মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

ভূগোল প্রখম পত্র বহুনির্বাচনী


এইচ,এস সি ভূগোল প্রথম পত্র ৩০ নম্বর:

বহু নির্বাচনী প্রশ্ন (মান : ৩০)
১। কোন ভূগোলকে ‘মানবভূমি ধারা’ বলা হয়?
ক. মানব খ. অর্থনৈতিক
গ. প্রাকৃতিক ঘ. ভূমিরূপ

উত্তর: গ.প্রাকৃতিক

২। পৃথিবীর মোট পানির অধিকাংশ কোথায় বিরাজ করে?
ক. সমুদ্রে খ. ভূগর্ভে
গ. হিমবাহে ঘ. জীবমণ্ডলে

উত্তর:খ.ভূগর্ভে

৩। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনটির ঘনত্ব হ্রাস পায়?
ক. বারিমণ্ডল খ. বায়ুমণ্ডল
গ. কেন্দ্র মণ্ডল ঘ. অশ্মমণ্ডল

উত্তর:খ.বায়ূমন্ডল

৪। আলোচনার সুবিধার্থে সমুদ্রতত্ত্বের বিষয়বস্তুকে কয়টি ভাগে ভাগ করা হয়?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫

উত্তর:গ.৪

৫। বিংশ শতাব্দী থেকে প্রাকৃতিক ভূগোলে কোন বিষয়টি গুরুত্ব পেয়েছে?
ক. জীবতত্ত্ব খ. সমুদ্রতত্ত্ব
গ. বারিতত্ত্ব ঘ. উপকূলীয় ভূগোল

উত্তর:ক.জীবতত্ব

৬। জলবায়ু বিদ্যায় আলোচনা করা হয়—
i. জলবায়ুর উপাদান
ii. জলবায়ুর নিয়ামক
iii. বায়ুমণ্ডলের উপাদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর:খ. i ও iii

৭। প্রাণী ও উদ্ভিদের বেঁচে থাকার জন্য প্রয়োজন—
i. জৈব উপাদান
ii. অজৈব উপাদান
iii. নির্জীব উপাদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর:ক. i ও ii

নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ও পরিসর দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে বারিতত্ত্ব, সমুদ্রতত্ত্ব, উপকূলীয় ভূগোল প্রায় কাছাকাছি বিষয়।
৮। উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো কোন ভূগোলে আলোচনা করা হয়?
ক. মানব খ. প্রাকৃতিক
গ. গাণিতিক ঘ. অর্থনৈতিক

উত্তর:খ. প্রাকৃতিক

৯। উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো হলো—
i. বারিতত্ত্ব
ii. সমুদ্রতত্ত্ব
iii. জীবতত্ত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii

উত্ত: ক. i ও ii

১০। ভূগোলের কোন অংশে পানি নিয়ে আলোচনা করা হয়?
ক. বারিতত্ত্ব খ. হিমবাহতত্ত্ব
গ. জলবায়ুতত্ত্ব ঘ. ভূমিরূপতত্ত্ব

উত্তর:ক.বারিতত্ব

১১। ফেলসিক স্তরের গঠনকারী উপাদান—
i. ম্যাগনেসিয়াম
ii. সিলিকন
iii. অ্যালুমিনিয়াম নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

উত্তর: খ. ii ও iii

১২। জীবমণ্ডলের আলোচ্য বিষয়বস্তু—
i. উদ্ভিদ
ii. মানুষ
iii. জীবজন্তু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii

১৩। অভ্যন্তরীণ পানির প্রধান উৎস কী?
ক. নদী খ. পুকুর
গ. সমুদ্র ঘ. মহাসাগর

উত্তর:ক.নদী

নিচের চিত্রটি লক্ষ করো এবং ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
Paris
১৪। উদ্দীপকের মণ্ডল তিনটি আলোচনা করা হয় কোন ভূগোলে?
ক. প্রাকৃতিক খ. আঞ্চলিক
গ. জনসংখ্যা ঘ. রাজনৈতিক

