রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

পৌরনীতি ও সুশাসন ২য় পত্র


HSC

অধ্যায় অনুযায়ী সৃজনশীল প্রশ্ন:

সূচী:--

অধ্যায় সমূহ পৌরনীতির সংক্ষিপ্ত সূচিপত্র
অধ্যায় ১.ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ
অধ্যায় ২.পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১)
অধ্যায় ৩.রাজনৈতিক ব্যক্তিত্ব:বাংলাদেশের স্বাধীনতা
অধ্যায় ৪.বাংলাদেশের সংবিধান
অধ্যায় ৫.বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো
অধ্যায় ৬.স্থানীয় শাসন
অধ্যায় ৭.সাংবিধানিক প্রতিষ্ঠান
অধ্যায় ৮.বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা
অধ্যায় ৯.বাংলাদেশের বৈদেশিক নীতি
অধ্যায় ১০.নাগরিক সমস্যা ও আমাদের করণীয়
মানবন্টন ও প্রশ্ন কাঠামো পৌরনীতি ও সুশাসন : দ্বিতীয় পত্র পূর্ণমান --১০০
সৃজনশীল প্রশ্ন:৭০ নম্বর

মোট এগারটি প্রশ্ন থাকবে । যেকোন সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে । প্রতিটি প্রম্নের মান (১০) ৭*১০=৭০
জ্ঞান দক্ষতা যাচাই -------১
অনুধাবন দক্ষতা যাচাই ----২
প্রয়োগ দক্ষতা যাচাই ------৩
উচ্চতর দক্ষতা যাচাই -----৪
বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ৩০টি সব কয়টির উত্তর দিতে হবে প্রতি প্রশ্নের মান (১)পাশ নম্বর :২৩+১০= ৩৩

Girl in a jacket মানবিক বিভাগের বিষয় সমূহ:
সৃজনশীল অংশ: ১ম এবং ২য় পত্র মিলে ৪৬ নাম্বার পেলেই পাশ । একপত্রে ১০নম্বর ও অন্যটিতে৩৬ নম্বর পেলেও পাশ।
বহুনির্বাচনী অংশ: দুই পত্র মিলে ২০ পেলেই পাশএক পত্রে ০৫ এবং অন্য পত্রে এ ১৫ পেলেও পাশ ।

বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

সাধারণ জ্ঞান


সাধারণ জ্ঞান (বাংলাদেশ)
১) বৈদেশিক নীতি বলতে কী বোঝ?
উত্তর:একটি বৈদেশিক নীতি মূলত তার জাতীয় স্বার্থ প্রচারের উদ্দেশ্যে একটি রাষ্ট্র দ্বারা গৃহীত হয় এমন অবস্থান এবং কৌশলগুলি বোঝায়।

২.মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?
উত্তর: সচিব।

৩.প্রধানমন্ত্রীর সচিবালয়ের প্রধান কে?
উত্তর: মুখ্য সচিব।

৪.রাষ্ট্রপতির সচিবালয়ের প্রধান কে?
উত্তর: মুখ্য সচিব।

৫.বাংলাদেশে মোট মন্ত্রণালয়ের সংখ্যা কতটি?
উত্তর: ৪১টি। (প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মন্ত্রণালয়সহ)

৬.রেলপথ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় গঠিত হয় কবে?
উত্তর: ৪ডিসেম্বর ২০১১সালে।

৭.প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কবে গঠিত হয়?
উত্তর: ২জানুয়ারি, ২০০৩.

৮.প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় কবে?
উত্তর:২০ডিসেম্বর, ২০০১।

৯.পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কবে গঠিত হয়?
উত্তর:১৫ জুলাই,১৯৯৮

সাধারণ জ্ঞান
১.বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি ?
উত্তর: বাংলাদেশ ব্যাংক।

২. উপজেলা ব্যবস্থার প্রবর্তক কে ?
উত্তর: হুসেইন মুহাম্মদ এরশাদ ।

৩. কার শাসনামলে উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু করা হয়?
উত্তর: লর্ড ক্যানিংয়ের।

৪. প্রথম জেলা গঠিত হয় কবে?
উত্তর: ১৯৬৬ সালে চট্টগ্রাম জেলা।

৫. ‘দুবলার চর’ কোথায় অবস্থিত?
উত্তর: সুন্দরবনের দক্ষিণ উপকূলে।

৬. আনসার প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর: গাজিপুরের শফিপুরে।

৭. বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর পাহাড় কোনটি ?
উত্তর:গারো পাহাড়।

৮. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?
উত্তর: তাজিনডং।

৯. বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার কে?
উত্তর: সুরাইয়া বেগম ।

