সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯

এইচ এস সি ভূগোল ২য় পত্র


ভূগোল ২য় পত্র (প্রথম অধ্যায়) মানবিক ভূগোল

১। মানব ভূগোল বলতে কি বোঝায় ?

উত্ত:মানব ভূগোল ভূগোল পাঠের একটি গুরুত্ব পূর্ণ বিষয় ।মানুষ ও পৃথিবী হল এর প্রধান উপাদান । বর্তমা সময়ে ভূগোলের ধারণা ,ক্ষেত্র , বিষয়বস্ত ,ও পরিধির ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে । বিজ্ঞানের উত্তরোত্তর উন্নতির সঙ্গে পাল্লা দিয়ে ভূগোলের ক্ষেত্র ও পরিধিও সম্প্রসারণ হচ্ছে । প্রকৃতিক সম্পদ কাজে লাগিয়ে কীভাবে মানুয়ের অথর্নৈতিক জীবন জীবন গড়ে উঠেছে সে সম্পর্কে ব্যাখ্যা প্রদান করে মানব ভূগোল।

২।বাংলাদেশের ভৌগলিক অবস্থান ও আয়তন উল্লেখ কর ?

উত্তর:ভৌগলিক অবস্থান :এশিয়া মহাদোশের দক্ষিনাংশে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান । বাংলাদেশ একটি স্বাধীন সার্ভৌাম রাষ্ট্র । এ দেশ ২০° ৩৪′ উত্তর অক্ষরেখা থেকে ২৬° ৩৮′ উত্তর অক্ষরেখার মধ্যে এবং ৮৮° ০১′পূর্ব দ্রাঘিমা থেমে ৯২° ৪১′ পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত ।

আয়তন:১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার । বাংলাদেশের আঞ্চলিক সমুদ্রসীমা প্রায় ২২ কিলোমিটার ।

৩।খনিজ সম্পদের গুরুত্ব ও ব্যাবহার লেখ?

উত্তর:খনিজ সম্পদ একটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ । বিশ্ব ব্যাপী ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে সব দেশ ব্যাপকভাবে খনিজ সম্পদ আহরণ করছে । বাংলাদেশের খনিজ সম্পদের পরিমান চাহিদার তুলনায অনেক কম।সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দেশের খনিজ সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করার জন্য। এই ক্ষেত্রে সরকারের পাশাপাশি জনগণের সম্পৃক্ততা একান্তভাবে কাম্য ।

Trulli Trulli




৪।মানব ভূগোলের বিষয়বস্তু বর্ননা কর ?

উত্তর:সময়ের পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে মানব ভূগোলের বিষয়বস্তুর সংযুক্তি লক্ষ করা যাচ্ছে । ভূগোলে মানবীয় যেসব বিষয়বস্তু পাঠ্যসূচি হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে তা নিন্মরূপ :

ক)মানব জনসংখ্যাবিষয়ক বিষয়বস্তু:
খ)পরিবেশবিষয়ক বিষয়বস্তু :
গ)অর্থনৈতিক ও সম্পদগত বিষয়বস্তু :
ঘ)বিনোদন ও পরিসেবামূলক বিষয়বস্তু:
ঙ)সাংস্কৃতিক বিষয়বস্তু:
চ)সমাজবিষয়ক বিষয়বস্তু: