বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯
সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯
সিরাজউদ্দৌলা নাটকের বহুর্নিবাচনী প্রশ্ন
ক.তিন খ.চার
গ.পাঁচ ঘ.সাত
উত্তর
২.নবাব সিরাজউদ্দৌলা কাকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করেন ?
ক.উমিঁচাদকে খ.মানিকচাঁদকে
গ.মীরজাফরকে ঘ.রায়র্দূলভকে
উত্তর
২.নবাব সিরাজউদ্দৌলা কাকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করেন ?
ক.উমিঁচাদকে খ.মানিকচাঁদকে
গ.মীরজাফরকে ঘ.রায়র্দূলভকে
উত্তর
৩.সিরাজের বিরোদ্ধে ঘসেটিবেগমের আক্রোশের কারণ কি ?
ক.অর্থ দন্ড খ.রাজনৈতিক প্রাধান্য লাভ
গ.নবাবের দূর্বলতা ঘ.মানিকচাঁদকে শাস্তি প্রদান
উত্তর
৪. রাইসুল জুহালা ছিলেন ?
ক. সিরাজউদ্দৗলার প্রধান গুপ্তচর খ. মীরজাফরের সহয়োগী সৈনিক
গ.ইংরেজ পক্ষের গুপ্তচর ঘ. ঘসেটি বেগমের পালিত পুত্র
উত্তর
৫.সিরাজউদ্দৌলা নাটকে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটির স্থান কোনটি ?
ক.নবাবের দরবার খ.ঘসেটি বেগমের বাড়ি
গ.ফোর্ড উইলিয়াম দূর্গ ঘ. ফোর্ড উইলিয়ামের জাহাজ
উত্তর
৬. বৃটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা--উক্তিটি কার ?
ক.হলওয়েল খ.উমিঁচাদ
গ.ক্রেটন ঘ.ওয়ালি খান
উত্তর
৭. মীরমর্দান ছিলেন ?
ক.নারীলোলুপ খ. প্রতারক
গ. দেশপ্রেমিক ঘ. দেশদ্রোহী
উত্তর
৮. ১৭৫৭ সালের কোন তারিখে পলাশির যুদ্ধ সংঘটিত হয় ?
ক. ১৫ এপ্রিল খ. ৩২জুলাই
গ.২১ জুলাই ঘ. ২৩ জুন
উত্তর
৯.সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপ ?
ক.উমিচাঁদের খ. জর্জের গ.ক্লেটনের ঘ.ওয়ালি খানের
উত্তর
১০. সিকান্দার আবুজাফর কোন পত্রিকা সম্পাদনা করতেন ?
ক.কালি-কলম খ.দৈনিক বাংলা
গ.মাসিক সমকাল ঘ.মাসিক মোহাম্মদী
উত্তর
ক. রায়দূর্লব ,সাফ্রে, মিরজাফর খ. রাজবল্লভ, মিরজাফর রাইসুল জুহালা
গ. উমিচাাঁদ,মোহনলাল মিরজাফর ঘ. রায়দূর্লভ উমিচাাঁদ, মিরজাফর
উত্তর
বহুনির্বাচনী নমুনা প্রশ্ন:
১২. সিরাজের পতন কে না চায় --সংলাপটি কার ?
ক.রায়দূর্লভ খ.মিরজাফর
গ.উমিচাঁদ ঘ.ঘসেটি বেগম
উত্তর
১৩. নবাব সিরাজউদ্দৌলা রাজধানীতে ফিরে আসতে চেয়েছেন কেন ?
ক.নিজ প্রান বাচাঁতে খ.যুদ্ধ জয় নিশ্চিত ভেবে
গ.পুনরায় সংগঠিত হতে ঘ.পরাজয় অপরিহার্য বলে
উত্তর
১৪.সিরাজউদ্দৌলা নাটকে মোট কয়টি দৃশ্য আছে ?
