সোমবার, ১৮ জুন, ২০১৮

প্রকৃতি ও প্রত্যয়


১. প্রকৃতি কাকে বলে? উহা কত প্রকার ও কি কি? উদাহরণসহ লেখো।

উত্তর:ক্রিয়া অথবা শব্দের মূল অংশকে প্রকৃতি বলে।যেমন: পড়া এর মূল অংশ হলো পড়্।সুতারাং পড়্ হলো প্রকৃতি
প্রকারভেদ:

প্রকৃতি দুই প্রকার। যথা:
১. ক্রিয়া প্রকৃতি।
২. নাম প্রকৃতি।

ক্রিয়া প্রকৃতি : ক্রিয়ার মূল অংশকে ক্রিয়া প্রকৃতি বলে।ক্রিয়া প্রকৃতিকে ধাতুও বলা হয়।যেমন: চলন্ত ক্রিয়ার মূল হলো চল্।
নাম প্রকৃতি : কোন শব্দের মূল অংশকে নাম প্রকৃতি বলে।নাম প্রকৃতি অন্য নাম শব্দ প্রকৃতি।যেমন: ফুলেল শব্দের মূল অংশ হলো ফুল।সুতারাং ফুল হলো নাম প্রকৃতি।


২. প্রত্যয় কাকে বলে? উহা কত প্রকার ও কি কি? উদাহরণসহ লেখো।
উত্তর: প্রত্যয় হলো বর্ণ বা বর্ণসমষ্টি যা প্রকৃতির পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে।যেমন: চলন্ত এর চল্ হলো প্রকৃতি, কিন্তু এর সাথে যুক্ত অন্ত হলো প্রত্যয়।
প্রত্যয় এর প্রকারভেদ :
প্রত্যয় দুই প্রকার।যথা:
১. কৃৎ প্রত্যয়।
২. তদ্ধিৎ প্রত্যয়।

কৃৎ প্রত্যয়:ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়,তাকে কৃৎ প্রত্যয় বলে।যেমন: পড়্+আ=পড়া,এর আ হলো কৃৎ প্রত্যয়।
কৃৎ প্রত্যয় দুই প্রকার।
১. বাংলা কৃৎ প্রত্যয়।
২. সংস্কৃত কৃৎ প্রত্যয়।

তদ্ধিৎ প্রত্যয়:নাম প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়,তাকে তদ্ধিৎ প্রত্যয় বলে।যেমন:শিশু+অ = শৈশব।এখানে অ হলো তদ্ধিৎ প্রত্যয়। তদ্ধিৎ প্রত্যয় তিন প্রকার।যথা:
১. বাংলা তদ্ধিৎ প্রত্যয়
২. সংস্কৃত তদ্ধিৎ প্রত্যয়
৩. বিদেশি তদ্ধিৎ প্রত্যয়


৩. কৃদন্ত ও তদ্ধিতান্ত পদ কাকে বলে?
উত্তর:কৃৎ প্রত্যয় সাধিত পদকে কৃদন্ত পদ বলে।
আর তদ্ধিৎ প্রত্যয় সাধিত পদকে তদ্ধিতান্ত পদ বলে।




প্রশ্ন: ‘ইনী’ এবং ‘ইত’ প্রত্যয়যোগে পাঁচটি করে শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ দেখাও।
উত্তর :‘ইনী’—প্রত্যয়যোগে গঠিত শব্দ ও বাক্য :
১. বন্দী + ইনী = বন্দিনী : একসময় বাঙালি মুসলিম নারীদের ঘরে বন্দিনী হয়ে থাকতে হতো।
২. অধিকারী + ইনী = অধিকারিণী : এই ঘরের অধিকারিণী রীতা গতকাল পটল তুলেছে।
৩. প্রণয়ী + ইনী = প্রণয়িনী : নিপা বলল, ‘আজীবন তোমার প্রণয়িনী হয়ে থাকব। ’
৪. গৃহী + ইনী = গৃহিণী : বাংলাদেশের বেশির ভাগ মহিলাই পেশায় গৃহিণী।
৫. অনুরাগী + ইনী = অনুরাগিনী : মেয়েটি তার স্বামীর প্রতি অত্যন্ত অনুরাগিনী।

‘ইত’ —প্রত্যয়যোগে গঠিত শব্দ ও বাক্য :
১. বিকার + ইত = বিকৃত : বিকৃত রুচির মানুষ সমাজে অনাকাঙ্ক্ষিত।
২. পরিবর্তন + ইত = পরিবর্তিত : সময়ের পরিবর্তনে মানুষের চিন্তাধারাও পরিবর্তিত হচ্ছে।
৩. শিক্ষা + ইত = শিক্ষিত : শিক্ষিত ব্যক্তি সবার কাছে সম্মানিত।
৪. প্রচলন + ইত = প্রচলিত : প্রচলিত রীতি-নীতির বাইরে কিছু করা খুবই কঠিন।
৫. লজ্জা + ইত = লজ্জিত: দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে আমজাদ সাহেব খুবই লজ্জিত হলেন। প্রশ্ন: ইক ইনী প্রত্যয়যোগে পাচঁটি শব্দের উদাহরণ দাও। উত্তর: ইক প্রত্যয়যোগে গঠিত শব্দ :উপনিবেশিক+ইক=ঔপনিবেশিক, প্রকৃতি+ইক=প্রাকৃতিক, অর্থ+ইক= আর্থিক , নগর+ইক= নাগরিক,বিপ্লব+ইক= বৈপ্লবিক। ইনী প্রত্যয়যোগে গঠিত শব্দ: বন্দী+ইনী=বন্দিনী, গৃহ+ইনী=গৃহিনী, অধিকার +ইনী= অধিকারিণী, অনুগামী+ইনী=অনুগামিনী,প্রনয়+ইনী=প্রণয়িনী ।

ক্লিক করুন