১০. খরিপ শস্য বলতে বুঝায়?
উঃ গ্রীষ্মকালীন শস্যকে।
১১. বাংলাদেশের অর্থনীতিতে
কৃষিখাতের অবদান কত?
উঃ ২১.৯১%।
১২. বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় কোন জেলাকে?
উঃ বরিশাল।
১৩. বাংলাদেশে বানিজ্যিকভাবে প্রথমকখন চা চাষ করা হয়?
উঃ ১৯৫৪ সালে।
১৪. গম গবেষণা কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
উঃ দিনাজপুর।
১৫. বাংলদেশের প্রথম চা বাগান কোনটি?
উঃ সিলেটের মালনিছড়া।
১৬. সবচেয়ে বেশী চা জন্মে কোন জেলায়?
উঃ মৌলভীবাজার জেলায়।
১৭. বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে।
১৮. বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা কত?
উঃ ১৫৯ টি।
১৯. বাংলাদেশের সবচেয়ে বেশী রেশম উৎপন্ন হয়?
উঃ চাঁপাই নবাবগঞ্জে।
২০. বাংলাদেশ রেশম বোর্ড কোথায় অবস্থিত?
উঃ চাঁপাই নবাবগঞ্জে।
২১. বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশী তামাক জন্মে ?
উঃ রংপুরে।
২২. বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশীতুলা জন্মে ?
উঃ যশোরে।
২৩. বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি?
উঃ তিস্তা বাধ প্রকল্প।
২৪. বাংলাদেশে ধান গবেষনা কেন্দ্রের সংক্ষিপ্ত নাম কি এবং কোথায় ?
উঃ BRRI, গাজিপুর।


মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

এইচ এস সি ভূগোল ১ম পত্র

ভূগোল ১ম পত্র

১। প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা দাও। এর প্রকৃতি ও পরিসর লেখ।
উত্তর:প্রাকৃতিক প্রপঞ্চকসমূহের আঞ্চলিক তারতম্য বিশ্লেষণ করাকে প্রাকৃতিক ভূগোল বলা হয় । প্রাকৃতিক ভূগোলের পরিসর ব্যাপক । পৃথিবীর জন্ম আকার আয়তন পৃথিবীর উপগ্রহ চন্দ্র সূর্যের আবস্থান ভূপ্রকৃতি শিলা খনিজ ।ইত্যাদি বিষয় সমূহ প্রাকৃতিক ভূগোলের পরিসর । আলোচনার জন্য প্রাকৃতিক ভূগোল কে নিন্মলিখিত ভাবে ভাগ করে আলোচনা করা হয় ।
১.ভুমিরূপবিদ্যা
২.জলবায়ূবিদ্যা
৩.সমুদ্রবিদ্যা
৪.জীবভূগোল
১.ভূমিরূপবিদ্যা:-ভূগোলের ভূমিরূপবিদ্যায় পৃথিবীর সৃষ্টি , পৃথিবীর আভ্যন্তরীন অবস্থা পাহাড় পর্বত বিভিন্নপ্রকার ভূমিরূপ নদ-নদীর উ্ৎপত্তি বায়ূর কার্য হিমবাহের কার্য নিয়ে বিস্তারিত আলোচনা কর হয়
২.জলবায়ূবিদ্যা :জলবায়ূবিদ্যায় বায়ূর স্তর বিন্যাস, বায়ূর উপাদান, বায়ূর গঠন, বায়ূর ধর্ম, বায়ূর তাপ-চাপ, বারিমন্ডল জলবায়ূ নিয়ে আলোচনা করে ।
৩.সমূদ্রবিদ্যা : সাগর সর্ম্পকিত আলোচনা করে ।
৪.জীবভূগোল : জীবভূগোল ভূগোলের নতুন শাখা । উদ্ভিদের উৎপত্তি ক্রমবিকাশ নিয়ে আলোচনা করে

২।প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু ও উপাদান লেখ।
উত্তর : প্রাকৃতিক ভূগোলের মূল আলোচ্য বিষয় হলো প্রাকৃতিক বিষয়াদি । ভূপৃষ্ঠের সকল বিষয়ের ক্রিয়া ,প্রতিক্রিয়ার অবস্থার সুন্দর বর্ণনা পাওয়া যায় প্রাকৃতিক ভূগোলে । প্রাকৃতিক ভূগোলের বিষবস্তুগুলোকে তিনটি ভাগের মাধ্যমে আলোচনা করা হয় ।
ক) অশ্বমন্ডল খ) বায়ূমন্ডল গ) বারিমন্ডল
অশ্বমন্ডল :ভূপৃষ্ঠের বহিরাবরণকেই অশ্বমন্ডল বলে । অশ্বমন্ডল প্রায় ১২৮০ থেমে ১৬০০ কিলোমিটার গভীর । অশ্বমন্ডলকে আবার দুই ভাগে ভাগ করা যায় ।
অশ্বমন্ডলের অর্ন্তগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিস্মরূপ:

