বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

প্রাকৃতিক ভূগোল প্রথম অধ্যায়

বহুনির্বাচনী নমুনা

প্রথম অধ্যায় : প্রাকৃতিক ভূগোল
১। পরিমণ্ডল ও বায়ুমণ্ডল উভয়ই কোথায় অবস্থিত?
ক. পৃথিবীর কেন্দ্রমণ্ডলে খ. পৃথিবীর পুরুমণ্ডলে
গ. পৃথিবীর উপরিভাগে ঘ. মহাশূন্যে
উত্তর:গ. পৃথিবীর উপরিভাগে

২। পৃথিবীর ভূমিরূপকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
উত্তর: খ. তিন

৩। পৃথিবীপৃষ্ঠের শতকরা কতভাগ পানি?
ক. ৫০ খ. ৬০
গ. ৭১ ঘ. ৮০
উত্তর:গ. ৭১

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
শিক্ষক একাদশ শ্রেণিতে ভূগোল ক্লাসে বললেন পৃথিবী বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে বর্তমান অবস্থায় পৌঁছেছে অর্থাৎ পৃথিবীর জলভাগ, স্থলভাগ ও বায়ুমণ্ডলের উৎপত্তি হয়েছে।

৪। উদ্দীপকের বিষয়গুলো কোন ভূগোলে আলোচনা করা হয়?
ক. গাণিতিক ভূগোলে খ. মানব ভূগোলে
গ. প্রাকৃতিক ভূগোলে ঘ. জ্যোতিবিদ্যা ভূগোলে
উত্তর:গ. প্রাকৃতিক ভূগোলে

৫। পৃথিবী বর্তমান অবস্থায় পৌঁছেছে-
i. তরল অবস্থার মধ্য দিয়ে
ii. কঠিন অবস্থার মধ্য দিয়ে
iii. বাষ্পীয় অবস্থার মধ্য দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর:খ. i ও iii

৬। ভূগোলবিদরা প্রাকৃতিক ভূগোল সম্পর্কে-
i. গবেষণা করেন
ii. জ্ঞানার্জন করতে পারেন
iii. পর্যালোচনা করেন
কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর;খ. i ও iii

৭। অভ্যন্তরীণ পানির প্রধান উৎস কী?
ক. নদী খ. পুকুর
গ. সমুদ্র ঘ. মহাসাগর
উত্তর:ক. নদী

৮। কিসের ওপর নির্ভর করে কৃষিকাজ গড়ে ওঠে?
ক. বায়ুর ওপর খ. পানির ওপর
গ. খনিজের ওপর ঘ. মৃত্তিকার ওপর
উত্তর:ঘ. মৃত্তিকার ওপর

৯। শিলার একটি বিশেষ রূপ কী?
ক. বায়ু খ. মৃত্তিকা
গ. পানি ঘ. খনিজ

উত্তর:খ. মৃত্তিকা
১০। আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় ফলকে কী বলে?
ক. জলবায়ু খ. বায়ুমণ্ডল
গ. তাপমাত্রা ঘ. বায়ুপ্রবাহ
উত্তর;ক. জলবায়ু

১১। জলবায়ুবিদ্যায় আলোচনা করা হয়-
i. জলবায়ুর উপাদান
ii. বায়ুমণ্ডলের উপাদান
iii. জলবায়ুর নিয়ামক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর:খ. i ও iii

১২। ভূপৃষ্ঠের আয়তন কত?
ক. ২৫ লাখ বর্গকিলোমিটার
খ. ৩৫ কোটি বর্গকিলোমিটার
গ. ৩৫ কোটি ২৫ লাখ বর্গকিলোমিটার
ঘ. ৩৬ কোটি বর্গকিলোমিটার
উত্তর:ক. ২৫ লাখ বর্গকিলোমিটার

১৩। অশ্মমণ্ডলের অন্তর্ভুক্ত কোনটি?
ক. বায়ুর উপাদান খ. মহীসোপান
গ. মহীঢাল ঘ. শিলা ও খনিজ
উত্তর:খ. মহীসোপান

১৪। প্রাকৃতিক পরিবেশের মূল উপাদান-
i. জড় উপাদান
ii. জীব উপাদান
iii. উদ্ভিদ ও প্রাণী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর:খ. i ও iii

