“বিসমিল্লাহির রাহমানির রাহীম”
১. হাসুনরি মা বাড়িতে যেতে চায় না কেন?
২.রক্তে আমার অনাদি অস্থি কবিতায় কবি রক্তে কিসের অস্থিত্ব অনুভব করেন ?
৩.গণ মানুষের কবি হিসেবে পরিচিত কে ?
৫. ‘‘নামহীন জনবহুল এ অঞ্চল’’- কোন অঞ্চল?
৪৩.ওয়ালি খান ইংরেজদের হয়ে যুদ্ধ করছে কেন?
৪৪.পলাশির যুদ্ধে ইংরেজদের পক্ষে কতজন সৈন্য ছিল ?
-
ক) স্বামীর ভয়ে
খ) বাবার ভয়ে
গ) মায়ের ভয়ে
ঘ) ভাইদের ভয়ে
২.রক্তে আমার অনাদি অস্থি কবিতায় কবি রক্তে কিসের অস্থিত্ব অনুভব করেন ?
-
ক) স্বদেশের
খ) সময়ের
গ) ঐতিহ্যের
ঘ) সংস্কৃতির
৩.গণ মানুষের কবি হিসেবে পরিচিত কে ?
-
ক) সৈয়দ শামছুল হক
খ) আবু জাফর ওবায়দুল্লাহ
গ) আল মাহমুদ
ঘ) দিলওয়ার
উত্তর ঘ) দিলওয়ার
-
i. সংগ্রাম
ii. সোনার ফসর
iii. বলিষ্ঠ চেতনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i ii ও iii
৫. ‘‘নামহীন জনবহুল এ অঞ্চল’’- কোন অঞ্চল?
-
ক) চট্টগ্রাম খ) রংপুর
গ) নোয়াখালি ঘ) ফেনী
সঠিক উত্তর: (গ)
-
i. মনোভাব
ii. ধর্মবোধ
iii. বয়স
নিচের কোনটি সঠিক?
ক) I খ) ii
গ) iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
-
ক) মানবজীবন খ) বিকশিত জীবন
গ) উন্নত জীবন ঘ) শিক্ষিত জীবন
সঠিক উত্তর: (খ)
-
ক) ভুলের খ) মিথ্যার
গ) চেষ্টায় ঘ) পরিশ্রমের
সঠিক উত্তর: (ক)
-
ক) শিশু বয়সে খ) কিশোর বয়সে
গ) গোঁফ না উঠতেই ঘ) চুল পাকার আগেই
সঠিক উত্তর: (গ)
-
ক. সংগ্রামী চেতনার তীব্রতা
খ.জাতিসত্তার ঐতিহ্যকে ধারনের অনূভুতি
গ.অতীাতকে আকঁড়ে থাকার প্রবনতা
ঘ.গনমানুয়ের শিল্পী হিসাবে আত্নপ্রকাশের আকুলতাা
উত্তর: ক. সংগ্রামী চেতনার তীব্রতা
-
ক) ধর্মবিশ্বাস খ) ধর্মবোধে
গ) কার্যে ঘ) মনের দিক থেকে
সঠিক উত্তর: (খ)
-
ক) পাত্তা দেওয়া খ) মান্য করা
গ) অনুসরণ করা ঘ) দাম দেওয়া
সঠিক উত্তর: (ক)
-
ক) সুখী খ) বন্ধ্যা
গ) দরিদ্র ঘ) কুৎসিত
সঠিক উত্তর: (খ)
-
ক) কর্নেল
খ) মুক্তিবাহিনী
গ) প্রেসিডেন্ট
ঘ) মিলিটারি
সঠিক উত্তর: (গ)
-
i. দাসত্বের শৃঙ্খল
ii. ব্যক্তির অন্তরের সত্য
iii. মিথ্যার পরাজয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
-
ক) যৌগিক শব্দ
খ) দ্বিরুক্তি শব্দ
গ) বাগধারা জাতীয় শব্দ
ঘ) বিশেষণবাচক শব্দ
সঠিক উত্তর: (খ)
-
ক) মা-মাসিমা
খ) মাসি-পিসিমা
গ) ঠাকুরমা-দিমিা
ঘ) মা-পিসিমা
সঠিক উত্তর: (ঘ)
-
ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর: (ক)
-
ক) সধবা নারী
খ) কুলীন নারী
গ) প্রিয়ংবদা নারী
ঘ) বিধবা নারী
সঠিক উত্তর: (ঘ)
-
i. পিতা বা পিতামহ
ii. পিতা বা পিতৃপুরুষ সম্বন্ধীয়
iii. পিতা বা পিতৃপুরুষ বিষয়ক
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)
-
ক) দুপুর বেলায়
খ) বিকেল বেলায়
গ) শেষ বেলায়
ঘ) সন্ধ্যা বেলায়
সঠিক উত্তর: (গ)
-
ক) আল ইমরান
খ) আল বাকারা
গ) আল ফাতেহা
ঘ) আন-নূর*
সঠিক উত্তর: (ঘ)
-
ক) মজিদ
খ) জমিলা
গ) রহিমা
ঘ) আমেনা
সঠিক উত্তর: (ক)
-
ক) ক থেকে হ পর্যন্ত বর্ণ
খ) রান্না করা তরকারি
গ) একত্রিত হওয়া
ঘ) জাউ ভাত
সঠিক উত্তর: (খ)
-
ক) হাসুনির মা
খ) আমেনা
গ) তাহেরের বাপ
ঘ) জমিলা
সঠিক উত্তর: (ক)
-
i. স্বামী বেঁচে নেই
ii. একমাত্র মেয়ে মারা গেছে
iii. এক নাতনি আছে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
-
ক) জর্দা
খ) তামাক
গ) বিড়ি
ঘ) সিগারেট
সঠিক উত্তর: (খ)
-
ক) লুৎফুন্নেসা
খ) লায়লা
গ) বানু বেগম
ঘ) রওশনা
সঠিক উত্তর: (ক)
-
ক) নূরলদীনের আগমনের জন্য
খ) যুদ্ধের জন্য
গ) ভাষণ শোনার জন্য
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
-
ক) জসীমউদ্দীন
খ) জীবনানন্দ দাশ
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ
সঠিক উত্তর: (খ)
-
ক) কবির স্বামী
খ) কবির বন্ধুবান্ধব
গ) কবির আত্মীয়স্বজন
ঘ) কবিভক্ত
সঠিক উত্তর: (ঘ)
-
ক) মিরজাফর
খ) কর্নেল ক্লাইভ
গ) নবাব সিরাজ
ঘ) মিরন
সঠিক উত্তর: (গ)
-
ক. আঘাত সয়ে যাওয়ার
ক. মৃত্যু নিশ্চিত জানায়
গ. মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়
ঘ. শরীর অবশ হওয়ায়
উত্তরঃ গ.মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়।
-
** নিচের উদ্দীপকটির পড় এবং ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাওঃ-
জাতীয় দলের খেলোয়াড় মুন্না তিন বছরের শিশুপুত্রকে হারিয়ে শোকে মোহ্যমান। না ফেরার দেশে চলে যাওয়া পুত্রের শোক সামলাতে না পেরে সে খেলাধুলা ছেড়ে দিয়েছে। তাইতো সে দেশের মাটিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ফুটবল খেলায় অংশতো নেয়ই নি, এমনকি খেলা দেখতেও যায় নি।
৩৪. উদ্দীপকের মুন্না ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন চরিত্রের কথা মনে করিয়ে দেয়?
