শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

কবি ও কবিতা


☰ খুলন

এই পৃষ্ঠার কাজ চলিতেছে ?

বাংলার মুখ – জীবনানন্দ দাশ

বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ
খুঁজিতে যাই না আর : অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে
চেয়ে দেখি ছাতার মতো ব্ড় পাতাটির নিচে বসে আছে
ভোরের দয়েলপাখি – চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ
জাম-বট-কাঁঠালের-হিজলের-অশথের করে আছে চুপ;
ফণীমনসার ঝোপে শটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে;
মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে
এমনই হিজল-বট-তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ
দেখেছিল; বেহুলাও একদিন গাঙুড়ের জলে ভেলা নিয়ে –
কৃষ্ণা-দ্বাদশীর জোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় –
সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল, হায়,
শ্যামার নরম গান শুনেছিল – একদিন অমরায় গিয়ে
ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়
বাংলার নদ-নদী-ভাঁটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়।

মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

পৌারনীীত ও সুশাসন ২য় পত্র


অধ্যায় ১০ম:নাগরিক সমস্যা ও আমাদের করণীয় (শৃজনশীল প্রশ্ন)


উদ্ধৃতি: খনেপুর বাজারে সবজি ও ফলের দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তাদের পণ্যে বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহারের জন্য জরিমানা করে। ব্যবসায়ীরা অতি মুনাফার লোভে জেনে শুনে নগরিক সমস্যার সৃষ্টি করেছেন।

ক.এইডস্‌ এর পুর্ণরুপ কী
খ.বৈশ্বিক উষ্ঞায়ন বলতে কী বোঝায় ?
গ.উদ্দীপকে উল্লেখিত সবজি ও ফল বিক্রেতাদের কর্মকান্ড কোন সমস্যা নির্দেশ করে?
ঘ.বনির্ত সমস্যা নিরসনকল্পে তোমার সুপারিশ লেখ।

উত্তর:
ক) AIDS এর পূর্ণরুপ Acquired immune Deficiency Ssyndrome

খ) বিশ্বে উষ্ঞায়নের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়াকে বৈশ্বিক উষ্ঞায়ন বলা হয়। বায়ুমন্ডলে প্রাকৃতিকভাবে সৃষ্ট গ্যস যেমন কার্বন-ডাই-অক্সাইড এবং মিথেনের এক ধরনের তাপ ধারণক্ষম প্রভাব রয়েছে। বায়ূমন্ডলে এ রকম নানা ধরনের গ্রিনহাউস গ্যাসের মাত্রা বেড়ে গিয়ে মাশূন্যে তাপ নির্গমনে বাধার সৃষ্টি করছে , যার ফলাফল হচ্ছে বৈশ্বিক উষ্ঞায়ন। যখন বায়ূমন্ডলে গ্রিনহাউস গ্যাসের মাত্রা বেড়ে যায় তখান স্বভাবিকভাবেই মহাশূন্যে তাপের বিকিরণ কমে য়ায় এবং বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যায়। যা বৈশ্বিক উষ্ঞায়ন হিসেবে পরিচিত।

গ) উদ্দীপকে বর্নিত সমস্যাটিপ বাংলাদেশের খাদ্যে ভেজাল সমস্যার প্রতি ইঙ্গিত বহন করে। সাধারণভাবে খাদ্যে ভেজাল বলতে খটি বা আসল পন্যের সাথে মিশ্রণ ঘটিয়ে বিক্রয় করাকে বোঝায়। এতে দ্রব্যের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি বিশুদ্ধতা হারায় । বর্তমান যুগে খাদ্যে ভেজাল একটি মারাত্নক সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যা হিসেবে পরিগণিত হয়। খাদ্যদ্রব্যের সাথে ক্ষতিকারক কেমিক্যাল মিশ্রণ করে কিছু অসাধু ,লীতি বিবর্জিত ব্যবসায়ী ও বিক্রেতা জনসাধারণের সাথে প্রতারণা করে থাকে উদ্দীপকেও এ সমস্যার প্রতিফলন লক্ষণীয়।

