগ করা যায় যথা:
১.বর্ননাত্বক  বা নির্দেশাত্বক  বাক্য
২.প্রশ্নবোধক বা প্রশ্নাাত্বক বাক্য
৩.অনুজ্ঞাসূচক বাক্য
৪.ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য
৫.কার্যকারণাত্বক বাক্য
৬.সংশয়সূচক বাক্য
৭.আবেগসূচক বাক্য

১. যে বাক্যে কোন বক্তব্য সাধারনভাবে বিবৃত হয় তাকে  বর্নণাত্বক বাক্য বলে। একে  নির্দেশমূলক , নির্দেশাত্বক ,বিবৃতিমূলক বাক্য  বলা হয়। যেমন; সূর্য পূর্বদিকে উঠে। সে রোজ এখানে আসে।
২.যে বাক্যে কোন কিছু জিজ্ঞাসা বা প্রশ্নসূচক অর্থ প্রকাশ পায  তাকে প্রশ্নবোধক বাক্য বলে ্ যেমন: তোমর নাম কি ? কোথায় যাচ্ছ।
৩. যে বাক্যে  আদেশ ,  অনুরোধ , উপদেশ ,নিষেধ  প্রকাশ পায় তাকে অনুজ্ঞা বা আদেশসূচক বাক্য বলে  যেমন ; কাছে এসো, দযা করে আমার কাজটা করো   সুচেতনা ঐ  খানে যেয়ো নাকো তুমি , চল নাটক দেখে আসি।
৪.ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য  : যে বাক্যে ইচ্ছা , প্রার্থণা , প্রকাশ পায তাকে প্রার্থনাসূচক বাক্য বলে।
যেমন;
 ই্চছা     আমি যদি নায়ক হতাম ?
প্রার্থনা    মহারাজের জয় হোক।

৫. যদি কোন বাক্যে ক্রিয়া নিষ্পত্তি কোন শর্ত সাপেক্ষে হয় তাহলে তাকে কার্যকারণাত্বক বাক্য বলে।
৬. নির্দেশাত্বক বাক্যে বক্তব্য বিষয়  সম্পর্কে  সন্দেহ,  সংশয় ,  সম্ভাবনা ,অনুমান ইত্যাদি ভাব থাকলে  তাকে বলা হয় সন্দেহমূলক বাক্য যেমন: ছেলেটা চকরি পেয়ে যাবে ,সম্ভবত আগামী মাসে পরীক্ষার ফল বেরোবে।
৭. যে বা্ক্যে বিস্ময় ,হর্ষ,  শোক ঘৃণা, ক্রোধ, ভয় ইত্যাদি প্রকাশ পায় তাকে আবেগসূচক বাক্য বল।যেমন;

বিস্ময়  :কী সাংঘাতিক লোক!
হর্ষ       :ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বনফুল গো!
ঘৃণা      : ছিঃ ছিঃ অন কথা মুখে আনলে কী করে ?
শোক    : হায় হায় ! কী যন্ত্রনায় যে পড়েছি
ক্রোধ    : এত বড় স্পর্ধা ! মুখের ওপর কথা বলে আমি তোমাকে দেখে নেব।
ভয়       :ওরে বাবা রে ,খেয়ে ফেলল রে!
আবেগ   :বাহ্ সুন্দর লিখেছ তো !
আদর    : বড্ড শুকিয়ে গেছিস  রে !



⬀⬀২.বাক্য কাকে  বলে ? গঠন অনুসারে বাক্য কত  প্রকার কি কি ? উদাহরণ সহ আলোচনা কর।
অথবা
গঠনরীতি অনুসারে বাক্য কত প্রকার কী কী ? উদাহরণসহ লেখ।

উত্তর : ড. সুনীতিকুমার  চট্রোপাধ্যায়ের মতে , কোনও ভাষায়  যে উক্তির সার্থকতা আছে এবং গঠনের  দিক থেকে যা  স্বংসম্পূর্ন , সেরুপ একক উক্তিকে ব্যাকরণে বাক্য বলে।
অথবা  যে সুবিন্যস্ত পদ সমষ্টি  দ্বরা কোনও বিষয়ে বক্তার মনের ভাব প্রকাশ পায়  তাকে বাক্য বলে।
গঠনগত  দিক দিয়ে বাক্য প্রধানত তিন প্রকার। যথা

১.সরল বাক্য (simple sentence )
২.জটিল বা মিশ্র বাক্য ( complex sentence )
৩.যৌগিক বাক্য(compound sentence)





⬀⬀৩.একটি সার্থক বাক্য গঠনের কী কী গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক  উদাহরণ সহ আলোচনা কর।
অথবা
কোন বিষয়ের উপর  বাক্যের সার্থকতা  নির্ভর করে তা ব্যাখ্যা কর।
উত্তর:- একটি  সার্থক বা আদর্শ বাক্য  গঠনের জন্য তিনটি গুণ  বা বৈশিষ্ট্য আবশ্যক।
১.আকাংক্ষা  ২. আসত্তি (নৈকট্য) ৪. যোগ্যতা
উল্লেখিত তিনটি শিষ্ট্য না থাকলে সার্থক বাক্য গঠিত হবে না এবং  বক্তার মনোভাবও যথাযথভাবে প্রকাশ পাবে না।

১ আকাঙ্ক্ষা:- বাক্যের অর্থ বোঝাবার জন্য  যতগুলো পদের প্রয়োজন বাক্যে যদি তার সব  কটি  না থাকে এবং  কোনো একটা বা একাধিক পদ বাদ থাকে , তবে ওই অবশিষ্ট  বাদ থাকা পদ মোনার ইচ্ছাকে  বাক্যের আকাঙক্ষা বলে । অন্যভাবেও বলা যায় , বাক্যের অর্থ  ভালোভাবে বোঝার জন্যে এক পদ শোনার পর অপর পদ শোনার  ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে। যেমন : ১. ঢাকা বাংলাদেশের.......... ২.  অর্থই অনর্থের.........
উপরের দুটি বাক্যেই  আরও  শুনার আগ্রহ রয়েছে




২.আসত্তি:-
৩.যোগ্যতা :-



⬀⬀৪. সরল বাক্য যোগিক বাক্যের  মধ্যে পার্থক্য কী ?
উত্তর :


➤৫.বন্ধনীর নির্দেশানুসারে বাক্যান্তর কর : সকল বোর্ডের  ২০১৬ হইতে ২০১৭ পর্যন্ত