ক.আটটি খ . দশটি
গ.বারোটি ঘ. এগারোটি
উত্তর
১৫. একটা দিনের হলেও বাংলার মসনদে বসার বাসনা প্রকাশ করেছেন ?
ক. মীরমর্দান খ. মীরজাফর
গ. মোহনলাল ঘ. ক্লাইভ
উত্তর
১৬. নবাবের মূখে শেষ বাক্যটি কি ?
ক. বাংলার মানুষ তোমাদের ক্ষমা করবেনা খ. এটা তোমরা অনেক বড় ভুল করলে
গ. লা-ইলাহা ইল্লাল্লাহু ঘ.দুৎফুননেছা তুমি ভালো থেকো
উত্তর
১৭. যত বড় মুখ নয় তত বড় কথা -সংলাপটি বলেছেন ?
ক. হলওয়েল খ. ওয়ালি খান
গ. ক্লেটন ঘ. সিরাজ
উত্তর
১৮. রাইসুল জুহালা কে ?
ক. মিরমর্দাান খ. মোহনলাল
গ. নারায়ন সিং ঘ. মিরন
উত্তর
শুক্রবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৯
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র
অধ্যায় ভিক্তিক প্রশ্ন (প্রথম পৃষ্ঠার পর)
৮। গ্রীক সম্রাট আলেকজান্ডার দি গ্রেট বিজেতা হিসেবে ইতহাসে বিখ্যাত হয় আছেন তাঁর জিত রাজ্যগুলোর মধ্যে পারস্য বিজয় অন্যতম ।স্বীয় সামরিক শ্রেষ্ঠত্ব প্রদর্শন ,সীমান্ত সুরক্ষা ,ধন-সম্পদ সংগ্রহ প্রভৃতি কারণে তিনি পারস্য অভিযানে উদ্ভুদ্ধ হয়েছিলেন । পারস্য বিজয়ের পর তিনি উহাকে স্বীয় সম্রাজ্যভুক্ত করলে পারসিকদের সাথে গ্রিকদের রাজনৈতিক,সামাজিক,অর্থনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় হয় এবং উভয় জাতিসত্বার সংমিশ্রণে এক নতুন জাতিসত্বার উদ্ভব ঘটে ।
ক.আরবগণ কত সালে সিন্ধু অভিযান করে?
খ.সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ ব্যাখ্যা কর ।
গ.উদ্দীপকে উল্লিখিত পারস্য অভিযানের কারনসমূহের সাথে তোমার পঠিত আরবদের সিন্ধু আভিযানের তুলনা কর ।
ঘ.গ্রিক পারসিক সভ্যতার সংমিশ্রণ অপেক্ষা আরব জাতি ও ভারতবর্ষের জনজীবনে পারস্পরিক প্রভাব গুরুত্বপূর্ণ ছিল-বিশ্লেষণ কর ।
৯। মিশরের মামলুক বংশের সুলতান সাইফুদ্দীন কালাউন বাল্যকালে দাস ছিলেন । স্বীয় প্রজা,বিদ্রোহ দমন ,সামরিক দক্ষতা , আত্নবিশ্বাস,রাজ্যবিস্তার ,ও রাজনৈতিক দুরদর্শিতার কারণে তিনি মিশরের মামলুক বা দাস বংশের শ্রেষ্ঠ শাসকের মর্যাদা লাভ করেন । তাঁর জনহিতকরণ কার্যাবলির জন্য তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন ।
ক.আল বেরুনী কে ছিলেন ?
