নেকলেস বহুনির্বাচনী প্রশ্ন
১.নেকলেস গল্পে খেলো শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক.নিকৃষ্ট বা মূল্যহীন
খ.সাধারণ বা খারাপ
গ.অতি সামান্য বা কমদামি
ঘ সাধারণ বা কৃত্রিম
উত্তর:-
২.লোইসেলকে আমন্ত্রণটি কে করেছিলেন?
ক. অর্থমন্ত্রি
খ. সংস্কৃতিমন্ত্রি
গ.কৃষিমন্ত্রি
ঘ. জনশিক্ষা মন্ত্রি
উত্তর:-
৩. গী দ্য মোপসাঁর পিতার নাম কী ?
ক.পুস্তাভ দ্য ক্লোজিও
খ.গুস্তাভ দ্য মোপাসাঁ
গ.গুস্তাভ দ্য এরিকসন
ঘ.গুস্তাফ লরন্সে
উত্তর:-খ.গুস্তাভ দ্য মোপাসাঁ
৪. মাদাম লোইসেলের পুরো নাম কী ?
ক.মাতিলদা লোইসেল
খ.নাতালিয়ে লোইসেল
গ.তিয়ানা লোইসেল
ঘ.তিয়ানোভস্কি লোইসেল
উত্তর:-ক.মাতিলদা লোইসেল
৫.সততা সর্বোৎকৃষ্ট পন্থা- রচনাটি নেকলেস গল্পের কোন ঘটনার মধ্যে প্রতিফলিত হয়েছে ?
ক)কঠোর পরিশ্রম করায়
খ)নিজ টাকায় পার্টির জন্য পোশাক কেনায়
গ)জড়োয়া গহনার বদলে ফুলের গহনা পরতে বলায়
ঘ)হারটি হারিয়ে গেলে পুনরায় ফেরতের ব্যবস্থা করা
উত্তর:ঘ)হারটি হারিয়ে গেলে পুনরায় ফেরতের ব্যবস্থা করা
৬. হীরার হার কেনার পর মাদাম লোইসেল ও তার স্বামী কীভাবে ঋণ পরিশোধ করেছিল ?
ক)সঞ্চিত অর্থ ব্যয় করে
খ )আত্মীয়ের পিতার কাছ থেকে প্রাপ্ত অর্থ পেয়ে
গ)কঠিন পরিশ্রম ও সাধারণ জীবন যাপন করে
ঘ)লোইসেলের পিতার কাছ থেকে প্রাপ্ত অর্থ পেয়ে
উত্তর:গ)কঠিন পরিশ্রম ও সাধারণ জীবন যাপন করে
৭. নেকলেস গল্পে খেলো শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক)মূল্যহীন
খ)সাধারণ
গ)অতিসামান্য
ঘ)কৃত্রিম
উত্তর:
৮.ঋণের বোঝা পরিশোধ করতে লোইসেল দম্পতির কত বছর সময় লেগেছিল ?
ক)সাত
খ)আট
গ)নয়
ঘ)দশ
উত্তর:ঘ)দশ
৯. নেকলেস গল্পে কোন মাছের কথা বলা হয়েছে ?
ক)শ্যামন
খ)রুই
গ)রোহিত
ঘ)রুপচাঁদা
উত্তর:খ)রুই
১০. নেকলেস গল্পের প্রতিফলিত দিক কোনটি ?
ক)নির্বুদ্ধিতা
খ)গভীর জীবন বোধের অভাব
গ)দাম্ভিকতা
ঘ)অহংকার
উত্তর:ক)নির্বুদ্ধিতা
১১. নেকলেস রচনাটির উদ্দেশ্য কী ?
ক)পরিমিত জীবনবোধ
খ)বিলাসিতা না করা
গ)দান্ডিকতা পরিহার
ঘ)সহযোগী মনোভাব
উত্তর:ক)পরিমিত জীবনবোধ
১২: সন্ধ্যায় খাম নিয়ে উল্লাসিত হয়ে মাদাম লোইসেলের স্বামীর ঘরে ফেরা প্রমাণ করে?
