মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

ইসলামের ইতহাস ২য় পত্র


ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এইচএসসি
জ্ঞানমুলক প্রশ্ন প্রথম অধ্যায়

১.তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয় ১৮৯২ সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘঠিত হয়

২.আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন? আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন দাহির

৩.সুলতান মাহমুদ কোন রাজ্যের শাসনকর্তা ছিলেন? সুলতান মাহমুদ গজনির শাসনকর্তা ছিলেন।

৪. অরবরা সিন্ধু বিজয়ের পূর্বে কোন কোন অঞ্চল দখল করেন? আরবরা সিন্ধু পূর্বে বুখারা, সমরখন্দ, ফারগানা ,দখল করেন

৫.রাজা দাহির কিভাবে মারা যান ? রাজা দাহির তরবারির আঘাতে মারা যান

৬.কত খৃষ্টাব্দে আরব বাহিনী মুলতান দখল করে ? ৭১৩ খ্রিষ্টাব্দে আরব বাহিনী মুলতান দখল করে

৭.কত খৃষ্টাব্দে আরব বাহিনী মুলতান দখণ করে? ৭১৩ খৃষ্টাব্দে

৮.রাজা দাহিরের দুই কন্যা মুহাম্মদ বিন কাসিমের বিরুদ্ধে কী অভিযোগ করেন? শ্লীলতাহানির অভিযোগ করেন

৯.সিন্ধু বিজয়ের ফলে সামাজিক ক্ষেত্রে কী পরির্বতন লক্ষ করা যায়? সিন্ধু বাসীর দৈনন্দিন জীবনে আরবীয় বৈশিষ্ট্যের প্রবেশ ঘটে

১০.আরবগণ সর্বপ্রথম দাবা খেলা শিক্ষা গ্রহণ করেন ? হিন্দুদের নিকট হতে দাবা খেলা

১১.গজনি বংশের প্রতিষ্ঠাতা কে? গজনি বংশের প্রতিষ্ঠা্তা সুবক্তগীন

সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

ইসলামের ইতিহাস ২য় পত্র বহুনির্বাচনী


MCQ প্রশ্ন ইসলামের ইতিহাস ২য়পত্র (প্রখম অধ্যায় )


transparent
১. ভারত বর্ষের প্রচীনতম অধিবাসী কারা ?
ক.আর্য
খ. শক্‌
গ.হুন
ঘ. দ্রাবিড়
ঘ. দ্রাবিড়
২.সুলতান মাহমুদ কোন রাজ্যের সুলতান ছিলেন ?
ক.পাঞ্জাব
খ.ফারগানা
গ.গজনি
ঘ. ঘুর
গ.গজনি
৩. ইয়ামিন -উদ-দৌলা ও আমির-উল মিল্লাত কার উপাধি ?
ক) মুহাম্মদ বিন কাসিমের
খ) সুলতান মাহমুদের
গ) মুহাম্মদ ঘুরীর
ঘ) কুতুবউদ্দীন আইবেক

খ) সুলতান মাহমুদের

৪ . সুলতান মাহমুদের বার বার ভারত অভিযানের উদ্দেশ্য কী ছিল ?
ক)ধর্মীয় ও সংস্কৃতিক
খ) ধর্মীয় ও সামাজিক
গ) রাজনৈতিকও অর্থনৈতিক
ঘ) অর্থনৈতিক ও সামাজিক

গ) রাজনৈতিকও অর্থনৈতিক

৫. তরাইনের প্রথম যুদ্ধে কে বিজয়ী হন?
ক. মুহাম্মদ ঘুরী
খ.কুতুবউদ্দীন আইবেক
গ. পৃথ্বিরাজ
ঘ. জয়চাঁদ
গ. পৃথ্বিরাজ
৬. সিন্ধুর শাসানকর্তা কে ছিলেন ?
ক.মুহাম্মদ বিন কাসিম
খ.রাজা দাহির
গ.হাজ্জাজ বিন ইউসূফ
ঘ.সুলতান মাহমুদ
গ.হাজ্জাজ বিন ইউসূফ
৭. ভারতের কোন প্রদেশ বস্ত্র উৎপাদনের জন্য বিখ্যাত ছিলেন?
ক.বিহার
খ.মধ্যপ্রদেশ
গ.পাঞ্জাব
ঘ.বাংলা
ঘ.বাংলা
৮. নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় ছিল?
ক.বিহার
খ.বানারসীতে
গ.উদন্তপুর
ঘ.আজমীরে
ক.বিহার
৯. খলিফা ওয়ালিদের সম্রাজ্যবাদী গভর্নর কে ছিলেন?
ক.কুতাইবা
খ.হাজ্জাজ বিন ইউসূফ
গ.তারিক বিন জিয়াদ
ঘ.মুসা বিন নুসাইর
খ.হাজ্জাজ বিন ইউসূফ
১০. কত সালে হযরত মুহাম্মদ (সা:) নবুয়ত লাভ করেণ?
ক. ৬১০ সালে
খ. ৬১২ সালে
গ. ৬১১ সালে
ঘ. ৬১০ সালে
ক. ৬১০ সালে
১১. প্রাচীনকালে ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক ছিল ?
ক. আমেরিকার
খ. আরবের
গ. ব্রিটেনের
ঘ. আফ্রিকার
খ. আরবের
১২. কাদের স্থায়ী কোন পেশা ছিল না?
ক. যাযাবরদের
খ. হিন্দুদের
গ. তামিলদের
ঘ. বাঙালির
ক. যাযাবরদের
১৩. মেরকানের বর্তমান নাম কি ?
ক. বেলুচিস্তান
খ. সিন্ধু
গ. পাঞ্জাব
ঘ. দিল্লি
ক. বেলুচিস্তান
১৪. কার নেতৃত্বে মুসলমানরা মেকরান দখল করেন ?
ক. হাজ্জাজ বিন ইউসূফ
খ. মুহাম্মদ বিন কাসিম
গ. ইবন আল হারবি আল বাহিত্ত
ঘ. মুয়াবিয়া
খ. মুহাম্মদ বিন কাসিম
১৫. কারা আরবদের সিন্ধু আক্রমণে উৎসাহিত করে?
ক.পাঠানরা
খ.জাঠরা
গ.বালুচরা
ঘ. পাঞ্জাবীরা
খ.জাঠরা
১৬.কোন খলিফার শাসনামল ছিল মুসলিমদের সম্প্রসারণের যুগ ?
ক. খলিফা ওয়ালিদের
খ. হযরত মুায়াবিয়া
গ. হয়রত ওসমান (রা:)
ঘ. হযরত আলী (রা:)
ক. খলিফা ওয়ালিদের
১৭. কখন মুসলমানগণ বুখারা , সমরকন্দ ও হিরাত দখল করেন ?
ক. সপ্তম শতাব্দীতে
খ. অষ্টম শতাব্দীতে
গ. নবম শতাব্দীতে
ঘ. দশম শতাব্দীতে
খ.অষ্টম শতাব্দীতে
১৮. হাজ্জজ বিন ইউসূফ কোথাকার গর্ভনর ছিলেন ?
ক. ইরানের
খ. আরবের
গ. সিরিয়ার
ঘ. ইরাকের
ঘ.ইরাকের
১৯. সিংহলের বর্তমান নাম কি ?
ক. শ্রীলঙ্কা
খ. সিলোন
গ. তামিল নাড়ু
ঘ. গুজরাট
ক. শ্রীলঙ্কা
২০. কোন বন্দরে মুসলিম জাহাজগুলো জলদস্যু কর্তৃক ‍লুন্ঠিত হয় ?
ক. করাচিবন্দর
খ. দেবল বন্দর
গ. মাদ্রাজ বন্দর
ঘ. চট্রগ্রাম বন্দর
খ.দেবল বন্দর
২১. সিংহলরাজ কোন ধর্ম গ্রহণ করেন? ?
ক. বৌদ্ধ ধর্ম
খ. খ্রীষ্ট্রান ধর্ম
গ. ইসলাম ধর্ম
ঘ. জৈন ধর্ম
গ.ইসলাম ধর্ম
২২.হাজ্জাজ বিন ইউসূফ কার নিকট লুন্ঠিত জাহাজগুলোর ক্ষতিপুরণ দাবি করেন ?
ক. দহিরের নিকট
খ. সিংহলরাজের নিকট
গ. উমাইয়া খলিফার নিকট
ঘ. ওবায়দুল্লার নিকট
ক.দাহিরের নিকট
২৩. দেবল বন্দর বর্তমানে কি নামে পরিচিত ? ?
ক. করাচি
খ. বানবোর
গ. মেরকান
ঘ. লাহোর
২৪. মুহাম্মদ বিন কাসিম কে ছিলেন ? ?
ক. হজ্জাজ বিন ইউসুফের ভ্রাতুষ্পুত্র
খ. হজ্জাজ বিন ইউসুফের ছেলে
গ. হজ্জাজ বিন ইউসুফের ভাই
ঘ. হজ্জাজ বিন ইউসুফের ভাগ্নে
২৫. জয়সিংহ কে ছিলেন ? ?
ক. রাজা দাহিরের ভাই
খ. রাজা দাহিরের ভ্রাতুষ্পুত্র
গ. রাজা দাহিরের পুত্র
ঘ. রাজা দাহিরের মামা
২৬.আরবরা কত বছর সিন্ধু শাসন করেন? ?
ক. ১০০বছর
খ. ১২০ বছর
গ. ১৩০ বছর
ঘ. ১৫০ বছর
২৭. মুহম্মদ বিন কাসিম সিন্ধুতে কোন শাসন ব্যবস্থা চালু করেন? ?
ক. সামরিক শাসন
খ. গনতন্ত্র
গ. ইসলামি
ঘ. একনায়কতন্ত্র
২৮. গজনি কোথায় অবস্থিত ? ?
ক. কান্দাহারে
খ. পেশোয়ারে
গ. আফগানিস্থানে
ঘ. তুর্কিমেনিস্তানে
২৯. কখন থেকে গজনি বংশের শাসনকাল শুরু হয় ? ?
ক. ৯৭৫ খ্রিষ্ট্রাব্দে
খ. ৯৭৬খ্রিষ্ট্রাব্দে
গ. ৯৭৭ খ্রিষ্ট্রাব্দে
ঘ. ৯৮০ খ্রিষ্ট্রাব্দে
৩০. সুলতান মাহমুদ সোমনাথ অভিযান করেন কত খ্রিষ্ট্রাব্দে ? ?
ক.১০২৩ খ্রিষ্ট্রাব্দে
খ. ১০২৪ খ্রিষ্ট্রাব্দে
গ. ১০২৬ খ্রিষ্ট্রাব্দে
ঘ. ১০৩০ খ্রিষ্ট্রাব্দে
৩১. মহাকবি ফেরদৌসীর কালোত্তীর্ণ গ্রন্থ কোনটি ?
ক. শাহনামা
খ. বাবুরনামা
গ. শাহরিস্তান
ঘ. ফেরদৌসনামা
৩২. মধ্য এশিয়ার সবচেয়ে সুন্দর নগরী ছিল কোনটি ?
ক. কাবুল
খ. সমরখন্দ
গ. বোখারা
ঘ. গজনি

শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯

বিড়াল গল্প MCQ


সঠিক উত্তর ক.সাধুরা

সঠিক উত্তর ক.যুক্তিনিষ্ঠ মনোভঙ্গি

সঠিক উত্তর ঘ.ওয়েলিংটন

সঠিক উত্তর খ) ঐতিহ্যবোধ

সঠিক উত্তর ক) রোগ

সঠিক উত্তর ক)সমাজতান্ত্রিক

সঠিক উত্তর খ) দারিদ্র

সঠিক উত্তর গ) হুকা

সঠিক উত্তর খ) সাহিত্যরত্ন

সঠিক উত্তর: গ) বঙ্গদর্শন

সঠিক উত্তর: ক) দুর্গেশনন্দিনী

সঠিক উত্তর: খ.কৃপণ ধনীর

সঠিক উত্তর: ক) ন্যায়শাস্ত্রে পন্ডিত ব্যক্তি

সঠিক উত্তর: ঘ) অধিকার চেতনা

সঠিক উত্তর: গ) বিড়াল

সঠিক উত্তর: ক) সমাজতান্ত্রিক

সঠিক উত্তর: ক)ব্যঙ্গ

সঠিক উত্তর:ক) সাধুরা

সঠিক উত্তর: ঘ) নির্বিকারত্ব

সঠিক উত্তর: ঘ) তার স্বভাব জানা ছিল বলে

সঠিক উত্তর: ক)সমাজের শ্রেণী বৈষম্য

সঠিক উত্তর: ঘ) তার স্বভাব জানা ছিল বলে

সঠিক উত্তর: খ) কমলাকান্তের দপ্তর

সঠিক উত্তর: গ)মানুষ

সঠিক উত্তর: ঘ) দুর্দশাগ্রস্ত বোঝাতে

সঠিক উত্তর: খ) মেও

সঠিক উত্তর: খ) মঙ্গলা

সঠিক উত্তর: গ) আফিম

সঠিক উত্তর: খ)

সঠিক উত্তর: খ) উপন্যাস

উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
এলাকায় একজন ধনী ব্যক্তি এলে তাঁর সেবা করার জন্য সাধারণ জনগণ হুমড়ি খেয়ে পড়ল। উত্সুক জনতার ধাক্কায় ক্ষুধার্ত ভিক্ষুকটি রাস্তায় পড়ে কাতরাচ্ছিল। সেদিকে কারো খেয়াল নেই।

সঠিক উত্তর: খ)তেলা মাথায় তেল দেওয়া

সঠিক উত্তর: খ) অনাহারী মার্জারের

Lorem ipsum dolor.