খ.সুলতান রাজিয়ার রাজ্যশাসন পদ্ধতির বর্ণনা দাও।
গ.উদ্দীপকে উল্লেখিত শাসকের সাথে তোমার পঠিত দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের কর্মকান্ডের সাদৃশ্য ব্যাখ্যা কর ।
ঘ.উদ্দীপকে বর্ণিত সুলতানের সাথে সামঞ্জস্যপূর্ণ ভারতীয় মামলুক সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের কর্মকান্ড অধিকতর অগ্রগামী ছিল -বিশ্লেষণ কর ।
১০।১৯৪৭ সালে দ্বি-জাতি তত্বের ভিক্তিতে ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। মুসলিম জনগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলসমুহ নিয়ে পাকিস্তান রাষ্ট গঠিত হয় । পাকিস্তান রাষ্টটি দু ভাগে বিভক্ত করে যথাক্রমে পূর্ব-পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান নামে সংবিধিবদ্ধ করা হয় । পশ্চিম পাকিস্তানের নতুন রাজধানী স্থাপন করা হয় করাচি নগরীতে। তবে রাষ্ট্রের মধ্যস্থলে রাজধানী প্রতিষ্ঠা ,প্রশাসনিক সুবিধা আবহাওয়াাগত সুবিধা ও জনগণের দবির প্রেক্ষিতে করাচি থেকে ইসলামাবাদে রাজধানী স্থাপন করা হয়।
ক.তুঘলক বংশের শ্রেষ্ঠ শাসকের নাম কি ?
খ.মোহাম্মদ বিন তুঘলকে কেন যুগের বিস্ময় বলা হয়।
গ.করাচি থেকে ইসলামাবাদে রাজধানী স্থানান্তরের সাথে তোমার পঠিত মুহাম্মদ বিন তুঘলকের রাজধানী স্থানান্তর পরিকল্পনার সাদৃশ্য ব্যাখ্যা কর।
ঘ.উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ শাসক মুহম্মদ বিন তুঘলকের রাজধানী স্থানন্তর পরিকল্পনার বাস্তবায়ন দুরূহ ছিল-বিশ্লেষণ কর ।
১১।অটোমান সুলতান বায়েজিদ অত্যন্ত জনপ্রিয় শাসক ছিলেন। তাঁর সমাজ্য ছিল সুখ ও সমৃদ্ধিতে ভরপুর ,দয়া দাক্ষিণ্যে তিনি ছিলেন মুক্তহস্ত। বিদ্বান ও পন্ডিতদের তিনি নিয়মিত ভাতার ব্যবস্থা করেন ।তিনি শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষকদের বিশেষ ভাতা প্রদানের ব্যবস্থা। তাঁর আমলে সম্রাজ্যের বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে বিনামূল্যে খাদ্য বিতরণের ব্যবস্থা করা হয়। শাসন ব্যবস্থার পূর্ণগঠন, রাজস্ব সংস্কার, রাস্তাঘাট নির্মান,প্রভৃতিতে তিনি দক্ষতার পরিচয় দেন।
ক.বাবরের পিতার নাম কী ? ১
খ.পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে কী জান। ২
গ.অটোমান সুলতান বায়েজীদের সাথে সামঞ্জস্যপূর্ণ তোমর পঠিত ফিরোজ শাহ তুঘলকের শাসন ব্যবস্থার কীরুপ সাদৃশ্য পরিলক্ষিত হয় , ব্যাখ্যা কর। ৩
ঘ.উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ ফিরোজ শাহ তুঘলকের শাসন ব্যবস্থা দিল্লির সালতানাতের পতনকে ত্বরান্বিত করেছিল -উক্তিটি বিশ্লেষণ কর। ৪
১২। জনাব ইলিয়াস শাহ একজন জনপ্রিয় শাসক ছিলেন । রাজ্যবিস্তার ,বিদ্রোহ দমন ও সুশান প্রতিষ্ঠার পর তিনি স্থাপত্য শিল্প বিকাশে বিশেষ অবদান রাখেন ।তিনি দেশে অসংখ্য মসজিদ ,রাস্তা-ঘাট ,দূর্গ ,সমাধিসৌধ স্মৃতিসৌধ,,সরাইখানা ,ইত্যাদি নির্মাণ করেন ।