ক)স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা
খ) স্ত্রীর প্রতি ভালোবাসা
গ)স্ত্রীর প্রতি দায়িত্ববোধ
ঘ)স্ত্রীর প্রতি উদাসীনতা
উত্তর:খ) স্ত্রীর প্রতি ভালোবাসা
১৩: সমাজভাবুক লেখক হিসেবে কার খ্যাতি ছিল ?
ক)পূর্ণেন্দু দস্তিদার
খ)গী দ্য মোপাসাঁ
গ)কুমুদিনী দস্তিদার
ঘ)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর:ক)পূর্ণেন্দু দস্তিদার
১৪: লেইসের প্রপ্ত আমন্ত্রন পত্র অনুযায়ী কত তারিখে জনশিক্ষামন্ত্রীর বাসগৃহে নিমন্ত্র ছিল?
ক)১৮ ই জানুয়ারী
খ)১৮ ফেব্রুয়ারী
গ)১৮ ই মার্চ
ঘ)১৮ ই এপ্রিল
উত্তর:ক)১৮ ই জানুয়ারী
১৫: নেকলেস গল্পে কোন নদীর নাম রয়েছে ?
ক)রাইন
খ)নাফ
গ)টেমস
ঘ)সিন
উত্তর:-ঘ)সিন
১৬ সর্বদা তার মনে দুঃখ। নেকলেস গল্পে কার দুঃখের কথা বলা হয়েছে ?
ক)ব্রেটন
খ)মি. লেইসের
গ)মাদাম লোইসেল
ঘ)ফোরসাটিয়ার
উত্তর:-গ)মাদাম লোইসেল
১৭ প্যালেস রয়েলে লেইসেল দম্পতি যে হারটি দেখেছিল তার দাম কী?
ক)বিশ হাজার ফ্রাঁ
খ)ত্রিশ হাজার ফ্রাঁ
গ)চল্লিশ হাজার ফ্রাঁ
ঘ)পঞ্চাশ হাজার ফ্রাঁ
উত্তর:- গ)চল্লিশ হাজার ফ্রাঁ
১৮: হারটি হারিয়ে গেলে মি. লোইসেলের মধ্যে কী ধরনের ভাবনা হয়েছিল ?
ক)স্ত্রীর প্রতি দোষারোপের মনোভাব
খ)মাদামের বান্ধবীকে সত্যি বলার মনোভাব
গ)যেকোনো মূল্যে হারটি ফেরত দেবার ব্যবস্থা করা
ঘ)সঞ্চয়ের টাকা থেকে নতুন হার কেনার ব্যবস্থা করা
উত্তর:...
১৯ নেকলেস গল্পটি কোন ভাষা থেক অনুদিত
ক)জাপানি
খ)স্প্যানিশ
গ)ল্যাটিন
ঘ)ফরাসি
উত্তর:ঘ)ফরাসি
২০ নেকলেস গল্পের অনুবাদক কে ?
ক)সিরাজুল ইসলাম
খ)মুনীর চৌধুরী
গ)পূর্ণেন্দু দস্তিদার
ঘ)বুদ্ধদেব বসু
উত্তর:গ)পূর্ণেন্দু দস্তিদার
২১ গী দ্য মোপাসাঁর সঙ্গে যে লেখকের পরিচয় ঘটেনি-
ক)লিও টলস্টয়
খ)গুস্তাভ ফ্লবেবার
গ)এমিল জোলা
ঘ)ইভান তুর্গনেভ
উত্তর:ক)লিও টলস্টয়
২২ ঋণ পরিশোধের জন্য মাদাম লোইসেল ও মিস্টার লেইসেল
ক)দাসীকে বিদায় করে
খ)বাসা পরিবর্তন করে
গ)আবশ্যিক ব্যয় কমায়
ঘ)সবগুলো
উত্তর:ঘ)সবগুলো
|
২৩. কত সুন্দর এই জীবন আর এই জীবনে কতই না বৈচিত্র্য নেকলেস গল্পে বৈচিত্র্য শব্দটির ব্যবহৃত রুপটি ?
