বহুনির্বাচনী নমুনা
প্রথম অধ্যায় : প্রাকৃতিক ভূগোল
১। পরিমণ্ডল ও বায়ুমণ্ডল উভয়ই কোথায় অবস্থিত?
ক. পৃথিবীর কেন্দ্রমণ্ডলে খ. পৃথিবীর পুরুমণ্ডলে
গ. পৃথিবীর উপরিভাগে ঘ. মহাশূন্যে
উত্তর:গ. পৃথিবীর উপরিভাগে
২। পৃথিবীর ভূমিরূপকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
উত্তর: খ. তিন
৩। পৃথিবীপৃষ্ঠের শতকরা কতভাগ পানি?
ক. ৫০ খ. ৬০
গ. ৭১ ঘ. ৮০
উত্তর:গ. ৭১
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
শিক্ষক একাদশ শ্রেণিতে ভূগোল ক্লাসে বললেন পৃথিবী বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে বর্তমান অবস্থায় পৌঁছেছে অর্থাৎ পৃথিবীর জলভাগ, স্থলভাগ ও বায়ুমণ্ডলের উৎপত্তি হয়েছে।
৪। উদ্দীপকের বিষয়গুলো কোন ভূগোলে আলোচনা করা হয়?
ক. গাণিতিক ভূগোলে খ. মানব ভূগোলে
গ. প্রাকৃতিক ভূগোলে ঘ. জ্যোতিবিদ্যা ভূগোলে
উত্তর:গ. প্রাকৃতিক ভূগোলে
৫। পৃথিবী বর্তমান অবস্থায় পৌঁছেছে-
i. তরল অবস্থার মধ্য দিয়ে
ii. কঠিন অবস্থার মধ্য দিয়ে
iii. বাষ্পীয় অবস্থার মধ্য দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর:খ. i ও iii
৬। ভূগোলবিদরা প্রাকৃতিক ভূগোল সম্পর্কে-
i. গবেষণা করেন
ii. জ্ঞানার্জন করতে পারেন
iii. পর্যালোচনা করেন
কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর;খ. i ও iii
৭। অভ্যন্তরীণ পানির প্রধান উৎস কী?
ক. নদী খ. পুকুর
গ. সমুদ্র ঘ. মহাসাগর
উত্তর:ক. নদী
৮। কিসের ওপর নির্ভর করে কৃষিকাজ গড়ে ওঠে?
ক. বায়ুর ওপর খ. পানির ওপর
গ. খনিজের ওপর ঘ. মৃত্তিকার ওপর
উত্তর:ঘ. মৃত্তিকার ওপর
৯। শিলার একটি বিশেষ রূপ কী?
ক. বায়ু খ. মৃত্তিকা
গ. পানি ঘ. খনিজ
উত্তর:খ. মৃত্তিকা
১০। আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় ফলকে কী বলে?
ক. জলবায়ু খ. বায়ুমণ্ডল
গ. তাপমাত্রা ঘ. বায়ুপ্রবাহ
উত্তর;ক. জলবায়ু
১১। জলবায়ুবিদ্যায় আলোচনা করা হয়-
i. জলবায়ুর উপাদান
ii. বায়ুমণ্ডলের উপাদান
iii. জলবায়ুর নিয়ামক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর:খ. i ও iii
১২। ভূপৃষ্ঠের আয়তন কত?
ক. ২৫ লাখ বর্গকিলোমিটার
খ. ৩৫ কোটি বর্গকিলোমিটার
গ. ৩৫ কোটি ২৫ লাখ বর্গকিলোমিটার
ঘ. ৩৬ কোটি বর্গকিলোমিটার
উত্তর:ক. ২৫ লাখ বর্গকিলোমিটার
১৩। অশ্মমণ্ডলের অন্তর্ভুক্ত কোনটি?
ক. বায়ুর উপাদান খ. মহীসোপান
গ. মহীঢাল ঘ. শিলা ও খনিজ
উত্তর:খ. মহীসোপান
১৪। প্রাকৃতিক পরিবেশের মূল উপাদান-
i. জড় উপাদান
ii. জীব উপাদান
iii. উদ্ভিদ ও প্রাণী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর:খ. i ও iii
১৫। বন্যা কোন ভূগোলের অন্তর্ভুক্ত?
ক. মানব ভূগোল
খ. নগর ভূগোল
গ. প্রাকৃতিক ভূগোল
ঘ. জনসংখ্যা ভূগোল
উত্তর:ক. মানব ভূগোল
১৬। পৃথিবীকে বেষ্টন করে যে বায়বীয় পদার্থের আবরণ রয়েছে তাকে বলে-
ক. জীবমণ্ডল খ. বায়ুমণ্ডল
গ. বারিমণ্ডল ঘ. অশ্মমণ্ডল
উত্তর:খ. বায়ুমণ্ডল
১৭। ভূগোলের কোন অংশে পানিসম্পদ আলোচিত হয়?
ক. জলবায়ুতত্ত্বে খ. হিমবাহ তত্ত্বে
গ. বারিতত্ত্বে ঘ. ভূমিরূপবিদ্যায়
উত্তর:ক. জলবায়ুতত্ত্বে
১৮। কোনটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত?
ক. চিনিশিল্প খ. বায়ুপ্রবাহ
গ. জনসংখ্যা ঘ. পরিবার
উত্তর:খ. বায়ুপ্রবাহ
১৯। Geography শব্দটির জনক কে?
ক. কার্ল রিটার খ. টলেমি
গ. স্ট্র্যাবো ঘ. ইরাটোসথেনিস
উত্তর:ঘ. ইরাটোসথেনিস
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রফিক তার বাড়ির পাশের পুকুরের পানিতে দেখল মাছ ও ব্যাঙ আছে। আবার স্বচ্ছ পানির ভেতর দিয়ে কিছু জলজ উদ্ভিদ ও গুল্ম-লতা দেখা যাচ্ছে। একই পুকুরে এত কিছুর সন্নিবেশ সে আগে লক্ষ করেনি।
২০। উদ্দীপকে উল্লিখিত পুকুরের এই পরিবেশকে কী বলে?
ক. কার্বন চক্র খ. পানিচক্র
গ. ইকোসিস্টেম ঘ. নাইট্রোজেন চক্র
উত্তর:গ. ইকোসিস্টেম
২১। উদ্দীপকের বিষয়গুলো ভূগোলের যে যে শাখায় আলোচিত হয়-
i. জীবমণ্ডলে
ii. সমুদ্রতত্ত্বে
iii. ভূমিরূপতত্ত্বে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর:ক. i ও ii
২২। পানির সর্বাধিক রূপ সম্পর্কে কোন বিষয়ে আলোচিত হয়?
ক. সমুদ্রবিদ্যায় খ. জলবায়ুবিদ্যায়
গ. বারিবিদ্যায় ঘ. উপকূলীয় ভূগোলে
উত্তর:গ.বারিবিদ্যায়
২৩। পৃথিবীর ভূমিরূপ সম্পর্কে আলোচিত হয় ভূগোলের কোন অংশে?
ক. ভূমিরূপবিদ্যায় খ. সমুদ্রবিদ্যায়
গ. জীবভূগোলে ঘ. মৃত্তিকা ভূগোলে
উত্তর:ক.ভূমিরূপবিদ্যায়
উত্তরগুলো মিলিয়ে নাও
১. গ ২. খ ৩. গ ৪. গ ৫. খ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. খ ১০. ক ১১. খ ১২. ক ১৩. খ ১৪ খ ১৫ ক ১৬ খ ১৭ ক ১৮ খ ১৯ ঘ ২০ গ ২১ ক ২২ গ