ক.সম্রাট জাহাঙ্গীরের মায়ের নাম কী ? ১
খ.ময়ূর সিংহাসন সম্পর্কে কী জান ? ২
গ.উদ্দীপকে উল্লিখিত ইলিযাসশাহের সাথে তোমার পঠিত মোঘল সম্রাট শাহ্জাহানের স্থাপত্যিক কর্মকান্ডের কীরূপ সাদৃশ্য পরিলক্ষিত হয়,ব্যাখ্যা কর। ৩
ঘ.উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ মোঘল সম্রাট শাহ্জাহানকে ‘ The prince of builders ’'উপাধি দেবার যৌক্তিকতা বিশ্লেষণ কর। ৪
ক.জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে ছয় দফা কর্ম সূচী পেশ করেন ? ১
খ.বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতির নিকট এত স্মরণীয় কেন? ২
গ.উদ্দীপকে নেতার দাবিনামার সাথে বাংলাদেশের কোন মহান নেতার কর্মসুচীর মিল রয়েছে ? ব্যাখ্যা কর । ৩
ঘ.তুমি কী মনে কর , উক্ত দাবিনামা বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করেছিল ?যুক্তি দেখাও । ৪
১৪।মানুয়ের ব্যস্ততা কর্মপরিধি বাড়তে থাকায় তারা আজ বাজারে যাবার পর্যাপ্ত সময় পাচ্ছে না । তাই অনলাইন শপিং এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । প্রদিটি পণ্যের দাম র্নিধারিত থাকায় , সঠিক ওজন ও পণ্যের গুণগত মানের নিশ্চয়তা বিধান করায় এ শপিং ব্যবস্থাটির ওপর ক্রেতাদের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পাচ্ছে । পণ্যের সনরবরাহ নির্বিগ্নে উন্নত যোগাযোগ ব্যবস্থা , দ্রব্য সামগ্রীর বিপুল সমাহার ও বৈচিত্র্য থাকায় অনলাইনে শপিং মানুষের সময় ও অর্থ দুটোই সাশ্রয় করছে । (দ্বিতীয় অধ্যায় )
ক.খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? ১
খ.তৈমুর লং এর ভারত আক্রমনের ফরাফল ব্যাখ্যা কর । ২
গ.উদ্দীপকে উল্লিখিত অনলাইন শপিং এর সাথে সুলতান আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রন পদ্ধতির মিল কোথায় ? ব্যাখ্যা কর । ৩
ঘ.তুমি কী মনে কর ,অনলাইন শপিং ফলপ্রসূ করার জন্য গৃহীত পদক্ষেপসমূহের মতো সুলতান আলাউদ্দীন খলজিও উক্ত ব্যবস্থা যথাযথভাবে বাস্তবায়নের জন্য বহুবিধ ব্যবস্থা গ্রহণ করেছিলেন তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও । ৪
ভারত উপমহাদেশে মূঘল শাসন (তৃতীয়-অধ্যায় )
২য় টউটিরিয়াল১।সম্রাট নিজাম উদ্দিন একজন জনপ্রিয় শাসক।নিজে নিষ্ঠাবান মুসলমান হওয়া সত্বেও তিনি অন্য ধর্মমতের প্রতি সহিষ্ঞু ছিলেন। তিনি তার রাজ্যে বসবাসকারী বিভিন্ন ধর্মের অনুসারীগণের অনুষ্ঠান ।ভিক্তিক ধর্মীয় আচরণের মতপার্থক্য দুর করে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করেন।শাসন পরিচালনায় অন্যান্য ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাহায্য লাভের উদ্দেশ্য তিনি সকল ধর্মের সারবস্তু নিয়ে একটি নতুন ধর্মের প্রর্বতন করেন ।
ক.সম্রাট আকবরের পূর্ণ নাম কী ? ১
খ.সম্রাট আকবরের দ্বী-ই-ইলাহি সম্পর্কে কী জান । ২
