প্রত্যয় নির্ণয় কর
১. কৃৎ প্রত্যয়ের প্রদত্ত শব্দ দ্বারা কাজ বোঝাবে [কারণ কৃৎ প্রত্যয়ের শব্দটি গঠিত হয ধাতুর সঙ্গে প্রত্যয় যোগে , আর ধাতু হল ক্রিয়ার মূল। ক্রিয়া দ্বারা কোনো কাজ করাকে বোঝায় ]। যেমন: করা চলা দিয়ে কোনো কাজকে বোঝাচ্ছে ।এরুপ কাজ বোঝালে সহজেই প্রদত্ত শব্দটির মূলকে আমরা ক্রিয়া প্রকৃতি বা ধাতু হিসেবে চিহ্নিত করতে পারি , আর এর সঙ্গে যুক্ত বর্ণ বা বর্ণ সমষ্টিই শুধু কৃৎ প্রত্যয়।
২.কৃৎ প্রত্যয়ের শব্দটিকে যখন বিশ্লেষণ করা হয় তখন প্রকৃতিটি অবশ্যই ধাতু হবে এবং ধাতুর সঙ্গে ‘√’ চিহ্ন থাকবে।
৩.ধাতু অর্থযুক্ত হবে , বিন্তু ভাষায় এদের স্বাধীন ব্যবহার থাকবেনা যেমন: গম কৃ এদের অর্থ আছে কিন্তু ভাষায় এদের স্বাধীন ব্যবহার নেই। এভাবে আমরা সহজেই কৃৎ প্রত্যয়কি চিহ্নিত করতে পারি।
বিভিন্ন বোর্ডের ১৭ বছরের প্রশ্নের উত্তর প্রত্যয় নির্ণয়
| প্রকৃতি ও প্রত্যয় | শব্দ | প্রত্যয়ের নাম |
|---|---|---|
| অন্ত+ইম= | অন্তিম | তদ্ধিত প্রত্যয় |
| অঙ্গ+ইক= | আঙ্গিক | তদ্ধিত প্রত্যয় |
| অগ্নি+ এয়= | আগ্নেয় | তদ্ধিত প্রত্যয় |
| অর্থ +ইক= | আর্থিক | তদ্ধিত প্রত্যয় |
| অনু+√রাগ্+ইন= | অনুরাগী | কৃৎ প্রত্যয় |
| আঁজল+আ= | আঁজলা | তদ্ধিত প্রত্যয় |
| আত্নজ+আ= | আত্নজা | তদ্ধিত প্রত্যয় |
| আধ+উলি= | আধুলি>আধলি | তদ্ধিত প্রত্যয় |
| আষাঢ়+ ইয়া = | আষাঢ়িয়া>আষাঢ়ে | তদ্ধিত প্রত্যয় |
| আদি+য= | আদ্য | তদ্ধিত প্রত্যয় |
| ইচ্ছা+উক= | ইচ্ছুক | তদ্ধিত প্রত্যয় |
| ইতর+আমি= | ইতরামি | তদ্ধিত প্রত্যয় |
| √উড়ু +উয়া>ও= | উড়ো | কৃৎ প্রত্যয় |
| √ উঠ+তি = | উঠতি | কৃৎ প্রত্যয় |
| উতর+আই= | উতরাই | তদ্ধিত প্রত্যয় |
| √উজা+আনো= | উজানো>উজান | কৃৎ প্রত্যয |
| √বচ্+ইত= | উচিত | কৃৎ প্রত্যয় |
| √বচ+ত= | উক্ত | কৃৎ প্রত্যয় |
| √ বচ+তি= | উক্তি | কৃৎ প্রত্যয় |
| √ বপ+ত = | উপ্ত | কৃৎ প্রত্যয় |
| ইতিহাস+ইক = | ঐতিহাসিক | তদ্ধিত প্রত্যয় |
| ইচ্ছা+ইক= | ঐচ্ছিক | তদ্ধিত প্রত্যয় |
| ইহ+ ইক= | ঐহিক | তদ্ধিত প্রত্যয় |
| ক,খ | ||
| কম+তি | কমতি | তদ্ধিত প্রত্যয় |
| √কর+আ | করা | কৃৎ প্রত্যয় |
| কলম+দানি | কলমদানি | তদ্ধিত প্রত্যয় |
| √ কাঁদ+না | কাঁনা>কান্না | কৃৎ প্রত্যয় |
| কাঁদন+ইয়া= | কাঁদনিয়া>কাঁদুনে | তদ্ধিত প্রত্যয় |
