শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮

ইসলামের ইতিহাস


HTML5 Icon
ইসলামের ইতিহাস প্রথম অধ্যায়
বহুনির্বাচনী নমুনা প্রশ্ন:
১.মেসোপটেমিয়া শব্দের অর্থ কী ?
ক.একাধিক নদী বিধৌত উর্বর ভূমি খ.ইউফেটিসের পশ্চিম তীর
গ.দুই নদরি মধ্যবর্তী স্থান ঘ.টাইগ্রিসের পূর্বাঞ্চল
উত্তর দুই নদরি মধ্যবর্তী স্থান
২.সুমেরীয়দের বিখ্যাত উদ্ভাবন কোনটি ?
ক.আগুন আবিস্কার খ.লোহা আবিস্কার
গ.চাকা আবিস্কার ঘ.বর্ণ আবিষ্কার
উত্তর ঘ. বর্ণ আবিষ্কার
৩.কোন শাসকের আমলে রোমে খৃষ্ট ধর্ম রাষ্ট্রধর্মের মর্যাদা লাভ করে ?
ক.অগাস্টাস খ.জুলিয়াস সিজার
গ.কনস্টানটাইন ঘ.ডুঙ্গি
উত্তর গ.কনস্টানটাইন
৪.সুমেরীয় চিত্রকলার প্রকাশ ঘটে কিভাবে?
ক. যুদ্ধাস্ত্রের মাধ্যমে খ.পিড়ামিডের মাধ্যমে
গ.পান পাত্রের মাধ্যমে ঘ. খোদাই মূর্তির মাধ্যমে
উত্তর ঘ. খোদাই মূর্তির মাধ্যমে
৫.বদরের যুদ্ধ সংগঠিত হয় ?
ক.৬২২ খ্রিস্টাব্দে খ.৬২৩ খৃ:
গ.৬২৪ খৃ: ঘ.৬২৫খৃ:
উত্তর গ.৬২৪ খৃ:
৬.হুদায়বিয়ার সন্ধিকে পবিত্র কোরআনে কী বলা হয়েছে?
ক.ফাতহুম মুবিন খ.ফাতহুন আজিম
গ.ফাতহুম কাছির ঘ.ফাতহুম কায়িব
উত্তর ক.ফাতহুম মুবিন
৭.হিজরী সাল প্রবর্তরে কারণ হচ্ছে
ক.ইসলামি পঞ্জিকা তৈরী খ.ইসলামের প্রসার ঘটানো
গ.হিজরতের ঘটনাকো স্মরন করে রাখা ঘ. মদিনা রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি
উত্তর গ.হিজরতের ঘটনাকো স্মরন করে রাখা
৮.হযরত মুহাম্মদ (স.) মদিনা সনদ প্রণয়ন করেন । এত তার কো ন গুণটি পরিলক্ষিত হয ?
ক. ধৈর্যাশীলতা খ. সমাজ সচেনতা
গ.রাজনৈতিক দূরদর্শিতা ঘ. ধর্মীয় অনুশাসন
উত্তর গ.রাজনৈতিক দূরদর্শিতা
৯.মহানবী (স.) কর্তৃক গঠিত শন্তি সংঘের নাম কী ?
ক.যুব সংঘ খ. সমাজ উন্নয় কমিটি গ.হিল ফুল ফুজুল ঘ.দারুল নদওয়া
উত্তর গ.হিল ফুল ফুজুল
১০. উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের কারণ কী ছিল ?
ক.গনিমাহ লাভের স্পৃহা খ.হামজা রা: এর শাহাদাৎ বরণ
গ.নেতার নির্দেশ অমান্য ঘ.কুরাইশ সৈন্যের সংখ্যাধিক্য
উত্তর ক.গনিমাহ লাভের স্পৃহা
১১.মিসর বিজয়ী মুসলিম সেনাপতির নাম কি ?
ক. খালিদ বিন ওয়ালিদ খ. আবু ওবায়দা
গ. আমর বিন অলআস ঘ. সাদ বিন আবিওয়াক্কাস
উত্তর ক. খালিদ বিন ওয়ালিদ
১২.কার শাসনামলে রিদ্দা যুদ্ধ হয় ?
ক. হযরত আবু বকর ( বা:) খ. হযরত ওমর (বা:)
গ.হযরত আলী রা: ঘ. হয়রত মুয়াবিয়া (রা:)
উত্তর ক. হযরত আবু বকর
১৩. উশর কী ?
ক.রাষ্ট্রীয় ভূমি খ. বাণিজ্য কর
গ.সামরিক কর ঘ.দরিদ্র কর
উত্তর ঘ.দরিদ্র কর
১৪. কোন উমাইয়া খলিফা সর্বপ্রথম ডাক বিভাগের প্রচলন করেন ।
ক. মুয়াবিয়া খ.আব্দুল মালিক
গ. আল ওয়ালিদ ঘ. ওমর বিন আব্দুল আজিজ
উত্তর ক. মুয়াবিয়া
১৫.উমাইয়া বংশের কোন শাসককে রাজেন্দ্র বলা হয় ।
ক. মুয়াবিয়া খ.আব্দুল মালিক
গ. সুলায়মান ঘ. ওমর বিন আব্দুল আজিজ
উত্তর --
১৬. ঐতিহাসিক গন কাকে উমাইয়া বংশের সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ট খলিফা হিসাবে অভিহিত করেন ।
ক. মুয়াবিয়া খ.ইয়াজিদ
গ.আব্দুল মালিক ঘ.মুইজ
উত্তর ক. মুয়াবিয়া
১৭.আইয়্যামে জাহেলিয়া বলতে কি বুঝি ?
ক. ধনী বংশ খ . উচু বংশ
গ. অসভ্য বর্বর ঘ.জ্ঞানী ব্যাক্তি
উত্তর গ. অসভ্য বর্বর
১৮.ইসলামের স্তম্ভ কয়টি ?
ক.তিনটি খ . সাতটি
গ.পাঁচটি ঘ. ছয়টি
উত্তর গ.পাঁচটি
১৯.মুসলমানদের আদি পিতার নাম কী ?
ক.নূহু আলাইহিস সা: খ.ইব্রাহিম আলাইহিস সা:
গ. আদম আলাইহিস সা: ঘ. শীস আলাহিস সা:
উত্তর গ. আদম আলাইহিস সা:
২০.বেদুইনদের পোশাক ছিল ?
ক.সাদাসিধা লম্বা কোর্তা খ.রঙ্গিন কোর্তা
গ. পাজামা পাঞ্জাবী ঘ. লম্বা মাদানী
উ্ত্তর ক.সাদাসিধা লম্বা কোর্তা