১।ভূঅভ্যন্তর:
২।খনিজ ও শিলা:
৩।ভূআলোড়ন:
৪।ভূমিকম্প:
৫।নদ-নদী:
৬।বিভিনান প্রকার প্রাকৃতিক পরির্বতন:

খ)বায়ূমন্ডল:আমাদের এ পৃথিবী নানাপ্রকার গ্যাসীয় উপাদান দ্বারা পরিবেষ্টিত । এসব গ্যাসীয় উপাদানের সাধারন নাম বায়ূ ।
বায়ূবন্ডলের আলেচ্যবিষয়বস্তু হল
১।বায়ূর উপাদান ও বায়ূমন্ডলের স্তরবিন্যাস :
২।জলবায়ূ :

(গ)বারিমন্ডল:বারিমন্ডলের আলোচ্যবিষয়বস্তু হল
১। জলও স্থলভাগের অবস্থান:
২।সাগর -মহাসাগর :
৩।সমুদ্র্স্রোত:
৪।সমুদ্রতলের ভূপ্রকৃতি:
৫। জোয়ার ভাটা :

ভূগোল প্রখম পত্র বহুনির্বাচনী


এইচ,এস সি ভূগোল প্রথম পত্র ৩০ নম্বর:

বহু নির্বাচনী প্রশ্ন (মান : ৩০)
১। কোন ভূগোলকে ‘মানবভূমি ধারা’ বলা হয়?
ক. মানব খ. অর্থনৈতিক
গ. প্রাকৃতিক ঘ. ভূমিরূপ

উত্তর: গ.প্রাকৃতিক

২। পৃথিবীর মোট পানির অধিকাংশ কোথায় বিরাজ করে?
ক. সমুদ্রে খ. ভূগর্ভে
গ. হিমবাহে ঘ. জীবমণ্ডলে

উত্তর:খ.ভূগর্ভে

৩। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনটির ঘনত্ব হ্রাস পায়?
ক. বারিমণ্ডল খ. বায়ুমণ্ডল
গ. কেন্দ্র মণ্ডল ঘ. অশ্মমণ্ডল

উত্তর:খ.বায়ূমন্ডল

৪। আলোচনার সুবিধার্থে সমুদ্রতত্ত্বের বিষয়বস্তুকে কয়টি ভাগে ভাগ করা হয়?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫

উত্তর:গ.৪

৫। বিংশ শতাব্দী থেকে প্রাকৃতিক ভূগোলে কোন বিষয়টি গুরুত্ব পেয়েছে?
ক. জীবতত্ত্ব খ. সমুদ্রতত্ত্ব
গ. বারিতত্ত্ব ঘ. উপকূলীয় ভূগোল

উত্তর:ক.জীবতত্ব

৬। জলবায়ু বিদ্যায় আলোচনা করা হয়—
i. জলবায়ুর উপাদান
ii. জলবায়ুর নিয়ামক
iii. বায়ুমণ্ডলের উপাদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর:খ. i ও iii

৭। প্রাণী ও উদ্ভিদের বেঁচে থাকার জন্য প্রয়োজন—
i. জৈব উপাদান
ii. অজৈব উপাদান
iii. নির্জীব উপাদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর:ক. i ও ii

নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ও পরিসর দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে বারিতত্ত্ব, সমুদ্রতত্ত্ব, উপকূলীয় ভূগোল প্রায় কাছাকাছি বিষয়।
৮। উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো কোন ভূগোলে আলোচনা করা হয়?
ক. মানব খ. প্রাকৃতিক
গ. গাণিতিক ঘ. অর্থনৈতিক

উত্তর:খ. প্রাকৃতিক

৯। উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো হলো—
i. বারিতত্ত্ব
ii. সমুদ্রতত্ত্ব
iii. জীবতত্ত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii

উত্ত: ক. i ও ii

১০। ভূগোলের কোন অংশে পানি নিয়ে আলোচনা করা হয়?
ক. বারিতত্ত্ব খ. হিমবাহতত্ত্ব
গ. জলবায়ুতত্ত্ব ঘ. ভূমিরূপতত্ত্ব

উত্তর:ক.বারিতত্ব

১১। ফেলসিক স্তরের গঠনকারী উপাদান—
i. ম্যাগনেসিয়াম
ii. সিলিকন
iii. অ্যালুমিনিয়াম নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

উত্তর: খ. ii ও iii

১২। জীবমণ্ডলের আলোচ্য বিষয়বস্তু—
i. উদ্ভিদ
ii. মানুষ
iii. জীবজন্তু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii

১৩। অভ্যন্তরীণ পানির প্রধান উৎস কী?
ক. নদী খ. পুকুর
গ. সমুদ্র ঘ. মহাসাগর

উত্তর:ক.নদী

নিচের চিত্রটি লক্ষ করো এবং ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
Paris
১৪। উদ্দীপকের মণ্ডল তিনটি আলোচনা করা হয় কোন ভূগোলে?
ক. প্রাকৃতিক খ. আঞ্চলিক
গ. জনসংখ্যা ঘ. রাজনৈতিক

উত্তর:ক.প্রাকৃতিক

১৫। উদ্দীপকে গোলাকার স্থানটি কিসের ওপর নির্ভরশীল?
i. অশ্মমণ্ডল
ii. বারিমণ্ডল
iii. বায়ুমণ্ডল
নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii
গ. i!ও iii ঘ. i, ii ও iii

উত্তর: গ. i!ও iii

১৬। পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ করে—
ক. জীবমণ্ডল খ. বারিমণ্ডল
গ. বায়ুমণ্ডল ঘ. অশ্মমণ্ডল

উত্তর: গ. বায়ুমণ্ডল

১৭। সমুদ্রের প্রভাব যে দিক থেকে অপরিসীম—
i. দেশরক্ষা
ii. পরিবহন
iii. খাদ্যসংস্থান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii

উত্তর:ঘ. i, ii ও iii

১৮। মানচিত্র ছোট-বড় করা যায় কোন যন্ত্রের সাহায্যে?
ক. পেন্টোগ্রাফ খ. স্পিডোমিটার
গ. ওপিসোমিটার ঘ. ন্যানোমিটার

উত্তর:ক. পেন্টোগ্রাফ

১৯। এক মাইল সমান কত ইঞ্চি?
ক. ৬৩৬৩০ খ. ৬৩৩৬০
গ. ৬৪৩৬০ ঘ. ৬৩৩৪০

উত্তর: খ. ৬৩৩৬০

২০। সেনাবাহিনী কোন ধরনের মানচিত্র ব্যবহার করে?
ক. মৌজা খ. দেয়াল
গ. ভূচিত্রাবলি ঘ. প্রাকৃতিকবিষয়ক

উত্তর: গ. ভূচিত্রাবলি

২১। ল্যাটিন ভাষায় কাপড়ের টুকরাকে কী বলে?
ক. Mapa খ. Map
গ. Mape ঘ. Mappa

উত্তর: ঘ. Mappa

২২। সরল স্কেল অঙ্কন করতে একটি সরলরেখাকে কয়টি অংশে বিভক্ত করা হয়?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫

উত্তর: ক. ২

২৩। আগেকার দিনে কিসের ওপর মানচিত্র আঁকা হতো?
ক. পাথর খ. কাগজ
গ. কাপড় ঘ. মাটি
উত্তর: গ. কাপড়

২৪। দূরত্ব নির্ণয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত স্কেল—
i. সরল
ii. কর্ণীয়
iii. ভার্নিয়ার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii

২৫। পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ কোনটি?
ক. বাংলাদেশ খ. মিসিসিপি
গ. নরওয়ে ঘ. ফিনল্যান্ড

উত্তর: ক. বাংলাদেশ

২৬। ভূমি থেকে উঁচু বিস্তীর্ণ ভূমিকে কী বলে? ক. সমভূমি খ. মালভূমি
গ. পর্বত ঘ. পাহাড়

উত্তর: খ. মালভূমি

২৭। সক্রিয় বদ্বীপ কোন কোন এলাকাজুড়ে বিস্তৃত?
ক. বরিশাল ও ফরিদপুর
খ. যশোর ও কুষ্টিয়া
গ. ভোলা ও ঝালকাঠি
ঘ. সাতক্ষীরা ও পটুয়াখালী

উত্তর: ক. বরিশাল

২৮। ‘হাইল’ হাওর কোন এলাকায় অবস্থিত?
ক. ছাতক খ. ফেঞ্চুগঞ্জ
গ. শ্রীমঙ্গল ঘ. জগন্নাথপুর

উত্তর: ঘ. জগন্নাথপুর

২৯। ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়—
i. অভ্যন্তরীণ চাপে
ii. অভ্যন্তরীণ তাপে
iii. পার্শ্ববর্তী অঞ্চলের চাপে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ.i ii ও iii

উত্তর: খ. ii ও iii

৩০। মহাদেশীয় ভূত্বক গঠনকারী শিলাস্তর
i. ফেলসিক
ii. মেহোবিচ্ছেদ
iii. মেফিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii

উত্তর: খ. ii ও iii