| কাঠ+উরিয়া= | কাঠুরিয়া>কাঠুরে | তদ্ধিত প্রত্যয় |
| কাণ্ডার+ই= | কাণ্ডারি | তদ্ধিত প্রত্যয |
| কবি+য়= | কাব্য | তদ্ধিত প্রত্যয় |
| কুশ+ইক/কুশিক+অ= | কৌশিক | তদ্ধিত প্রত্যয় |
| কুশল +অ= | কৌশল | তদ্ধিত প্রত্যয় |
| কুঠি+আল = | কুঠিয়াল | তদ্ধিত প্রত্যয় |
| √ কৃ+অক= | কারক | কৃৎ প্রত্যয় |
| √কৃ+য়= | কার্য | কৃৎ প্রত্যয় |
| √ কৃ+অনীয় = | করণীয় | কৃৎ প্রত্যয |
| √কৃ+তব্য = | কর্তব্য | কৃৎ প্রত্যয় |
| √কৃষ+অক | কৃষক | কৃৎ প্রত্যয় |
| √ কৃ+তৃ = | কৃতৃ>কর্ত। | কৃৎ প্রত্যয় |
| √ কৃত্+তি= | কীর্তি | কৃৎ প্রত্যয় |
| √ ক্রী+তৃ = | ক্রেতা | কৃৎ প্রত্যয় |
| √খা+আনো= | খাওয়ানো | কৃৎ প্রত্যয় |
| √ খা+উকা | খাউকা>খেকো | কৃৎ প্রত্যয় |
| খুকি্+ উ= | খুকু | তদ্ধিত প্রত্যয় |
| √খেল+অনা= | খেলনা | কৃৎ প্রত্যয় |
| খে+চর+অ= | খেচর | কৃৎ প্রত্যয় |
| √ খ্যা+তি = | খ্যাতি | কৃৎ প্রত্যয় |
| √ ক্ষুদ+আই= | খোদাই | কৃৎ প্রত্যয় |
| গ,ঘ | ||
| √ গম্+তব্য | গন্তব্য | কৃৎ প্রত্যয় |
| √ গণ্+অন্+আ= | গণনা | কৃৎ প্রত্যয় |
| √ গাহ্+ইয়ে= | গাহিয়ে>গাইয়ে | কৃৎ প্রত্যয় |
| গাঁ+উয়া= | গাঁউয়া>গেঁয়ো | তদ্ধিত প্রত্যয় |
| গাছ্+উয়া= | গাছুয়া>গেছো | তদ্ধিত প্রত্যয় |
| গাছ+টি= | গাছটি | তদ্ধিত প্রত্যয় |
| গাড়ি+ওয়ান= | গাড়োয়ান | তদ্ধিত প্রত্যয় |
| গুরু+অ= | গৌরব | তদ্ধিত প্রত্যয় |
| গোয়াল+আ= | গোয়ালা | তদ্ধিত প্রত্যয় |
| গ্রাম্য+তা= | গ্রাম্যতা | তদ্ধিত প্রত্যয় |
| ঘর+আমি= | ঘরামি | তদ্ধিত প্রত্যয় |
| √ ঘাট্+তি= | ঘাটতি | কৃৎ প্রত্যয় |
| √হন্+অক | ঘাতক | কৃৎ প্রত্যয |
| √মুড়্+ক (অক)= | মোড়ক | কৃৎ প্রত্যয় |
| ঘোর+আল= | ঘোরাল | তদ্ধিত প্রত্যয় |
| ঘোলা+টিয়া= | ঘোলাটিয়া | তদ্ধিত প্রত্যয় |
| চ,ছ,জ,ঝ | ||
| চতুর+আলি= | চতুরালি | তদ্ধিত প্রত্যয় |
| √ চল+অন্ত= | চলন্ত | কৃৎ প্রত্যয় |
| √চির্+অনি= | চিরনি>চিরুনি | কৃৎ প্রত্যয় |
| √ চিন্+আ = | চেনা | কৃৎ প্রত্যয় |
| ছাওয়াল+ইয়া= | ছেলে | তদ্ধিত প্রত্যয় |
| ছেলে+আমি= | ছেলেমি | তদ্ধিত প্রত্যয় |
| √ জন্+অক= | জনক | কৃৎ প্রত্যয় |
| √ ফল্+অন্ত= | ফলন্ত | কৃৎ প্রত্যয় |
| জবান+বন্দি= | জবানবন্দি | তদ্ধিত প্রত্যয় |
| জমা+আন= | জমান | তদ্ধিত প্রত্যয় |