News
১। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত বছর বেঁচে ছিলেন?
ক. ৭৫ বছর খ. ৭৬ বছর
গ. ৭৭ বছর ঘ. ৭৮ বছর
২। ‘মৃত্যু ক্ষুধা’ রচনাটির লেখক কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. আবুল মনসুর আহমদ
৩। জাতীয় কবির বংশের নাম কী?
ক. ফকির খ. কাজী গ. দৌলত ঘ. মুন্সী
৪। আমৃত্যু শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?
ক. সমাস খ. সন্ধি
গ. কারক ঘ. উপসর্গ
৫। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কোনটি?
ক. কুহেলিকা
খ. ঘরে-বাইরে
গ. দিবা রাত্রির কাব্য
ঘ. চিহ্ন
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
গ্রামের একজন আদর্শ শিক্ষক কামরান। সত্য, ন্যায় ও মুক্তির পথে থাকার জন্য তিনি সব সময় মানুষকে পরামর্শ দেন। কারণ সত্যই মানুষের অব্যর্থ মুক্তির পথ।
৬। ‘আমার পথ’ প্রবন্ধে প্রাবন্ধিকের কোন চিন্তার দিকটি উদ্দীপকে বিদ্যমান?
ক. অহংকারের খ. শ্রদ্ধাবোধের
গ. বাস্তবতার ঘ. সত্যের
৭। প্রাবন্ধিক ও উদ্দীপকের কামরান মাস্টারের মাঝে প্রকাশিত হয়েছে—
i. জীবনানুসন্ধান
ii. মুক্তির উন্মুক্তদার
iii. মিথ্যার অবমানতা নির্মূল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. রi ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৮। ব্যথার দান কী জাতীয় গ্রন্থ?
ক. গল্পগ্রন্থ খ. সাহিত্য সাময়িকী
গ. নাটক ঘ. উপন্যাস
৯। প্রাবন্ধিক যে কারণে মানুষের বাক্যকে বেদবাক্য বলে মেনে নেবেন না—
i সত্যানুসন্ধানের জন্য
ii জীবনের মুক্তির জন্য
iii মানবিকতাবোধ যাচাইয়ের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. র ও ররর
গ. iর ও iii ঘ. i, রi ও iii
১০। আমার পথ প্রবন্ধের লেখকের মতে, কারা বেশি বিনয়ী?
ক. ছেলেরা খ. মেয়েরা
গ. ধর্মপরায়ণরা ঘ. সত্যাশ্রয়ীরা
১১। গান্ধীজি ছিলেন—
i অহিংস আন্দোলনের অবিসংবাদিত নেতা
ii ভারতের জাতির পিতা
iii ধর্মগুরু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। ‘আমার পথ’ অভিভাষণটি লেখক কখন দিয়েছিলেন?
ক. ধূমকেতুর উদ্বোধনী দিনে
খ. লেখকের জন্মদিনে
গ. ভারতের স্বাধীনতা দিবসে
ঘ. তারিখ অনির্দিষ্ট
১৩। কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ কোনটি?
ক. যুগবাণী খ. মৃত্যু-ক্ষুধা
গ. শিউলীমালা ঘ. বাঁধনহারা
১৪। ‘তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না’—চরণটি দ্বারা কাজী নজরুল ইসলাম বোঝাতে চেয়েছেন—
i. সত্যের পথ
ii. অধিকারের পথ
iii. অমিথ্যার আশ্রয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রমিজউদ্দিনের বেশ সুখ্যাতি রয়েছে তার গ্রামে। তিনি ভদ্র ও বিনয়ী।
সমাজে নানা কাজে তার নিঃস্বার্থ উপস্থিতি লক্ষ করা যায়।
পক্ষান্তরে তার আপন চাচা জমির মিয়া সমাজে ভদ্রবেশে ঘুরে বেড়ানো এক মিথ্যাবাদী প্রতারক।
১৫। উদ্দীপকের রমিজউদ্দিনের সঙ্গে সাদৃশ্য রয়েছে তোমার পঠিত বইয়ের কোন লেখকের?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. মীর মশাররফ হোসেন
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. সৈয়দ মুজতবা আলী
১৬। এরূপ সাদৃশ্যের কারণ—
i. দুজনেই সত্যের সন্ধানী
ii. দুজনেই মুক্তিকামী
iii. দুজনেই স্বাধীনচেতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭। কাজী নজরুল ইসলাম তাঁর লেখায় সাধারণ মানুষকে কাদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠতে বলেছেন?
ক. ডাচেদর খ. ফরাসিদের
গ. পাকিস্তানিদের ঘ. ইংরেজদের
১৮। মেকি শব্দের অর্থ কী?
ক. অলসতা খ. মিথ্যা গ. সংকোচ ঘ. আমিত্ব
১৯। নমস্কার শব্দটি বাংলা ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?
ক. সন্ধি খ. উপসর্গ
গ. কারক ঘ. সমাস
২০। ‘আমার পথ’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক. রাজবন্দির জবানবন্দি খ. রুদ্র-মঙ্গল
গ. যুগ-বাণী ঘ. দুর্দিনের যাত্রী
২১। ‘বাঁশি’ আর ‘রণতূর্য’ সমন্বয়ে কোন কবি বঞ্চিত মানুষদের সামনে আবির্ভূত হয়েছেন?
ক. জীবনানন্দ দাশ
খ. আবু জাফর ওবায়দুল্লাহ
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
২২। কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকরুদ্ধ হন?
ক. ৪৩ খ. ৪৪ গ. ৪৫ ঘ. ৪৬
২৩। নিচের কোনটি প্রবন্ধ গ্রন্থ?
ক. ব্যথার দান খ. বাঁধনহারা গ. মৃত্যু-ক্ষুধা ঘ. যুগবাণী
২৪। কাজী নজরুল ইসলাম কোনটিকে দম্ভ বলতে রাজি নন?
ক. বিনয়কে
খ. সত্য স্বীকারোক্তিকে
গ. আপন অহংকারকে
ঘ. নিজেকে চেনা
২৫। বাংলা কোন মাসের ১২ তারিখে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস?
ক. বৈশাখ খ. আষাঢ় গ. শ্রাবণ ঘ. ভাদ্র
১. গ ২. ক ৩. খ ৪. ক ৫. ক ৬. ঘ ৭. ঘ ৮. ক ৯. ঘ ১০. খ ১১. ক ১২. ক ১৩. গ ১৪. ঘ ১৫. গ ১৬. ঘ ১৭. ঘ ১৮. খ ১৯. ক ২০. খ ২১. ঘ ২২. ক ২৩. ঘ ২৪. ঘ ২৫. ঘ