উদ্দীপক খাদ্যে ভেজাল মিশ্রনের বিষয়টি ফুটে উঠেছে। আমাদের প্রাত্যহিক জীবনে যে সমস্যাগুলো প্রকট হয়ে উঠেছে তার মধ্যে অন্যতম হলো ভেজাল খাদ্য। মাছ, মাংস, তরিতরকারি থেকে শুরুকরে তৈরী খাবার , ফলমূল এমনকি শিশু খাদ্যে পর্যন্ত ভেজালের ভয়াঙ্কর দৌরাত্ন্য সৃষ্টি হয়েছে । এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর সীমাহীন মুনাফা অর্জনের লোভে , নাগরিকদের অসচেতনতা এবং অইন প্রয়োগগে প্রশাসনের শিথিলতার কারণে দিন দিন এ সমস্যা বৃদ্ধি পাচ্ছে। এসব ভেজাল ও দূষিত খাদ্য গ্রহণের ফলে ব্যক্তি পর্যায়ে পুষ্টির অভাব থেকে ভোক্তার মৃত্যু পর্যন্ত হতে পারে। উদ্দীপকেও এ সমস্যাটির কথা বলা হয়েছে।

ঘ) উদ্দীপকের আহনা খাদ্যে ভেজাল সমস্যাটির সম্মুখীন হয়েছে। আর এ সমস্যাটি প্রতিবোধ করতে হলে সরকার ,ব্যবসায়ী ও ভোক্তা সকল পর্যায়ে বিভিনান পদক্ষেপ গ্রহণ করতে হবে। খাদ্যে ভেজাল প্রতিকার বা প্রতিরোধে নিম্নলিখিত ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে:
১.খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের উৎপাদিত দ্রব্যসামগ্রী BSTI-, এর দ্বারা মানোর্ত্তিণ হরার সার্টিফিকেট অর্জন এবং তা প্রদর্শন করতে হবে।
২.BSTI-এর দ্বারা পরিক্ষীত নয় ,এমন উৎপাদিত খাদ্যসামগ্রী বাজারজাত করা হলে কঠিন শাস্তির বিধান এবং তা কার্যকর করতে হবে। ৩.হোটেল রেস্তোরাঁয় পচা-বাসি খাবার যেন পরিবেশন করা না হয় সেজন্য নজরদারি জোরদার করতে হবে।
৪.অসৎ ব্যবসায়ী , উৎপাদক , পরিবেশকদের বিরুদ্ধে কী শাস্তি প্রদান করা হলো , ভ্রাম্যমান আদালত কী করছে তা নিউজ এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ ও প্রচার করতে হবে।
৫.চাল- ঢাল- আটা-ময়দা ,ফলমূল প্রভৃতির আড়তগুলোতে নজরদারি বৃদ্ধি করতে হবে এবং অসৎ ব্যবসায়ীদের শাস্তি প্রদান করতে হবে।
৬.খাদ্যের ভেজালের বিরোদ্ধে সামাজিক আন্দোলন গড়েতুলতে হবে।
৭.জনগণ যেন সহজেই ভেজাল খাদ্য চিনতে পারে সে পদ্ধতি প্রচার করতে হবে।

সর্বোপরি ,জনগণের সচেতনতা , সাবধানতা ,ব্যবসায়ীদের সততা ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এ সমস্যাটি প্রতিরোধ করা সম্ভব ।

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

পৌরনীতি ও সুশাসন ২য় পত্র


HSC

অধ্যায় অনুযায়ী সৃজনশীল প্রশ্ন:

সূচী:--

অধ্যায় সমূহ পৌরনীতির সংক্ষিপ্ত সূচিপত্র
অধ্যায় ১.ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ
অধ্যায় ২.পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১)
অধ্যায় ৩.রাজনৈতিক ব্যক্তিত্ব:বাংলাদেশের স্বাধীনতা
অধ্যায় ৪.বাংলাদেশের সংবিধান
অধ্যায় ৫.বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো
অধ্যায় ৬.স্থানীয় শাসন
অধ্যায় ৭.সাংবিধানিক প্রতিষ্ঠান
অধ্যায় ৮.বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা
অধ্যায় ৯.বাংলাদেশের বৈদেশিক নীতি
অধ্যায় ১০.নাগরিক সমস্যা ও আমাদের করণীয়
মানবন্টন ও প্রশ্ন কাঠামো পৌরনীতি ও সুশাসন : দ্বিতীয় পত্র পূর্ণমান --১০০
সৃজনশীল প্রশ্ন:৭০ নম্বর

মোট এগারটি প্রশ্ন থাকবে । যেকোন সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে । প্রতিটি প্রম্নের মান (১০) ৭*১০=৭০
জ্ঞান দক্ষতা যাচাই -------১
অনুধাবন দক্ষতা যাচাই ----২
প্রয়োগ দক্ষতা যাচাই ------৩
উচ্চতর দক্ষতা যাচাই -----৪
বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ৩০টি সব কয়টির উত্তর দিতে হবে প্রতি প্রশ্নের মান (১)পাশ নম্বর :২৩+১০= ৩৩