১৫। বন্যা কোন ভূগোলের অন্তর্ভুক্ত?
ক. মানব ভূগোল
খ. নগর ভূগোল
গ. প্রাকৃতিক ভূগোল
ঘ. জনসংখ্যা ভূগোল
উত্তর:ক. মানব ভূগোল

১৬। পৃথিবীকে বেষ্টন করে যে বায়বীয় পদার্থের আবরণ রয়েছে তাকে বলে-
ক. জীবমণ্ডল খ. বায়ুমণ্ডল
গ. বারিমণ্ডল ঘ. অশ্মমণ্ডল
উত্তর:খ. বায়ুমণ্ডল

১৭। ভূগোলের কোন অংশে পানিসম্পদ আলোচিত হয়?
ক. জলবায়ুতত্ত্বে খ. হিমবাহ তত্ত্বে
গ. বারিতত্ত্বে ঘ. ভূমিরূপবিদ্যায়
উত্তর:ক. জলবায়ুতত্ত্বে

১৮। কোনটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত?
ক. চিনিশিল্প খ. বায়ুপ্রবাহ
গ. জনসংখ্যা ঘ. পরিবার
উত্তর:খ. বায়ুপ্রবাহ

১৯। Geography শব্দটির জনক কে?
ক. কার্ল রিটার খ. টলেমি
গ. স্ট্র্যাবো ঘ. ইরাটোসথেনিস
উত্তর:ঘ. ইরাটোসথেনিস

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রফিক তার বাড়ির পাশের পুকুরের পানিতে দেখল মাছ ও ব্যাঙ আছে। আবার স্বচ্ছ পানির ভেতর দিয়ে কিছু জলজ উদ্ভিদ ও গুল্ম-লতা দেখা যাচ্ছে। একই পুকুরে এত কিছুর সন্নিবেশ সে আগে লক্ষ করেনি।

২০। উদ্দীপকে উল্লিখিত পুকুরের এই পরিবেশকে কী বলে?
ক. কার্বন চক্র খ. পানিচক্র
গ. ইকোসিস্টেম ঘ. নাইট্রোজেন চক্র
উত্তর:গ. ইকোসিস্টেম

২১। উদ্দীপকের বিষয়গুলো ভূগোলের যে যে শাখায় আলোচিত হয়-
i. জীবমণ্ডলে
ii. সমুদ্রতত্ত্বে
iii. ভূমিরূপতত্ত্বে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর:ক. i ও ii

২২। পানির সর্বাধিক রূপ সম্পর্কে কোন বিষয়ে আলোচিত হয়?
ক. সমুদ্রবিদ্যায় খ. জলবায়ুবিদ্যায়
গ. বারিবিদ্যায় ঘ. উপকূলীয় ভূগোলে
উত্তর:গ.বারিবিদ্যায়

২৩। পৃথিবীর ভূমিরূপ সম্পর্কে আলোচিত হয় ভূগোলের কোন অংশে?
ক. ভূমিরূপবিদ্যায় খ. সমুদ্রবিদ্যায়
গ. জীবভূগোলে ঘ. মৃত্তিকা ভূগোলে
উত্তর:ক.ভূমিরূপবিদ্যায়
উত্তরগুলো মিলিয়ে নাও ১. গ ২. খ ৩. গ ৪. গ ৫. খ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. খ ১০. ক ১১. খ ১২. ক ১৩. খ ১৪ খ ১৫ ক ১৬ খ ১৭ ক ১৮ খ ১৯ ঘ ২০ গ ২১ ক ২২ গ

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

ইসলামের ইতহাস ২য় পত্র


ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এইচএসসি
জ্ঞানমুলক প্রশ্ন প্রথম অধ্যায়

১.তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয় ১৮৯২ সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘঠিত হয়

২.আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন? আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন দাহির

৩.সুলতান মাহমুদ কোন রাজ্যের শাসনকর্তা ছিলেন? সুলতান মাহমুদ গজনির শাসনকর্তা ছিলেন।

৪. অরবরা সিন্ধু বিজয়ের পূর্বে কোন কোন অঞ্চল দখল করেন? আরবরা সিন্ধু পূর্বে বুখারা, সমরখন্দ, ফারগানা ,দখল করেন

৫.রাজা দাহির কিভাবে মারা যান ? রাজা দাহির তরবারির আঘাতে মারা যান

৬.কত খৃষ্টাব্দে আরব বাহিনী মুলতান দখল করে ? ৭১৩ খ্রিষ্টাব্দে আরব বাহিনী মুলতান দখল করে