গ.উদ্দীপকে উল্লিখিত সম্রাট নিজাম উদ্দিনের সাথে তোমার পঠিত বইয়ের মুঘল যুগের কোন শাসকের ধর্মনীতি প্রবর্তনের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।৩
ঘ.আন্ত:ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠাই উক্ত মুঘল শাসকের সাফল্য ও শ্রেষ্ঠত্ব লাভের অন্যতম কারণ -বিশ্লেষণ কর ।{তৃতীয় অধ্যায় } ৪
২। ভাগ্য বিড়ম্বিত যুবক ইরফান্ পৈত্রিকসুত্রে প্রাপ্ত একটি ক্ষুদ্র অঞ্চলের অধিপতি ছিলেন । কিন্তু নিকট আত্নীয়দের ষড়যন্ত্রের কারণে ঐ রাজ্য তার হাতছাড়া হয়ে যায় । এ অবস্থায তিনি অভ্যন্তরীণ দূর্বলতার সুযোগ নিয়ে পার্শ্ববর্তী রাজ্য আক্রমণ করেন। উন্নত রণনীতিও সমরাস্ত্রের সাহায্যে প্রতিবেশীর বিশাল সৈন্যবাহিনীকে যুদ্ধে পরাজিত করেন ।অত:পর ঐ রাজ্যের ধ্বংসস্তুপের ওপর একটি নতুন সাম্রাজ্যের ভিক্তি স্থাপন করার গৌরব অর্জন করেন ।
ক.‘হুমায়ূন’ শব্দের অর্থ কী ?
খ.মুঘলদের পরিচয় ব্যাখ্যা কর ।
গ.উদ্দীপকের সাথে ভারতবর্ষের কোন শাসকের মিল খুজেঁ পাওয়া যায ? ব্যাখ্যা কর ।
ঘ.উদ্দীপকের আলোকে উক্ত শাসকের কৃতিত্ব মুল্যায়ন কর ।
বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিত শাসন (চতুর্থ-অধ্যায় )
১ ।যশোহরের অভয়নগর উপজেলাটি আয়তনে বিশাল এবং এর জনসংখ্যাও অনেক যার ফলশ্রুতিতে প্রশাসনিক রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কাজে এটি ভেঙ্গে দুটি উপজেলা করার দারি ওঠে । সরকার ন্যায্য দাবি মনে করে উপজেলাদুটিকে দু অংশে ভাগ করে দুটি উপজেলা ঘোষনা করে । কিন্তু একশ্রেণির মানুষ নিজেদের সুরভিসন্ধি বাস্তবায়নের জন্য অখন্ডতার দাবির পক্ষে জোরালো দাবি পেশ করে । এতে করে সরকার পুনরায় দু উপজেলাকে একটি উপজেলায় পরিণত করে । যার ফলে অত্র অঞ্চলের বেশিরভাগ মানুষ স্থায়ী ক্ষতির মুখে পতিত হয় ।
ক.বঙ্গভঙ্গ রদ আন্দোলনের কেন্দ্র ছিল কোথায় ?
খ.হিন্দুরা বঙ্গবঙ্গের বিরোধিাতা করতে থাকে কেন ? ।
গ.উদ্দীপকের ঘটনাটি বাংলার ইতিহাসে কোন ঘটনার কথা মনে করিয়ে দেয় ? ব্যাখ্যা কর ।
ঘ.বঙ্গবঙ্গের ফলে পূর্ব বাংলার মুসলমানেরা লাভবান হয় ‘আবার এটি রদের ফলে পূর্ব বাংলার মুসলমানদের অপরিরমেয় ক্ষতি সাধিত হয় -উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর ।
২) ইনসান আলি বাল্যকাল থেকে সাহসী, মেধাবী ও ধর্মপরায়ণ ছিলেন । পরাধীন দেশে স্বজাতির নানা অসংগতি দেখে তিনি ব্যাথিত হন । বিদেশি শাসকগোষ্ঠীর শোষণে ও অত্যাচারে তিনি প্রতিবাদী হয়ে ওঠেন । জনগণকে ঐক্যবদ্ধ করে তিনি বিদেশি শক্তির বিনাশে সশস্ত্র সংগ্রামে জড়িয়ে পড়েন। তিনি স্বদেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্তির লক্ষ্যে দলবলসহ জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই চালিয়ে যান। তার এ সংগ্রাম ব্যার্থ হলেও পরবর্তী প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত করে ।
ক.আরবি কোন শব্দ হতে ‘ফরায়েজি’ শব্দের উৎপত্তি হয়েছে ।
খ.ফরায়েজি আন্দোলন ব্যার্থ হয় কেন?
