মডেল টেষ্ট:নং ২ সময় ৩০মি
===========স্কুল
বিষয় বাংলা ১ম পত্র
নাম:-----------------
বায়ান্নর দিনগুলো
১। ‘আপনার বিরুদ্ধে আমাদের বলবার কিছু নাই’—কার বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো অভিযোগ ছিল না?
ক. জেলার মোখলেসুর রহমান খ. আর্মড পুলিশের সুবাদার
গ. আইবি অফিসার ঘ. ট্যাক্সি ড্রাইভার
২। কোন কাজে মরণেও সুখ পাওয়া যায়?
ক. সম্মান রক্ষার্থে মৃত্যু
খ. শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে মৃত্যু
গ. অন্যায় ও অত্যাচারের প্রতিবাদে মৃত্যু
ঘ. জুলুম ও ঘৃণা সইতে না পারায় মৃত্যু
৩। ফরিদপুরের কারাগারে শোভাযাত্রীরা কেন হর্ন দিয়ে স্লোগান দিয়েছিল?
ক. বন্দীদের শোনানোর জন্য
খ. বন্দীদের সহানুভূতির জন্য
গ. বন্দীদের অনুপ্রাণিত করার জন্য
ঘ. বন্দীদের জাগ্রত করার জন্য।
৪। ‘বায়ান্নর দিনগুলো’ কী ধরনের রচনা?
ক. ভ্রমণকাহিনি খ. আত্মজীবনী
গ. সামাজিক উপন্যাস ঘ. ঐতিহাসিক নাটক
৫। মানুষ কিসের জন্য অন্ধ হয়ে যায়?
ক. ভালোবাসার মোহে খ. স্বার্থের জন্য
গ. ভোগের জন্য ঘ. ত্যাগের মহিমায়
# বাঙালিদের অকুতোভয় প্রতিরোধের মুখে পাকিস্তান সরকার বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়। তবে এর বিনিময়ে এরা কেড়ে নেয় অনেক তাজা প্রাণ।
৬। উদ্দীপকের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন রচনার মিল রয়েছে?
ক. রক্তে আমার অনাদি অস্থি খ. ফেরুয়ারি ১৯৬৯
গ. নেকলেস ঘ. বায়ান্নর দিনগুলো
৭। এ মিলের অন্তর্নিহিত কারণ—
i. ভাষা আন্দোলন
ii. শহীদদের আত্মত্যাগ
iii. ১৯৬৯-এর অভ্যুত্থান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
ক. জেলার মোখলেসুর রহমান খ. আর্মড পুলিশের সুবাদার
গ. আইবি অফিসার ঘ. ট্যাক্সি ড্রাইভার
২। কোন কাজে মরণেও সুখ পাওয়া যায়?
ক. সম্মান রক্ষার্থে মৃত্যু
খ. শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে মৃত্যু
গ. অন্যায় ও অত্যাচারের প্রতিবাদে মৃত্যু
ঘ. জুলুম ও ঘৃণা সইতে না পারায় মৃত্যু
৩। ফরিদপুরের কারাগারে শোভাযাত্রীরা কেন হর্ন দিয়ে স্লোগান দিয়েছিল?
ক. বন্দীদের শোনানোর জন্য
খ. বন্দীদের সহানুভূতির জন্য
গ. বন্দীদের অনুপ্রাণিত করার জন্য
ঘ. বন্দীদের জাগ্রত করার জন্য।
৪। ‘বায়ান্নর দিনগুলো’ কী ধরনের রচনা?
ক. ভ্রমণকাহিনি খ. আত্মজীবনী
গ. সামাজিক উপন্যাস ঘ. ঐতিহাসিক নাটক
৫। মানুষ কিসের জন্য অন্ধ হয়ে যায়?
ক. ভালোবাসার মোহে খ. স্বার্থের জন্য
গ. ভোগের জন্য ঘ. ত্যাগের মহিমায়
# বাঙালিদের অকুতোভয় প্রতিরোধের মুখে পাকিস্তান সরকার বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়। তবে এর বিনিময়ে এরা কেড়ে নেয় অনেক তাজা প্রাণ।
৬। উদ্দীপকের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন রচনার মিল রয়েছে?
ক. রক্তে আমার অনাদি অস্থি খ. ফেরুয়ারি ১৯৬৯
গ. নেকলেস ঘ. বায়ান্নর দিনগুলো
৭। এ মিলের অন্তর্নিহিত কারণ—
i. ভাষা আন্দোলন
ii. শহীদদের আত্মত্যাগ
iii. ১৯৬৯-এর অভ্যুত্থান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলের ভেতর কিসের প্রস্তুতি নিচ্ছিলেন?
ক. দাবি আদায়ের খ. জেল থেকে পালানোর
গ. অনশন করার ঘ. দেশকে রক্ষার
৯। জেলখানার জেল কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কী বোঝাতে চেষ্টা করল?
ক. শৃঙ্খলা রক্ষার কথা
খ. আন্দোলন না করার ব্যপারে
গ. ধর্মঘট প্রত্যাহারের জন্য
ঘ. অনশন ভাঙার জন্য
১০। মহিউদ্দিন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন অনশন করেছিলেন?
ক. মাতৃভাষার দাবিতে খ. স্বাধীনতার জন্য
গ. জেল থেকে মুক্তির জন্য
ঘ. বিনা বিচারে আটক রাখার প্রতিবাদে
১১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন ধরনের হরতাল পালনের আহ্বান জানিয়েছিলেন?
ক. সর্বাত্মক হরতাল
খ. শান্তিপূর্ণ হরতাল
গ. সহিংস হরতাল
ঘ. তীব্র প্রতিবাদমূলক হরতাল
১২। ‘বায়ান্নর দিনগুলো’ প্রবন্ধের অন্তর্নিহিত উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে—
i. অধিকার সচেতন করা
ii. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানানো
iii. আত্মপ্রত্যয়ী করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১. ক ২. গ ৩. ক ৪. খ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. খ ১২. খ
ক. দাবি আদায়ের খ. জেল থেকে পালানোর
গ. অনশন করার ঘ. দেশকে রক্ষার
৯। জেলখানার জেল কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কী বোঝাতে চেষ্টা করল?
ক. শৃঙ্খলা রক্ষার কথা
খ. আন্দোলন না করার ব্যপারে
গ. ধর্মঘট প্রত্যাহারের জন্য
ঘ. অনশন ভাঙার জন্য
১০। মহিউদ্দিন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন অনশন করেছিলেন?
ক. মাতৃভাষার দাবিতে খ. স্বাধীনতার জন্য
গ. জেল থেকে মুক্তির জন্য
ঘ. বিনা বিচারে আটক রাখার প্রতিবাদে
১১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন ধরনের হরতাল পালনের আহ্বান জানিয়েছিলেন?
ক. সর্বাত্মক হরতাল
খ. শান্তিপূর্ণ হরতাল
গ. সহিংস হরতাল
ঘ. তীব্র প্রতিবাদমূলক হরতাল
১২। ‘বায়ান্নর দিনগুলো’ প্রবন্ধের অন্তর্নিহিত উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে—
i. অধিকার সচেতন করা
ii. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানানো
iii. আত্মপ্রত্যয়ী করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১. ক ২. গ ৩. ক ৪. খ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. খ ১২. খ