ক)বিশেষ্য
খ)বিশেষণ
গ)বিশেষণের অতিশায়ন
ঘ)বিশেষ্যের বিশেষণ
উত্তর:.....
২৪. হারানো নেকলেসটি ছিল-
ক)খুব দামি
খ)হীরার তৈরি
গ)নকল
ঘ)স্বর্ণের
উত্তর:গ)নকল
২৫. আমার কোন মনিমুক্তা একটি দামি পাথর কিছুই নেই যা দিয়ে আমি নিজেকে সাজাতে পারি। উক্তিটিতে নিহিত রয়েছে কোনটি?
ক)আকাংখা
খ)অক্ষমতা
গ)উচ্ছাসা
ঘ)প্রতহিংসা
উত্তর:ক)আকাংখা
২৬ ফরাসি ভাষায় নেকলেস গল্পের নাম কী?
ক)La Parure
খ)La Villa
গ)La Luvre
ঘ)La Museum
উত্তর:...
২৭ ফরাসি মুদ্রা ফ্রা কত সাল পর্যন্ত প্রচলিত ছিল ?
ক)২০০০
খ)২০০১
গ)২০০২
ঘ)২০০৩
উত্তর:....
২৮ নেকলেস গল্পটির শিক্ষণীয় দিকটি কী ?
ক)নিজ সামর্থ্য অনুযায়ী চলা উচিত
খ)লোভ করা উচিত নয়
গ)মানুষ মানুষের জন্য
ঘ)অন্যায় থেকে বিরত থাকা
উত্তর:ক)নিজ সামর্থ্য অনুযায়ী চলা উচিত
২৯ কিন্তু মাদাম- আপনাকে তো চিনলাম না- বোধহয় আপনার ভুল হয়েছে-। মাতিলদাকে দেখে মাদাম ফোরস্টিয়ারের এমন উক্তির কারণ কী ?
ক)গরিব বলে তাকে অবজ্ঞা করেছে
খ)দীর্ঘ সময়ে ভুলে গেছে
গ)মাতিলদার উপর সে রাগ করেছে
ঘ)মাতিলদার চেহারা নষ্ট হয়ে গেছে
উত্তর:ঘ)মাতিলদার চেহারা নষ্ট হয়ে গেছে
৩০. গী দ্য মোপাসার মায়ের নাম কী ?
ক)গুস্তাভ দ্য মোপাসা
খ)লরা লি পায়টিভিন
গ)ফ্লবেয়ার দ্য মোপাসা
ঘ)এমিল জোলা দ্য মোপসা
উত্তর:ক)গুস্তাভ দ্য মোপাসা
৩১. একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে- এর ভাবার্থ মাদাম লোইসেলের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ ?
ক)নতুন পোশাক কেনা
খ)সুন্দরী না হওয়া
গ)গহনা ধার করে হারিয়ে ফেলা
ঘ)খারাপ আচরণের শিকার হওয়া
উত্তর: গ)গহনা ধার করে হারিয়ে ফেলা
৩২. মোপাসাঁর সাহিত্য জীবন শুরু হয় কী রচনার মাধ্যমে ?
ক)কবিতা
খ)গল্প
গ)উপন্যাস
ঘ)নাটক
উত্তর:ক)কবিতা
৩৩. ভাগ্যের লিখন না যায় খন্ডন। উক্তিটির সাথে নেকলেস গল্পের কোন চরিত্রের দুটর মিল রয়েছে?
ক)মাদাম ফোরসেটিয়ার ও লোইসেলের
খ)মাদাম লোইসেল ও ব্রেটন
গ)লোইসেল ও মাদাম লোইসেল
ঘ)মাদাম ফোরসেটিয়ার ও মাদাম লোইসেল
উ্ত্তর:...