গ.উদ্দীপকের চরিত্রের সাথে উনবিংশ শতকের বাংলার কোন নেতার মিল পাওয়া যায় ?ব্যাখ্যা কর ।
ঘ.উদ্দীপকের আলোকে উক্ত নেতার সংগ্রামী জীবনের তাৎপর্য বিশ্লেষণ কর ।
৩।উত্তর আফ্রিকার সুদানে ঔপনিবশিক
বাংলার ইতিহাস (পাকিস্তান আমল ) (পঞ্চম -অধ্যায় )
ক.লাহোর প্রস্তাবের উহ্থাপক কে?
খ.ছিয়াত্তরের মনান্তর কেন ঘটেছিল ?
গ.উদ্দীপকে শ্রমিক সংঘ গড়ে তোলার সাথে যুক্তফ্রন্ট গঠনের কী সাদৃশ্য পাওয়া যায় ?ব্যাখ্যা কর ।
ঘ.তুমি কি মনে কর শ্রমিক সংঘের আন্দোলনের পরিণতির মতোই যুক্তফ্রন্টের পরিণতিও একই হয়েছিল ?উত্তরের স্বপক্ষে যুক্তি দাও ।
ক.পাকিস্থানের সংখ্যাগরিষ্ঠ জনগনের মাতৃভাষা কী ছিল ?
খ.একুশে ফ্রেব্রেুায়ারী স্মরণীয় কেন? ব্যাখ্যা দাও ।
গ.উদ্দীপকে উল্লিখিত সুদানের ভৌগলিক বৈশিষ্ট্রের সাথে তদানীন্তন পাকিস্থানের ভৌগলিক বৈশিষ্ট্রের সাদৃশ্য নিরুপণ কর ।
ঘ.উদ্দীপকে উল্লিখিত বৈষম্যের আলোকে তদানীন্তন পূর্ব ও পশ্চিম পাকিস্থানের অর্থনৈতিক বৈষম্যের একটি চিত্র তুলে ধর ।
বাংলার ইতিহাস ২য় পত্র (স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অভ্যুদয়) (ষষ্ঠ -অধ্যায় )
শৃজনশীল প্রশ্ন
ক.১৯৭০ সালের সাধানরণ নির্বাচন কত তাখিখে অনুষ্ঠিত হয়?
খ.১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়েয়র কারণ ব্যাখ্যা কর ।
গ.১৯৭০ সালের নির্বাচনের ফলাফল বানচালের জন্য পাকিস্তানি শাসকগোষ্ঠী কীভাবে ভূমিকা রেখেছিল ড আহম্মদ কামালের বক্তব্যের আলোকে তা ব্যাখ্যা কর ।
ঘ.অনুচ্ছেদে উল্লিখিত নির্বাচনের তাৎপর্য বিশ্লেষণ কর ।
ক.লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয় ?
খ.দ্বিজাতিতত্ব বলতে কী বোঝায় ?
