সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯

সিরাজউদ্দৌলা নাটকের বহুর্নিবাচনী প্রশ্ন


Bootstrap Example
১.সিরাজউদ্দৌলা নাটকের অংক সংখ্যা কত ?
ক.তিন খ.চার
গ.পাঁচ ঘ.সাত
উত্তর
২.নবাব সিরাজউদ্দৌলা কাকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করেন ?
ক.উমিঁচাদকে খ.মানিকচাঁদকে
গ.মীরজাফরকে ঘ.রায়র্দূলভকে
উত্তর
২.নবাব সিরাজউদ্দৌলা কাকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করেন ?
ক.উমিঁচাদকে খ.মানিকচাঁদকে
গ.মীরজাফরকে ঘ.রায়র্দূলভকে
উত্তর
৩.সিরাজের বিরোদ্ধে ঘসেটিবেগমের আক্রোশের কারণ কি ?
ক.অর্থ দন্ড খ.রাজনৈতিক প্রাধান্য লাভ
গ.নবাবের দূর্বলতা ঘ.মানিকচাঁদকে শাস্তি প্রদান
উত্তর
৪. রাইসুল জুহালা ছিলেন ?
ক. সিরাজউদ্দৗলার প্রধান গুপ্তচর খ. মীরজাফরের সহয়োগী সৈনিক
গ.ইংরেজ পক্ষের গুপ্তচর ঘ. ঘসেটি বেগমের পালিত পুত্র
উত্তর
৫.সিরাজউদ্দৌলা নাটকে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটির স্থান কোনটি ?
ক.নবাবের দরবার খ.ঘসেটি বেগমের বাড়ি
গ.ফোর্ড উইলিয়াম দূর্গ ঘ. ফোর্ড উইলিয়ামের জাহাজ
উত্তর
৬. বৃটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা--উক্তিটি কার ?
ক.হলওয়েল খ.উমিঁচাদ
গ.ক্রেটন ঘ.ওয়ালি খান
উত্তর
৭. মীরমর্দান ছিলেন ?
ক.নারীলোলুপ খ. প্রতারক
গ. দেশপ্রেমিক ঘ. দেশদ্রোহী
উত্তর
৮. ১৭৫৭ সালের কোন তারিখে পলাশির যুদ্ধ সংঘটিত হয় ?
ক. ১৫ এপ্রিল খ. ৩২জুলাই
গ.২১ জুলাই ঘ. ২৩ জুন
উত্তর
৯.সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপ ?
ক.উমিচাঁদের খ. জর্জের গ.ক্লেটনের ঘ.ওয়ালি খানের
উত্তর
১০. সিকান্দার আবুজাফর কোন পত্রিকা সম্পাদনা করতেন ?
ক.কালি-কলম খ.দৈনিক বাংলা
গ.মাসিক সমকাল ঘ.মাসিক মোহাম্মদী
উত্তর
১১.সিরাজউদ্দৌলা নাটকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত ?
ক. রায়দূর্লব ,সাফ্রে, মিরজাফর খ. রাজবল্লভ, মিরজাফর রাইসুল জুহালা
গ. উমিচাাঁদ,মোহনলাল মিরজাফর ঘ. রায়দূর্লভ উমিচাাঁদ, মিরজাফর
উত্তর
বহুনির্বাচনী নমুনা প্রশ্ন:
১২. সিরাজের পতন কে না চায় --সংলাপটি কার ?
ক.রায়দূর্লভ খ.মিরজাফর
গ.উমিচাঁদ ঘ.ঘসেটি বেগম
উত্তর
১৩. নবাব সিরাজউদ্দৌলা রাজধানীতে ফিরে আসতে চেয়েছেন কেন ?
ক.নিজ প্রান বাচাঁতে খ.যুদ্ধ জয় নিশ্চিত ভেবে
গ.পুনরায় সংগঠিত হতে ঘ.পরাজয় অপরিহার্য বলে
উত্তর
১৪.সিরাজউদ্দৌলা নাটকে মোট কয়টি দৃশ্য আছে ?
ক.আটটি খ . দশটি
গ.বারোটি ঘ. এগারোটি
উত্তর
১৫. একটা দিনের হলেও বাংলার মসনদে বসার বাসনা প্রকাশ করেছেন ?
ক. মীরমর্দান খ. মীরজাফর
গ. মোহনলাল ঘ. ক্লাইভ
উত্তর
১৬. নবাবের মূখে শেষ বাক্যটি কি ?
ক. বাংলার মানুষ তোমাদের ক্ষমা করবেনা খ. এটা তোমরা অনেক বড় ভুল করলে
গ. লা-ইলাহা ইল্লাল্লাহু ঘ.দুৎফুননেছা তুমি ভালো থেকো
উত্তর
১৭. যত বড় মুখ নয় তত বড় কথা -সংলাপটি বলেছেন ?
ক. হলওয়েল খ. ওয়ালি খান
গ. ক্লেটন ঘ. সিরাজ
উত্তর
১৮. রাইসুল জুহালা কে ?
ক. মিরমর্দাান খ. মোহনলাল
গ. নারায়ন সিং ঘ. মিরন
উত্তর