বুধবার, ১৪ আগস্ট, ২০১৯

প্রতিবেদন


প্রতিবেদন

ফেব্রুয়ারি ২৩, ২০১৬
প্রধান শিক্ষক,
…… হাই স্কুল, লালমনিরহাট ।
বিষয় : বিদ্যালয়ে আয়োজিত আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস’ এর অনুষ্ঠানমালা সম্পর্কে প্রতিবেদন।
সূত্র :শা .ল.বি.২০১৫/২৭(ক)

মহোদয়,
সম্প্রতি সমাপ্ত ,…… হাইস্কুলের ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এর অনুষ্ঠানমালা সম্পর্কে প্রতিবেদন পেশে আদিষ্ট হয়ে নিম্নলিখিত প্রতিবেদন উপস্থাপন করছি।
……… হাই স্কুলে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্যাপিত

১.‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্যাপন উপলক্ষে ……… স্কুলে ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন হয়েছিল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্কুলের বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক জনাব ‘ক’ ২.দিনব্যাপী অনুষ্ঠানমালার সূচনা হয় সকাল ৭টায় প্রভাতফেরির মাধ্যমে। খুব ভোর থেকেই স্কুলের আশেপাশের ছাত্র-ছাত্রীরা খালি পায়ে প্রশাসনিক ভবনের সামনে সমবেত হয়। তাদের সঙ্গে যোগদান করেন শিক্ষকবৃন্দ। স্কুল মাঠের দক্ষিন প্রান্তে শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ প্রদানের সিদ্ধান্ত করা হয়েছিল। প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীদের খালিপায়ে শোভাযাত্রা শুরু হলে সবার কণ্ঠে অনুরণিত হয় একুশে ফেব্রুয়ারির অমর গান: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’ ধীর পদক্ষেপে অগ্রসরমান শোভাযাত্রা এক ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি করে। শহিদ মিনারের পাদদেশে মিছিল উপনীত হলে প্রধান শিক্ষক প্রথম পুষ্পার্ঘ্য অর্পণ করে অমর শহিদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শিক্ষার্থীরা নিজ নিজ ফুলের তোড়া শহিদ মিনারে অর্পণ করে।

৩.আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পরবর্তী কর্মসূচি ছিল আবৃত্তি ও সংগীতানুষ্ঠান। প্রথমে বাংলা সাহিত্যের প্রখ্যাত কবিগণের কবিতা থেকে নির্বাচিত কবিতাবলি আবৃত্তি করে স্কুলের শিক্ষার্থীরা। পরে স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনাােনা হয়। শিক্ষার্থীরাই ছিল এ পর্যায়ে কবিতা রচয়িতা ও আবৃত্তিকার। আবৃত্তি শেষে শুরু হয় সংগীতানুষ্ঠান। দেশাত্মবোধক গানই ছিল এপর্যায়ের কর্মসূচি। স্কুলের শিল্পীরা এতে অংশগ্রহণ করে।

৪.বিকেলবেলায় আয়োজন করা হয়েছিল আলোচনা সভার। স্কুলের প্রধান শিক্ষকের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ‘ ক’। স্কুলের দুজন শিক্ষকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর আলোচনা করে। এ দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি বিশ্বদরবারে আরো উল্লেখযোগ্যভাবে এ দিবসের গুরুত্ব তুলে ধরার আহ্বান রাখা হয়। এ পর্যায়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটে।
প্রতিবেদকের নাম ও ঠিকানা :’ হ’ দশম শ্রেণি,বিজ্ঞান বিভাগ,রোল: ০৩
…… হাই স্কুল, লালমনিরহাট ।
প্রতিবেদনের শিরোনাম : …… স্কুলে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্যাপিত।
প্রতিবেদন তৈরির তারিখ : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬
প্রতিবেদন তৈরির সময় : সকাল ৭ টা।
Girl in a jacket