ক. কবি
খ. কবিভক্ত
গ. কবির স্বামী
ঘ. কবির পুত্র
উত্তরঃ ক. কবি
৩৫. উদ্দীপকে ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় যুগপৎভাবে ফুটে উঠেছে-
i. নির্লিপ্ততা
ii. স্মৃতিকাতরতা
iii. প্রিয়জন হারানোর বেদনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii
-
ক. বিবিধ ধর্মগ্রন্থ সংগ্রহ করায়
খ. ধর্মগ্রন্থ হৃদয়ঙ্গম করতে ব্যর্থ হওয়ায়
গ. বিভিন্ন ধর্মগ্রন্থ মুখস্থ করায়
ঘ. ধর্মের বাণী প্রচার করায়
উত্তরঃ খ. ধর্মগ্রন্থ হৃদয়ঙ্গম করতে ব্যর্থ হওয়ায়
-
ক. প্রজাদের সুখ-স্বাচ্ছন্দ্যের বিধান করতে পারেন নি
খ. ইংরেজদের বাণিজ্য করার অনুমতি দিয়েছেন
গ. ঘসেটি বেগমকে অন্তঃপুরে এনে রেখেছেন
ঘ. মিরজাফরকে যোগ্য শাস্তি দেন নি
উত্তরঃ ক. প্রজাদের সুখ-স্বাচ্ছন্দ্যের বিধান করতে পারেন নি
-
ক.পলাশিতে যুদ্ধ হয়নি , হয়েছে যুদ্ধের অভিনয়
খ.মিরজাফর প্রাণপনে সৈন্য পরিচালনা করেছে ।
গ.ইংবেজরা অতর্কিত আক্রমন করে জয়ী হয়েছে ।
ঘ. শঠতা করে নবাব সৈন্যকে বিপথে চালিত করা হয়েছে
উত্তর: ক.পলাশিতে যুদ্ধ হয়নি , হয়েছে যুদ্ধের অভিনয়
-
ক.মোহাম্মদ ইরিচ খাঁ
খ.মির কাসিম
গ.মির্জা মাহাদি
ঘ.হোসেন কুলি খাঁ
উত্তর :ক.মোহাম্মদ ইরিচ খাঁ
-
ক) জর্দা
খ) তামাক
গ) বিড়ি
ঘ) সিগারেট
সঠিক উত্তর: খ) তামাক
-
ক) লুৎফুন্নেসা
খ) লায়লা
গ) বানু বেগম
ঘ) রওশনা
সঠিক উত্তর: ক) লুৎফুন্নেসা
-
ক) মিরজাফর
খ) কর্নেল ক্লাইভ
গ) নবাব সিরাজ
ঘ) মিরন
সঠিক উত্তর: খ) কর্নেল ক্লাইভ
৪৩.ওয়ালি খান ইংরেজদের হয়ে যুদ্ধ করছে কেন?
-
ক.নিজে নবাাব হওয়ার জন্যে
খ.ব্রিটিশদের মর্যাদা রক্ষার জন্যে
গ.কোম্পানির টাকার জন্যে
ঘ.বাঙ্গালী বীরত্ব প্রমাণের জন্যে ।
উত্তর :গ.কোম্পানির টাকার জন্যে
৪৪.পলাশির যুদ্ধে ইংরেজদের পক্ষে কতজন সৈন্য ছিল ?
-
ক.দুই হাজার
খ.তিন হাজার
গ.চার হাজার
ঘ.পাঁচ হাজার
উ্ত্তর:খ.তিন হাজার
-
ক.৩০ টির মত
খ.৪০টির মত
গ.৪৫ টির মত
ঘ.৫৩ টির মত
উ্ত্তর:ঘ.৫৩ টির মত
-
ক. ৪৫ হাজার
খ. ৫০ হাজার
গ. ৫৫ হাজার
ঘ. ৬০ হাজার
উ্ত্তর:খ.৫০ হাজার
-
ক.প্রানের ভয়ে
খ.গুপ্তচরের পরামর্শে
গ.যুদ্ধের কৌশল আটঁতে
ঘ.রাজ্যের স্বাধীনতা রক্ষায়
উ্ত্তর:গ.যুদ্ধের কৌশল আটঁতে
-
ক. আলিগড়ে
খ.কলকাতায়
গ.পলাশিতে
ঘ.ভগবানগোলায়
উ্ত্তর:ঘ.ভগবানগোলায়
-
ক. মিরজাফরের
খ. লর্ড ক্লাইভের
গ. মিরানের
ঘ. ওয়াটসের
উ্ত্তর:খ. লর্ড ক্লাইভের
-
ক. বাংলার মানুষ তোমাদের ক্ষমা করবে না
খ. এটা তোমরা অনেক বড় ভূল করলে
গ. লা ইলাহা ইল্লাল্লাহু
ঘ. লুৎফুন্নেছা তুমি ভালো থেকো
উ্ত্তর:গ. লা ইলাহা ইল্লাল্লাহু
-
ক.আনুগত্য
খ. দূরদর্শিতা
গ.কৃতঘ্নতা
ঘ.কৃতজ্ঞতা
উ্ত্তর: গ.কৃতঘ্নতা