গ.আব্রাহাম লিংকনের ভাষণের সাথে বাংলাদেশের কোন মহান নেতার ভাষণের সামঞ্জস্য রয়েছে । ব্যাখ্যা কর ।
ঘ.গনতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় উভয় নেতার ভাষণ তাৎপর্যপূর্ণ হলেও বাংলার মহান নেতার ভাষণ ছিল আরও দিকর্নিদেশনামূলক ও চেতনায় উদ্দীূপ্ত -বিশ্লেষণ কর ।
ক.ছয় দফা কর্মসূচী কে পেশ করেন?
খ.ঐতিহাসিক আগরতলা মামলা বলতে কি বোঝায় ?
গ.উদ্দীপকের প্রত্যক্ষদর্শীর বক্তব্য আমাদের কোন সময়ের কথা মনে করিয়ে দেয় ?ব্যাখ্যা কর ।
ঘ.উদ্দীপকে উল্লিখিত প্রত্যক্ষদর্শীর বক্তব্যের আলোকে মহান মুক্তিযুদ্ধে সংগঠিত নির্যাতন ও গনহত্যার বিবরণ দাও ।
ক.বাংলাদেশর মহান মুক্তিযুদ্ধে যৌথবাহিনীর অধিনায়ক কে ছিলেন।
খ. মুজিবনগর সরকারের অর্থ,শিল্প ও বাণিজ্য মন্ত্রনালয়ের কাজের ব্যাখ্যা দাও ।
গ.উদ্দীপকে আরাফ যে সরকার নিয়ে গর্ববোধ করে সে সরকারের পরিচয় ও কাঠামো ব্যাখ্যা কর ।
ঘ.আরাফের বির্ণিত সরকারের প্রশাসন ছিল খুবই সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত --মূল্যায়ান কর ।
পৌরনীতি জ্ঞানমূলক প্রশ্ন
পৌরনীতি জ্ঞানমূলক প্রশ্ন
১।এযাৎ বাংলাদেশে কয়টি কয়লা খনি আছে ?
বাংলাদেশে এ যাবতকাল পর্যন্ত পাঁচটি প্রধান অন্তর্ভূপৃষ্ঠীয় (sub-surface) কয়লা ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। ১৮৫৭ সাল থেকে ১৯৫৭ সাল পর্যন্ত সময়কালে উল্লেখযোগ্যসংখ্যক ভূতত্ত্ববিদ বাংলাদেশের উত্তরাঞ্চলের ভূভাগের নিচে বিরাট আকারের কয়লাখনির অস্তিত্ব থাকার সম্ভাবনা ব্যক্ত করেন। ভূতাত্ত্বিকগণের উপরিউক্ত মতামতের ভিত্তি ছিল পশ্চিমবঙ্গের রাণীগঞ্জের কয়লাসমৃদ্ধ অঞ্চল এবং বাংলাদেশের উত্তরাঞ্চলের ভূগর্ভের ভূতাত্ত্বিক সামঞ্জস্যতা।
২। জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের বৃঽত্তম বিভাগ কোনটি?
উত্তর:ঢাকা
৩।
w3-largলার্জe a full width container, spanning the entire width offlufluid class provides a full width container, spanning the entire width of the viewport.idfluid class provides a full wfluid class provides a full width container, spanning the entire width of the viewport.idth container, spanning the entire width of the viewport
w3-xlarge a full width container, spanning the entire width offlufluid class provides a full width container, spanning the entire width of the viewport.idfluid class provides a full wfluid class provides a full width container, spanning the entire width of the viewport.idth container, spanning the entire width of the viewport
This part is inside a .container-fluid class.
The .container-fluid class provides a full width container, spanning the entire width offlufluid class provides a full width container, spanning the entire width of the viewport.idfluid class provides a full wfluid class provides a full width container, spanning the entire width of the viewport.idth container, spanning the entire width of the viewpor a full width container, spanning the entire width offlufluid class provides a full width container, spanning the entire width of the viewport.idfluid class provides a full wfluid class provides a full width container, spanning the entire width of the viewport.idth container, spanning the entire width of the viewportt. class provides a full width container, spanning the entire width of the viewport. the viewport.