সাধারণ জ্ঞান (বাংলাদেশ)
১) বৈদেশিক নীতি বলতে কী বোঝ?
উত্তর:একটি বৈদেশিক নীতি মূলত তার জাতীয় স্বার্থ প্রচারের উদ্দেশ্যে একটি রাষ্ট্র দ্বারা গৃহীত হয় এমন অবস্থান এবং কৌশলগুলি বোঝায়।
২.মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?
উত্তর: সচিব।
৩.প্রধানমন্ত্রীর সচিবালয়ের প্রধান কে?
উত্তর: মুখ্য সচিব।
৪.রাষ্ট্রপতির সচিবালয়ের প্রধান কে?
উত্তর: মুখ্য সচিব।
৫.বাংলাদেশে মোট মন্ত্রণালয়ের সংখ্যা কতটি?
উত্তর: ৪১টি। (প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মন্ত্রণালয়সহ)
৬.রেলপথ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় গঠিত হয় কবে?
উত্তর: ৪ডিসেম্বর ২০১১সালে।
৭.প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কবে গঠিত হয়?
উত্তর: ২জানুয়ারি, ২০০৩.
৮.প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় কবে?
উত্তর:২০ডিসেম্বর, ২০০১।
৯.পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কবে গঠিত হয়?
উত্তর:১৫ জুলাই,১৯৯৮
সাধারণ জ্ঞান
১.বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি ?
উত্তর: বাংলাদেশ ব্যাংক।
২. উপজেলা ব্যবস্থার প্রবর্তক কে ?
উত্তর: হুসেইন মুহাম্মদ এরশাদ ।
৩. কার শাসনামলে উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু করা হয়?
উত্তর: লর্ড ক্যানিংয়ের।
৪. প্রথম জেলা গঠিত হয় কবে?
উত্তর: ১৯৬৬ সালে চট্টগ্রাম জেলা।
৫. ‘দুবলার চর’ কোথায় অবস্থিত?
উত্তর: সুন্দরবনের দক্ষিণ উপকূলে।
৬. আনসার প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর: গাজিপুরের শফিপুরে।
৭. বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর পাহাড় কোনটি ?
উত্তর:গারো পাহাড়।
৮. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?
উত্তর: তাজিনডং।
৯. বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার কে?
উত্তর: সুরাইয়া বেগম ।
১০. খরিপ শস্য বলতে বুঝায়?
উঃ গ্রীষ্মকালীন শস্যকে।
১১. বাংলাদেশের অর্থনীতিতে
কৃষিখাতের অবদান কত?
উঃ ২১.৯১%।
১২. বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় কোন জেলাকে?
উঃ বরিশাল।
১৩. বাংলাদেশে বানিজ্যিকভাবে প্রথমকখন চা চাষ করা হয়?
উঃ ১৯৫৪ সালে।
১৪. গম গবেষণা কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
উঃ দিনাজপুর।
১৫. বাংলদেশের প্রথম চা বাগান কোনটি?
উঃ সিলেটের মালনিছড়া।
১৬. সবচেয়ে বেশী চা জন্মে কোন জেলায়?
উঃ মৌলভীবাজার জেলায়।
১৭. বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে।
১৮. বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা কত?
উঃ ১৫৯ টি।
১৯. বাংলাদেশের সবচেয়ে বেশী রেশম উৎপন্ন হয়?
উঃ চাঁপাই নবাবগঞ্জে।
২০. বাংলাদেশ রেশম বোর্ড কোথায় অবস্থিত?
উঃ চাঁপাই নবাবগঞ্জে।
২১. বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশী তামাক জন্মে ?
উঃ রংপুরে।
২২. বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশীতুলা জন্মে ?
উঃ যশোরে।
২৩. বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি?
উঃ তিস্তা বাধ প্রকল্প।
২৪. বাংলাদেশে ধান গবেষনা কেন্দ্রের সংক্ষিপ্ত নাম কি এবং কোথায় ?
উঃ BRRI, গাজিপুর।