৭.কত খৃষ্টাব্দে আরব বাহিনী মুলতান দখণ করে? ৭১৩ খৃষ্টাব্দে

৮.রাজা দাহিরের দুই কন্যা মুহাম্মদ বিন কাসিমের বিরুদ্ধে কী অভিযোগ করেন? শ্লীলতাহানির অভিযোগ করেন

৯.সিন্ধু বিজয়ের ফলে সামাজিক ক্ষেত্রে কী পরির্বতন লক্ষ করা যায়? সিন্ধু বাসীর দৈনন্দিন জীবনে আরবীয় বৈশিষ্ট্যের প্রবেশ ঘটে

১০.আরবগণ সর্বপ্রথম দাবা খেলা শিক্ষা গ্রহণ করেন ? হিন্দুদের নিকট হতে দাবা খেলা

১১.গজনি বংশের প্রতিষ্ঠাতা কে? গজনি বংশের প্রতিষ্ঠা্তা সুবক্তগীন

সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

ইসলামের ইতিহাস ২য় পত্র বহুনির্বাচনী


MCQ প্রশ্ন ইসলামের ইতিহাস ২য়পত্র (প্রখম অধ্যায় )


transparent
১. ভারত বর্ষের প্রচীনতম অধিবাসী কারা ?
ক.আর্য
খ. শক্‌
গ.হুন
ঘ. দ্রাবিড়
ঘ. দ্রাবিড়
২.সুলতান মাহমুদ কোন রাজ্যের সুলতান ছিলেন ?
ক.পাঞ্জাব
খ.ফারগানা
গ.গজনি
ঘ. ঘুর
গ.গজনি
৩. ইয়ামিন -উদ-দৌলা ও আমির-উল মিল্লাত কার উপাধি ?
ক) মুহাম্মদ বিন কাসিমের
খ) সুলতান মাহমুদের
গ) মুহাম্মদ ঘুরীর
ঘ) কুতুবউদ্দীন আইবেক

খ) সুলতান মাহমুদের

৪ . সুলতান মাহমুদের বার বার ভারত অভিযানের উদ্দেশ্য কী ছিল ?
ক)ধর্মীয় ও সংস্কৃতিক
খ) ধর্মীয় ও সামাজিক
গ) রাজনৈতিকও অর্থনৈতিক
ঘ) অর্থনৈতিক ও সামাজিক