Girl in a jacket মানবিক বিভাগের বিষয় সমূহ:
সৃজনশীল অংশ: ১ম এবং ২য় পত্র মিলে ৪৬ নাম্বার পেলেই পাশ । একপত্রে ১০নম্বর ও অন্যটিতে৩৬ নম্বর পেলেও পাশ।
বহুনির্বাচনী অংশ: দুই পত্র মিলে ২০ পেলেই পাশএক পত্রে ০৫ এবং অন্য পত্রে এ ১৫ পেলেও পাশ ।

বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

সাধারণ জ্ঞান


সাধারণ জ্ঞান (বাংলাদেশ)
১) বৈদেশিক নীতি বলতে কী বোঝ?
উত্তর:একটি বৈদেশিক নীতি মূলত তার জাতীয় স্বার্থ প্রচারের উদ্দেশ্যে একটি রাষ্ট্র দ্বারা গৃহীত হয় এমন অবস্থান এবং কৌশলগুলি বোঝায়।

২.মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?
উত্তর: সচিব।

৩.প্রধানমন্ত্রীর সচিবালয়ের প্রধান কে?
উত্তর: মুখ্য সচিব।

৪.রাষ্ট্রপতির সচিবালয়ের প্রধান কে?
উত্তর: মুখ্য সচিব।

৫.বাংলাদেশে মোট মন্ত্রণালয়ের সংখ্যা কতটি?
উত্তর: ৪১টি। (প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মন্ত্রণালয়সহ)

৬.রেলপথ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় গঠিত হয় কবে?
উত্তর: ৪ডিসেম্বর ২০১১সালে।

৭.প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কবে গঠিত হয়?
উত্তর: ২জানুয়ারি, ২০০৩.

৮.প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় কবে?
উত্তর:২০ডিসেম্বর, ২০০১।

৯.পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কবে গঠিত হয়?
উত্তর:১৫ জুলাই,১৯৯৮

সাধারণ জ্ঞান
১.বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি ?
উত্তর: বাংলাদেশ ব্যাংক।

২. উপজেলা ব্যবস্থার প্রবর্তক কে ?
উত্তর: হুসেইন মুহাম্মদ এরশাদ ।

৩. কার শাসনামলে উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু করা হয়?
উত্তর: লর্ড ক্যানিংয়ের।

৪. প্রথম জেলা গঠিত হয় কবে?
উত্তর: ১৯৬৬ সালে চট্টগ্রাম জেলা।

৫. ‘দুবলার চর’ কোথায় অবস্থিত?
উত্তর: সুন্দরবনের দক্ষিণ উপকূলে।

৬. আনসার প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর: গাজিপুরের শফিপুরে।

৭. বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর পাহাড় কোনটি ?
উত্তর:গারো পাহাড়।

৮. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?
উত্তর: তাজিনডং।

৯. বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার কে?
উত্তর: সুরাইয়া বেগম ।

১০. খরিপ শস্য বলতে বুঝায়?
উঃ গ্রীষ্মকালীন শস্যকে।
১১. বাংলাদেশের অর্থনীতিতে
কৃষিখাতের অবদান কত?
উঃ ২১.৯১%।
১২. বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় কোন জেলাকে?
উঃ বরিশাল।
১৩. বাংলাদেশে বানিজ্যিকভাবে প্রথমকখন চা চাষ করা হয়?
উঃ ১৯৫৪ সালে।
১৪. গম গবেষণা কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
উঃ দিনাজপুর।
১৫. বাংলদেশের প্রথম চা বাগান কোনটি?
উঃ সিলেটের মালনিছড়া।
১৬. সবচেয়ে বেশী চা জন্মে কোন জেলায়?
উঃ মৌলভীবাজার জেলায়।
১৭. বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে।
১৮. বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা কত?
উঃ ১৫৯ টি।
১৯. বাংলাদেশের সবচেয়ে বেশী রেশম উৎপন্ন হয়?
উঃ চাঁপাই নবাবগঞ্জে।
২০. বাংলাদেশ রেশম বোর্ড কোথায় অবস্থিত?
উঃ চাঁপাই নবাবগঞ্জে।
২১. বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশী তামাক জন্মে ?
উঃ রংপুরে।
২২. বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশীতুলা জন্মে ?
উঃ যশোরে।
২৩. বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি?
উঃ তিস্তা বাধ প্রকল্প।
২৪. বাংলাদেশে ধান গবেষনা কেন্দ্রের সংক্ষিপ্ত নাম কি এবং কোথায় ?
উঃ BRRI, গাজিপুর।