উত্তর:ক.প্রাকৃতিক

১৫। উদ্দীপকে গোলাকার স্থানটি কিসের ওপর নির্ভরশীল?
i. অশ্মমণ্ডল
ii. বারিমণ্ডল
iii. বায়ুমণ্ডল
নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii
গ. i!ও iii ঘ. i, ii ও iii

উত্তর: গ. i!ও iii

১৬। পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ করে—
ক. জীবমণ্ডল খ. বারিমণ্ডল
গ. বায়ুমণ্ডল ঘ. অশ্মমণ্ডল

উত্তর: গ. বায়ুমণ্ডল

১৭। সমুদ্রের প্রভাব যে দিক থেকে অপরিসীম—
i. দেশরক্ষা
ii. পরিবহন
iii. খাদ্যসংস্থান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii

উত্তর:ঘ. i, ii ও iii

১৮। মানচিত্র ছোট-বড় করা যায় কোন যন্ত্রের সাহায্যে?
ক. পেন্টোগ্রাফ খ. স্পিডোমিটার
গ. ওপিসোমিটার ঘ. ন্যানোমিটার

উত্তর:ক. পেন্টোগ্রাফ

১৯। এক মাইল সমান কত ইঞ্চি?
ক. ৬৩৬৩০ খ. ৬৩৩৬০
গ. ৬৪৩৬০ ঘ. ৬৩৩৪০

উত্তর: খ. ৬৩৩৬০

২০। সেনাবাহিনী কোন ধরনের মানচিত্র ব্যবহার করে?
ক. মৌজা খ. দেয়াল
গ. ভূচিত্রাবলি ঘ. প্রাকৃতিকবিষয়ক

উত্তর: গ. ভূচিত্রাবলি

২১। ল্যাটিন ভাষায় কাপড়ের টুকরাকে কী বলে?
ক. Mapa খ. Map
গ. Mape ঘ. Mappa

উত্তর: ঘ. Mappa

২২। সরল স্কেল অঙ্কন করতে একটি সরলরেখাকে কয়টি অংশে বিভক্ত করা হয়?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫

উত্তর: ক. ২

২৩। আগেকার দিনে কিসের ওপর মানচিত্র আঁকা হতো?
ক. পাথর খ. কাগজ
গ. কাপড় ঘ. মাটি
উত্তর: গ. কাপড়

২৪। দূরত্ব নির্ণয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত স্কেল—
i. সরল
ii. কর্ণীয়
iii. ভার্নিয়ার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii

২৫। পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ কোনটি?
ক. বাংলাদেশ খ. মিসিসিপি
গ. নরওয়ে ঘ. ফিনল্যান্ড

উত্তর: ক. বাংলাদেশ

২৬। ভূমি থেকে উঁচু বিস্তীর্ণ ভূমিকে কী বলে? ক. সমভূমি খ. মালভূমি
গ. পর্বত ঘ. পাহাড়

উত্তর: খ. মালভূমি

২৭। সক্রিয় বদ্বীপ কোন কোন এলাকাজুড়ে বিস্তৃত?
ক. বরিশাল ও ফরিদপুর
খ. যশোর ও কুষ্টিয়া
গ. ভোলা ও ঝালকাঠি
ঘ. সাতক্ষীরা ও পটুয়াখালী

উত্তর: ক. বরিশাল

২৮। ‘হাইল’ হাওর কোন এলাকায় অবস্থিত?
ক. ছাতক খ. ফেঞ্চুগঞ্জ
গ. শ্রীমঙ্গল ঘ. জগন্নাথপুর

উত্তর: ঘ. জগন্নাথপুর

২৯। ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়—
i. অভ্যন্তরীণ চাপে
ii. অভ্যন্তরীণ তাপে
iii. পার্শ্ববর্তী অঞ্চলের চাপে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ.i ii ও iii

উত্তর: খ. ii ও iii

৩০। মহাদেশীয় ভূত্বক গঠনকারী শিলাস্তর
i. ফেলসিক
ii. মেহোবিচ্ছেদ
iii. মেফিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii

উত্তর: খ. ii ও iii