৩৪. ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। উক্তিটি নেকলেস গল্পেরে কোন লাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ?
ক)সুখী করার কাম্য হওয়ার কতইনা তার ইচ্ছে
খ) সে কি ওই মেয়েটির সাথে কথা বলবে? হ্যাঁ অবশ্যই বলবে
গ)যদি সে গলার সেই হারখানা না হারাতো তাহলে কেমন হতো?
ঘ)সাফল্ল্যের গৌরবে সে আর কিছুই ভাবে না।
উত্তর:.....
৩৫. মাদাম লোইসেলের চরিত্র বিশ্লেষণে তার করুণ পরিণতির জন্য কোনটি সমর্থনযোগ্য ?
ক)কৌতূহলী
খ)পরিশ্রমী
গ)সৎ
ঘ)উচ্চাকাঙ্ক্ষী
উত্তর:ঘ)উচ্চাকাঙ্ক্ষী
৩৬. নেকলেস গল্পে লোইসেলের নখের রঙ কী রকম ছিল ?
ক)লাল
খ)গোলাপি
গ)খয়েরি
ঘ)কমলা
উত্তর:...
৩৭.নেকলেস গল্পের নিচের কোন বাক্যে জীবনের দার্শনিক ভাষ্য ব্যক্ত হয়েছে ?
ক) হায়, আমার বেচারী মাতিল দা ! আমারটি ছিল নকল
খ) সামান্য একটি বস্তুকে কী করে একজন ধ্বংস হয়ে যেতে পারে, আবার বাঁচতেও পারে
গ) নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণ ভাবেই থাকত
ঘ) কিন্তু তা শেষ হয়েছে এবং সে জন্য আমি এখন ভালোভাবেই নিশ্চিত হয়েছি
উত্তর:খ)সামান্য একটি বস্তুকে কী করে একজন ধ্বংস হয়ে যেতে পারে, আবার বাঁচতেও পারে
৩৮. হারানো হারের মতো আরেকটি হার লোইসেল কোথায় দেখেছিল ?
ক) প্যালেস রয়েলে
খ) রয়েল প্যালেসে
গ) বাকিংহাম প্যালেসে
ঘ) ডায়মন্ড ওয়ার্ল্ডে
উত্তর:খ) রয়েল প্যালেসে
৩৯. পূর্ণেন্দু দস্তিদার পেশাগত জীবনে কী ছিলেন?
ক)অধ্যাপক
খ)প্রকৌশলী
গ)ব্যবসায়ী
ঘ)আইনজীবী
উত্তর:ঘ)আইনজীবী
৪০. নেকলেস গল্পটি বিপুল জনপ্রিয়তা লাভের কারণ কী ?
ক)আকর্ষণীয় সমাপ্তি
খ)আকর্ষণীয় কাহিনী
গ)উপস্থাপন ভঙ্গি
ঘ)আকর্ষণীয় শুরু
উত্তর:ক)আকর্ষণীয় সমাপ্তি
৪১. মাদাম লোইসেল সবসময় সাধারণভাবে থাকত কেন ?
ক)আর্থিক দীনতায়
খ)লোক লজ্জায় ভয়ে
গ)শারীরিক অক্ষমতায়
ঘ)সুন্দরী হওয়ায়
উত্তর:ক)আর্থিক দীনতায়
৪২. দশ ফ্রাঁ দিলে তুমি দুটি কি তিনটি অত্যন্ত চমৎকার গোলাপফুল পাবে।- কোন রচনায় অংশবিশেষ ?
ক)অপরিচিতা
খ)মাসিপিসি
গ)রেইনকোট
ঘ)নেকলেস
উত্তর:ঘ)নেকলেস
৪৩. নেকলেস গল্পের মাদাম লোইসেলের দুরাবস্তার কারণ কী?
ক)প্রতিশোধপরায়নতা
খ)মিথ্যাচার
গ)উচ্চাভিলাষ
ঘ)স্বার্থপরায়নতা
উত্তর:গ)উচ্চাভিলাষ
|