গ) রাজনৈতিকও অর্থনৈতিক

৫. তরাইনের প্রথম যুদ্ধে কে বিজয়ী হন?
ক. মুহাম্মদ ঘুরী
খ.কুতুবউদ্দীন আইবেক
গ. পৃথ্বিরাজ
ঘ. জয়চাঁদ
গ. পৃথ্বিরাজ
৬. সিন্ধুর শাসানকর্তা কে ছিলেন ?
ক.মুহাম্মদ বিন কাসিম
খ.রাজা দাহির
গ.হাজ্জাজ বিন ইউসূফ
ঘ.সুলতান মাহমুদ
গ.হাজ্জাজ বিন ইউসূফ
৭. ভারতের কোন প্রদেশ বস্ত্র উৎপাদনের জন্য বিখ্যাত ছিলেন?
ক.বিহার
খ.মধ্যপ্রদেশ
গ.পাঞ্জাব
ঘ.বাংলা
ঘ.বাংলা
৮. নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় ছিল?
ক.বিহার
খ.বানারসীতে
গ.উদন্তপুর
ঘ.আজমীরে
ক.বিহার
৯. খলিফা ওয়ালিদের সম্রাজ্যবাদী গভর্নর কে ছিলেন?
ক.কুতাইবা
খ.হাজ্জাজ বিন ইউসূফ
গ.তারিক বিন জিয়াদ
ঘ.মুসা বিন নুসাইর
খ.হাজ্জাজ বিন ইউসূফ
১০. কত সালে হযরত মুহাম্মদ (সা:) নবুয়ত লাভ করেণ?
ক. ৬১০ সালে
খ. ৬১২ সালে
গ. ৬১১ সালে
ঘ. ৬১০ সালে
ক. ৬১০ সালে
১১. প্রাচীনকালে ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক ছিল ?
ক. আমেরিকার
খ. আরবের
গ. ব্রিটেনের
ঘ. আফ্রিকার
খ. আরবের
১২. কাদের স্থায়ী কোন পেশা ছিল না?
ক. যাযাবরদের
খ. হিন্দুদের
গ. তামিলদের
ঘ. বাঙালির
ক. যাযাবরদের
১৩. মেরকানের বর্তমান নাম কি ?
ক. বেলুচিস্তান
খ. সিন্ধু
গ. পাঞ্জাব
ঘ. দিল্লি
ক. বেলুচিস্তান
১৪. কার নেতৃত্বে মুসলমানরা মেকরান দখল করেন ?
ক. হাজ্জাজ বিন ইউসূফ
খ. মুহাম্মদ বিন কাসিম
গ. ইবন আল হারবি আল বাহিত্ত
ঘ. মুয়াবিয়া
খ. মুহাম্মদ বিন কাসিম
১৫. কারা আরবদের সিন্ধু আক্রমণে উৎসাহিত করে?
ক.পাঠানরা
খ.জাঠরা
গ.বালুচরা
ঘ. পাঞ্জাবীরা
খ.জাঠরা
১৬.কোন খলিফার শাসনামল ছিল মুসলিমদের সম্প্রসারণের যুগ ?
ক. খলিফা ওয়ালিদের
খ. হযরত মুায়াবিয়া
গ. হয়রত ওসমান (রা:)
ঘ. হযরত আলী (রা:)
ক. খলিফা ওয়ালিদের
১৭. কখন মুসলমানগণ বুখারা , সমরকন্দ ও হিরাত দখল করেন ?
ক. সপ্তম শতাব্দীতে
খ. অষ্টম শতাব্দীতে
গ. নবম শতাব্দীতে
ঘ. দশম শতাব্দীতে
খ.অষ্টম শতাব্দীতে
১৮. হাজ্জজ বিন ইউসূফ কোথাকার গর্ভনর ছিলেন ?
ক. ইরানের
খ. আরবের
গ. সিরিয়ার
ঘ. ইরাকের
ঘ.ইরাকের
১৯. সিংহলের বর্তমান নাম কি ?
ক. শ্রীলঙ্কা
খ. সিলোন
গ. তামিল নাড়ু
ঘ. গুজরাট
ক. শ্রীলঙ্কা
২০. কোন বন্দরে মুসলিম জাহাজগুলো জলদস্যু কর্তৃক ‍লুন্ঠিত হয় ?
ক. করাচিবন্দর
খ. দেবল বন্দর
গ. মাদ্রাজ বন্দর
ঘ. চট্রগ্রাম বন্দর
খ.দেবল বন্দর
২১. সিংহলরাজ কোন ধর্ম গ্রহণ করেন? ?
ক. বৌদ্ধ ধর্ম
খ. খ্রীষ্ট্রান ধর্ম
গ. ইসলাম ধর্ম
ঘ. জৈন ধর্ম
গ.ইসলাম ধর্ম
২২.হাজ্জাজ বিন ইউসূফ কার নিকট লুন্ঠিত জাহাজগুলোর ক্ষতিপুরণ দাবি করেন ?
ক. দহিরের নিকট
খ. সিংহলরাজের নিকট
গ. উমাইয়া খলিফার নিকট
ঘ. ওবায়দুল্লার নিকট
ক.দাহিরের নিকট
২৩. দেবল বন্দর বর্তমানে কি নামে পরিচিত ? ?
ক. করাচি
খ. বানবোর
গ. মেরকান
ঘ. লাহোর
২৪. মুহাম্মদ বিন কাসিম কে ছিলেন ? ?
ক. হজ্জাজ বিন ইউসুফের ভ্রাতুষ্পুত্র
খ. হজ্জাজ বিন ইউসুফের ছেলে
গ. হজ্জাজ বিন ইউসুফের ভাই
ঘ. হজ্জাজ বিন ইউসুফের ভাগ্নে
২৫. জয়সিংহ কে ছিলেন ? ?
ক. রাজা দাহিরের ভাই
খ. রাজা দাহিরের ভ্রাতুষ্পুত্র
গ. রাজা দাহিরের পুত্র
ঘ. রাজা দাহিরের মামা
২৬.আরবরা কত বছর সিন্ধু শাসন করেন? ?
ক. ১০০বছর
খ. ১২০ বছর
গ. ১৩০ বছর
ঘ. ১৫০ বছর
২৭. মুহম্মদ বিন কাসিম সিন্ধুতে কোন শাসন ব্যবস্থা চালু করেন? ?
ক. সামরিক শাসন
খ. গনতন্ত্র
গ. ইসলামি
ঘ. একনায়কতন্ত্র
২৮. গজনি কোথায় অবস্থিত ? ?
ক. কান্দাহারে
খ. পেশোয়ারে
গ. আফগানিস্থানে
ঘ. তুর্কিমেনিস্তানে
২৯. কখন থেকে গজনি বংশের শাসনকাল শুরু হয় ? ?
ক. ৯৭৫ খ্রিষ্ট্রাব্দে
খ. ৯৭৬খ্রিষ্ট্রাব্দে
গ. ৯৭৭ খ্রিষ্ট্রাব্দে
ঘ. ৯৮০ খ্রিষ্ট্রাব্দে
৩০. সুলতান মাহমুদ সোমনাথ অভিযান করেন কত খ্রিষ্ট্রাব্দে ? ?
ক.১০২৩ খ্রিষ্ট্রাব্দে
খ. ১০২৪ খ্রিষ্ট্রাব্দে
গ. ১০২৬ খ্রিষ্ট্রাব্দে
ঘ. ১০৩০ খ্রিষ্ট্রাব্দে
৩১. মহাকবি ফেরদৌসীর কালোত্তীর্ণ গ্রন্থ কোনটি ?
ক. শাহনামা
খ. বাবুরনামা
গ. শাহরিস্তান
ঘ. ফেরদৌসনামা
৩২. মধ্য এশিয়ার সবচেয়ে সুন্দর নগরী ছিল কোনটি ?
ক. কাবুল
খ. সমরখন্দ
গ. বোখারা
ঘ. গজনি

শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯

বিড়াল গল্প MCQ


সঠিক উত্তর ক.সাধুরা

সঠিক উত্তর ক.যুক্তিনিষ্ঠ মনোভঙ্গি

সঠিক উত্তর ঘ.ওয়েলিংটন

সঠিক উত্তর খ) ঐতিহ্যবোধ

সঠিক উত্তর ক) রোগ

সঠিক উত্তর ক)সমাজতান্ত্রিক

সঠিক উত্তর খ) দারিদ্র

সঠিক উত্তর গ) হুকা

সঠিক উত্তর খ) সাহিত্যরত্ন

সঠিক উত্তর: গ) বঙ্গদর্শন

সঠিক উত্তর: ক) দুর্গেশনন্দিনী

সঠিক উত্তর: খ.কৃপণ ধনীর

সঠিক উত্তর: ক) ন্যায়শাস্ত্রে পন্ডিত ব্যক্তি

সঠিক উত্তর: ঘ) অধিকার চেতনা

সঠিক উত্তর: গ) বিড়াল

সঠিক উত্তর: ক) সমাজতান্ত্রিক

সঠিক উত্তর: ক)ব্যঙ্গ

সঠিক উত্তর:ক) সাধুরা

সঠিক উত্তর: ঘ) নির্বিকারত্ব

সঠিক উত্তর: ঘ) তার স্বভাব জানা ছিল বলে

সঠিক উত্তর: ক)সমাজের শ্রেণী বৈষম্য

সঠিক উত্তর: ঘ) তার স্বভাব জানা ছিল বলে

সঠিক উত্তর: খ) কমলাকান্তের দপ্তর

সঠিক উত্তর: গ)মানুষ

সঠিক উত্তর: ঘ) দুর্দশাগ্রস্ত বোঝাতে

সঠিক উত্তর: খ) মেও

সঠিক উত্তর: খ) মঙ্গলা

সঠিক উত্তর: গ) আফিম

সঠিক উত্তর: খ)

সঠিক উত্তর: খ) উপন্যাস

উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
এলাকায় একজন ধনী ব্যক্তি এলে তাঁর সেবা করার জন্য সাধারণ জনগণ হুমড়ি খেয়ে পড়ল। উত্সুক জনতার ধাক্কায় ক্ষুধার্ত ভিক্ষুকটি রাস্তায় পড়ে কাতরাচ্ছিল। সেদিকে কারো খেয়াল নেই।

সঠিক উত্তর: খ)তেলা মাথায় তেল দেওয়া

সঠিক উত্তর: খ) অনাহারী মার্জারের

Lorem ipsum dolor.